এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • আছ কেউ এমন? | শ্রীমল্লার 

    Srimallar লেখকের গ্রাহক হোন
    ২৪ জুলাই ২০২৫ | ২৮২ বার পঠিত
  • একুশ থেকে পঁচিশ বছরের মধ্যে কোনও ছেলে অথবা মেয়ে এখানে আছ, যারা কবিতা লেখার চেষ্টা করছ? 
     
    যদি থেকে থাকো, তবে আমাকে কমেণ্ট বক্সে জানাও!
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • - | 107.77.***.*** | ২৪ জুলাই ২০২৫ ০৩:০৬732654
  • উনিশ 
  • Srimallar | ২৪ জুলাই ২০২৫ ১৪:২৫732657
  • কী নাম তোমার? আপত্তি থাকলে, না জানালেও হবে
  • - | 107.77.***.*** | ২৪ জুলাই ২০২৫ ২০:৩৩732664
  • কোনো  আপত্তি  নেই । নাম  সুবললাল বসু 
  • Srimallar | ২৪ জুলাই ২০২৫ ২১:৫৭732666
  • আমি শ্রীমল্লার। নিজের প্রচারের জন্য বলছি না,— এই বছরই আমি আনন্দ পাবলিশার্সে আমার কবিতার পাণ্ডুলিপি পাঠিয়েছি ২০২৬ সালের মনোনয়নের জন্য। দেখা যাক কী হয়। অনেক যত্ন করে, মাথার ঘাম পায়ে ফেলে তবেই একটা পাণ্ডুলিপি তৈরি করার চেষ্টা করতে পেরেছি। আমার ইচ্ছে— আমারই বয়েসের (আমার একুশ বছর বয়েস) আরও অনেকে কে কী লিখছে, তা যত্ন নিয়ে পড়া, বোঝা এবং শোনার। সেইসঙ্গে কবিতা নিয়ে অল্পবিস্তর আড্ডা। নিজের ফোন নম্বর যেহেতু এভাবে দেওয়াটা উচিত কাজ হবে না। তাই তোমাকে আমার মেল আইডিটা এখানে দিলাম: srimallar2004@gmail.com 
    যদি ইচ্ছে হয়, এখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমার লেখার ভাবনা, তোমার লেখার প্রস্তুতি এবং তোমার লেখা পড়ার ইচ্ছে রইল আমার। 
     
    শ্রীমল্লার
    কৃষ্ণনগর, ২৪ জুলাই ২০২৫ 
  • মতামত | 165.225.***.*** | ২৪ জুলাই ২০২৫ ২১:৫৯732667
  • আপনাদের কবিতা কি পয়সা না দিলে পড়া যাবে না? 
  • Srimallar | ২৪ জুলাই ২০২৫ ২২:০৩732668
  • আপনার কথাটা বুঝলাম না। আমি পয়সার জন্য কবিতা লেখার চেষ্টা করি না। কবিতা আমার ভেতর থেকেই আসে। তাই লেখার চেষ্টা করি। এর বেশি কিছু নয়। তাছাড়া আমি তো এখানেও আমার কয়েকটা কবিতা অন্য সকলের সঙ্গে ভাগ করে নিয়েছি। আপনি আমার আগের পোস্টগুলো খেয়াল করলেই দেখতে পারবেন। ভালবাসা জানবেন।
  • r2h | 134.238.***.*** | ২৪ জুলাই ২০২৫ ২৩:০৪732669
  • হুঁ, উনি আগে লিখেছেন তো।
    কয়েকটি কবিতা— শ্রীমল্লার

    অল্পবয়সীরা কী লিখছেন কী ভাবছেন তা নিয়ে নিজেদের মধ্য কথাবার্তা অবশ্যই হওয়া দরকার। আমি নিশ্চিত আমার মত আরও অনেক উত্তরযৌবনও এই নিয়ে কৌতূহলী।

    আপনারা যদি গুরুর পাতাতেই আলোচনা করেন তাহলে বেশ হয়। টইপত্তর এর জন্য খুব ভালো ফর্ম্যাট। একটা টই খুলে নিতে পারেন, অসুবিধে হলে আমি (বা অন্য যে কেউ)ও বানিয়ে দিতে পারি।
  • পাপাঙ্গুল | 103.24.***.*** | ২৪ জুলাই ২০২৫ ২৩:৩৭732670
  • এই যে আনন্দে পাণ্ডুলিপি পাঠিয়েছেন , ওরা নির্বাচিত না করলে কি করবেন ? কবিতা লেখা ছেড়ে দেবেন ?  
  • Srimallar | ২৫ জুলাই ২০২৫ ০০:০৩732671
  • ছাড়ব কেন? আমার তো হারানোর কিছুই নেই। যখন মাসের পরে মাস আমার কাছে কোনও নতুন লেখা থাকে না, তখন মনে হয়, এই বুঝি লেখা আমায় ছেড়ে গেল! কিন্তু না। লেখা কোনও পরিস্থিতিতেই আমাকে ছেড়ে যায় না। লেখার ভাবনা আমার সঙ্গে সবসময়ই থাকে। আর আপনার প্রশ্নের জবাবে বলি, লেখা নির্বাচিত হওয়া বা না হওয়ার সঙ্গে আমার কবিতা লেখার চেষ্টার সরাসরি কোনও যোগ নেই। কারণ, যখন একটা সাদা পাতার সামনে বসি, তখন আমি এই কথাটাই মনে রাখি— এটা আমার প্রথম কবিতা। যাঁরা পাণ্ডুলিপি নির্বাচিত না হলে লেখা ছেড়ে দেন, আমি তাঁদের দলে পড়ি না। ভাল থাকবেন। 
  • পাপাঙ্গুল | 103.24.***.*** | ২৫ জুলাই ২০২৫ ০০:২৯732672
  • বেশ yes আগে যেমন কয়েকজন মিলে লিটিল ম্যাগ বা ফেবুতে কবিতা লেখার চল ছিল, এখন সেরকম নেই?
  • Srimallar | ২৫ জুলাই ২০২৫ ০০:৪২732673
  • আমি একসময়ে ফেসবুকে ছিলাম। কিন্তু এখন অনেক বছর যাবৎ নেই। আমার দরকার পড়ে না। তাই বলে এই নয় যে, ফেসবুক কাজের কোনও মাধ্যম নয়। যদি সঠিক ব্যবহার করা হয় ফেসবুকের, তবে তা সেই মাধ্যমের জন্যই ভাল। আর পত্রিকার ছোট বড় বোলে কিছু হয় না। কমার্শিয়াল পত্রিকার প্রচার থাকবে।— এ তো স্বাভাবিক। অনামী যে পত্রিকাগুলো, আরও সহজ করে বললে, যাদের নাম সকলের কাছে এখনও পৌঁছয়নি, তাকে আমি ছোট পত্রিকা বলব এই কারণেই কি যে তার নাম বা বিক্রি কম? এ আমি মানি না। কমার্শিয়াল পত্রিকা হোক কিংবা আপনার কথায় 'ছোট পত্রিকা' দুটো তৈরির পেছনেই একই পরিশ্রম, একই নিষ্ঠা এবং একই সৎ সাহস আর ভালবাসা থাকে। 
  • r2h | 134.238.***.*** | ২৫ জুলাই ২০২৫ ০১:২২732674
  • শ্রীমল্লার, লিটল ম্যাগাজিনের 'লিটল' বা 'ছোট' কোন নেতিবাচক বিষয় না। সাহিত্যকর্মের ক্ষেত্রে ব্যবসায়িক উদ্দেশ্যের বিপরীতে দাঁড়ানোর একটা চলন বলা যেতে পারে। এ নিয়ে তত্ত্ব টত্ত্ব আছে, অন্যরা ভালো বলতে পারবেন।
  • অরিন | 2404:4404:4405:700:5012:992f:dcd3:***:*** | ২৫ জুলাই ২০২৫ ০২:০১732676
  • "কিন্তু এখন অনেক বছর যাবৎ নেই।"
     
    বয়স আপনার একুশ বছর বোধহয় ।
    আপনি ফেসবুক ছেড়েছেন কি  অষ্টাদশের কোঠায় ? 
     
    কবিতা লেখা বাদ দিয়ে আর কিছু করেন? 
     
  • r2h | 134.238.***.*** | ২৫ জুলাই ২০২৫ ০২:৩৪732678
  • ইয়ে, মানে ফুলটাইম কবিতা লিখে টিকে থাকা তো পেশাদার কবিদের পক্ষেই, অন্তত বাংলা ভাষায় সম্ভব না। অরিনদার 'আর কিছু করেন' প্রশ্ন পড়ে মনে হলো।
  • যদুবাবু | ২৫ জুলাই ২০২৫ ০৩:১২732679
  • শ্রীমল্লার, আপনাকে স্বাগত। অল্পবয়েসীদের, অর্থাৎ আপনার সমবয়েসীরা কে কী লিখছেন, পড়ছেন, কবিতা নিয়ে আড্ডা, এইসবের জন্য গুরুর টই জিনিষটিই আদর্শ, হয়তো শুরুতেই অনেকে মন্তব্য করবেন না, আস্তে আস্তে করবেন, বা কোনো কোনো লেখায় বেশি এনগেজমেন্ট হবে, কোনোটায় কম। হয়তো কোনোটা বহুদিন পরে কেউ খুঁজে পেয়ে কিছু একটা লিখে যাবেন, এই। আর, দুই-একটা রূঢ় মন্তব্য আসবে, বা বক্রোক্তি/ট্রোল, অনেক সময়ে আপনার থেকে বয়োজ্যেষ্ঠদের থেকেও, আশা করি সেগুলো গায়ে মাখবেন না। 
     
    আমার বয়েস বহু-বহুদিন পঁচিশ পেরিয়ে গেছে, তা ছাড়া আমি কবিতাও লিখতে পারি না, কাজেই আমার এই দু'পয়সার বেশি দেওয়ার কিছু নেই। আপনাদের জন্য শুভেচ্ছা রইলো। 
  • Srimallar | ২৫ জুলাই ২০২৫ ০৬:১৬732681
  • অরিন আপনি লিখেছেন, 'কবিতা লেখা বাদ দিয়ে আর কিছু করেন?' এমন প্রশ্ন করাই স্বাভাবিক। কবিতা লিখে সত্যিই রোজগার সম্ভব নয়। কিন্তু আমি কেবলই এই একটা কাজই করতে পারি— কবিতা লেখার চেষ্টা। অন্য অনেক রকমের কাজ করে এতদিনে একটা কথা বুঝেছি— এমন কোনও কাজ কোনও দিনও করব না, যা করতে গিয়ে অন্যের সঙ্গে সঙ্গে নিজের কাজেরও ক্ষতি হয়। আর ঝুঁকি নিতে তো আমি প্রথম থেকেই প্রস্তুত। 
  • Srimallar | ২৫ জুলাই ২০২৫ ০৬:১৯732682
  • যদুবাবু আমার ভালবাসা জানবেন। 
  • মতামত | 165.225.***.*** | ২৫ জুলাই ২০২৫ ০৭:৪৭732684
  • আচ্ছা, এখন ফিরে দেখে নিজের বক্তব্যটা একটু রূঢ়ই ঠেকছে। 
     
    আসলে, এখানে প্রথমে শ্রীমল্লারের বক্তব্য দেখে উনি  আলোচনা করতে চান, কিন্তু কবিতার কোন স্যাম্পেল দিলেন না, এদিকে বই লিখে আনন্দ পাবে ছাপাতে পাঠালেন - অর্থাত কাব্য লিখে উনি পয়সা চান, এমতি মনে হয়েছিল!  তাতে দোষের কিছু নেই, কেবল গুরুর পাতায় কবি হুতেন্দ্রনারায়নের কাব্যসমগ্র থেকে শুরু করে আরো নানাবিধ কবিতা, যা কিনা মনে উচ্চ সব ভাব সৃষ্টি করে, সেসব ফ্রিতে পেয়ে একটু লোভীই হয়ে গেছি - মানতে হয়। তাই স্যাম্পেল না পেয়ে আশাহত হয়ে ঐ রূঢ়ভাষণ নির্গত হয়েছে!  
     
    সবচেয়ে বড় কথা উনার নামে ক্লিকালেই উনার কবিতা পাওয়া যেত। এবং সেসব কবিতা আমি পড়েওছিলাম যথাকালে। অবশ্যই মন্তব্য করিনি - অ) যেহেতু এখনও একটা কবিতা কেন ভাল লাগে - বলতে পারি না; আ) শ্রীমল্লারের কবিতায় মনে হয়েছিল বীজ আছে, কিন্তু এখনও যথেষ্ট হয়নি। [কেন, ব্যাখা করা যাবে না, অ) দ্রষ্টব্য]।    
     
    তো, এই হল পরিস্থিতি। আশা করি শ্রীমল্লার ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 
     
    অন্য প্রসঙ্গে - শ্রীমল্লারের উত্সাহ খুবই উৎসাহব্যঞ্জক।  কেবল একটা কথা সোজাসুজি বলে যাই বয়েসের দাবীতে - রবীন্দ্রনাথ থেকে শ্রীজাত - কেউই কেবল কবিতা লিখে পেট চালাতে পারেননি। কবিতার স্থান অতি উচ্চ - তবে কিনা ঠাকুর বলে গেছেন খালি পেটে ধর্ম হয় না! 
     
    N.B.: দুটি লিং গুরুর পাতার কাব্যচর্চার উদাহরনস্বরূপ রেখে গেলুম, হয়ত আগেই দেখেছেন!  
     
  • অরিন | 202.36.***.*** | ২৫ জুলাই ২০২৫ ০৮:০২732687
  • "কিন্তু আমি কেবলই এই একটা কাজই করতে পারি— কবিতা লেখার চেষ্টা। অন্য অনেক রকমের কাজ করে এতদিনে একটা কথা বুঝেছি"
     
    বড় ভাল লাগল। 
    শুধু কবিতার জন‍্য অমরত্ব তাচ্ছিল‍্য করার বুকের পাটা কজনের আছে? চালিয়ে যাও!
  • পাপাঙ্গুল | 103.24.***.*** | ২৫ জুলাই ২০২৫ ১৩:১৯732691
  • আমার প্রশ্নটা কমার্শিয়াল পত্রিকা আর অনামী পত্রিকার তুলনামূলক আলোচনা নিয়ে ছিল না। জানতে চাইছি এখন অল্পবয়সীরা কিভাবে নিজেদের কবিতা প্রকাশ করেন? কোনো পত্রিকায় না লিখে বা বন্ধুদের না পাঠিয়ে শুরুতেই পাণ্ডুলিপি বানিয়ে সরাসরি বই ছাপার জন্য পাঠিয়ে দেন?
  • Srimallar | ২৫ জুলাই ২০২৫ ১৫:৪৩732694
  • পাপাঙ্গুল— একটা কথা বলে রাখি, এতে আশা করি আপনি খুব সহজেই আপনার প্রশ্নের জবাব পেয়ে যাবেন।— 
     
    প্রস্তুতিকে দেখা যায় না। আমার প্রস্তুতি অনেকদিনের। দিনের পরে দিন রাতের পরে রাত লড়াই করে গেছি নিজের মনের সঙ্গে। লড়াই করে গেছি বয়ে চলা সময়ের সঙ্গে। হঠাৎ করেই আকাশ থেকে পড়ে পাণ্ডুলিপিটা পাঠিয়ে দিইনি। আমার সমবয়সীদের কথা বলতে পারব না, তাঁরা কীভাবে কবিতা প্রকাশ করে থাকেন। তবে একুশ বছর ধরে নিজের সঙ্গে সময় কাটাতে কাটাতে যা আমার অভিজ্ঞতা, যা আমার অনুভূতি এবং যা আমার অন্তর্দৃষ্টির জ্ঞান— সেসবকে কাজে লাগিয়েই আমার লেখার চেষ্টা করে চলা। হতে পারে আমার লেখা পড়ে কেউ নিজেকে আয়নায় নতুন পোশাকে দেখতে পারবেন। আবার নাও পারবেন। তাই বলে তো আমার চেষ্টা মিথ্যে হয়ে যায় না। এখন অনেকেই শিল্পের কোনও একটা শাখায় চর্চা করতে আসেন এই ভেবে যে, কী করে কম সময়ে বিখ্যাত হব...! আমার তেমন কোনও তাড়া নেই। আর তাছাড়া, শিল্পে 'সহজ' নামের কোনও রাস্তা হয় না। তেমন কোনও রাস্তা আগেও ছিল না, ভবিষ্যতেও হবে না। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন