:|: | 174.255.***.*** | ০১ জুলাই ২০২১ ১৭:৩৯483310দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব
Flybig এর ফ্লাইটে কেউ ভুলেও চড়বেন না। কাল মরতে বসেছিলাম।
আচ্ছা কেউ একটা বইয়ের হদিশ দিতে পারেন, মহাভারতের যেসব গোষ্ঠী,রাজ্য ছিল তাদের ডিটেল নিয়ে। তারা কি ভাবে থাকত, তা দের সমাজ, সংস্কৃতি, শাসন ব্যবস্থা, অন্তর দ্বন্দ এই সব নিয়ে ডিটেলে থআকবে। যেমন এই চেদি, যাদব, গন্ড্ধআর, ইত্যাদি ইত্যাদি।
Abhyu | 47.39.***.*** | ০১ জুলাই ২০২১ ০১:৩২483307সেই তো।
দু হপ্তা পেয়ে গেলেই তো কাজ চলে যাবে স্টুডেন্ট দের। ততদিনে ইউরো কোপা শেষ !
আচ্ছা বুঝতে পেরেছি। ভারতে তো সোনি লিভ এ খেলা দেখাচ্ছে। আর টিভি চ্যানেল বোধহয় সোনি সিক্স আর টেন ২
এছাড়া বাইরে bein group এর চ্যানেল গুলো তে দেখাচ্ছে।
কোপা দেখা হচ্ছে না। এমন অড টাইমিং। সেমি আর ফাইনাল হয়তো দেখতে পারি। দেখা যাক।
ইয়ু টিউব টিভি আমারও নেই।
lcm | ৩০ জুন ২০২১ ২৩:১৮483304রমিত,
আমাদের এখানে ইউটিউব টিভিতে এই চ্যানেলগুলো আছে, এর মধ্যে espn1, espn2, fs1, fs2 (ফক্স স্পোর্টস) এগুলো স্পোর্টস চ্যানেল, এগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে খেলা, এছাড়াও মাঝেমধ্যে অন্য চ্যানেলেও খেলা আসছে (আমার ইউটিউব টিভি নেই, আমার অন্য স্ট্রিমিং সার্ভিস, কিন্তু আমিও এইসব চ্যানেলেই মূলত খেলা দেখছি, শুধু কোপা আমেরিকার কিছু খেলা স্প্যানিশ চ্যানেলে দেখছি সেগুলো এই ইউটিউব চ্যানেল লিস্টে দেখছি না)
Abhyu | 47.39.***.*** | ৩০ জুন ২০২১ ২৩:১২483303ইউরো ২০২০
ইউটিউব টিভি তে কি দেখছে ?
Abhyu | 47.39.***.*** | ৩০ জুন ২০২১ ২১:০৪483301কাল আমার স্টুডেন্ট বলল ওরা কি ভাবে বিনা পয়সায় দেখছে - ইউটিউব টিভি ফ্রী ট্রায়াল, হুলু ফ্রী ট্রায়াল ইত্যাদি সব দুহপ্তা করে!
aranya | 2601:84:4600:5410:4192:2971:d5ca:***:*** | ৩০ জুন ২০২১ ২০:৫৭483300এ শুধু খেলার দিন , এ লগন মাঠে কাটাবার
লেটস ফুটবল

dc | 122.164.***.*** | ৩০ জুন ২০২১ ১৭:৪০483298আজ থেকে অ্যাপোলো হাসপাতালের ক্যাম্প শুরু হয়েছে নানান জায়গায়। কোভিশিল্ড আর কোভ্যাক্সিন দুটোই দিচ্ছে। কোভিশিল্ডের দাম সাড়ে সাতশো, কোভ্যাক্সিন পনেরশো। একটা ক্যাম্প আমাদের বাড়ির কাছেই খুলেছে, আমি আর মা গিয়ে দিয়ে এলাম, আমার সেকেন্ড ডোজ আর মায়ের ফার্স্ট ডোজ। ভালো ব্যবস্থা করেছে, ভিড়ও নেই দেখলাম।
গুড়গুড়ে ভট্চাজ | 207.244.***.*** | ৩০ জুন ২০২১ ১৭:০০483297নারে বাপু, ভালো কতা না। ব্যাথা কত গভীরে আজকালকার ছেলেছোকরা আর কি বুজবে? জর্মন বনাম বিলিতি গোরার চুলোচুলিতে বাঙ্গালি সবসময় জর্মনদের পক্ষে থেকেচে। সুভাষ বোসের আমল থেকেই। ফলে কাল বাঙ্গালির বুকে শেল বিঁধেচে। মাঠ থেকে ফিরে লালমুখো মিনসেগুলি শুনলুম সারারাত মেমবুড়িদের সঙ্গে বল নেচেছে।
তাপ্পর সায়েবরা জিতেচে মানে কি সুদু কলোনির গোঁসাইরা জিতেচে, তাদের চামচেগুলাও দেদার ফুত্তি করেচে। বল্লে পেত্যয় যাবেন না, কাল দেক্লুম টেমসের ধারে ভাঁটিখানা থেকে মোহনবাবু ও ঈশ্বর মশাই মাল খেয়ে বেরোলেন। পেন্নাম ঠুকে কুশলাদি জিজ্ঞেস কল্লুম। বল্লুম এসময় আন্দো করা কি শোভনীয়? বৃপুসোভা গোষ্ঠীর মোড়ল এলেবেলেবাউ দিব্যচক্ষুর সাহায্যে সবই নজরে রাখচেন। পরের এডিশনে এসব কুচ্ছো লিখে বিদু-রামু ডবল কেচ্ছা অমনিবাস (হার্ডকভার) ছাপিয়ে দ্যান জদি। তা তেনারা বিশেষ পাত্তা দিলেন না। ট্রা লালা ট্রা লালা গাইতে গাইতে রাজপথ ধরে চলিলেন। নাইট শোতে শেক্ষপীরের বই দেখতে যাবেন বল্লেন।
র২হ | 2405:201:8005:9078:ad5a:e981:6090:***:*** | ৩০ জুন ২০২১ ১৫:১৭483296ওহো জিতেছে, তাহলে তো ভালো কথা!
b | 14.139.***.*** | ৩০ জুন ২০২১ ১৪:১৩483295জিতেছে বলে।
র২হ | 2405:201:8005:9947:88ef:321:439b:***:*** | ৩০ জুন ২০২১ ১১:৪৫483294ফুটবল খেলায় কোন একটা দল হেরেছে বলে সবাই মূহ্যমান হয়ে ভাটে তালা দিয়ে দিয়েছে?
সিএস | 49.37.***.*** | ৩০ জুন ২০২১ ০০:২৫483293Pew Research র এই সার্ভেটা দেখেছেন ?
ভারতের বিভিন্ন ধর্মের লোকের মধ্যে অপরিচয় আর আলাদা বোধ আছে, কিন্তু আবার ঘেন্না আছে সেটা বলা যাবে না।
এবং, হিন্দীভাষী আর হিন্দু হওয়ার সাথে প্রকৃত ভারতীয় হওয়া যুক্ত হয়ে আছে।
কন্ট্রাডিকশনগুলোই ভাজপার পক্ষে।
https://scroll.in/article/998830/two-thirds-of-hindus-believe-that-being-hindu-is-vital-for-being-truly-indian-pew-survey-shows
বাপস!
আমার ক্লায়েন ম্যানেজার হাঙ্গেরি। বলল উঠলে আমরাই খুব অবাক হতাম। কিন্তু যা খেলেছে আমরা খুব খুশী। সারারাত বুদাপেস্টের রাস্তায় রাস্তায় ঘুরে নাচগান করেছে।
b | 14.139.***.*** | ২৯ জুন ২০২১ ২৩:৪৩483291ইবাবা।
হাঙ্গেরির অভিশাপ
গ্রুপ অফ ডেথ এ চারজন ছিল ফ্রান্স, পর্তুগাল, জার্মানি ও হাঙ্গেরি। একজন বিশ্ব চ্যাম্পিয়ন, একজন ইউরো চ্যাম্পিয়ন, অন্যজন জেতার অন্যতম দাবিদার। মোটমাট পুরো ইউরোর সেরা গ্রুপ। আর সেখানে হাঙ্গেরি যাকে বিশেষজ্ঞরা পাতেও দেওয়ার যোগ্য মনে করেন না। স্ট্যাট অনুযায়ী দল বানিয়ে 100 বার সিমুলেশন চালানো হয়েছিল। 100 বারে মাত্র একটি বার হাঙ্গেরি গ্রুপ পর্ব থেকে উঠতে পেরেছে, যেখানে ফ্রান্স উঠেছিল 83 বার, জার্মানি 64 বার ও পর্তুগাল 32 বার। কিন্তু হাঙ্গেরি গ্রুপ পর্বে যে লড়াই দেখাল, এটা স্ট্যাট এ লেেখা ছিল না। দারুন খেলেও শেষ মেে শ বি দায় নিল। একসময় গ্র্রু্রুপে 2 nd পজিশনেও ছিল। অদ্ভুত ব্যাপার ,গ্রুপ অফ ডেথ এর বাকিরাও সবাই একে একে কোয়ার্টর ফাইনালের আগেই বিদায় নিল। এ কি সমাপতন নাকি হাঙ্গেরির অভিশাপ ?
দুদ্দুদ্দুদ্দুর্রর্রর্রর্রর্র
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.14.***.*** | ২৯ জুন ২০২১ ২৩:৩৮483288২-০ তে বেরিয়ে গেলো, এই ধ্বজা টিম , জীবনে আর কি রইলো।
kc | 37.39.***.*** | ২৯ জুন ২০২১ ২৩:২৫483287কালকের কাগজে আর চোখ রাখা যাবেনা।
ইংল্যান্ড এখন গ্যালাক্সির সেরা টিম।
হয়ত লেবুপাতা দেয়া গরম চা বলতে চেয়েছিল। কালে দিনে অমনি হয়ে গেছে।
Abhyu | 198.137.***.*** | ২৯ জুন ২০২১ ২৩:০৫483285পথের পাঁচালিতে ছিল - হে বৃষ্টি ধরে যা -
https://tinyurl.com/y4umjskh
ছোটোদের ছড়া - এর আর বেশি কিছু মানে আছে কি?
Keu na | 115.97.***.*** | ২৯ জুন ২০২১ ২২:৪৬483284তখন লোকের বাড়ীতে উঠোন থাকত, গাছপালাও থাকত, বোধহয় উঠোনে লেবুপাতার ওপর করমচা রেখে দেওয়া হত বৃষ্টি থামানোর জন্য, কোন গ্রাম্য তুকতাক হবে হয়ত।
এলেবেলে | ২৯ জুন ২০২১ ২২:৪০483283মাধ্যমিক পরীক্ষা ২০১২ সাল থেকে দশম শ্রেণির সিলেবাসের ওপর ভিত্তি করে নেওয়া হয়। উচ্চ মাধ্যমিক নেওয়া হয় কেবল বারোর সিলেবাস ধরে। সেখানে হঠাৎ করে নবম ও একাদশের ফল এত গুরুত্বপূর্ণ হল কেন? হল কারণ দশম ও দ্বাদশে একটি পরীক্ষাও নেওয়া যায়নি। মাধ্যমিক ও উমা-র প্রজেক্টে সবাই ১০০ শতাংশ নম্বর পেয়েছে, প্র্যাকটিক্যালেও তাই। কী অর্থ এই ছেলেমানুষির।
সঙ্গে এটাও থাকল। আজকের আনন্দবাজার থেকে। শুধু অঙ্গনওয়ারি নয়, মিড ডে মিলেও গত দেড় বছর ধরে এই পুকুর চুরি চলছে। লকডাউন জিন্দাবাদ।
aranya | 2601:84:4600:5410:8947:1729:970e:***:*** | ২৯ জুন ২০২১ ২২:৩৩483282"লেবু পাতায় করমচা/ যা বৃষ্টি চলে যা"
- এটাই শুনেছি
আচ্ছা "লেবু পাতায় করমচা/ যা বৃষ্টি চলে যা" ছড়াটায় --
১. 'লেবু পাতায় করমচা' বিষয়টার ইতিহাস কী, কেউ বা এর পিছনে কোনও লোককথা আছে কিনা, কেউ জানাতে পারেন?
২. দুয়েক জায়গায় ছড়াটার variant দেখছি "যা বৃষ্টি ঝরে যা"। কিন্তু আমি তো জানি "চলে যা"/ "ধরে যা"। সেটাই ঠিক তো? কারণ "ঝরে যা" হলে তো অর্থই বদলে যাচ্ছে।
কারুর জানা থাকলে সাহায্য করবেন।