এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 134.238.***.*** | ২১ অক্টোবর ২০২৫ ১৮:০৮542693
  • পুরনো লিটল ম্যাগাজিন, অল্প পড়া বা ভুলতে চলা কবিতার ভাঁড়ার মাঝেমাঝে নিয়ে যদুবাবু যেন মেলার বায়োস্কোপওয়ালা, বাক্সের গায়ে গোলগোল গর্তের ওদিকে ম্যাজিক।
    লিটল ম্যাগাজিন নিয়ে, কবিতা নিয়ে নিবেদিতপ্রাণ উস্কোখুস্কো বুদ্ধিজীবি, বইপত্র সম্বল অবসর - এইসব স্মৃতির বাইরে আর কোথাও আছে কিনা জানি না। না থাকায় কোন ক্ষতি হয়নি, নিবেদিত প্রাণ মানুষ তো আছেন, আজকাল আত্মপ্রকাশ অনেক সহজ হয়েছে, কন্টেন্টের বান ডেকেছে যদিও, কিন্তু পড়ুয়া মনিমুক্তো বেছে নেয় বলে বিশ্বাস করি। যদিও অনায়াস জিনিসটার মধ্যে একটা ফঙ্গবেনে ব্যাপার আছে কিনা কে জানে। এই সব হলুদ হয়ে আসা পাতা, এইগুলি একেকটা পোর্টাল যেন। এর আগে যদুবাবু ১৯৫৯ সালের কবিতা পত্রিকার লিংক দিয়েছিল, সে আমি আদর করে শিকেয় তুলে রেখেছি, মাঝে মাঝে নামিয়ে ঝাড়ামোছা করি।

    যাঁরা এইসব আর্কাইভ বানান ও রক্ষণাবেক্ষন করেন, কোন কৃতজ্ঞতা ও ধন্যবাদই তাঁদের জন্য যথেষ্ট না।

    এইবার একটু কূটকচালিতে যাই, বাঙালী সিরিয়াস কড়া সাহিত্যানুরাগীরা যেমন বিশ্বসংসারের ওপর হাড়ে চটা, অন্য ভাষাতেও কি তাই হয়? এমনিতে বাইরের পৃথিবীর ঢং দেখলে রাগ হওয়ারই কথা, কিন্তু তাও।

    এই যেমন অজ্ঞাতবাসে দেখলাম সুনীল সমরেশ মজুমদার বুগু দুলেন্দ্র ভৌমিক সবাই গাল খেয়েছেন, সে নতুন কিছু না, ওঁরা গাল খেয়েই থাকেন, দুলেন্দ্র ভৌমিককে গাল খেতে তেমন দেখিনি, তবে সে আমারইঅ অজ্ঞতা হবে।
    কিন্তু শক্তি চট্টোও যে অতি নিকৃষ্ট কবি, সে এমন জোরেশোরে আর পড়েছি কিনা মনে পড়ে না, শক্তি বিষয়ে অভিযোগগুলি অনেকটা পাড়ায় পাড়ায় কানাঘুষো মত, আর জরাসন্ধ কবিতার পাণ্ডুলিপি বিষয়ে। কিন্তু তিনি কবি হিসেবে নিতান্ত নিকিরি, এ আমার কাছে নতুন! 
    সে হল ১৯৮৬ সাল (ভাবলে বিস্ময় হয়, ১৯৮৬ সাল, মনে হয় এইতো সেদিন, যদিও ইদানীংকার ভাটের বালিকা /বালকবৃন্দ এবং স্নেহের হিজি বিজ্‌ বিজ্‌-এর মধ্যে কেউ কেউ তখনও জন্মাননি, আবার মনে হয় সে কবেকার কোন কালের কথা)। 
    ওদিকে ১৯৫৯ সালের কবিতা পত্রিকার শুরুর নিবন্ধ শেষ হচ্ছে এই বলেঃ "অবশেষে শেষ কিন্নরটিও এই বামনশাসিত যুগের হাতে সাহিত্য ও সংস্কৃতির সব ভার তুলে দিয়ে" - ইত্যাদি।
    আর সেই পত্রিকার দ্বিতীয় কবিতা লিখেছেন শক্তি চট্টোঃ
    আমার বেদনাময় বাংলাভাষা যদি বিদ্ধ করে
    নির্মলতা-হারা প্রাণ, তবে পূর্বে প্রণতিস্বীকার।
  • <> | 2405:201:802c:7858:f12f:59df:2845:***:*** | ২১ অক্টোবর ২০২৫ ১৭:৩৭542692
  • হ্যাঁ, আরশিনগর ওনার লেখা।

    কবিতাগুলো আবার পড়ার চেষ্টা করুন। ওনার ডিকশন আলাদা, জীবনানন্দীয় বা কৃত্তিবাসীয় নয়। যদি, প্রথম বই কৃত্তিবাস প্রকাশনী থেকেই, প্রথম দিকের কবিতা , কবিতা পত্রিকা ও ৫০ এর পত্রিকায় প্রকাশিত। ৫০ এর কবিরা গুরুত্বও দিত রমেন্দ্রকুমারকে।

    আবার পড়লে অনেক কিছু পাবেন। আমিও প্রথমে পড়ে সরে এসেছিলাম কিছুটা, ঐ ডিক্শনের জন্য। আর একাধিক 'পার্সোনা' - র জন্য।

    আর, তাও না পছন্দ হলে, আর কী, 'রুচির ওপর তর্ক চলে না', এই বাক্য দিয়ে ঙাপ্পি নামের কবিতাটি শুরু করেছিলেন, কবিতাটি ছিল গন্ধ উথাল ঙাপ্পি মাছ আর গোলাপের তুলনা ! যার যা পছন্দ।

    রমেন্দ্রকুমারের বোন, অর্চনা আচার্যচৌধুরীর - ও একটি কবিতার বই ছিল , ১০ - ১৫ বছর আগে বেরিয়েছিল। ভাল কিছু লেখা ছিল, অনেক দিন ধরেই লিখতেন।
  • Ranjan Roy | ২১ অক্টোবর ২০২৫ ১৫:১০542691
  • 'আরশিনগরে পড়শি বসত করে' কি ওনার লেখা? 
  • b | 14.139.***.*** | ২১ অক্টোবর ২০২৫ ১০:৪২542690
  • অজ্ঞাতবাসের প্রথমেই দেখলাম রমেন্দ্রকুমার আচার্য্য চৌধুরীর একটি কবিতার বইয়ের বিজ্ঞাপন ঃ তার নিচে ছোটো ছোটো করে লেখা , "কবিতা পড়ার  সামর্থ্য / যোগ্যতা না থাকলে পড়বেন না ।" 
     
    (অল্প বয়সে, মানে আমার অল্প বয়সে,   ভদ্রলোকের দু চাট্টে কবিতা পড়েছিলাম, সেই পাপে  মরমে মরে আছি )
  • Manali Moulik | ২১ অক্টোবর ২০২৫ ১০:১৩542689
  • জেন-জি মাদাগাস্কারের দুর্নীতিবাজ সরকার উল্টে দিয়েছে। নতুন প্রেসিডেন্ট Michael Randrianirina শপথ নিলেন,  আফ্রিকান ইউনিয়ন কয়ে দিয়েছে কোনো দ্বীপরাষ্ট্রকে সেভাবে আর ওদের তালিকায় included রাখবে না।
  • নো কিংস | 2601:5c0:c280:d900:c4ce:b273:e139:***:*** | ২১ অক্টোবর ২০২৫ ০৮:০৫542688
  • অবক্ষয়ী পশ্চিম দিগন্তের বাসিন্দারা কেউ "নো কিংস" র‍্যালি বা প্রোটেস্টে গেছিলেন? কেমন হ'লো? ছবিতে দেখলাম বড়ো বড়ো শহরে অনেক লোক জড়ো হয়েছিলেন র‍্যালির জন্য। মোট ৭ মিলিয়ন নাকি! 

    আবার দোলান্দাদু দেখলাম রেগেমেগে কীসব জঘন্য এ্যাই-জেনারেটেড ভিডিও/রিলস বানিয়ে ছেড়েছেন।
  • যদুবাবু | ২১ অক্টোবর ২০২৫ ০৬:০৪542687
  • সাইটের সাম্প্রতিক কোনো পদ্যই কোনোভাবেই প্লেজ়িয়ারিজ়ম মনে হয়নি। প্লেজিয়ারিজ়ম কেন, ভাব, ফোড়ন, অনুপ্রেরণা কিছুই মনে হয়নি। 
     
    আর কাব্যের ক্ষেত্রে অনুপ্রেরণা/অনুরণন এইসব খুব-ই স্বাভাবিক, হলেও আমার মতে কিস্যু ক্ষতি নেই, হয়ে শেষমেশ জিনিষটা কী দাঁড়ালো সেইটে কথা। তবে কি না, বলেই ফেলি, ঐ শব্দের গোনাগুনতিবাচক আলোচনা শেষের দিকে একটু দীর্ঘসূত্রী লেগেছে। আমার আসলে এই এ্যাই-স্লপ অর্থাৎ চ্যাট-জিপিটির সাথে প্রশ্নোত্তর দেখলে একটু ক্লান্ত লাগে। সেটা আমার-ই বায়াস। 

    যাকগে, সে অন্য কথা। অজ্ঞাতবাস ভলিউম ২০-র একটি প্রবন্ধ পড়ে মজা লাগলো, প্রসূন বন্দ্যোর। শুরুর একটুখানির ছবি দিতে এলাম। 
     
  • . | ২১ অক্টোবর ২০২৫ ০২:০০542686
  • আরেকটা মজার জিনিস লক্ষ‍্য করার মতো টইয়ে — মেয়েমানুষে ভুল ধরিয়ে দিলে লোকে মানতা চায় না, পুরুষ মানুষ ভুল ধরালে ইয়েস স‍্যার ইয়েস স‍্যার করে মেনে নেয়। হায় দুনিয়া!
  • . | ২১ অক্টোবর ২০২৫ ০১:৫৭542685
  • একী!
    সেই পদ‍্যের plagiarism এর পর থেকে ভাট পুরো ডুবে গেল?
  • শ্রীমল্লার বলছি | ১৯ অক্টোবর ২০২৫ ১২:০৭542684
  • শ্যামাসঙ্গীত পেরিয়ে এসে ঢুকে পড়ছি গুলজারের গানে। শহরে কালী পুজো, হাজার হাজার বার শোনা গানগুলোকে মণ্ডপে মণ্ডপে শুনতে মন্দ লাগছে না। বরং নতুন ক'রে আবিষ্কার ক'রে নিচ্ছি!... 
  • Manali Moulik | ১৮ অক্টোবর ২০২৫ ১৪:১৮542683
  • ধনতেরাসে মানিক বন্দ‍্যোপাধ‍্যায়ের 'পদ্মানদীর মাঝি' পড়লাম। ধনদেবতা আর ধনহীন কুবের মিলেমিশে একটা যা ব‍্যাপার !
  • . | ১৮ অক্টোবর ২০২৫ ০১:৫৮542682
  • জেলেন্সকির নাকের সামনে বিদঘুটে কী একটি টমহক্স নামের মূলো মিসাইল ঝুলিয়ে ট্রাম্প মিটিং করছে।
    দেখা যাক কী ফলাফল বেরোয়।
  • r2h | 134.238.***.*** | ১৭ অক্টোবর ২০২৫ ১৬:২৮542681
    • ~ |  ১৭ অক্টোবর ২০২৫ ১৫:৩২
    • ... সে লেখাও গেছে গিয়া।...
       
    যাহ:(
  • ~ | 103.244.***.*** | ১৭ অক্টোবর ২০২৫ ১৫:৩২542680
  • ChatGPT: Q:
    I am posting a poem "A". 1) count the total number of words and 2) number of unique words in it. then I will post another longer poem "B". calculate the same i.e. 3) count the total number of words and 4) number of unique words for that too. then 5) calculate the number of unique words of "A" which are also present in "B" 6) thus calculate the total number of words in "A" which are present in "B" i.e. how many total words of "A" is covered by the count "5)" mentioned above considering their repetition in "A". 7) calculate count "6)" multiply by 100 divided by count "1)" i.e. the percentage of words in "A" which are also present in "B"
     
    ChatGPT: A:
    Nice — I counted them. I normalized by removing punctuation (Bengali + ASCII punctuation) and splitting on whitespace. Here are the results:
    1. Total number of words in A = 246
    2. Number of unique words in A = 161
    3. Total number of words in B = 807
    4. Number of unique words in B = 547
    5. Number of unique words of A that are also present in B = 35
    6. Total number of words in A (counting repetitions) that are present in B = 62
    7. Percentage of words in A that are also present in B = 62 / 246 × 100 = 25.20%
    Q :
    • show the list of the 35 shared unique words,
     
    A:
    ১. নদীর
    ২. জলে
    ৩. মানুষ
    ৪. পথে
    ৫. জনপদ
    ৬. ঘাট
    ৭. বালিকা
    ৮. ধারে
    ৯. বসে
    ১০. প্রেমিক
    ১১. বৌ
    ১২. জল
    ১৩. ভেসে
    ১৪. যায়
    ১৫. ভাটির
    ১৬. পাহাড়
    ১৭. পথে
    ১৮. বসত
    ১৯. শ্মশানঘাট
    ২০. ঘুর্ণি
    ২১. পুল
    ২২. কালো
    ২৩. পা
    ২৪. মেয়ে
    ২৫. সূর্য
    ২৬. চাঁদ
    ২৭. মাটিতে
    ২৮. আকাশ
    ২৯. রাত্রি
    ৩০. ভোর
    ৩১. ধুলো
    ৩২. গান
    ৩৩. নদী
    ৩৪. ঘুরে
    ৩৫. তীরে
     
    >> নদীরোপর খুব কমন ইউজ। হসন্ত শব্দের পর স্বাধীন স্বরবর্ণ থাকলে জুড়ে যাওয়ার ঝোঁক থাকবেই। বাকি কবিতাটা যে ছন্দের দিকে হেলে থাকবে তার উপর নির্ভর করবে উচ্চারণ "নদীর ওপর" হবে, না "নদীরোপর" হবে। মানে কবি বা কবিতা কীভাবে পাঠককে ওটা পড়াতে চাইছে, শ্বাসযতি দিয়ে না না-দিয়ে। 'মা নিষাদে' এই শব্দযুগল ব্যবহৃত হলে উচ্চারণ অটোমেটিক "নদীর ওপর" হত।
     
    >> গোঁসাইয়ের সাইকেল আরোহী খাটো ধুতি এখন আর মনে নেই, এক্সটেনশন বালায় ছিল, সে ইমেজ ব্লগে তোলা ছিল, সে ছবির লিংক ও ভোগে গেছে, ফলে সে লেখাও গেছে গিয়া।
     
    >> গুপুদের উদ্দেশে:
    পোস্ট করার মুহূর্তে টেকস্টবক্স ফিল্ড-এর কনটেন্ট ("বিষয়বস্তু") বা নেম ফিল্ড-এর কনটেন্ট ("আপনার নাম") ভুল করে ফাঁকা থেকে গেলে সেটা মনে করিয়ে দেওয়ার জন্য একটা সতর্কবাণী দেওয়া থাকে "বিষয়বস্তু বা আপনার নাম খালি রাখবেন না" যেটা আরেকটু মডেস্টভাবে বলা যেত -- "বিষয়বস্তু খালি রাখবেন না" বা "আপনার নাম লেখেননি।" এটা শুধু যারা ভুল করে লেখেননি তাদের ধরিয়ে দেওয়ার জন্য।
     
    কিন্তু কেউ যদি সচেতনভাবে নিজের নাম না লিখতে চায়, যদি মনে করে তার নাম সত্যিই লেখার দরকার নেই বক্তব্যটুকুই জরুরি; বা, যার সাথে সে ইন্টার‍্য়াক্ট করছে, বা যারা তার লেখাটুকু পড়েই তাকে সনাক্ত করতে পারবে তাদের বাইরে আর কাউকে সে তার পোস্টের মাধ্যমে রাখা বক্তব্যের সঙ্গে এনগেজ করতে চায় না, বা অন্য প্রসঙ্গে, তার নাম প্রকাশ করাটা যে কোনো কারণেই হোক তার ইচ্ছে নয় তাহলে তার সেই স্বাধীনতাটুকু থাকা উচিত। ওভাররিয়্যাকটিভ গুপু ইজ নেভার এ ট্রু গুপু নট ইভেন আ গুড গুপু।।
  • | 42.105.***.*** | ১৭ অক্টোবর ২০২৫ ১২:৫৮542679
  • যাত্তারা টেস্ট মারতে গিয়ে আমার পোস্টটাকে গিলে ফেলল কেন। ধুর্ধুর
  • test~ | 2601:644:9180:9770:fcc8:6832:9018:***:*** | ১৭ অক্টোবর ২০২৫ ১২:৩৩542678
  • টেস্ট 
  • r2h | 134.238.***.*** | ১৭ অক্টোবর ২০২৫ ০৯:১৯542670
  • নদীর ওপর- আমার কাছে বেশ সমস্যাজনক লেগেছে। পা ডুবিয়ে - একটু। ঐ (ওই) পারের, মন্দ ঢেউয়ে - ঠিকই আছে আমার মতে।
    সমস্যা অন্য- একটা অবজার্ভেশন ছিল (আমার না), যে ছন্দের চলন স্বরবৃত্তে চলে যাচ্ছে। কথাটা আমার যুক্তিযুক্তও মনে হয়েছিল, কিন্তু ব্যাখ্যা করতে পারবো না -এইখানে একটা বিড়ম্বনামূলক স্বীকারোক্তি আছে- সন্দেহ হলে আমি তাল ঠুকে ঠুকে ছন্দ পরীক্ষা করি, কিন্তু কোনটা কী সেটা প্রায়শ ধরতে পারি না, গুলিয়েও ফেলি, সত্যি বলতে কী বোঝার চেষ্টা করার জন্যে পড়াশুনো করার চেষ্টা করেছি অনেক দিন কিন্তু ধৈর্য্যচ্যুতি ঘটে।
    তো, ঐ চলনটা দেখেশুনে ঠিক করার একটা ব্যাপার হতে যাচ্ছিল, কিন্তু তারপর ঐ ৪৯/৫১তে বেরিয়ে গেছে, আর আমারও মনে হয়েছে এরকম হয়ে থাকলে তা থাক, দেখা যাক কী হয়।

    কোপাইলটে দুটোকে ফেলে জিগাতে বললো ৩৬টা শব্দ নাকি কমন। আর বললো, "The percentage of similarity between the two Bengali poems, based on common unique words, is approximately 5.2%."।
    তবে রকম সকম দেখে সত্যিই কমন শব্দ খুঁজেছে কিনা সন্দেহ হচ্ছে।

    আরেকটা কম্পারিজন টুল বললোঃ "... The original text was a long, dense poem describing themes of destruction, war, nuclear fallout, social inequality, and mythological/religious imagery mixed with contemporary struggles.
    The new text, in contrast, focuses almost exclusively on imagery related to a river and its immediate surroundings.
    ...
    In essence, the sweeping, apocalyptic, and socio-political scope of the original text has been replaced by a focused, atmospheric depiction centered on the life, flow, and occasional sorrow associated with a local river
    ."

    গোঁসাইয়ের - ভেবেচিন্তে মনে পড়লো, হৃদয়ে প্রেমের শীর্ষ বইয়ের সব কটি রচনাই আমার ধারনা আমাকে স্থায়ীভাবে প্রভাবিত করেছে। আমার টাউনকেন্দ্রিক চিন্তাভাবনায় দাদাভাইদের পাড়া উস্কানি দিয়েছে, এটাও মনে হয় নিশ্চিতভাবেই বলা চলে।

    ধুতি পরা লোক সাইকেল নিয়ে পার হচ্ছে - মনে পড়ছে না। কবিতাটা আর তার এক্সটেনশন ট্রিবিউট পড়তে খুবই আগ্রহী।
  • | 42.108.***.*** | ১৭ অক্টোবর ২০২৫ ০৮:২৩542669
  • নদীরোপর, পাআ ডুবিয়ে, ওই পারের, মন্দ ঢেবে (উয়ে, অন্তস্থ ব), এই কয়টা পুরোপুরি ব্যাখ্যাযোগ্য। আর বাকিটা তো নিক্তিমাপা। পিছলেছে বললে, তাও আবার ইচ্ছে করেই পিছলানো শোধরানো হয়নি বললে, তো মুশকিল।
     
    কমপ্যারিজন টুলটা সিরিয়াসলি জিজ্ঞাস্য। ইউনিগুলোতে ব্যবহার হয় পেপারের অরিজিনালিটি বোঝার জন্য। ওটা দিয়ে মাপার দরকার আছে, যা বললাম, বোঝার জন্য যে, কেন কারও কাছে ফ্লেভার মিলে যাচ্ছে বলে মনে হচ্ছে। 
     
    এবং, গোঁসাইয়েরও একটা ছোটো নদী আছে। ধুতি পরা লোক সাইকেল নিয়ে পার হচ্ছে এমত ছবির সেটা পড়া? সেই হিসেবে এটা ছোটো নদী (৩)  (ওটার ওপর আবার আমার একটা সচেতন এক্সটেনশন ট্রিবিউট লেখা ছিল, তাই আরও ইনভলভড হচ্ছি)
  • r2h | 165.***.*** | ১৭ অক্টোবর ২০২৫ ০৩:৫৬542668
  • কী মুশকিল, পিছলায়নি? আমার যেন মনে হচ্ছিল এদিক ওদিক হড়কেছে কিন্তু সাতপাঁচ ভেবে মনে হল এই থাক। এখন আবার গুনে দেখতে হবে?

    যথাযথ ছান্দসিক, সমালোচকরা সময়মত নজর দিলে আমাকে নিজের কবিতার এতবড় ব্যাখ্যান লিখতেই হতো না। আমিও গোস্বামীভাব দেখে চেগে গিয়ে রচনা নামিয়ে দিলাম।
  • | 42.108.***.*** | ১৭ অক্টোবর ২০২৫ ০৩:১০542667
    • r2h | 208.127.***.*** | ১৭ অক্টোবর ২০২৫ ০০:৩৬542661
    • ইনফ্যাক্ট এই ছোট নদীতে ছন্দ নানান জায়গায় পিছলে গেছে। এক রকম ভাবে চলেনি।
    পুরোটাই ৫ মাত্রার মাত্রাবৃত্ত। কোথায় পিছলেছে? হুতো টু পয়েন্ট আউট।
     
    আচ্ছা কারো কাছে ওয়ার্ড কমপারিজন টুল আছে? একটা লেখার কত পার্সেন্ট শব্দ অন্য লেখায় রয়েছে এই তুলনা করা যাবে? আমার মনে হয় ছোট নদীর ৬০-৭০% শব্দ মা নিষাদে পাওয়া যাবে। (যেভাবে ১০০% শব্দ ডিকশনারিতে আছে) প্লাস ছন্দ দুটোই মাত্রাবৃত্ত, ব্যাস। 
  • . | ১৭ অক্টোবর ২০২৫ ০১:৩২542666
  • ফোড়নের গন্ধের বদলে একটু ফোড়ন কাটি — একে বলে অনুপ্রেরণা। 
  • শ্রীমল্লার বলছি | ১৭ অক্টোবর ২০২৫ ০১:৩২542665
  • @& ভাল কথা মনে করালেন, ঋতুপর্ণ ঘোষের 'সব চরিত্র কাল্পনিক' ছবির এক দৃশ্যে জয় এই কবিতাটি পাঠ করেছিলেন! অপূর্ব সে পাঠ! অপূর্ব সে দৃশ্য! 
  • &/ | 151.14.***.*** | ১৭ অক্টোবর ২০২৫ ০১:২৮542664
  • আমারও চিন্তাভাবনা করার একটু স্কোপ হল। একদম সাধারণ বাইরের পাঠক হিসেবে ( মানে সেই পাঠক যার বিশেষ অন্য ট্রেনিং নেই কবিতা বিষয়ে, খানকতক কবিতা পড়া ছাড়া) পড়তে পড়তে কেন মিল পাচ্ছি, কেন মিল পাচ্ছি? কীসে মিল পাচ্ছি? কোথায় মিল পাচ্ছি? ছন্দে? মাত্রায়? উঁহু। বিষয়ব্স্তুতে? না, একেবারেই না। তাহলে কেন ? অথচ ফোড়নের সুগন্ধের মত কিছু একটা চেনা জিনিস ঠেকছে এসে বারে বারে।
    গোস্বামীর আরও কিছু কবিতা, যেখানে সেই বর্ডার কাঁটাতার, সেই 'প্রিয়বালা প্রিয়বালা' বলে ডাকছে, দলে দলে সীমান্ত পেরিয়ে লোকজন যাচ্ছেন, সেই কবিতাটাও মনে পড়ে যাচ্ছে। ওখানেও এই ফোড়নের সুগন্ধের মত কিছু একটা ছিল, যেটা এখানেও ...
  • r2h | 208.127.***.*** | ১৭ অক্টোবর ২০২৫ ০১:১৮542663
  • আচ্ছা...
    ঠিক আছে তাহলে এই নিয়ে মাথা ঘামিয়ে আর লাভ নেই। তবে এনিওয়ে থ্যাংকিউ, এই তালে নিজেরও একটু ভাবনা চিন্তা করা হলো।
  • &/ | 151.14.***.*** | ১৭ অক্টোবর ২০২৫ ০১:১৩542662
  • না না, ছন্দ না, বিষয়বস্তু না, অন্য কিছু। ওই টিপিকাল গোস্বামীভাব, অমুক ডোবে, অমুক ভেসে যায় ---এই ধরণের ব্যাপার। যাক গে, ওটা নিতান্তই আমার ব্যক্তিগত বোঝা। তাতে তেমন গুরুত্ব না দিলেও কোনো অসুবিধা নেই।
  • r2h | 208.127.***.*** | ১৭ অক্টোবর ২০২৫ ০০:৩৬542661
  • ছন্দ বা স্তবকের বিভাগের জন্য মনে হলে আমি বলবো ভুল মনে হচ্ছে। ইনফ্যাক্ট এই ছোট নদীতে ছন্দ নানান জায়গায় পিছলে গেছে। এক রকম ভাবে চলেনি। মানে স্বরবৃত্ত মাত্রাবৃত্তে তো কোটি কোটি কবিতা আছে, সে হিসেবে সবেরই এক রকমে মিল আছে।

    ঠিকঠাক ছন্দে হলে এইরকম লিখতে হতঃ

    নদীর 'পরে কাঠের কালো পুলের নীচে জল
    পুলের নীচে ঘুর্নি জলে ঘোলা জলের পাক
    আসছে নদী ভাসছে নদী জুমের জমি ঠেলে
    শ্মশান ঘাটে চিতার কাঠে নদীর কালো স্রোত


    অথবাঃ
    নদীর ধার এই নদীর সাঁকো
    সাঁকোর নীচে নদীর ঘোলা জল
    জুমের ক্ষেত শ্মশান ঘাট ঠেলে
    নদীর জল জনপদের পাশে


    অথবাঃ
    নদীর ওপরে কাঠের পোক্ত সাঁকো
    সাঁকোর গভীরে পাক খায় কালো জল
    একদিকে তার শহর, অন্য দিকে
    আবছা শহরতলি
    জুমের পাহাড় পেরিয়ে এসেছে নদী
    মন্দাক্রান্তা চলেছে শ্মশানঘাটে
    উজানের দিকে ফসলের শ্যামলিমা
    ভাটিতে শবের স্তূপ।


    কিন্তু এই বসতের ধারে নদী তো আর এমন সুসার ছন্দ মেনে চলে না, পাড় ভেঙে যায়, ময়লা ফেলে ফেলে মানুষ ক্ষত করে দেয়, ছন্দ, গতি ভেঙে ভেঙে যায়।
     
    ভাষা, আমার নিজের মনে হয় আমার ভাষায় কবিতার নানান ঈশ্বরের ঘোরতর প্রভাব আছে, কিন্তু তাঁরা জয়ের আগের লোকজন। নাম করছি না, ছোট মুখে বড় কথা হবে, প্রভাব মানেই তো আর আত্তীকরণ না।

    মা নিষাদের স্কোপ অনেক বড়, এই কবিতায় বিশ্বশান্তির কথা আছে, যুদ্ধবিরোধিতার কথা আছে। আমার নদীর ধারের বসত অত দূর তাকাতেই পারে না, এই পারে টাউন আর ঐ পারে মফস্বলের বাইরে ভাবতে গেলে তার মাথায় ঝিলিমিলি লেগে যায়। বাইরের পৃথিবীর প্রভাব কী আর পড়ে না, সে তো পড়েই। কিন্তু এইখানে নুন, পান্তা, ঘৃতমশল্লাদির চিন্তা প্রবল। তো ঐ জীবনানন্দ বনাম কুমুদরঞ্জনের কথাটা একেবারে উড়িয়ে দেওয়ার মতও হয়তো না!

    জয় গোস্বামীকে আমি আমাদের সময়ের সবচে শক্তিশালী কবি বলে মনে করি, কিন্তু এই লোকটার মত, এই লেখাগুলির মত লিখতে চাই যদি মনে হয়, তাহলে যাঁদের নাম মাথায় আসে তাঁদের মধ্যে জয় গোস্বামী তেমনভাবে নেই।

    আমি একটা পদ্য লিখেছিলাম, তাতে ক'টা লাইন ছিলঃ
    "...
    তোমার নিকটে যদি নাই হয় যাওয়া
    মিলে যায় অবকাশ ফোকটে হপ্তার মাঝখানে
    যাবতীয় সামাজিক জমিদারী দস্তা জীবন 
    এইসব সাত পাঁচে, আমার স্বভাব ধর্ম তুমি জানো।

    ..."

    এবার কেউ যদি বলে বাপু হুতেন তুমি তো দেখছি এইখান থেকে বেমালুম টুকে দিলেঃ

    "এইসব সারেগামা পেরিয়ে তোমার কাছে দু-ঘন্টা বসতে ইচ্ছে করে।
    ...
    তোমাকে দু:খিত করা আমার জীবনধর্ম নয়
    চলে যেতে হয় বলে চলে যাচ্ছি, নাহলে তো, আরেকটু থাকতাম।
    "

    তাহলে আমি একেবারে বিনা প্রতিবাদে মাথা নীচু করে বসে থাকবো। 

    তো এইসব আরকি।
    তাই একটু কৌতূহল হচ্ছিল, যে আপনার চোখে ঠিক কী ধরনের মিল চোখে পড়লো!
  • শ্রীমল্লার বলছি | ১৭ অক্টোবর ২০২৫ ০০:১৩542660
  • @অরিন, না তেমন তো কিছু মনে হয়নি। 
    তবে কী জানেন, আপনি বিশ্বাস করবেন কি না জানি না, আমি যখন স্বপ্নের মধ্যে থাকি, তখন খুব বেশি ক'রেই স্বপ্নের মধ্যেই থাকি! সবটাই বাস্তব লাগে..... 
  • অরিন | 119.224.***.*** | ১৭ অক্টোবর ২০২৫ ০০:১২542659
  • এই কবিতাটা অপূর্ব, অদ্ভুত লিরিক আর imagery । অন‍্য কারো কোন লেখার সঙ্গে তুলনা করাটা মনে হয় না প্রাসঙ্গিক। অদ্ভুত রকমের সুন্দর। 
  • r2h | 208.127.***.*** | ১৭ অক্টোবর ২০২৫ ০০:১১542658
  • আহা, কবিতা তো পড়া-ই। কাল্কেই তো লিখলাম হাতে গরমঃ) (কাল না, পরশু লিখেছি, ঐ হল)
  • r2h | 208.127.***.*** | ১৭ অক্টোবর ২০২৫ ০০:০৯542657
  • মানে ধরুন অনেকগুলি জিনিস হতে পারে, হয়তো মনে হল ছন্দের চালটা এক রকম, বা চিত্রকল্প মিলে জাচ্ছে, বা বক্তব্য, বা শব্দের ব্যবহার বা বাক্যগঠনের ধরন - ঐ আগে যেসব লিস্টি দিলাম আরকি।

    যেমন ধরুন সুধীন্দ্রনাথ দত্ত'র কবিতা চিনবেন কী করে, কঠিন কঠিন শব্দ, পাশ্চাত্য পুরাণের রেফারেন্স এইসব প্রথমেই চোখে পড়বে। মাইকেলের লম্বা লম্বা ক্রিয়াপদ, শক্তির ঝকঝকে ভাষায় কিছু সাধু ক্রিয়াপদ, ভাস্কর চক্রবর্তীর নাগরিক বিষাদ - এইরকম কিছু জিনিস থাকে যা প্রথমেই চোখে পড়ে, লেখার ভেতরে ঢোকার আগেই। তারাপদ রায়ের ভাষা, লাইন সাজানো, ছবি। নানান লোকের নানান লক্ষন থাকে।

    তো, কোন জিনিসটা দেখে মনে হচ্ছে?

    আর ব্যাপারটাকে বেশি কচলাচ্ছি মনে হলে তাও বলতে পারেন, বিনা প্রশ্নে থেমে যাবো, একটা সামান্য কবিতার ফিডব্যাক দিয়ে তার জন্য প্রবন্ধ লিখতে হলে সেও ভালো কথা নাঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত