এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাপাঙ্গুল | ১০ মে ২০২৪ ২২:০৬523997
  • ধন্যবাদ সিএস , পড়ে দেখি। নেতানিয়াহুস টা একটু নন ফিকশন মেশানো মনে হচ্ছে , দেখতে হবে। 
  • এলেবেলে | ১০ মে ২০২৪ ২০:৩৭523996
  • জসীমউদ্দীনকে রবীন্দ্রনাথ
     
  • পাপাঙ্গুল | ১০ মে ২০২৪ ১৮:৪৬523994
  • ধন্যবাদ যদুবাবু। আমি পড়িনি , নামালাম। 
  • অরিন | 119.224.***.*** | ১০ মে ২০২৪ ১৪:০০523993
  • বিরক্তিকর এবং মর্মান্তিক যে এই তাওড়ে একজন ডাক্তার! একে ছেড়ে দিল। এরা হয়ত সমাজে অপেক্ষাকৃত প্রভাবশালী বলে ছাড় পায়, কিন্তু এ কেমন ডাকতার? সকলের আগে এর কঠোর শাস্তি হওয়া উচিৎ ছিল।
     
    আদালত বিষবৃক্ষটিকে উৎপাটন করতে অসক্ষম, এখন সেটা তাদের কাজ কিনা সে নিয়ে সংশয় থাকতে পারে।
  • | ১০ মে ২০২৪ ১৩:৩২523992
  • বীরেন্দ্র তাওড়েকে ছেড়েছে আরো দুটোর সাথে। এ লোকটা ছোটখাট আমাশা। প্রচন্ড বিষাক্ত লোক বলে শুনেছি।
  • অরিন | 119.224.***.*** | ১০ মে ২০২৪ ১৩:১৯523991
  • তিনটেকে খালাসও করেছে প্রমাণের অভাবে। (তিধটে লিখলাম, তিনজন না লিখে!)
     
    "The court acquitted accused ENT surgeon Tawde, Sanjeev Punalekar and Vikram Bhave for want of evidence.
    According to the prosecution, Tawade was one of the masterminds of the murder.
     
    Sanatan Sanstha, to which Tawade and some of the other accused were linked, was opposed to the work carried out by Dabholkar's organisation, the Maharashtra Andhashraddha Nirmoolan Samiti (committee for eradication of superstition, Maharashtra), it claimed"
     
    অতি অল্প হইল! 
  • dc | 2402:e280:2141:1e8:a0eb:473d:d1b4:***:*** | ১০ মে ২০২৪ ১১:৪১523990
  • নরেন্দ্র দাভোলকার হত্যায় দুজনকে কোর্ট দোষী সাব্যস্ত করেছে। 
     
    দাভোলকর, গৌরী লংকেশ, গোবিন্দ পানসরে, কালবুর্গি - এনাদের হত্যা করে হয়েছিল। বিভিন্ন সময়ে এনারা হিন্দুত্ববাদীদের বিশেষ অস্বস্তির কারন হয়ে পড়েছিলেন। 
     
  • অরিন | 119.224.***.*** | ১০ মে ২০২৪ ১১:১৫523989
  • যোষিতা, পুরো ব্যাপারটার নেপথ্যেই biological determinism এর প্রাচীন খেলা, মেধার মতন‌একটা abstract concept বা ভাষাগত দক্ষতার মতন একট বিষয়কে reify করে তাকে একধরণের নম্বরের সারণীতে আনতে পারলে মানুষকে ছাঁচে ফেলতে সুবিধা হয় কিনা। Academic Ranking ঐ বজ্জাতির প্রতিভূ। 
  • যোষিতা | ১০ মে ২০২৪ ১০:৫৭523988
  • এই ব্যাপারটাই, পরীক্ষায় স্ট্যান্ড করা নিয়ে আমি বরাবর লিখে এসেছি যে ওগুলো নিয়ে লাফালাফি করে কিস্যু হয় না। কবে ঘি খেয়েছে, এখনও আঙুলে তুড়ি দিতে গেলে আঙুল পিছলে যায়। কথায় কথায় রেফার করা হয়, উনি অমুক পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড ইত্যাদি। কী প্রমাণ হয় এতে?
    মানুষ হওয়াটাই আসল কথা। 
  • অরিন | 119.224.***.*** | ১০ মে ২০২৪ ১০:৪৪523987
  • "পড়াশুনো। সেসব টেস্টও তো সব বিরাট বিরাট কোচিং নিয়ে নিয়ে তবে দেওয়া"
     
    আরে তাই তো নিওলিবারাল কনস্পিরেসির কথাটা উঠছে, পুরোটাই বাজার আর ব্যবসা, যার জন্য পরীক্ষা, কোচিং, শেখা গুলি মারুন, "মাগ্গা মেরে" পরীক্ষা পাশ করতে হবে।
    এবং সিস্টেম এইটাই চায়। 
    কিছু ইনডেপথ জানার দরকার নেই, সময়মত "আমার পড়াশোনা নেই কিন্তু মনে করি" মার্কা মত দিয়ে বাজিমাত করার সংস্কৃতি। তো এই অবস্থায় কোন নেপোয় দই মারে বুঝতে সোসিওলজিতে পিএইচডি লাগে কি? :-)
  • &/ | 107.77.***.*** | ১০ মে ২০২৪ ১০:৩৪523986
  • আরে সব জায়গাতেই তো টেস্ট দিয়ে দিয়ে চান্স পেতে হয় ., হায়ার লেভেলে পড়তে। বেশিরভাগই তো মোটা চাকরি পাবার পড়াশুনো। সেসব টেস্টও তো সব বিরাট বিরাট কোচিং নিয়ে নিয়ে তবে দেওয়া। সবই একটার সঙ্গে আরেকটা লিংকড ।অন্য রকম সিস্টেমও তো নেই 
  • অরিন | 115.189.***.*** | ১০ মে ২০২৪ ১০:০২523985
  • "কী অদ্ভুত রকম রিপোর্টিং দেখুন। হায়ার সেকেন্ডারির রেজাল্ট বেরিয়েছে, এঁরা কেমন করে কী যুক্তিতে লিখেছে কেজানে"
     
    "মেধা" তালিকা গোটা ব্যাপারটাই ভুলভাল, পরীক্ষা পাশের নম্বর দিয়ে কি আর কারোর মেধার মাপ হয় অ্যাণ্ডর? 
     
    পুরোটাই মানুষকে বিভ্রান্ত করার এবং ডিসক্রিমিনেট করার নিওলিবেরাল চক্রান্ত বলে আমার মনে হয়। 
     
    সমাজকে এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত গ্রুমিং করা হয়। এই পরীক্ষাগুলোয় পাস আর ফেলটুকু হলেই কাজ হয়, তা নয়, আজগুবি সব গ্রেডিং সিস্টেম।
  • তুহিন দত্ত | 97.8.***.*** | ১০ মে ২০২৪ ০৮:৫২523984
  • নমস্কার। কেউ একটু সাহায্য করতে পারবেন? আমার মেয়ে Loreto House School, Middleton Row তে পড়ে, ICSE board, ক্লাস VII. আমরা চাইছিলাম যদি কোনো ভালো শিক্ষক/শিক্ষিকার কাছে অঙ্ক আর English এর coaching নেওয়া যায়। আমরা নিউ টাউন এ থাকি (Salt Lake এর ঠিক লাগোয়া)। আমরা আসলে জয়েন্ট পাওয়ানোর কথা ভাবছি না, শুধু অঙ্ক আর ইংরেজির ভিতটা শক্ত করাতে চাই। আমি নিজে গিয়ে কোচিং ক্লাসে দিয়ে আসব। আপনার চেনা কোনো ভালো শিক্ষক/শিক্ষিকা আছেন?

    ধন্যবাদ, তুহিন দত্ত
  • &/ | 151.14.***.*** | ১০ মে ২০২৪ ০৮:৪৪523983
  • কী অদ্ভুত রকম রিপোর্টিং দেখুন। হায়ার সেকেন্ডারির রেজাল্ট বেরিয়েছে, এঁরা কেমন করে কী যুক্তিতে লিখেছে কেজানে। র‌্যাংক হিসেবেই যদি বলতে চায়, তাহলে...
    https://www.anandabazar.com/west-bengal/kolkata/5-higher-secondary-students-from-kolkata-ranked-from-5th-to-10th-in-the-merit-list/cid/1515544
    অবশ্য এখন হয়তো এরাও জানে এই পরীক্ষার গুরুত্ব শিফ্ট করে গেছে অথবা কী হয়েছে এরাই জানে। নিজেদের সন্তানদের অন্যত্র সরিয়ে নিয়েছেন শিক্ষিত মধ্যবিত্ত। কিন্তু সরিয়েই বা নেবেন কোথায়? সেখানেই বা কী হবে?
  • &/ | 151.14.***.*** | ১০ মে ২০২৪ ০৮:০৬523982
  • উদ্দেশ্যপ্রণোদিতভাবে আংশিক কোটেশন দেওয়া লজিকাল ফ্যালাসির লিস্টের মধ্যে দেখলাম না মনে হল। ওটা মনে হয় অন্যরকম ঘেঁটে দেওয়া।
  • dc | 2402:e280:2141:1e8:a0eb:473d:d1b4:***:*** | ১০ মে ২০২৪ ০৭:৫১523981
  • "r2h | 208.127.71.8 | ০৯ মে ২০২৪ ১৯:৩৫ -  "সামান্য" নয়, সেটাও বোঝা গেল। তবে এইসব সমস্যা ছিলোই, সারফেসের নিচেই ছিলো। এখন সম্পূর্ণ নর্ম্যালাইজ়ড। "
     
    হ্যাঁ, এগুলো এখন নর্মালাইজড। সেটাই আরেসেস এর সাফল্য। 
  • &/ | 151.14.***.*** | ১০ মে ২০২৪ ০৭:৪২523980
  • এইমাত্র একটা বেশ ভালো ভূতের সিনেমা দেখে উঠলাম। ভূত দেখে এসে বুড়ি ঠাকুমাকে নাতি জিগ্গেস করছে তুমি ভু ভু ভূতে বিশ্বাস করো? ঠাকুমা বলছে অবশ্যই। তুই করিস না? নাতি বলছে, এখন করি। তুমি ভূত দেখেছ? ঠাকুমা বলছে, হ্যাঁ, প্রায়ই দেখি। তুই কোনটাকে দেখলি? :-)
  • &/ | 151.14.***.*** | ১০ মে ২০২৪ ০৭:৩৮523979
  • ওঃ যদুবাবু, এই লিস্টের ছবি সেভ করে রাখলাম। দুর্দান্ত জিনিস। কিন্তু আপনারা যে একটু কেন স্ট্যাটিস্টিক্স নিয়ে এলেন না, তাহলে লীলা পোস্টাই হত আরও অনেক। ঃ-)
  • যদুবাবু | ১০ মে ২০২৪ ০৬:৩৪523978
  • @পাপাঙ্গুল | ০৯ মে ২০২৪ ১১:৫৮523861

    Secret History পড়েছেন? ডনা টার্ট? দুর্ধর্ষ বই বললেও কম বলা হয়। তবে অনেকদিন আগের লেখা, হয়তো আপনার পড়া। উনি দশ বছরে একটা করে বই লেখেন। কোথায় যেন বলেছিলেন, ওঁর কাছে একটা বই লেখা যেন একটা বিশাল ক্যানভাসে একটা আইল্যাশের সাইজ়ের তুলি দিয়ে পেইন্ট করার মত ব্যাপার। 
     
    (আমার আবার মেমরি আবার খুব সিলেক্টিভলি খারাপ, খুব তুচ্ছাতিতুচ্ছ জিনিষ মনে থাকে, কবে কোথায় কি পেপারে কোন রেজ়াল্ট পড়েছি প্রায় ছবির মত মনে থাকে, ছোটবেলায় পড়া ছড়া আর নাটকের সংলাপ মনে থাকে, কিন্তু সকালে কার সাথে কী কথা হয়েছিল, অথবা গতকাল কী খেয়েছি, আগে কারুর সাথে দেখা হয়েছিলো কি না সব ভুলে যাই। কাজেই আগেও এই বইটা এখানেই একবার রেকো করেছি কি না ভুলে গেছি।)
  • যদুবাবু | ১০ মে ২০২৪ ০৫:৩৩523977
  • r2h | 208.127.71.8 | ০৯ মে ২০২৪ ১৯:৩৫ -  "সামান্য" নয়, সেটাও বোঝা গেল। তবে এইসব সমস্যা ছিলোই, সারফেসের নিচেই ছিলো। এখন সম্পূর্ণ নর্ম্যালাইজ়ড। 

    যাই হোক, এলেবেলের পোস্টগুলো থেকে কিছু নতুন জিনিষ শিখলাম। আমার সাথে ওঁর প্রকাশ্যে না হলেও মতপার্থক্য আছে, কিন্তু ওঁর বই বা বিভিন্ন পোস্ট পড়ে যে বিভিন্ন ব্যাপারে একাধিক দিক থেকে ভাবতে শিখেছি সেটা অনস্বীকার্য। 

    তক্কো করার টেনাসিটি নেই (এটা অবশ্য আমি ad nauseum বলেই যাব), কিন্তু যত্তরকমের লজিক্যাল ফ্যালাসি একটা আর্গুমেন্টে আসা সম্ভব - সব-ই এসে গেছে। এই যেমন অ্যাড পপুলাম, যেমন মোরাল ইক্যুইভ্যালেন্স,ইত্যাদি প্রভৃতি। 

    লজিক্যাল ফ্যালাসি বলতে মনে পড়লো, প্যালারামের বাড়ির কোনো একটা দরজায় এই পোস্টার-টা টাঙানো দেখেছিলাম। একটা যোগাড় করে আমাকেও কোথাও টাঙাতে হবে। 

  • অরিন | 202.36.***.*** | ১০ মে ২০২৪ ০৪:৫৪523976
  • lcm, আপনার বন্ধুর সিনেমা হল নিয়ে ক্লাসিফিকেশনটা "মনে হয়", ৯০ এর দশকের মাঝামাঝি পর্যন্ত অ্যাকিউরেট, মানে আমরা নিজেরাও অনেকে ঐরকম ভাবতাম। তারপর কিরকম সব তালগোল পাকিয়ে গেল। ধরুণ এখন যেমন মনে হয় নিউ এমপায়ার আর নেই, মেট্রো উঠে গেছে, গ্লোব ও মনে হয় নেই, নিউমারকেট চত্বরে থাকার মধ্যে মনে হয় রিগাল (যদি ঠিক নাম বলি)। 
    প্রিয়ার বা নবীনার এখনকার স্ট্যাটাস কিন্তু বেশ ভাল মনে হয়। পূর্ণ উঠে গেছে, পূর্ণয় যাবার একটা আকর্ষণ ছিল সাঙ্গুভ্যালিতে ফিশ ফ্রাই, সেটাও মনে হয় আর নেই , এইসব আর কি,:-)
    আপনাদের আদিগঙ্গায় নৌকো ভেড়ানোর সময় উল্টোনোর গল্পটা দারুণ। 
  • lcm | ১০ মে ২০২৪ ০৪:০৪523975
  • গঙ্গা বলতে টালির নালা, ডাকনাম আদিগঙ্গা, এপার থেকে ওপার ঢিল ছোঁড়া ডিসট্যান্স। পাড়ে কাছে এসে বৃষ্টির তোড়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে নৌকো উল্টে গেল, সবাই জলে পড়ে গেলাম, পাড়ের কাছেই হওয়ায় বেশি ঝামেলা হয় নি, পাড়ের অনেকে ঝাঁপ দিয়ে উদ্ধার কাজে নেমে পড়েছিলেন, জলের নীচ থেকে (এমন কিছু গভীরও নয়) টেনে তুলেছিলেন যাত্রীদের।
  • &/ | 151.14.***.*** | ১০ মে ২০২৪ ০৩:৫৮523974
  • নৌকো উল্টে সবাই গঙ্গায়? তারপর? সাঁতরে পাড়ে উঠলেন?
  • lcm | ১০ মে ২০২৪ ০৩:৫০523973
  • অরিন,
    ঠিক ধরেছেন। এই জায়গাগুলোর সঙ্গে পরিচিত। একবার প্রবল বৃষ্টিতে চেতলা হাট থেকে ফেরার পথে আদিগঙ্গায় নৌকে উল্টে সবাই জলে পড়ে গেলাম।

    সিনেমা হল নিয়ে আমার এক বন্ধুর নানা থিওরি ছিল। ওর মতে কিছু সিনেমা হল ছিল হাই লেভেলের - নিউ এম্পায়ার, গ্লোব .... ইত্যদি। আর ছিল মধ্যবিত্ত ভদ্রলোকের হল, যেমন ভবানীপুর পাড়ায় - বসুশ্রী, বিজলী, ইন্দিরা, পূর্ণ... বা লেকের কাছে মেনকা, বা দেশপ্রিয় পার্কের গায়ে প্রিয়া, বা প্রিন্স আনোয়ার শাহ রোডে নবীনা... এই সব। আর ছিল তৃতীয় শ্রেণীর (থার্ড ক্লাস) সিনেমা হল - ভবানীপুর পাড়ায় ওই আপনি যেটা বললেন কালিকা, বা জগুবাবুর বাজারের কাছে রূপালী, টালিগঞ্জ রেল ব্রিজের কাছে ভবানী, আদিগঙ্গার পাড়ে প্রদীপ - এই সব। আমাদের গবেষণার বিষয় ছিল এই হলগুলো। সেই বন্ধুর সঙ্গে যোগাযোগ নেই, দেখা হলে নির্ঘাৎ এই আলোচনা আবার হবে, যে একসঙ্গে পাশাপাশি থেকেও, এরা কি ধরনের সিনেমা চালায়, কীভাবে চলে ইত্যাদি।

    অরণ্য,
    ময়দান দেখতে হবে।
  • &/ | 151.14.***.*** | ১০ মে ২০২৪ ০২:৩৭523972
  • অরণ্যদা, এই বিজেপি আরেসেস সমর্থক বন্ধুঅবললেন বলে একটা ব্যাপার মনে পড়ল। আমাদের কৈশোরে যেসব বন্ধু(তখন কিশোর বা কিশোরী) ঘোর উদারপন্থী সাম্যবাদপন্থী ঠাকুরদেবতায় উদাসীন টাইপ ছিল, বইমেলায় ঢুকে নাকি শুধু জানতে চাইত' সোভিয়েত বইয়ের স্টলগুলো কোনদিকে', ব্যস তাহলেই হত--সেই তারা অনেকেই এখন একেবারে দীক্ষা নেওয়া ভক্ত। রামকৃষ্ণ সারদামণি বিবেকানন্দের ত্রিমূর্তি পুজো করে, উল্লেখ করে ঠাকুর-মা-স্বামীজী বলে। এটা কি ঘটল সোভিয়েত ভেঙে গেল বলে? নাকি সেভাবে আমাদের সমাজে বিজ্ঞান মানসিকতার প্রসার হল না বলে? উল্লেখ্য সেই আমলে এরা অনেকেই স্কুলে স্কুলে বিজ্ঞান বিষয়ক নানা প্রোগ্রামের আয়োজন নিজেরাই করত। কুসংস্কারবিরোধী দলের হয়ে প্রত্যন্ত গ্রামে গ্রামে যেত।
    দেশে বিজেপি বেড়ে উঠল কি এই শূন্যতাটায়? বিজ্ঞান সচেতনতা সিরিয়াসলি নিয়েছে এমন কোনো পার্টি কি আদৌ আছে ভারতে?
    আপনার ওই বন্ধুরা তখন কেমন ছিল? এরা তো সমাজের ক্রিম, অত হাই লেভেল ইনস্টিতে পড়ত তখন।
  • aranya | 2601:84:4600:5410:14aa:aa22:2313:***:*** | ১০ মে ২০২৪ ০১:৫৫523971
  • সচলায়তন উঠে যাওয়াটা খুবই দুঃখের। আমি লিখি নি কখনো, কিন্তু নিয়মিত পাঠক ছিলাম। অনেক ভাল লেখা পড়েছি ওখানে 
  • aranya | 2601:84:4600:5410:14aa:aa22:2313:***:*** | ১০ মে ২০২৪ ০১:৫২523970
  • এলসিএম, হলে ময়দান দেখলে তুমি ঘুমিয়ে পড়বে না, বাজি রেখে বলতে পারি 
  • aranya | 2601:84:4600:5410:14aa:aa22:2313:***:*** | ১০ মে ২০২৪ ০১:৫১523969
  • &/,   আমি  অনেকদিন কোন বই ই পড়ি নি। আপিসের কাজের পর যেটুকু সময় পাই, কলেজ গ্রুপে বিজেপি / আরএসএস সমর্থকদের সাথে তর্ক করে কেটে যায়। দুঃখের জেবন :-(
  • অরিন | ১০ মে ২০২৪ ০১:৪০523968
  • lcm, আপনার কিছু লেখা পড়লে  মনে হয আপনি ভবানীপুর, রসা রোড, চেতলা, আদিগঙ্গার পুল,  ঐ জায়গাগুলো মোটামুটি ভালই চেনেন | যেমন কয়েকদিন আগে মিত্র স্কুলের কাছে অমৃতির দোকানের রেফারেনস, :-), আপনি কি ঐ অঞ্চলে বড় হয়েছেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত