এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পলিটিশিয়ান | 23.24.***.*** | ১৬ জুলাই ২০২৪ ১১:১৪526823
  • কেউ যদি নিজের পয়সা দিয়ে কিছু করে তাহলে সমাজের কারো কিছু বলার থাকে না, ব্যাপারটা কি এতটা সহজ? আমি যদি নিজের পয়সায় পাড়ার চোরটাকে সিঁধকাঠি গড়িয়ে দেই তাহলে কি আর কারো কিছু বলার থাকে না? 
     
    জ্যোতিষীরা বা তাদের মত অন্য প্রতারকদের সমর্থন করলে সমাজের ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তরা ওই ধরণের আচরণের প্রতিবাদ করতেই পারেন। এখন ধরে মার দিতে নিশ্চয়ই পারেন না। কিন্তু প্রতিবাদ, যুক্তি দিয়ে প্রতিবাদ, সে তো লোকে করবেই।
  • . | ১৬ জুলাই ২০২৪ ১১:০৬526822
  • অনেকটাই পকেটের গভীরতা, বাজেট, স্টেটাস, বিজ্ঞানমনস্কতা, এসবের ওপর নির্ভর করে। কেউ মেডিটেট করে, তো কেউ সস্তার তাবিজ নেয়। তার মেডিটেট করবার সামর্থ, সময়, এসব যেমন নেই, ঠিক তেমনি সে মেডিটেশনের সফিসটিকেটেড ভাষা বোঝে না। বোঝার দরকারও নেই। পদ্ধতি ভিন্ন, তবে আল্টিমেট গোল তো মনের শান্তি।
    যে মেয়েটার সংসারে অশান্তি, আর্থিক সমস্যা, সে তার সামর্থমত তাবিজ নিক না। দিনের শেষে হতাশায় ভুগে মরবে না, ঐ তাবিজটুকু আঁকড়ে দুফোঁটা চোখের জল ফেলে তারপরে শান্তিতে ঘুমোতে যাবে। হয়ত জিনিসটা একটা সরল সমীকরণের নয়, তবুও। যে লোকটি মেডিটেশন করতে দূরে দূরান্তরে ফাইভস্টার রিসর্টে যাবে, সেও সেটা অ্যাফোর্ড করতে পারছে বলেই যাচ্ছে। তারও মনের অশান্তি দূর করবার এটা অপেক্ষাকৃত কম অবৈজ্ঞানিক পন্থা। যার যার যেমন লেভেল, যেমন স্টেটাস, যেমন স্কোপ, তার তেমন তেমন পদ্ধতি বৈ তো কিছুই না।
    এখন আমরা ভদ্রলোক ভদ্রমহিলারা, নিজেদের আলোকপ্রাপ্ত মনে করি, বিজ্ঞানমনস্ক মনে করি, তবে আমাদেরও মনের প্রসারতা প্রশ্নচিহ্নের অতীত নয়। সকলকে আমাদের চেনা বাক্সটার মধ্যে ঢুকিয়ে আনার চেষ্টা করাটাও জোরাজুরি।
  • NRO | 165.124.***.*** | ১৬ জুলাই ২০২৪ ১১:০৩526821
  • রমিত বাবু , বিশ্বের অনেক বড়ো বড়ো নামকরা জীবনে সফল মানুষেরা জ্যোতিষ এ বিশ্বাস করেছেন | রোনাল্ড রেগন আট বছর ক্যালিফোর্নিয়ার গভর্নর ছিলেন আর আট বছর প্রেসিডেন্ট | উনি জ্যোতিষী কে কনসাল্ট করতেন। ড্: সত্যেন বোস অত বড়ো সায়েন্টিস্ট লিখে গেছেন এক অচেনা  জ্যোতিষী কি আশ্চর্য ভাবে ওনার একটা পুরনো পার্সোনাল ট্রাজেডির কথা যা কেউ জানতো না তা বলেছিলেন। লেখক শঙ্কর সাহিত্যিক শরদিন্দু বন্দোপাধায় এর জ্যোতিষ ভবিষ্যৎ বাণী কি ভাবে মিলে গিয়েছিলো তা লিখেছেন। স্যার যদুনাথ সরকার বার বার লিখেছেন যে মুঘল সম্রাট রা জ্যোতিষে অগাধ বিশ্বাস রাখতেন। H. Rider Haggard লিখেছেন এক  Zulu Shaman এর কথা। These are anecdotal evidences but there are enough of them to suspect may be there is a grain of truth somewhere.
     
    এতো জ্যোতিষের রমরমা কেন? আমার নিজের ধারণা বেশির ভাগই ফ্রড। তবে ডিমান্ড থাকলে যেমন প্রোডিউসাররা সাপ্লাই বাড়ান ঠিক তেমনই কোনো কিছুর সাপ্লাই বাড়লে তার ব্যবহারও বাড়ে। It is a circular argument. এর বড়ো উদাহরণ হলো supply of gun in a community. লোকে বন্দুক কেনে সিকিউরিটির জন্য আবার ঘরে ঘরে বন্দুক থাকার জন্য হোমিসাইডও অনেক হয়। Libertarian view বলে যে It is a question of personal choice. Control করার কোনো দরকার নেই। কেউ যদি নিজের পয়সা জ্যোতিষী কে দান করেন  তবে আমার তাতে কি? 
  • dc | 2402:e280:2141:1e8:347a:747c:f2e9:***:*** | ১৬ জুলাই ২০২৪ ১১:০৩526820
  • "এমনিতে দিশাহীন অবস্থা,  অধিকাংশ লোকের টিকে থাকার জন্য প্রচন্ড লড়াই ( গিগ ওয়ার্কাররা প্রায় প্রত্যেকে অন্তত দুটো কাজ করে) আর বেড়ে চলা অসাম্য বড়লোকদের আরো বড়লোক হয়ে যাওয়া আর সঙ্গে ভক্তির বহর দেখে  নিরুপায় লোক এইসব দিকে ঝুঁকে পড়ে"
     
    এগুলোও কারন, অবশ্যই। একদিকে টিকে থাকার লড়াই, আনপ্রেডিক্টেবিলিটি বেড়ে যাওয়া, অন্যদিকে চাকরির অভাব। 
  • রমিত চট্টোপাধ্যায় | ১৬ জুলাই ২০২৪ ১০:৫৫526819
  • এই জ্যোতিষীর ব্যবসাটা এক ধরণের প্রতারণা ছাড়া আর কিছুই নয়। কোটি কোটি গরিব লোকের থেকে তাদের টাকা নিয়ে ঠকানো হচ্ছে। লোকে ধার করে emi তে এসব পাথর কিনতে বাধ্য হচ্ছে। তাদের বোঝানো হচ্ছে এটা করছনা বলেই তোমার সব সাকসেস আটকে যাচ্ছে। এটা নিলেই চাকরি ব্যবসা বিয়ে স্বাস্থ্য সব হয়ে যাবে।
     
    এটা মানসিক শান্তির জন্য শুধু হলে আলাদা কথা ছিল। যেমন অনেক লোক মানসিক শান্তির জন্য হোমিওপ্যাথি খায়। কিন্তু যখন তার এমন রোগ হয়েছে আসল চিকিৎসা ভীষণ প্রয়োজন, কিন্তু সেই রোগীকে হোমিওপ্যাথির গুলি খাইয়ে রাখা হচ্ছে রোগ পুষে। 
  • অরিত্র | 103.77.***.*** | ১৬ জুলাই ২০২৪ ১০:৪৯526818
  • "আপেলের লোগোতে যে অংশটা কামড়ে খেয়ে নিয়েছে, ওটা আবার ভরে উঠবে।"  laughlaughyes
  • . | ১৬ জুলাই ২০২৪ ১০:৪৭526817
  • সমাজের ক্ষতি? - কেন? বুঝিয়ে বলো।
    ড্রাগ তো বিষ। এগুলোতো বিষ নয়।
  • | ১৬ জুলাই ২০২৪ ১০:৪৬526816
  • এক দেড় বছর আগেই বোধহয় বাঙালী  মেয়েরা কালাযাদু করে বলে গোবলয় থেকে লোকজন হেব্বি চেল্লামেল্লি করেছিল।laugh
  • | ১৬ জুলাই ২০২৪ ১০:৪৪526815
  • হ্যাঁ ব্ল্যাক বুক পড়েছি। রঙ্গনের এই নাম য়ে একটা চমৎকার লেখা ছিল বাংলালাইভে, সেটা পড়েই যোগাড় করেছিলাম। হামদি পড়া হয় নি পড়তে হবে। 
     
    নাহ শুধু পশ্চিমবঙ্গে একেবারেই নয় তবে এখানে প্রি নব্বই এত ছিল না বলে আমাদের বেশি চোখে লাগে। এমনিতে দিশাহীন অবস্থা,  অধিকাংশ লোকের টিকে থাকার জন্য প্রচন্ড লড়াই ( গিগ ওয়ার্কাররা প্রায় প্রত্যেকে অন্তত দুটো কাজ করে) আর বেড়ে চলা অসাম্য বড়লোকদের আরো বড়লোক হয়ে যাওয়া আর সঙ্গে ভক্তির বহর দেখে  নিরুপায় লোক এইসব দিকে ঝুঁকে পড়ে। ইউরোপে  প্লেগের চরম সময়েই ড্রাকুলার গল্প প্রকাশ আর তার প্রচন্ড জনপ্রিয়তা। 
  • . | ১৬ জুলাই ২০২৪ ১০:৪৩526814
  • একেকজন মানুষের শান্তি খুঁজে নেবার একেকরকম অ্যাপ্রোচ। বশ কিছু বছর আগে আমিও ওরকম ভাবতাম, যে হাতের আঙুলভর্তি নানানরকমের পাথরাভরা কুদৃশ্য আংটি বড়ই কুসংস্কারের প্রতীক। কিন্তু ভালো করে ভেবে দেখেছি "কেন"? তারা তো কারওর ক্ষতি করছে না। মনের শান্তি খুঁজবার জন্য, কিংবা মনঃসংযোগের জন্য যদি ধ্যান করা যেতে পারে, তবে আংটি বা জ্যোতিষ, কী দোষ করল? দিনের শেষে কিছু মানুষ ঐ জ্যোতিষের ওপর বিশ্বাসে কতকটা শান্তি তো খুঁজে পাচ্ছে। তাদেরকে হ্যাটা করবার কী প্রয়োজন? "আমি পাথর ধারণ করেছি, এবার আমার সমস্যা মিটে যাবে", এই টুকু মনের জোর মানুষটা পাচ্ছে। সাইকোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা কি দিনের পর দিন নানান সেশনে যে পরিমান অর্থব্যয় হবে, এখানেও তার কোনও বিশেষ হেরফের হয় না। বিশেষ করে পাথরটুকু সবসময়ে আঙুলে সে বয়ে বেড়ায়। দৃশ্যমান, স্পর্শ করতে পারে। ঐটুকুই অনেক মনোবল জোগায়। আমি কিছু কেস স্টাডি করেছি, দেখেছি সত্যিই মানুষের মনের জোর, আস্থা কিছুটা হলেও ফিরে আসে। সকলকে বিজ্ঞানমনস্ক হতে হবে, এরকম জোরাজুরিই বা কেন হবে? সকলে বিজ্ঞানমনস্ক হলে দুনিয়াটায় সব কিছু কেমন বোরিং হয়ে যাবে না কি?
    এমনিতেই তো খেয়োখেয়ির প্রাচুর্যে থইথই করছে দুনিয়া। যে জ্যোতিষ দিয়ে সুফল পাচ্ছে, সে যদি শান্তি পায়, তাতে আমি অন্ততঃ বিজ্ঞানের দোহাই দিয়ে সেই শান্তিতে ব্যাঘাত ঘটাতে যাবো না।
    তুকতাক, মারণ, উচাটন, বশীকরণ, এসবের ক্ষেত্রেও তাই।
  • dc | 2402:e280:2141:1e8:347a:747c:f2e9:***:*** | ১৬ জুলাই ২০২৪ ১০:৩৫526811
  • আপনি যেভাবে বললেন সেই লেভেলে বোধায় অন্যান্য বড়ো শহরগুলোয় চলছে না। চেন্নাই বা ব্যাঙ্গালোরে জ্যোতিষীর অ্যাড দেওয়া বড়ো বড়ো হোর্ডিং সেভাবে দেখতে পাইনি। দিল্লি আর বম্বেতে অবশ্য অনেকদিন যাওয়া হয়নি। 
  • রমিত চট্টোপাধ্যায় | ১৬ জুলাই ২০২৪ ১০:৩১526810
  • dc, তবে এই জ্যোতিষীর ব্যাপারটা শুধুই বাংলায় চলছে এমন কি? মনে হয় জাতীয় ট্রেন্ড। 'শিক্ষিত' সমস্ত লোকজন জ্যোতিষীর পেছনে ছুটছেন, রাশিফল মেলাচ্ছেন, app এ কন্সাল্টেশন বুক করছেন আংটি, পাথর পড়ছেন। wb তে হয়তো একটু বেশি, এই যা।
  • রমিত চট্টোপাধ্যায় | ১৬ জুলাই ২০২৪ ১০:২৭526809
  • জানি না আপনি এটা মজা করেই বললেন হয়তো।
    ব্যাপারটা মনের শান্তি নিয়ে নয়, এটা সমাজের ক্ষতি হচ্ছে। ড্রাগেও তো মনের শান্তি হয় অনেকের তাহলে সেসব নিষিদ্ধ করা হয় কেন?
  • dc | 2402:e280:2141:1e8:347a:747c:f2e9:***:*** | ১৬ জুলাই ২০২৪ ১০:২৫526808
  • আচ্ছা, ব্ল্যাক বুক পড়িনি, পড়ে দেখবো তাহলে। সিএস কে ধন্যবাদ। 
  • . | ১৬ জুলাই ২০২৪ ১০:২৪526807
  • ইণ্ডাস্ট্রি কেন কমানো হবে? পাথর, আংটি, তাবিজ, কবচে যদি মনের শান্তি হয়, তবে সমস্যাটা কী?
  • dc | 2402:e280:2141:1e8:347a:747c:f2e9:***:*** | ১৬ জুলাই ২০২৪ ১০:২৩526806
  • রমিতবাবু, আমার মনে হয় পব বা কলকাতায় বহুকাল ধরে ইন্ডাস্ট্রির অভাব। বেশ কয়েক দশক ধরে বাম জমানায় ইন্ডাস্ট্রি চলে গেছিল, তারপর বুদ্ধবাবু শেষ চেষ্টা করেছিলেন, তারপর দিদি কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছেন। অনেক দশক ধরে যেহেতু লার্জ স্কেল ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি, তাই সাধারন মানুষের সেভাবে কাজ পাননি। অনেকে অন্যান্য রাজ্যে মাইগ্রেট করেছেন, অনেকে এইসব জ্যোতিষী টোতিষি যাহোক কিছু করে জীবিকা অর্জনের চেষ্টা করছেন। 
     
    এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ভুল হওয়ার চান্সই বেশী, তাও লিখলাম আর কি। 
     
    (পব থেকে অনেকে অন্যান্য রাজ্যে কাজের খোঁজে মাইগ্রেট করছেন সেটা অবশ্য ভুল না, কারন সাউথ ইন্ডিয়ায় রেস্টুরেন্ট ইত্যাদি সেক্টরে এখন প্রচুর বাঙালি কাজ করছেন দেখতে পাই)
  • সিএস  | 103.99.***.*** | ১৬ জুলাই ২০২৪ ১০:১৯526805
  • ইস্তাম্বুল পড়লে, পামুকের The Black Book পড়ুন, এই বইটা লিখেই ওনার দেশে নাম হয়েছিল, My Name is Red দেশের বাইরে প্রসংসা পেল। আমি Red পড়িনি, হয়ত বায়সড ছিলাম যে একো পড়া থাকলে এটা পড়ব কিনা সে প্রশ্ন ছিল, Black পড়েছি। আর পামুক পড়লে, আহমেদ হামদি তানপিনার পড়তে পারেন, ইস্তামবুল বইটায় এনার উল্লেখ ছিল, সে দেশের শ্রেষ্ঠ নভেলিস্ট, পামুক লিখেছিলেন। দুটো বই, A Mind At Peace আর Time Regulation Institute, ইস্তাম্বুল আর টারকিয়ে চরিত্র হয়ে আছে বইদুটোতে, ১৯৩০ - ১৯৫০ মোটামুটি টারকিয়ের পরিবর্তনের সময়, কনফ্লিক্টের সময়ও যা, সেইসব ছড়িয়ে আছে। প্রথম বইটা বিষাদ আক্রান্ত, পরেরটি স্যাটায়ার, কমেডি।
  • রমিত চট্টোপাধ্যায় | ১৬ জুলাই ২০২৪ ১০:১৪526804
  • r2h | 192.139.20.199 | ১৬ জুলাই ২০২৪ ০০:৪৮
     
    এখন শুধু আর দুয়ের পাতা নয়, কলকাতার বড় বড় মোড়ে, রাস্তায় ধরে বিশাল বিশাল হোর্ডিং টাঙিয়ে জ্যোতিষী, তন্ত্র, মন্ত্র, ফকির এসব বিজ্ঞাপন চলছে। 
    তার মানে ভাবুন কি বিশাল লেভেলের একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে, এটা এখন একটা ইন্ডাস্ট্রি। আর সাথে গ্যারান্টি ও দিচ্ছে।  এর অনুসারী শিল্প পাথর ও মাদুলি তাবিজ কবচ বেচা ।
     
    আমার মনে হয় সাধারণ মানুষ জীবনে ভীষণ ভাবে আশাহত বা টানেলের শেষে আলো পাচ্ছেন না। এনাদের হয়তো কোন জেনারেল কনসালটেন্ট এর সাথে আলোচনার দরকার ছিল, কিন্তু তার অভাবে জ্যোতিষীর কাছে ছুটছেন।
     
    সবার কাছেই প্রশ্নটা রাখলাম, কি মনে হয়, কেন এত বাড়াবাড়ি? আর এই ইন্ডাস্ট্রি কমানোর উপায় টাই বা কি?
  • অরিন | ১৬ জুলাই ২০২৪ ১০:০০526803
  • ধন্যবাদ, দ, আমি ইস্তাম্বুল পড়েছি। অসাধারণ লেগেছিল, তারপর থেকে কেবলই ভাবতাম যেতে হবে :-) 
  • | ১৬ জুলাই ২০২৪ ০৯:৫৩526802
  • মাই নেম ইজ রেড  পড়েছি।  তখন খুবই ভাল লেগেছিল। তারপর স্নো আর ইস্তানবুল পড়লাম। সেগুলো বিশেষত ইস্তানবুল আরো বেশী ভাল লাগল।  না পড়ে থাকলে ওটাও দেখতে পারেন। 
  • dc | 2402:e280:2141:1e8:347a:747c:f2e9:***:*** | ১৬ জুলাই ২০২৪ ০৯:৫৩526801
  • মাই নেম ইজ রেড পড়ে ফেলুন, তবে একটু সময় নিয়ে পড়বেন। অদ্ভুত সুন্দর গদ্য, কিন্তু কেমন যেন ঝিম ধরানো। পড়ে মনে হবে এরকমও লেখা যায়! :-)
  • NRO | 165.124.***.*** | ১৬ জুলাই ২০২৪ ০৯:৫০526800
  • ওকে। ইন ড্যাট কেস, টু দি ব্যাক অফ দি লাইন প্লিজ| বাট ডোন্ট ওরি | ইউ উইল অলওয়েজ বি ইন আওয়ার থটস এন্ড প্রেয়ার্স| নেক্সট ...
     
    (excerpts from a matrimonial interview)
  • অরিন | ১৬ জুলাই ২০২৪ ০৯:৪৫526799
  • &/, "টইয়ের অনেক লেখায় এরকম দেখি নতুন লোকজন এসে কীরকম সব 'হেঁ হেঁ ক্যায়সা পাপড়ি চাট লিখেছিস' ধরণের মন্তব্য করে চলে যায়। আদৌ লেখা হয়ত পড়েনওনি, হয়তো মেসেঞ্জারে গুঁতো খেয়ে এসে কিছু বলে চলে যান।"
     
    এই ধরণের কমেন্ট ব্লগে প্রচুর দেখতে পাওয়া যায় । আর অদ্ভুত সমস্ত expression , "ঋদ্ধ হলাম", তারপর "মন ছুঁয়ে গেল", ইত্যাদি । এদিকে যিনি লিখেছেন তিনি হয়তো একটা সাংঘাতিক গুরুতর ব্যাপার নিয়ে প্রবন্ধ নামিয়ে ভাবছেন আলোচনা হউক । সে আর হয় কই ?  আজকাল গুরুতেও এই জিনিস  দেখা যাচ্ছে, তা ভালো, সত্যি তো লেখকদের উৎসাহ পাওয়া ভালো কথা ।
     
    অন্য প্রসঙ্গে, হাতে আজকে ওরহান পামুকের "My name is red " বইটা এসেছে , আগে পড়িনি ,  কাজের চাপে কতটা পড়ে উঠতে পারবো জানি না, আর কে কে পড়েছেন? 
  • dc | 2402:e280:2141:1e8:347a:747c:f2e9:***:*** | ১৬ জুলাই ২০২৪ ০৯:৩৪526798
  • আরে নানা, আমি তো চেন্নাই তে থাকি, এখানে সবে সকাল। আর আমি এক্কেবারে রিজেকটেড কয়লার গুঁড়ো, কোনমতে সাম্বার আর রসম খেয়ে দিন গুজরান করি laugh
  • NRO | 165.124.***.*** | ১৬ জুলাই ২০২৪ ০৯:২১526797
  • এখন  সকালবেলা ? মানে 'এক্সপোর্ট কোয়ালিটি ' নয় ? নাকি রিজেক্টেড এন্ড সেন্ট ব্যাক? হীরের টুকরোরা সব  এখন মধ্যযামিনীতে |
  • dc | 2402:e280:2141:1e8:347a:747c:f2e9:***:*** | ১৬ জুলাই ২০২৪ ০৮:৫৫526796
  • বাঃ, সকালবেলা উঠে সুধাংশুবাবুর ১:৩৫ এর কমেন্ট পড়ে মন ভালো হয়ে গেলো। আমারও মনে হয়, ট্রোলদের ইগনোর করার সবচাইতে ভালো উপায় হলো তাদের সাথে তাদের লেভেলে এনগেজ না করা। অবশ্য সেটা এমনিতেও আমার পার্সোনাল ফিলোজফি - আমি আমার মতো থাকি, আমার যা ভালো লাগে তাই বলি / করি, বাকি সব কিছু এড়িয়ে যাই :-) 
  • যদুবাবু | ১৬ জুলাই ২০২৪ ০৮:২৬526795
  • এই "লেউলেউ করে" কথাটা আমার দারুণ লাগে। অ্যাটেনশন-সিকিং ট্রোলদের অব্যর্থ বর্ণনা। 

    ঘুরঘুর না, ঘ্যানঘ্যান না, প্যানপ্যান না, খিটখিট না, গরগর না, ট্যাঁফোঁ না, ঘ্যাঁওম্যাও না, কুঁইকুঁই না, টিঁটিঁ না ... লেউলেউ। 
  • যদুবাবু | ১৬ জুলাই ২০২৪ ০৮:২২526794
  • আর ভিপি! অবশ্য ভি পি ফর ভিতু প্রোফেসর বললে সে তো হয়েই আছি। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত