এই আর্টিকল #: 33448(পরবর্তী অংশ)
প্রবল অভিকর্ষ বলের কৃত্রিম বাস্তব ক্ষেত্রের মধ্যে রাজনৈতিক শক্তি তৈরি হয়। কৃষ্ণগহ্বরের মতোই অদৃশ্য কৃত্রিম বাস্তব ক্ষেত্রে স্থান ও কাল বেঁকে যায়।
সার কথা:
রাজনৈতিক প্রকোষ্ঠ এক প্রকার অদৃশ্য কৃত্রিম বাস্তব ক্ষেত্র।
মানুষের চিন্তা, স্বাধীনতা, যুক্তিকে কৃষ্ণগহ্বরের অভিকর্ষের মতো টেনে নেয়।
মানুষের চিন্তা স্প্যাগেটিফিকেশন হয় — একরৈখিক, নিঃসাড়, প্রশ্নহীন।
ন্যারেটিভ আর বাইনারি এই ক্ষেত্রের শক্তি।
নির্বাচনের মাধ্যমে পরিবর্তনও হলেও কৃত্রিম বাস্তব ক্ষেত্রের অভিকর্ষ বদলায় না।
তাই সমাজে মৌলিক কোনো পরিবর্তন ঘটে না।
অদৃশ্য কৃত্রিম বাস্তব ক্ষেত্রে “ক্ষমতা শুধু আসন দখলের জন্য লড়াই করে না, বরং মানুষের চেতনাকে কব্জা করে গহ্বরে রাখতে চায়, যাতে কেউ সেই অভিকর্ষ থেকে বেরিয়ে না আসতে পারে। স্থান ও কাল বেঁকে যায়। আইনস্টাইনের স্থান-কাল বাঁকানোর তত্ত্বের সাহায্য নিয়ে বলা যায়: ক্ষমতা আরও এক স্তরে মানুষের উপর প্রভাব বিস্তার করে — স্থান (Space) এবং কাল (Time)-এর অনুভূতিকে বাঁকিয়ে দেয়।”
কৃষ্ণগহ্বর ও স্প্যাগেটিফিকেশন—-
জ্যোতির্বিজ্ঞান, সমাজ, মানুষের চিন্তা ও দর্শন — তিনটি ভুবনের সংযোগ ঘটায়। সমাজ-সংস্কৃতি-রাজনীতির মিথস্ক্রিয়ার রূপ উন্মোচন করে।
—------------------- সমাপ্ত —----------------------
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।