এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ০২ নভেম্বর ২০২৫ ০৫:১১543203
  • টাইপো - মলের মনের
  • . | ০২ নভেম্বর ২০২৫ ০৫:০৮543202
  • SIR এবং নাগরিকত্ব ভীষণ ‍রকম একে অপরের সঙ্গে যুক্ত, তা যতই ইলেকশন কমিশন অস্বীকার করুক না কেন।
    নাগরিকত্বের অধিকারের মধ্যে ভোটাধিকার একটা প্রধান অধিকার।
    তবে ভারতবর্ষে নাগরিকত্বের আইন চুপিসারে পরিবর্তন করা হয় ১৯৮৪ সাল নাগাদ ( সালটা ভুলও হতে পারে)। 
    ঐ সময়ে ভারত ভূখণ্ডে জন্মানোর অধিকারে নাগরিকত্ব পাবার অধিকার লুপ্ত হয়েছিল। একমাত্র ভারতীয় মাতা বা পিতা বা উভয়ের সন্তান শুধু ভারতে নয়, পৃথিবীর যেকোনো দেশে জন্মালেই বংশগতিসূত্রে ভারতীয় নাগরিকত্ব পাবার অধিকার পেত। এই প্রসেসটা এতটাই চুপিসারে হয়েছিল যে অনেকেই তা জানতে পারে নি।
    তবে ঐ কিছু অন‍্য নিয়মও ছিল, যেমন ভারতে লাগাতার অন্ততঃ পাঁচবছর বসবাস করা, বিবাহ সূত্রে ভারতীয় নাগরিকের স্ত্রী বা স্বামী হওয়ার মাধ্যমেও নাগরিকত্ব অর্জন করা যেত, এবং ভারতীয় পাসপোর্ট পেয়ে গেলে আর কোনও সমস্যা থাকত না।
    জন্ম নিবন্ধন শংসাপত্র বা পাসপোর্ট পাওয়া কারও কারও ক্ষেত্রে কোনও কঠিন বিষয় না হলেও সেসব সকলের পক্ষে পাওয়া সবসময় সহজ হয় না। বিশেষ করে প্রান্তিক মানুষদের ক্ষেত্রে। সকলের জন্ম নিবন্ধন শংসাপত্রও থাকে না। মেয়েদের ক্ষেত্রে আরও কম। সকলের নিজস্ব জমিজমা ঘরবাড়ি থাকে না। অনেকেই ইস্কুলের গন্ডি পার হতে পারে না। ভারতের ক্ষেত্রে বিভিন্ন মানুষের সামাজিক অবস্থানে বিশাল ফারাক। এগারোটা নথির যে কোনও একটাও না থাকতে পারে অনেক মানুষের। 
    অথচ বেনাগরিক যাতে ভোট দিতে না পারে সেইটে SIR এর মূল লক্ষ‍্য একটা দুধের শিশুও জানে। কিন্তু নাগরিকত্ব প্রমাণ করবার বিষয়টা ঘাঁটা।
    ভারতের মতো বিশাল জনসংখ্যার এবং পুরোপুরি অসমসত্ব সমাজে, যেখানে সবরকমের ক‍্যাওস চলছে, বিশাল দারিদ্র্য, ধর্ম নিয়ে সর্বক্ষণ ঝামেলা, জাতপাত ভাষা জনজাতির মধ‍্যে লাগাতার বিভাজন, আরও নানান সমস‍্যা রাজনৈতিক হিংসা, এসবের মধ‍্যে ঠাণ্ডাঘরে বসে এরকম এগারোটা নথির যে কোনও একটা দেবার দাবি তুললে মানুষ বিভ্রান্ত হবে। ভয় পাবে অনেকেই, সেই ভয় আরও বাড়িয়ে তোলা হচ্ছে।
    কবছর আগে "কাগজ আমরা দেখাবো না" ড্রাইভ হয়েছিল, সেলিব্রিটিদের গান গেয়ে ভিডিও করতে দেখা গেছল।
    আপনারা তাহলে এখন কাগজ দেখাবেন কেন?
    কেউ দেখাবেন না। এরকম মলের জোর বা সাহস বা সলিডারিটি আছে আপনাদের?
    না থাকলে এসব ভাট বকাই সার হবে।
  • অরিন | 119.224.***.*** | ০২ নভেম্বর ২০২৫ ০২:৪০543200
  • Nationality আর citizenship  কি এক নাকি ?  
  • পাপাঙ্গুল | ০২ নভেম্বর ২০২৫ ০২:২৮543199
  • নাগরিকত্ব 'প্রমাণ' করতে পারেননি 
  • অরিন | 119.224.***.*** | ০২ নভেম্বর ২০২৫ ০২:১৫543197
  • পাপাঙ্গুল,  "Chief Election Commissioner Gyanesh Kumar said that of the names removed, the main reasons were: ... citizens unable to prove Indian nationality"
     
    এ কথাটার মানে কি ?  ভারতের নাগরিক,  তিনি জাতিগতভাবে "ভারতীয় '  না হলে দেশে ভোট দেবার অধিকার থেকে বঞ্চিত হবেন ?  তার মানে কি এই যে জন্মসূত্রে বিদেশী অথচ ভারতের নাগরিকত্ব লাভ করেছেন এমন কাউকে ভোট দিতে দেয়া হবে না ?  
  • <> | 2405:201:802c:7858:f12f:59df:2845:***:*** | ০২ নভেম্বর ২০২৫ ০২:১৩543196
  • কিস্যু পাওয়া যায় নি, দু'জন মুসলমাম ড্রাফট লিস্তে সন্দেহজনক ছিল, ফাইনাল লিস্টে নাম উঠেছে। Insian Express র রিপোর্ট ছিল।

    অথচ, বিহারের সীমাঞ্চল আর পঃ অঃ এর মালদা আর মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল বানাতে হবে কারণ বাংলাদেশীরা ভরিয়ে দিচ্ছে, এই ছিল প্রচার। তিলোত্তমা আর নারায়ণ মুখোরা সেই কথাই বলে যাচ্ছে।

    এগুলো সব কায়দা, বক দেখিয়ে , 'হিন্দুদের' নামই বাদ দেওয়া, নাচানো।
  • পাপাঙ্গুল | ০২ নভেম্বর ২০২৫ ০২:১১543195
  • ওই সংখ্যা ৪৪ লাখের এক শতাংশও হবে না 
  • পাপাঙ্গুল | ০২ নভেম্বর ২০২৫ ০২:০৯543194
  • During the exercise, the Election Commission said through sources that illegal immigrants from Nepal, Myanmar and Bangladesh have been found through this exercise.
    However, the poll body’s statement on September 30 makes no mention of how many such foreign illegal immigrants were found.
  • সিএস | 2405:201:802c:7858:f12f:59df:2845:***:*** | ০২ নভেম্বর ২০২৫ ০২:০৭543193
  • ২০১৬ র ডিমনি থেকে এখনকার সার, এগুলো ভুল সিদ্ধান্ত, ভেবে বুঝে না করার ফল, অতএব সেই ভুলগুলো খুঁজে বার করা, এরকম ভাবা ঠিক ভাবা হবে না মনে হয়।

    এগুলো উদ্দেশ্যমূলক।

    ডিমনি - সিএএ- এন আর সি - ওয়াকফ - সার, সবই প্ল্যান করে। ক্রমাগত কনওহিউশন তৈরী করে রাখা।

    এসব করা হচ্ছে, আর আদানী - আম্বানী লালে লাল হয়ে যাচ্ছে, সব আইন বদলে ফেলা হচ্ছে তাদের জন্য, অর্থনীতির অসাম্য বাড়ছে, গিগ ইকোনমিই শুধু তৈরী হচ্ছে।
  • পাপাঙ্গুল | ০২ নভেম্বর ২০২৫ ০১:৫৯543192
  • According to this, Bihar now has 7.24 crore voters. Earlier, the figure was 7.89 crore. After the voter list revision, 65 lakh names have been removed from the list.
     
    Out of these, 22 lakh people have died. 36 lakh voters were found to have relocated, while 7 lakh have now become permanent residents of another area.
     
    After SIR, the EC added 21.53 lakh voters through Form-6 (new voter registration). Bihar has 14.1 lakh first-time voters, which suggests around 7 lakh people may have been re-added after being wrongly removed or failing to submit documents initially.
     
    Chief Election Commissioner Gyanesh Kumar said that of the names removed, the main reasons were: deaths, citizens unable to prove Indian nationality, duplicates, and permanent migration. He added that detailed analysis is available at the district, assembly, and state levels but not directly from the Commission.

    Interviews with district officials reveal the opacity: Darbhanga DM said the number of illegal foreigners is confidential. Munger DM said no illegal foreigners were found; removed names were mostly due to migration or death.
  • পাপাঙ্গুল | ০২ নভেম্বর ২০২৫ ০১:৫৪543191
  • সব দলগুলিই তাদের বাদ দিয়ে রাজনীতি করবে - এটাই 
  • সিএস | 2405:201:802c:7858:f12f:59df:2845:***:*** | ০২ নভেম্বর ২০২৫ ০১:৫২543190
  • আতঙ্কে লোকে আত্মহত্যা করে ফেলছে। যে আমি কোথায় যাব, আমার কী হবে ! এবং আমি 'কেউ না' হয়ে গেলে, ছেলেমেয়েদের কী হবে ! সোনালি বিবি-কে যদি বাংলাদেশ পাঠিয়ে দেওয়া যায়, তাহলে আমার কী হবে !

    প্যাথেটিক।
  • অরিন | 119.224.***.*** | ০২ নভেম্বর ২০২৫ ০১:২৭543189
  • "এটাই হল উদ্দেশ্য, লোকজনকে ব্যতিবস্ত রাখা, তিলোত্তমা বা নারায়ণ মুখোদের মত লোকেদের যা খুশী বলতে পারার সুযোগ করে দেওয়া।"
     
    অত‍্যন্ত দুর্ভাগ‍্যজনক!
  • সিএস | 2405:201:802c:7858:f12f:59df:2845:***:*** | ০২ নভেম্বর ২০২৫ ০১:০৯543188
  • বিহারে সার - এর সময়ে সুপ্রীম কোর্টে কেস হয়েছিল, কিছু নির্দেশের দিয়েছিল তার ইসি-কে। শেষ কমেন্ট ছিল যে আশা করা যায় ভবিষ্যতে তারা নিজেদের কাজ ঠিকমত করবে। এবং যাদের নাম বাদ গেছে তারা আপীল করতে পারে ইসি-র কাছে, লীগাল এড সার্ভিস তাদের সাহায্য করবে। কিন্তু আপীল করলেও, তাদের নাম ভোটার লিস্তে কবে ঢুকবে কিছু ঠিক নেই, আপাতত ভোটার লিস্তে নাম তোলা হচ্ছে না, এরকম পড়লাম। পড়েটড়ে মনে হয়, বিহারের ভোটের ইস্যু থেকে সার বেরিয়ে গেছে, একটিও কেস পাওয়া যায়নি বাংলাদেশী বা রোহিঙ্গা নিয়ে, অতএব ভাজপা আর সার ব্যবহার করছে না, মুসলমান আর মেয়েদের নাম বেশী বাদ গেছে, সব দলগুলিই তাদের বাদ দিয়ে রাজনীতি করবে, ভোটের প্রচার করবে হয়ত। কিছু বিশেষ করারও নেই ভোটের আগে। অর্থাত ব্যক্তির বুঝে নিক তাদের ভবিষ্যত। অথবা ছুটুক, কেস করুক। তো এটাই হল উদ্দেশ্য, লোকজনকে ব্যতিবস্ত রাখা, তিলোত্তমা বা নারায়ণ মুখোদের মত লোকেদের যা খুশী বলতে পারার সুযোগ করে দেওয়া। তারাও হল মাপছে, একটা কি ভোটের টিকিট পাওয়া যাবে না !

    মাঝে মাঝে তো মনে হয়, সব কিছুই তো রাজনৈতিক, তার বাইরে কিছু নেই, এই আপ্তবাক্যটি সর্বনাশ ডেকে এনেছে । রাজনীতি আছে, তক্ক আছে, ব্যক্তিমানুষ কোথাও নেই। একেই সরকারি ব্যবস্থার ফাঁক দিয়ে মানুষ গলে যায়, তার ওপর বিবিধ অ্যাজেণ্ডা।
  • সিএস | 2405:201:802c:7858:f12f:59df:2845:***:*** | ০২ নভেম্বর ২০২৫ ০০:৪৬543187
  • ২০০২ র ভোটার লিস্তে নাম থাকলে, আপনার বাড়ি গিয়ে BLO একট prefilled form দিয়ে আসবে। বাকি তথ্য ভরে জমা দিতে হবে, কোন আলাদা কাগজ লাগবে না, নিজেদের প্রমাণ করতে হবে না। এরকম বলা হচ্ছে, অর্থাত চাপ নেই। আসলে কী হবে, বোঝা যাবে। বাড়িতে ফর্ম দিতে গিয়ে যদি আপনাকে না পায়, তাগলে blo আবার যাবে, না পেলে আবার যাবে। টিন বার নাকি যাবে। কিন্তু আসল কথা হল, আপনাকেই ছুটটে হবে।

    ব্যাপার হল, রাষ্ট্র এখন নাগরিককে ছোটাবে যে তুমি প্রমাণ কর যে উমি নাগরিক, প্রজা নও। তো আজকে রাষ্ট্রের মধ্যে বেঁচে থাকতে হলে এটুকু তো সইতে হবে।

    আজ থেকে ৫ বছর আগে, আপনাদের মনে আছে কিনা ভেবে দেখুন, আর এক বিহার ভোটের আগে সুশান্ত সিং মারা গেছিল। কী গয়েছিল ? সেই মৃত্যুকে ব্যবহার করা হয়েছিল, পরিবারকে নামানো হয়েছিল, বিহারের প্রতিটি দল নেমেছিল, গোডী মিডিয়া নেমেছিল উদ্ধব ঠাকরেকে টাইট দেওয়ার জন্য, তার ছেলের নাম টেনে এনে। তারপর সুপ্রীম কোর্ট, সিবিআই। কিসুই পাওয়া যায়নি, পুরোটাই রচা কথ, মাঝেও ব্বেরিয়েছিল, কদিন আগে সিবিআই ক্লোজার রিপোর্ট দিয়েছে। তো এও ভেবে দেখবেন কজন সেই সময়ে কনস্পি বিশ্বাস করেছিলেন।

    তো ব্যাপার হল, সবাইকে নাচানো হবে, আজকে যে শিকারী, সে কাল শিকার হবে। ব্যবস্থাটি এইরকম।
  • অরিন | 119.224.***.*** | ০২ নভেম্বর ২০২৫ ০০:৩৮543186
  • যদুবাবুর শেয়ার করা রিপোটার কালেরটিভের প্পতিবেদন পড়লে স্তম্ভিত হতে হয় যে কি অন্তত বিহারে কি যাত্ছেতাই রকমের ভুল হয়েছে। এবং সে সব শুধরোনর বিশেষ লক্ষণও নেই।
     
    "
    Rural areas and people living in temporary housing, shelters, or the homeless in cities often do not have addresses with house numbers. The ECI has a standard method to address such situations. A notional number is given for such voters with ‘N’ prefixed to the number. 
    In any subsequent revision of the voter list, the booth-level officials are required to stick to the number given or update it only if the person has moved. This is important for the door-to-door exercise of verification to serve its purpose. 
    We found that the ECI officials across Bihar have not even followed that system this time around for SIR, making the voter lists, in several cases, even more substandard than the earlier ones. 
    Next, we visited Booth 196, where 104 voters have been registered under a non-existent house numbered 2.
    The story repeated itself. People had not filled their forms; officials had. And they surely did not all live in a mansion in the village that could provide for more than 100 people. "
     
    "
    But, our analysis of the ECI’s ongoing processes also shows weeding out such dubious voters from Valmikinagar and other Bihar constituencies to finalise the voter lists is now going to be logistically difficult, if not impossible, to conclude before the assembly elections. 
    A majority of names on the new draft voter list are without supporting documents. Now the bogus, fake and double voters, going by ECI regulations, are required to go to district officials to get their names removed from the final list, and the legitimate ones may or may not be required to prove their credentials to stay on it over a 30-day sprint exercise that the ECI has ordered. "
     
    এই একই ব্যাপার যদি বাংলায় হয় তো মহা মুশকিল। 
  • aranya | 2601:84:4600:5410:f4b6:84a7:8d8b:***:*** | ০২ নভেম্বর ২০২৫ ০০:১৯543185
  • 'যারা বস্তিতে থাকেন, গ্রামে থাকেন, বাড়ি থেকে বিচ্ছিন্ন, সিঙ্গেল মাদারের সন্তান, এল জি বি টি, সংখ্যালঘু মুসলমান তাঁদের কী অবস্থা'
    - এছাড়া পরিযায়ী শ্রমিক, এদের কথাও অনেকে লিখেছেন। ভয়াবহ অবস্থা 
  • . | ০২ নভেম্বর ২০২৫ ০০:১৬543184
  • জয়ের শেয়ার করা রীলটা দেখলাম।
    ঠিকই। মেয়েদের সমান সমান মর্যাদা না দিলে চলবে কেমন করে?
    মেয়েদেরই ভোটার তালিকা থেকে নাকি বেশি নাম বাদ গেছে এখানেই দেখলাম যেন, ৬০% মেয়ে। তাদের কোনও কাগজ নেই। এই সমস‍্যাও কম না।
  • . | ০১ নভেম্বর ২০২৫ ২২:৫৫543183
  • ওরেব্বাপ্রে!
    এখন সব পড়ে উঠলাম। অলরেডি বাড়ি বাড়ি লোক পৌঁছে যাচ্ছে ভোটার লিস্টের বিশেষ নিবিড় কী একটা যেন করতে?
    ফার্স্ট হ‍্যান্ড অভিজ্ঞতা এখানে লিখুন সকলে।
    রমিতের বোধয় এবারেই ভোটের লিস্টে প্রথম নাম উঠবে। সেটাও জানতে উৎসুক হলাম।
  • b | 117.238.***.*** | ০১ নভেম্বর ২০২৫ ২২:৪৮543182
  • আচ্ছা ২০০২ এর ভোটার লিস্টিতে নাম থাকলে কি হবে ?
    মানে নাম দেখেছি কিন্তু তাতে কি হবে ?
    এদিকে বাড়ী তালাবন্ধ, মা কলকাতায় থাকে, মাঝে মধ্যে বাড়ি যায়। কি যে করি !
  • :|: | 2607:fb90:bd09:4052:16b:73d3:a1ab:***:*** | ০১ নভেম্বর ২০২৫ ২২:৪৬543181
  • ডিলিমিটেশন-জ্ঞান শলাকার জন্য ধন্যবাদ। 
     
    ২১টা ২৪ -- অই ভাবতে পারার ক্ষমতাই তো তার বাই ডিফল্ট লেবেল হয়ে আছে অলরেডি! 
  • dc | 2402:e280:2141:1e8:fc74:e098:bbe4:***:*** | ০১ নভেম্বর ২০২৫ ২২:৩৯543180
  • গান শুনুন একটাঃ 
     
  • রমিত চট্টোপাধ্যায় | ০১ নভেম্বর ২০২৫ ২২:০৮543179
  • ডিলিমিটেশন মানে হলো যেসব স্টেট নিজের পপুলেশন কে লিমিটের মধ্যে রাখতে পারেনি, তাদেরকে হুলিয়ে আরও লোকসভা সিট দিয়ে দেওয়া যার ফলে শুধু বিহার আর উত্তরপ্রদেশ জিতেই প্রায় সরকার বানিয়ে ফেলা যাবে আর যেসব রাজ্য নিজেদের পপুলেশন লিমিটের মধ্যে রেখেছে, নিয়ম মেনে চলেছে, তাদের লোকসভা সিট কমিয়ে গুরুত্বহীন করে দেওয়া। 
  • পাপাঙ্গুল | ০১ নভেম্বর ২০২৫ ২১:৪০543177
  • ডেলিমিটেশান = আসন পুনর্বিন্যাস 
  • dc | 2402:e280:2141:1e8:fc74:e098:bbe4:***:*** | ০১ নভেম্বর ২০২৫ ২১:২৪543176
  • দ দি, অনেক ধন্যবাদ। ২০০২ তে মা সন্তোষপুরে থাকতো, ওখানের কি পোলিং বুথ ছিল সেটা জেনে খুঁজে দেখবো। আবারও ধন্যবাদ :-) 
     
    :|:, মানুষ নিজেকে কুকুর ভাবতে পারে না বলছেন? কিন্তু কুকুররা, ​​​​​​​কাঠবেড়ালিরা, ​​​​​​​পাখিরা, ​​​​​​​সবাই ​​​​​​​কেমন ​​​​​​​লেবেলহীন ​​​​​​​জীবন ​​​​​​​কাটায়, ​​​​​​​সেটা ​​​​​​​বেশ ​​​​​​​ভালো ​​​​​​​না? ​​​​​​​ 
  • | ০১ নভেম্বর ২০২৫ ২১:০৯543175
  •  ডিসি, 
     আপনার মা কি ২০০২তে কলকাতায় ছিলেন? তাহলে এখানে দেখুন নাম আছে কিনা। সেটা থাকলে প্রসেস একটু সহজ। 
     
  • :|: | 2607:fb90:bd09:4052:16b:73d3:a1ab:***:*** | ০১ নভেম্বর ২০২৫ ২১:০৮543174
  • মানুষ নিজেকে কুকুর ভাবলে ...
    ক্ষী আর বলি! 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত