ওরা আরও নিয়ন্ত্রণ চায়,
টুকে রাখে প্রতিটা পদক্ষেপ,একেকটা নিঃশ্বাসের শব্দ,
ডাঁয়ে-বাঁয়ে ফেলা প্রতিটি চোরা চাহনির ছবি ভিডিও,
তোমার আয়-ব্যয়,পছন্দ-অপছন্দ সব জানে ওরা,
ওরা তোমার ঘরে বসে,তোমার রোজগারে,তোমার ভাগের খাবার খেয়ে,তোমাকেই বলে কি করতে হবে,
তোমার ভাগ্য ওদের হাতেই,
পরজীবীর মতো রক্ত শুষে ছিবড়ে করে তোমায়,
ওরা মোটা হয়,
তোমরা দলে ভারী,কিন্তু ওরা সংগঠিত,
তোমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেলে তোমরা ছিঁড়ে ফেলে ওদের,
তোমাদের থেকে একজনকে বানাও আবার ওদের স্বরূপ,
আবার সেই চক্র চলতে থাকে।
আসলে তোমরা স্বাধীনতা চাও না,
চাও না আবার বন্দি হতেও,
তোমরা বন্দি থেকে স্বাধীনতার ভ্রমে বাঁচতে চাও।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।