এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • মাগো তোমাকে..... 

    Somnath mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    ০৬ নভেম্বর ২০২৪ | ১৮২ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মাগো! তোমাকে …..

    আঁচল বিছিয়ে ছিলে মাগো
    আমাদের পরম ঠাঁই হয়ে।
    সেই ঠাঁয়ে,নিশ্চিন্তে ছিলাম সবাই।
    জানতাম আর কেউ না থাকুক –
    খুঁটি আগলে তুমি আছো, আমাদের পরম
    বিশ্বাস আর ভরসা হয়ে।
    অনর্গল কথায় কথায়
    প্রশ্ন আর সম্মতি
    এক হয়ে মিশে থাকা স্বর,
    সকলের জন্য।
    কোন্ অভিমানে বিদায় বেলায়
    এমন নির্বাক যাপন,
    বিমূঢ় করে রাখলো
    অন্তিমের অমূল্য ক্ষণগুলোকে?
    আজ একবার মুখর হ‌ও মাগো।
    একবার মুখর হ‌ও।

    ( ২ )

    মা, একদান লুডো হয়ে যাক্।
    জেতা হারা বড়ো কথা নয়,
    খেলাটাই নিখাদ আনন্দ,
    না ভোলা স্মৃতি হয়ে থাক্।
    মা, একদান লুডো হয়ে যাক্।

    ছক্কাটা নেড়েচেড়ে খুব
    শেষমেষ এলো এক পুট।
    পিছনে লাল গুটির হাঁক,
    এই বুঝি হয়ে যাই মাত্ !
    মা,একদান লুডো হয়ে যাক্।

    ( ৩ )

    আমাদের চারজন চাই
    জুটে গেলে তাসটা পেটাই।
    তাসটাতো বড়ো কিছু নয়
    ইস্কা - চিরি - হর আর রুহিদের নিয়ে
    আয়, কিছু সময় কাটাই।

    হৈ হৈ কথা কাটাকাটি,
    আনাড়ি তাসুড়ে যত সব।
    হারা জেতা বড়ো নয় জেন,
    একসাথে খেলাটাই মেন-
    জীবনের পরম মহোৎসব।

    মা, আসুন একহাত তাস পিটে নিই।।

    ( ৪ )

    আপনার হাতের তৈরি
    চাপড় ঘন্টের সোয়াদ,
    আর নেওয়া হলো না।
    অনুপান আর অনুপাতের হিসেবটা
    শুনেছিলাম বাধ্য ছাত্রের মতো।
    জানতাম, হিসেবে গোলমাল হলে চলবে না।
    ওটা একদম ঠিকঠাক হ‌ওয়া চাই।
    মটর ডালের গোলগাল বড়া
    আর খানিকটা গব্য ঘৃত
    জুড়ে দিলেই তৈরি হয়ে যাবে
    এক নিখাদ অমৃত।
    আয় সবাই চেটেপুটে খাই।

    ( ৫ )

    সেবার নবদ্বীপ গিয়েছি। শ্বশুর বাড়ি বলে কথা। মাঝেমাঝে হাজিরা না দিলে যে জামাই বাবাজীবনের মান থাকেনা। আমরা এসেছি শুনেই গুটিগুটি পায়ে হাজির হয়েছেন ছোটমামা। তাঁর আদুল গায়ের পিঠের ওপর লেপ্টে রয়েছে এক মোটা সুতোর উপবীত। মাঝেমাঝেই দু হাতে সটান করে টেনে ধরে, তা দিয়েই চুলকে নিচ্ছেন চিড়বিড় করে ওঠা নিজের আবলুস পিঠ। টিনের ছাউনি দেওয়া একটানা লম্বা বারান্দা। মিশকালো সিমেন্টে মাজা ঝকঝকে তার মেঝে। বাড়িটাই দেড়শো বছরের স্মৃতি আগলে দাঁড়িয়ে আছে এতকালের সাক্ষী হয়ে। আসবাবের সামান্যতম বাহুল্য নেই, একখানি বসার হাতল লাগানো কৌচ্ ছাড়া। খোশ মেজাজে গপ্পো করছি,এমন সময় হঠাৎ করে রামচন্দ্রের পরম দোসরদের আবির্ভাব। এ তল্লাটে তাদের অবাধে বিচর।একটু তফাতে অভ্রদের বাড়ির গাছে বসে, আরামে লেজ দুলিয়ে আয়েসি উপবেশন গোটা দঙ্গলের।

    ওদের দেখেই আমার মাথায় জাগলো এক দুষ্টুমি। কেউ যেন টের না পায় সেভাবে খক্ খক্ করে দিলেম হেঁকে। ঠিক ওদের মতো করেই। ওমা! এমন ডাকে ছোটমামা সজাগ হয়ে হাঁক পারেন – ‘রেখা, ডাঙাসটা দেতো একবার। ব্যাটাদের একটু কড়কে দিই।’ ভগিনী রেখারাণী অন্য কাজ ফেলে ছোড়দার হুকুম তামিল করে। আমি চুপচাপ বসে থাকি। ‘এই তোরা চলে যা।’-- এমন সুললিত ভাষণে কি আর তারা নড়ে! আবার খক্ খক্ করতেই কোমরের কাপড়টাকে কষে বেঁধে নিয়ে ‘ছোড়দা’ তখন উঠোনে নেমে পড়েছেন ডাঙাস হাতে নিয়ে। বিষয়টি যে তাঁর গুণধর হরবোলা ছোট জামাইয়ের কীর্তি তা টের পেয়েই শাশুড়ি মা আর হাসি চেপে রাখতে পারেন না। হাসিতে ভরপুর মুখে বলে ওঠেন – “ও ছোড়দা! তোমাকে আর হনু তাড়াতে হবে না। হনু তোমার পেছনে বসে আছে”। এবার ছোটমামার হুঁশ ফিরে আসে। রহস্য ফাঁস হতেই সবাই মিলে হো হো করে হেসে উঠি সকলে। জমে ওঠে প্রভাতী চায়ের বাসর। মেতে উঠি সকলে। ছোট আনন্দ অনেক অনেক বড়ো হয়ে যায়।

    নভেম্বর ৪.২০২৪
    সোমবার।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শর্মিষ্ঠা লাহিড়ী। | 2405:201:8016:6b:acf2:a101:ad4b:***:*** | ০৬ নভেম্বর ২০২৪ ১৫:৩৮539171
  • স্মৃতি র সরনী বেয়ে  চলতে চলতে সত্যিই পুরোনো  ফেলে আসা দিন গুলো মনকে ভারাক্রান্ত করে তোলে।মা  দের চলে যাওয়া তো যাওয়া নয়,একরাশ স্মৃতি র বোঝায়    দিশাহীন  অবস্থা।স্মৃতি গুলো থাক মন জুড়ে।না হলে   যে টেকা দায়।আমার শ্রদ্ধা জানালাম।
  • বর্নালী | 115.187.***.*** | ০৬ নভেম্বর ২০২৪ ১৮:৪৯539177
  • কি ভাবে দিন চলে যাচ্ছে।সব কিছুই স্মৃতি হয়ে যাচ্ছে।না ফেরার দেশে চারজন তাস খেলছে।আমার শ্রদ্ধা জানালাম। 
  • রঞ্জন | 103.59.***.*** | ০৬ নভেম্বর ২০২৪ ২২:১৬539183
  • বারো বছর আগে আমার মায়ের চলে যাওয়া-- মনে পড়ছে l
    ভালো থাকুন l
  • পৌলমী | 2409:4060:2e99:21fe:e878:7424:2d08:***:*** | ০৭ নভেম্বর ২০২৪ ১৭:২৭539215
  • ব্যক্তিগত শোক কখন যে সর্বজনীন হয়ে উঠলো তা টের পেলাম না। হারানোর হাহাকার হয়তো এমন‌ই হয়। শেষের অংশটুকু অন্য স্বাদ্ এনেছে, যদিও তার মধ্যেও রয়েছে স্মৃতিমেদুরতা। 
  • Ritabrata Gupta | 103.68.***.*** | ০৭ নভেম্বর ২০২৪ ২০:০৬539225
  • দারুন লাগলো পড়ে !  পদ্য  আর  গদ্য  দুটোই !  রস  সমৃদ্ধ  লেখনী .  বাংলা  মফস্সল  তার  স্বাভাবিক  সবুজ  রূপ  নিয়ে  ভেসে  উঠলো !  আরো  এরকম  লেখা  আশা  করি .
  • #:+ | 2409:4060:2e92:be40:ae54:8338:318:***:*** | ১৩ নভেম্বর ২০২৪ ১৪:২৪539436
  • মায়েরা এমন‌ই হয়। খুব আন্তরিক স্মরণ। সমবেদনা রইলো ।
  • পলি মুখার্জি | 2409:4060:2e92:be40:3e9b:9a50:b10d:***:*** | ১৩ নভেম্বর ২০২৪ ১৭:৪১539443
  • অন্যলোকে পাড়ি দেওয়া মানুষটিকে কবিতা সূত্রে চোখের সামনে যেন দেখতে পেলাম। আমার সশ্রদ্ধ প্রণাম র‌ইলো। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন