এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ৩০ জুলাই ২০২৫ ০৩:২২540689
  • গ্যানিমিড হরণ এর ছবি আরো অনেকে এঁকেছেন, কোথাও গ্যানিমিড আরও ছোটো, একেবারে শিশু। কোথাও বালক। কোথাও তরুণ( তবে ৪৫ এর তরুণ না ঃ-) ) । এই রাজপুত্রকে হরণ করার ফলে এদের রাজ্যে রাজত্ব কে পাবে সেই ব্যাপারে নানা জটিলতা হয়ত সমাধান হয়ে গিয়েছিল, কেজানে! কারণ কোনোকালেই তো রাজত্বের দাবীদারের অভাব থাকে না।
  • &/ | 151.14.***.*** | ৩০ জুলাই ২০২৫ ০৩:১৮540688
  • বিরাট একটা ঈগলপাখি ( সে হল দেবতাদের রাজার দূত ) এসে রাজপুত্তুর গ্যানিমিডকে খপ করে ধরে ঝপ করে উড়ে পড়ল। স্বর্গে রাজামশাইয়ের খেয়াল হয়েছে তাঁকে সুরাপাত্তর এগিয়ে দেবে গ্যানিমিড, কর্মচারী হয়ে থেকে যাবে।
    https://augusta-stylianou.pixels.com/featured/the-abduction-of-ganymede-sigmund-ferdinand-von-perger.html?product=tapestry
  • &/ | 151.14.***.*** | ৩০ জুলাই ২০২৫ ০৩:১২540687
  • হঠাৎ করে ডুওলিঙ্গো শুনে বাংলা-ইংরিজি গুলিয়ে ফেলে কেমন ঘাবড়ে গেলাম! ঃ-)
  • . | ৩০ জুলাই ২০২৫ ০৩:১২540686
  • ডিটেইলে বলছি। যেহেতু ফরাসি ভাষা ওর কাছে ফার্স্ট ল‍্যাংগুয়েজ ছিল ইস্কুলের বেশ কিছু বছর, তাই মাতৃভাষার মতই বয়ে উঠেছিল সেই ভাষা। মানে রাত জেগে বা পাঠ‍্যবইয়ের নীচে লুকিয়ে ফরাসি সাহিত্যের গল্পের বই পড়ার মত কাণ্ড সেও করেছে নিয়মিত। কিন্তু নিয়তির নির্বন্ধ এমনই যে বাসস্থান বদলাতে হলো, ইস্কুলের শেষ সাড়ে তিনবছর কাটল তার জার্মান মাধ‍্যমের গিমনাজিউমে (মানে গ্রামার স্কুল)। জার্মান ভাষায় তার ইউনিভার্সিটির শিক্ষাও হয়েছে আর্ট হিস্ট্রিতে। সাহিত্যেরটা ইংরিজি সাহিত্যে। এক বর্ণও ফরাসি লাগে নি।
    আমি তো নাক গলাইনি কোনকালেই কারণ সে যোগ্যতা আমার নেই। তবে সে যখন ব‍্যাচিলর্স থিসিস লিখছে আলহামরা র ওপরে, কিংবা গানিমেদ এর একটা ছবি নিয়ে দিনের পর দিন পড়াশুনো করছে যে শিশু গানিমেদকে কে যেন নিয়ে যাচ্ছে কোন দেবতা টেবতা হবে সম্ভবত, ভয়ে গানিমেদ হিসু করে ফেলছে সেই ছবিতে দেখা যাচ্ছে, সে আমাকে টুকটাক বোঝাতে চেষ্টা করেছিল সেই সময়ের সমাজ।
    আর্ট হিস্ট্রি শুধু ছবিটুকু দেখে বোঝা নয়, সময়টাকে জানতে হচ্ছিল। যেমন পোস্টমর্টেম ফোটোগ্রাফি নিয়ে পড়বার সময়ে দাগেরোটাইপ ফোটোগ্রাফি দিয়ে বোঝাতো একটা গ্রুপফোটোয় কে জীবিত আর কে মৃত কেমন করে বোঝা যায়। এসবের সঙ্গে আলাদা করে ফরাসি বা ইতালিয়ান জানার আবশ‍্যিকতা নেই। হয়ত আরো হায়ার লেভেলে থাকবে।
    বেসিকালি প্রচুর ব‍্যাকরণ ( শিল্পের) ইতিহাস মাইথোলজি এইসমস্ত জানতে হয়, কিছুটা অপটিক্স এইসমস্ত। আর প্রচুর ঘুরতে হয়, সেটা দারুণ। রোমের সিস্টিন চ‍্যাপেলেই হয়ত ঘুরে ঘুরে ক্লাস হচ্ছে।
  • যদুবাবু | ৩০ জুলাই ২০২৫ ০৩:০৫540685
  • আর্ট হিস্ট্রি আমার-ও খুব পছন্দের বিষয়, তবে জানি তো ফক্কা। গম্ব্রিজ়ের একটা বই পড়েছি, উফ। সেই ছেড়ে ডেটা সায়েন্স! খুব-ই প্র্যাগম্যাটিক এবং স্মার্ট ডিসিশন সন্দেহ নেই, কিন্তু ফোঁত। 
     
    আমি নিজেই ডেটা সায়েন্স পড়াই আজকাল, অবশ্য স্ট্যাটিস্টিক্স ফিল্ডটাই প্রায় ডেটা সায়েন্স হয়ে গেছে। একাধিক ডিপার্টমেন্ট নিজেদের নাম চেঞ্জ করে ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স অ্যাণ্ড ডেটা সায়েন্স করে ফেলেছে (যেমন ইউ-টি অস্টিন)। 

    @কেকে, কটা ভাষা জানো? ফ্রেঞ্চ বলতে আমি শুধু জানি ঋতেনদার উপদেশ, যে ঐ ভাষায় বানান, উরুশ্চারণ আর মানে সব ইন্ডিপেন্ডেন্ট। 

    আমি মাঝে মিডলাইফ ক্রাইসিসে পড়ে ডুয়োলিঙ্গো ইনস্টল করে হারেরেরে বলে এক লপ্তে তিনটে ভাষা একই সাথে শিখতে শুরু করেছিলাম। তারপর তো তোমার কাছে গ্রামার চেয়ে পেলেম শুধু লজ্জা। বাংলায় বলে লোকে দুয়ো দেবে। ঐরকম-ই ব্যাপার। ডুও-ও দুয়ো দেয়। তবে ভালোবেসেই দেয় হয়তো। পিকের মত ভোকাল টনিক। 

    মাঝে মাঝে অলস বিকেল বসে বসে ফাল্গুনি করছি, ভাবছি একটা বিড়ি খেয়ে এলে কেমন হয়, এমন সময় হঠাৎ টুং! কী একটু জার্মান ঘষেমেজে নিবিনাকি? নিদেনপক্ষে স্প্যানিশ? ফ্রেঞ্চে তো মরচে পড়ে জংবাহাদুর হয়ে গেছিস। এইসব বলে প্রচণ্ড উত্ত্যক্ত করে। একদিন সারারাত জেগে পাঁচটা না ছটায় ঘুমোতে গেছি আর টুং করে এসে সেন্টি দিচ্ছে "হ্যাভু ফরগটেন ডুয়ো?" আমিও দুশশালা তোর নিকুচি করেছে বলে অ্যাপটাই উড়িয়ে দিয়েছি। আর সবুজ ডুওপাখি ডাকে না। 
  • . | ৩০ জুলাই ২০২৫ ০২:৪৩540684
  • kk,
     
    "এখানে যা দেখেছিলাম বলেছে ফরাসী বা ইতালিয়ান ভাষা জানা আবশ্যিক।" নাহ, একদম জরুরি নয়।
  • . | ৩০ জুলাই ২০২৫ ০২:৪১540683
  • অ‍্যান্ডরের পোস্টের হিউম‍্যান ইনটার‍্যাকশন সম্পর্কে বলি, এত সময়ের সঙ্গে বদলাচ্ছে। বেকার যুবকদের পাড়ার রোয়াকে আড্ডা, বাড়ির গিন্নিদের কলহ কুটকচালি, ইত‍্যাদি প্রভৃতিও হিউম্যান ইনটার‍্যাকশন। সবই থাকবে। চিন্তার কিছু নেই।
  • kk | 2607:fb91:17ad:4ed7:d47e:9247:7d0b:***:*** | ৩০ জুলাই ২০২৫ ০২:৩৯540682
  • আর্ট হিস্টোরিয়ান? আরেব্বাস, দারুণ তো!! আর্ট হিস্ট্রি আমার খুবই পছন্দের বিষয়। এই নিয়ে, ডিগ্রী মনে হয় হয়ে উঠবেনা, তবে ক'টা কোর্স করবো ইচ্ছে ছিলো। এখানে যা দেখেছিলাম বলেছে ফরাসী বা ইতালিয়ান ভাষা জানা আবশ্যিক। আমার ফরাসী ভাষাজ্ঞান তো "জল পড়ে পাতা নড়ে"র সমতুল্য। ইতালিয়ান খুব আনন্দ করে শিখেছিলাম... সেও বেশ মর্চে পড়ে গেছে। তবে একদিন হয়তো এইসব জ্বরজারি-জুজুবুড়ি কাটিয়ে মাঠে নেমেই পড়বো। কে বলতে পারে?
  • . | ৩০ জুলাই ২০২৫ ০২:২৮540681
  • শ্রীমল্লারের কথা শুনে কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার। আমি কয়েকবার স্বপ্ন দেখেছি যে কিছু একটা বিষয়ের ক্লাসে আমি নিয়মিত অনুপস্থিত থেকেছি, বিষয়টা ভালো লাগে না বলে। অথচ পাশ করবার জন‍্য বিষয়টা আবশ‍্যিক। আমি এ কথা কারোকে বলতে পারছি না। 
    সম্ভবত কোনও রকমের উদ্বেগ বা ভয় থেকে এই স্বপ্ন দেখতাম। 
     
    এআই প্রসঙ্গে বলি। আমার মেয়ে নিশ্চিতে সাহিত‍্য এবং আর্টহিস্ট্রি নিয়ে ব‍্যাচেলর ডিগ্রি নেবার পরেই হুট করে মাস্টার্স করতে গেল ডেটা সায়েন্স নিয়ে। একজন সাহিত্যপ্রেমী আর্টহিস্টোরিয়ানের গর্বিত মা হিসেবে যে গ্ল‍্যামার নিয়ে ঘুরতাম সেটা অচিরেই খসে পড়ল ঝুরঝুর করে। কেন সে একরম করে হঠাৎই তার কেরিয়ারের মোড় বদলালো তা জানতে চেয়েছিলাম আমরা। সে বলেছিল যে সামনে আসছে ভয়ঙ্কর ভবিষ্যৎ। এআই এর নাম করে নি তখন, তবে বলেছিল যে চাকরি বাকরি অনেক ফীল্ডেই থাকবে না।  অতঃপর সে নিজেই এআই এর লোক বনে গেল। এখন সে রোজ নতুন নতুন আইডিয়া বানায় যেগুলো এআই কে দিয়ে শিখিয়ে পড়িয়ে করানো যেতে পারে। আমাদের এই ছোট দেশটায় ক্রমে মাঝারি কায়িক পরিশ্রমের চাকরিগুলোকে প্রতিস্থাপিত করে ফেলছে যন্ত্র। বিশেষ করে দোকানপাট রেস্টুরেন্ট ব‍্যাঙ্ক ইত‍্যাদি জায়গাগুলোয়। মানে সার্ভিস ইন্ডাস্ট্রি। তবে বেকারত্ব বেড়েছে বলে জানি না। হয়ত নতুন রকমের কাজ তৈরি হবে। যেমন কম্পিউটার আসার সময়ে হাতে কলমে খাতা লেখা কেরানিদের চাকরি চলে যাবার ভয় ছিল। আদতে সে ভয় ছিল ভিত্তিহীন। হয়ত এর পরে মানুষের অ‍্যাভারেজ ওয়ার্কিং আওয়ার কমতে পারে। নতুন নতুন দিক খুলে যেতে পারে কর্মক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রেও সেরকমই কিছু হবে। চক ডাস্টারের ক্লাসরুমের আগের যুগেও তো অন‍্যরকম শিক্ষাব‍্যবস্থা ছিল। এবারও চক ডাস্টার পেরিয়ে অন‍্য প‍্যারাডাইমের দিকে যাবে শিক্ষাব্যবস্থা। আমাদের রক্ষণশীল বুড়ো মন ওরকম গেল গেল ভাবছে। সেটা আমাদের বয়স এবং মনের বুড়োমি। 
  • &/ | 151.14.***.*** | ৩০ জুলাই ২০২৫ ০২:০৩540680
  • সামাজিকভাবে মেলামেশা না হলে শিক্ষাদীক্ষার একটা বড় অংশ হেলাফেলা করা হয়। ছেলেপিলেরা স্কুলে কলেজে গিয়ে অ্যাকাডেমিক যা শেখে, সে তো বই থেকে, লাইব্রেরী থেকে, অন্য রিসোর্স থেকে শিখতেই পারে, কিন্তু শিক্ষকের সঙ্গে, অন্য শিক্ষার্থীদের সঙ্গে হিউম্যান ইন্টার-অ্যাকশন , সেটা তো হবে না ওভাবে। করোনার সময় দেখা গেছে অনলাইনে ডিজিটালি শিখেছে ছেলেপুলেরা, কিন্তু তাতে একটা বিরাট গ্যাপ কোথাও রয়ে গেছে। এই ব্যাপারটা নিজেরাও বলেছে ছাত্রছাত্রীরা।
  • . | ৩০ জুলাই ২০২৫ ০১:৫৭540679
  • পাবলিক এই কোম্পানিগুলোকে কেলায় না কেন? 
  • r2h | 165.***.*** | ৩০ জুলাই ২০২৫ ০১:৫৭540678
  • স্কুলে কলেজে যাওয়ার ব্যাপারটায় সামাজিক গতিময়তা বোঝার ব্যাপারে ভূমিকা আছে না?
    এর বিপরীতে শুধু ডিজিটাল পদ্ধতিতে শেখা-।
  • যদুবাবু | ৩০ জুলাই ২০২৫ ০১:৫৩540677
  • হুমম। যদি হায়ার এডুকেশন ব্যাপারটা নিজেই তদ্দিন টিঁকে যায়, দ্যাট ইজ়। তুমি নিশ্চয়ই কার্টিস ইয়ারভিনের নাম শুনেছো, লসাগুদা? 
     
    তবে এই নিয়ে আলুচানা করতে ডিপ্রেসড লাগে। ওদিকে টিসিএস শুনলাম ২% ওয়ার্ক-ফোর্স, প্রায় ১২,০০০ কর্মী লে-অফ করবে। খুব বাজে সময়। 
  • Srimallar | ৩০ জুলাই ২০২৫ ০১:৪২540676
  • ব্ল্যাঙ্ক পেপার সাবমিট করেছি, চুপ করে মজা দেখব বলে! cheeky​​​
  • kk | 2607:fb91:17ad:4ed7:d47e:9247:7d0b:***:*** | ৩০ জুলাই ২০২৫ ০১:৩৮540675
  • শ্রীমল্লার,
    ভাটিয়ালিতে ওয়েলকাম। "Who I am" এর উত্তর আপনার কাছে আছে শুনে ভারী চমৎকৃত হলাম। কত লোক নিত্য এই প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে মাথা কুটে মরছে! আমার আবার এমনও ধারণা ছিলো যে ঐ "আমি" লোকটা ক্ষণে ক্ষণে বদলে যায়, তাই তাকে ধরা কঠিন কাজ! তো আপনি পেরেছেন ধরতে, হার্দিক অভিনন্দন। একটা প্রশ্ন আসছে এই প্রসঙ্গে, করি? আপনি যখন নিজেই জানেন হু ইউ আর, তাহলে খোলা পাতায় লোকজনকে ডাক দিয়েছেন কেন যাতে আপনার সম্পর্কে কার কী মনে হয় তাই লিখে দেন?
    আবারও, ভাটিয়ালিতে স্বাগত। বসুন, চা-শিঙাড়া খান, গপ্প গুজব করুন।
  • lcm | ৩০ জুলাই ২০২৫ ০১:১৩540674
  • প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থার দুটি মূল ব্যাপার আছে -

    (১) শিক্ষণ প্রক্রিয়া ও পদ্ধতি, এবং তার মাধ্যমে জ্ঞান ও শিক্ষা অর্জন
    (২) শিক্ষার মুল্যায়ণ পদ্ধতি, স্বীকৃতি ও শংসাপত্র

    দ্বিতীয়টির জন্য স্কুল/কলেজ সিস্টেম টিঁকে থাকবে। প্রথমটিতে এআই ঢুকে পড়ছে এবং পড়েছে, এবং সেটা ভালো জিনিস।
  • যদুবাবু | ৩০ জুলাই ২০২৫ ০১:০৯540673
  • আমার আধুলিটুকু খরচা করে যাই। 
     
    চ্যাটজিপিটির আউটপুটের উপরে "ইহা চ্যাটজিপিটির আউটপুট, সিরিয়াসলি নেবেন্না" এরকম কিছু সাবধানবাণী লেখা উচিত। মানে আজ থেকে ১৫ বছর পরে হয়তো কেউ খুঁজতে গিয়ে রমিতর পোস্ট দেখে ঐটিকেই প্রামাণ্য বলে বঙ্গদর্শনে দশ নম্বরের রচনা নামিয়ে দিলো (নিচে লেখা, সূত্রঃ গুরুর টইপত্তর)। সে অ্যাক কেলেঙ্কারি হবেনে? 
  • r2h | 165.***.*** | ৩০ জুলাই ২০২৫ ০১:০৮540672
  • অ্যাণ্ডরের সঙ্গে একমত।

    যদিও আমার পক্ষে কথাটা বলা একটু ইয়ে, কারন আমিও একাধিক পাঠক্রমের ড্রপ আউট, কিন্তু একে তো সেটা কোন কাজের কথা না, দ্বিতীয়ত আমার একবারেই লক্ষ্যবিহীন অবিমৃশ্যকারিতা ছিল। বাংলা কবিতা লিখতে কলেজে নিষেধাজ্ঞা জারি হয়ে থাকলে একরকম, না হলে ঐ আরকি।

    জবরদস্ত প্রতিভাবানদের কথা আলাদা, নিজের প্রতিভার ওপর তুমুল ভরসা থাকলে ঠিক আছে। আধুনিককালের শ্রীজাতও তো যদ্দুর শুনেছি কলেজ ড্রপআউট। তবে এও শুনেছি যে মহর্ষির দোরে ওঁর নিত্য আনাগোনা ছিল। ওঁর প্রতিভা নিয়ে আমার কোন সন্দেহ নেই, কিন্তু ঐ বৃত্তটা কাজে দেয়। এবার বৃত্ত বললে আবার শ্রীমল্লার সংজ্ঞা জানতে চাইবেন, সে আরেক মুশকিল।

    তবে এইসবই বৃদ্ধ সাবধানীদের ব্যানাল প্যাচাল, একুশ বছর বয়সী প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্ক যুবক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছেন, এমন বিশ্বাস করি ও শুভকামনা জানাই।
    চমৎকারা অন্নচিন্তার ঘায়ে অনেক প্রতিভা শুকিয়ে যায়, কেউ যদি সেটাকে অতিক্রম করতে পারে, তাহলে তার থেকে ভালো আর কীই বা হয়।
  • &/ | 151.14.***.*** | ৩০ জুলাই ২০২৫ ০০:৫৩540671
  • কেউ যদি কিছু মনে না করেন, আমি বলতে চাই প্রাতিষ্ঠানিক পড়াশুনোর কিছু প্রয়োজন আছে। কলেজে পড়ার সুযোগ থাকলে সেটা ছেড়ে দেওয়া উচিত না। শুধু ডিগ্রির জন্য না, একটা কাছাকাছি মনস্কতার বন্ধুবৃত্ত তৈরী হয়, মতামতের আদানপ্রদান হয়, সময় অসময়ে মানসিক ভরসা পাওয়া যায়, পিকনিক টিকনিক হয়, এমনিও বিকেলে চা সিঙারা চক্র হয় --এইসব কারণেও।
  • Ranjan Roy | ৩০ জুলাই ২০২৫ ০০:৫০540670
  •  ""আমি জীবনকে নতুন নতুন ভাবে আবিষ্কার করতে সবসময় প্রস্তুত"।
     
    --প্রস্তুত থাকা খুব ভাল কথা।
     কারণ আপনি আবিষ্কার করুন না করুন--জীবন নিজেই আপনাকে আবিষ্কার করে নেবে। 
  • &/ | 151.14.***.*** | ৩০ জুলাই ২০২৫ ০০:৪৯540669
  • হে নিমাই! হে রামাই! হে মীরা মাঈ ! ঃ-)
  • Ranjan Roy | ৩০ জুলাই ২০২৫ ০০:৪৬540668
  • হে ভগবান!
    হু অ্যাম আই? --এ তো সারাজীবন ধরে খোঁজার কথা।
    একুশ বছর বয়সে জেনে গেছেন!
     
    একটা পুরনো ঘটনা মনে পড়লঃ
     ছয় দশক আগে বরানগর মিশনের স্কুলের হেড মাস্টার মশাই এক দিন বিলাপ করলেন--ও মহারাজ! ও স্বামীজি শুনে যান।
    ক্লাস ট্রেনের সুব্রতকে দেখি এমনি করে টেবিল বাজিয়ে বাজিয়ে গাইছে--"আমার যৌবন জ্বালা জুড়াইল রে!" 
    এই বয়সেই যদি যৌবন জ্বালা জুড়িয়ে যায় তাহলে পরে কী করবে গো! 
  • জোনাকি পোকা ৭১ | ৩০ জুলাই ২০২৫ ০০:৪৬540667
  • Srimallar
     
    বাঙলা কবিতার জয় হোক... 
     
    শুভ রাত্রি...  
  • Srimallar | ৩০ জুলাই ২০২৫ ০০:৩৫540666
  • জোনাকি পোকা ৭১— আমি খুবই ঝুঁকি নিই জীবনে। আসলে নিতে ভালবাসি। আমি জীবনকে নতুন নতুন ভাবে আবিষ্কার করতে সবসময় প্রস্তুত। আর তাই ভালবেসেই কলেজ ছেড়ে দিয়ে বাংলা ভাষায় কবিতা লেখার চেষ্টা করতে এসেছি। আমি সবসময় ভাল আছি, ভাল থাকবও— কেননা, 'Who am I' এর জবাব আমার কাছে আছে।  
  • জোনাকি পোকা ৭১ | ৩০ জুলাই ২০২৫ ০০:২৯540665
  • Srimallar  
    বলুন। আপনার যত কথা আছে। বলে ফেলুন। কথা যত ভেতরে রাখবেন। তত এসিডিটি হবে। পেটের নয়। মাথার এসিডিটি! 
     
    তাই যখন বলতে চাইবেন,  যা বলতে চাইবেন, এই ভাটে এসে বলতে পারেন। এতে কোনো সমস্যা নেই। 
     
    তবে ব্লগ পোস্টে শুধু ১ লাইনে 'কারা কারা লিটলম্যাগ বের করে' এমন হাইকু পোস্ট দেবার মনে হয় না তেমন প্রয়োজন আছে।
     
    তাই আপনার সেই রকম আড্ডা দেবার মন চাইলে,  এই ভাটে এসে হাইকু মোডে মনের কথা ঝেড়ে যেতে পারেন।
     
    আর যদি অনেক অনেক কথা জমে কথার পাহাড় হয়ে যায়, তবে ব্লগ পোস্টে বলুন। পড়ার জন্য আমরা সদা জাগ্রত! 
     
     ধন্যবাদ। আপনার জন্য শুভ কামনা। আপনার জীবন আনন্দে কাটুক।
  • Srimallar | ৩০ জুলাই ২০২৫ ০০:২৮540664
  • চ্যাট জিপিটির সঙ্গে দীর্ঘ কথোপকথনের পরে এখনও পর্যন্ত এটুকু বুঝেছি— তথ্য বিকৃতি করতে ও খুব ভাল পারে। সবসময় করে এমন নয়, কিন্তু অনেকক্ষেত্রেই করে। এবং এই নতুন প্রযুক্তির ভয়াবহ ভবিষ্যৎ দেখে মাঝেমধ্যে চিন্তিত হয়ে পড়ি! 
  • &/ | 151.14.***.*** | ৩০ জুলাই ২০২৫ ০০:২৩540663
  • নিশ্চয়, নিশ্চয়। তেড়েফুঁড়ে বলুন। মন খুলে বলুন। প্রাণ খুলে বলুন।
  • Ranjan Roy | ৩০ জুলাই ২০২৫ ০০:২১540662
  • ভাট পাতায় কথা বলতে কোন পারমিশন লাগে না। যখন ইচ্ছে পোস্ট করুন। 
    লেগে পড়ুন। 
  • Srimallar | ৩০ জুলাই ২০২৫ ০০:১৩540661
  • আপনারা এখানে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আমি কি কয়েকটা কথা বলতে পারি চ্যাট জিপিটি সম্পর্কে? 
  • &/ | 151.14.***.*** | ২৯ জুলাই ২০২৫ ২৩:৫০540660
  • অদূর ভবিষ্যতে একটা কোনো সমঝোতায় আসতেই হবে, না হলে এইরকম সব গলির মধ্যে চাঁদ কাটাই টাইপের জিনিস আসতে থাকবে আর একটা ক্যাওটিক ব্যাপার হয়ে যাবে। কিছু নিয়মনীতি খুবই দরকার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত