এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • অমৃতা সিনহার এজলাস 

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ২৭ আগস্ট ২০২৫ | ২৯৪ বার পঠিত
  • বাংলার সীমান্তবর্তী একটা গ্রামে বিএসএফ এর অত্যাচারের ব্যাপারে শুনানি হল পরশু দিন অমৃতা সিনহার এজলাসে। অভিযোগ ছিল অত্যাচারের, সে তো বোঝাই যাচ্ছে। কিন্তু শুনানিতে যা হল শুনে আমি হতবাক। ভারতীয় আদালত খুব বড় ইংরাজ। সবই ইংরিজিতে হয়। সওয়ালে কথাবার্তা যা হল, তা মোটামুটি বাংলা অনুবাদে এরকমঃ
     
    উকিলঃ ভারত বাংলাদেশ সীমান্তের একটা গ্রাম। বিএসএফ এর লোকজন সমানে গ্রামের লোকজনকে অত্যাচার করছে।
    বিচারপতি অমৃতা সিনহাঃ কেন?
    উকিলঃ গ্রামটা সীমান্তবর্তী।
    বিচারপতিঃ না না, কেন অত্যাচার করছে?
    উকিলঃ কোনো কারণ ছাড়া।
    বিচারপতিঃ কোনো কারণ ছাড়া একজন গিয়ে অত্যাচার করবে?
    উকিলঃ আমার কাছে যা বার্তা আছে, সেই অনুযায়ী, ডাক্তারি পরিষেবা একদম বন্ধ হয়ে গেছে। অবস্থা খুব খারাপ। দয়া করে...
    বিচারপতিঃ ওখানে কারা থাকে?
    উকিলঃ ভারতের লোকজন।
    বিচারপতিঃ ঠিক জানেন?
    উকিলঃ হ্যাঁ।
    বিচারপতিঃ এত নিশ্চিত হচ্ছেন কীকরে?
    উকিলঃ আধার।
    বিচারপতিঃ আধার। সব জাল কাগজ।
    উকিলঃ না।
    বিচারপতিঃ কীসের না? আমি খুব পরিষ্কার বুঝতে পারছি, এটাই কারণ।
    উকিলঃ দয়া করে...
    বিচারপতিঃ কোনো দয়া নয়। দেশ ভর্তি হয়ে গেছে, অন্যদের আর এইভাবে জায়গা দেওয়া যাবেনা। আপনি যেভাবে জিনিসটা সামনে আনলেন, আমি পরিষ্কার বুঝতে পারছি। বিএসএফের লোকজন ওরকম নয়, যে যাবে আর কারোর উপর অত্যাচার করবে, সত্যি নয়।
    উকিলঃ ওরা সমানে অত্যাচার করছে।
    বিচারপতিঃ না। দুঃখিত।
     
    এখানেই শুনানি খতম। শুরু থেকে শেষ অবধিই দিলাম। এবং এর থেকে আমরা জানতে পারলাম,
    এক, বিএসএফ এর লোকেরা সোনার-টুকরো। তারা কাউক্কে আজ অবধি অত্যাচার করেনি, কাউকে ঠেলে বাংলাদেশে পাঠায়নি, মুর্শিদাবাদে কোনো অত্যাচার করেনি। চরিত্রের শংসাপত্রে যুধিষ্ঠিরের প্রায় কাছাকাছি।
    দুই, সীমান্তবর্তী এলাকার বাঙালিদের আধার কোনো আধার নয়। নথি সব জাল। তারা সব ব্যাটা বাংলাদেশী।
    তিন, দেশ বাংলাদেশীতে ভর্তি হয়ে গেছে, আর কাউকে জায়গা দেওয়া যাবেনা। অতএব, যা হচ্ছে ঠিকই হচ্ছে।
    শুনে মনে হচ্ছিল, এবিপি আনন্দের স্টুডিও। কিন্তু এটা স্টুডিও না, এজলাস। এবং কোনো তথ্যপ্রমাণের ভিত্তিতে নয়, এই ধারণাগুলো নিয়ে একজন বিচারপতি বিচার করতে বসছেন, এবং বলছেন। বিএসএফ কেন ঠ্যাঙায়, কেন বাঙালি মাত্রেই বাংলাদেশী, অনুপ্রবেশের গরু কেন স্পুৎনিকে চড়ে শ্রীহনুমানের মতো মহাবিশ্বে ধাবিত হয়, এনআরসি আর এসআইআর কেন হয়, পুরো ব্যবস্থাটাই ঠিক কীরকম, একবার শুনলে বুঝতে আর কোনো অসুবিধে হবেনা। শুনলে আরেকজন বিচারপতির কথা মনে পড়ে। অভিজিৎ গাঙ্গুলি। পাঁচতলা মল, পুরোটাই সেরকম কিনা কে জানে। এঁদের নিয়ে কারা নাচে, সেটা অবশ্য অজানা নয়।
     
    ভিডিওটা যাঁরা দেখতে চান, গুরুর চ্যানেলে বারোটায় তুলে দেব, দেখতে পারেন। অনুবাদ করেই দিয়েছি, কিন্তু শরীরী ভাষাটাও দেখা দরকার।

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হিজি-বিজ-বিজ  | 2603:8000:a401:47ce:e425:a65a:a6b2:***:*** | ২৭ আগস্ট ২০২৫ ১২:৫৩733670
  • এত পুরো খাপ!  অদূর ভবিষ্যতে ইনি পদ্মপুরাণে স্থান পেতে পারেন এমন আশা  আছে। আর এব্যাপারে বিকাশুকিল ও স্বতঃপ্রণোদিত মামলা করবেন না তও নিশ্চিত।  
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2406:b400:b4:782c:16c:3548:15f7:***:*** | ২৮ আগস্ট ২০২৫ ১১:০১733688
  • এটা বিচারব্যবস্থা নামক বস্তুটা কে প্রহসনে পরিণত করবে। এবং এতে চাকরি চোর ইত্যাদি দের সুবিধা হবে ভবিষ্যতে। তবে আমার একটা কনফিউশন আছে বি এস এফ এর স্পেসিফিক পার্সোনাল কে সিভিল কোর্টে মামলা করা যায় না প্রতিষ্ঠান টিকে ই করা যায় নাকি দুটোই  যায় বা যায় না , নাকি একটাকে করা যায়.। এ প্রসঙ্গে বর্ণালী মুখার্জি দেখলাম ইমপিচমেন্ট এর আহ্বান করেছেন ।.সঠিক কাজ করেছেন। লিবারেশন কংগ্রেস কে বিহার এর বনহোমি সামনে রেখে রাজি করাতে পারলে খুবই ভালো হবে। পার্লামেন্টে হেরে যাবে কিন্ত রেকর্ডেড থাকবে যদি প্রসিডিংস অব্দি না ও এগোয়।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2406:b400:b4:782c:e910:8966:33d2:***:*** | ২৮ আগস্ট ২০২৫ ১১:২০733689
  • সিটিং জাজের বিরুদ্ধে মামলা করা যায় কিনা জানি না। ইমপিচ করাটা পদ্ধতি তবে লম্বা পদ্ধতি এবং সেটা করার জায়্গায় বিরোধী রা আছে কিনা খুব সন্দেহ আছে। ধরা যাক লিবারেশন রাহুল গান্ধী কে রাজি করিয়ে ফেল্লো ইম্পিচমেন্ট এর আবেদন করার জন্য, তার কদিন বাদে এমন কি কংগ্রেস সমর্থক লিবেরাল মেডিয়াই লিবারেশন কে মুর্খ এমন্কি প্রকাশ কারাত বলবে। 
  • কালের নৌকা | 150.107.***.*** | ২৮ আগস্ট ২০২৫ ১৬:৩৩733693
  • বাঙালির থেকে বাঙালির বড়ো শত্রু আর কে আছে? 
  • তৃতীয় পক্ষ | 185.94.***.*** | ২৮ আগস্ট ২০২৫ ১৭:৪৯733694
  • r2h | 134.238.***.*** | ২৮ আগস্ট ২০২৫ ১৯:২৮733697
  • চাকরি চোর ইত্যাদিদের এমনিতেও তেমন কোন গুরুতর অসুবিধে আমাদের দেশে নেই, যে বিচারবিভাগকে প্রহসন বানালে আলাদা করে তেমন সুবিধে হবে।
    বিচারবিভাগকে প্রহসন বানালে বড় রাজনৈতিক দলগুলির সুবিধা হয়, তাতে কোন দ্বিমত নেই এমনিতে।
    বিচারবিভাগ রায় দিল, তাতে জনমত প্রভাবিত হল - প্রহসন হলে লোকে পাত্তা দেবে না। প্রহসন বানানো যদি খুব সহজই হয় তাহলে রায়গুলি ওরকম দিলেই হয়। আর গত কয়েক বছরের বড় বড় জিনিসপত্র দেখে প্রহসন বানানো বা কেন্দ্রের সুবিধেমত রায় দেওয়াটা এমন কিছু কঠিন জিনিস বলে মনেও হয় না।
    বাবরি টাবরি থেকে শুরু করে কত কী।

    বেছে নিয়ে বাঙালী খেদা, হিন্দু হলে তাও দুটো সহানুভূতি ইতিউতি ওড়ে, লোকে বলে আহা কোল্যাটারাল, মুসলমান হলে তো হয়েই গেল।
    আর তার প্রতিকারের জন্য রাজনীতিসচেতন শহুরে বাঙালী বিহার টিহারের দিকে তাকিয়ে থাকে, সেটিং খোঁজে, আমাকে তো কেউ কিছু বলেনি- এইসব বলে। এই দলের মধ্যে নিজেও আছি, সেই ডিঃ দিয়ে দেওয়া ভালো, নাহলে আবার কে কোথায় অভিমান করে চটিচাটা বলে গাল দিয়ে দেবে। তবে একটাই রক্ষে যে রাজনৈতিক প্রজ্ঞা আমার নেই, থাকলে আর সমাজে মুখ দেখানোর উপায় থাকতো না!
  • কালনিমে | 103.244.***.*** | ২৮ আগস্ট ২০২৫ ২১:১৩733700
  • মহাকাশ থেকে গুখেকো শকুন হাগিতেছে তব গায় 
    বাঙালি শুধুই খচ্চর নয় তদুপরি অসহায়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন