এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • বঙ্গসম্মেলন ১

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ০৪ জুলাই ২০২৪ | ১৭৪০ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • | | |
    বঙ্গসম্মেলনে এলাম এই প্রথম। এসেই বাওয়াল। প্রচুর বঙ্গসন্তান চারদিকে কিচিরমিচির করছে। লাল ধুতি নীল জুতো। অদৃশ্য ব্লাউজ, হট প্যান্ট। পাশের দোকানে দোকানি বললেন, আজ কি ইন্ডিয়ানদের ফ্যাশান প্যারেড হচ্ছে কনভেনশন সেন্টারে? বুক ফুলিয়ে বললাম হ্যাঁ, বাঙালিদের। আমরা খুব কালচারাল। কালচারাল সেন্টারে ঢুকতেই একটি ছেলে বলল সৈকতদা। আমি অবাক হয়ে তাকাতে, বলল ফেসবুক (তারপর আর দেখা হয়নি, নজরে পড়লে একবার টুকি দিয়ে যাবেন)। আমি আরও খুশি হয়ে রিসেপশনে যেতেই সব ফুস। মহিলা বললেন আজ প্রিএনএবিসি, আপনার রেজিস্ট্রেশনে কভার করছেনা। আমি বললাম, এমন তো কথা ছিলনা। লেখাও ছিলনা। তিনি হেসে বললেন, ছিল দাদা। দেখেননি। 

    বুঝলাম সবই ফাইন প্রিন্টের কারবার। এইজন্যই সব পড়ে নিতে হয়। কিন্তু সে বোধহয় এ জীবনে হবেনা। দীর্ঘশ্বাস ফেলে চলে আসছি, হঠাৎ এক বন্ধু। সে আমাকে বুড়ো বলে ডাকত আগে। বলল, সে কী আমারও তো একই রেজিস্ট্রেশন। আমার তো হবে বলছে। 

    ব্যস। এইবার মহিলা ফাঁপরে। বারবার দুজনের জিনিস চেক করে দেখেন। একদম একই জিনিস। যেন যমজ অ্যালসেশিয়ান। টিকি থেকে লেজ অবধি। কী আর করেন, আমাকেও ছাড়পত্র দিতেই হল। এইসব ইনকমপিটেন্সি নিয়ে লম্বা লেকচার দিতে যাচ্ছিলাম, বৌ আর বান্ধবী টেনে নিয়ে এল। অনুষ্ঠান শুরু হয়ে যাবে। খেতে হবে তার আগে। 

    যাহোক, খেয়েদেয়ে হলে ঢোকা গেল। গান করবেন শংকর এহসান লয়। এঁরা কী করেন আমি ঠিক জানতাম না। পরে শুনলাম শঙ্কর মহাদেবন। তিনি কোন বঙ্গসংস্কৃতির অংশ কে জানে। হতেও পারেন। কত কিছুই জানিনা। স্ক্রিনে দেখলাম ফিউশন লেখা। ফিউশন ১০ ডলার। ভাবলাম গানের মূল্য। কিন্তু না ওটা অ্যাড। সেটা অবশ্য বুঝতে পারলাম অরিন্দম শীল মঞ্চে আসার পর। তিনি বিচ্ছিরি ইংরিজিতে বললেন, শংকর এহসান লয় সঙ্গীত জগতের রত্ন। বলিউডে কত যে গান করেছেন ইয়ত্ত্বা নেই। তারপর স্ক্রিনে অনেক সিনেমার নাম দেখানো হল। একটার নামই মনে আছে। দিল চাহতা হ্যায়। 

    এতেও বঙ্গসংস্কৃতির ব্যাপারটা ক্লিয়ার হলনা। ভাবলাম একটু শুনেই যাই। একেবারেই দেরি হলনা।  প্রচন্ড ড্রাম দিয়ে শঙ্করবাবু গান শুরু করে দিলেন। সেটা চেনা গান না। তবে গণেশ দিয়ে শুরু। আর শিব দিয়ে শেষ। নমঃ শিবায় বলে সে কী চিৎকার। 

    এরকম এইচ পপ এর আগে শুনিনি। খুবই নতুন ব্যাপার। ভাবলাম পরের টাও শুনি। এবার মঞ্চে এলেন বাঙালি শিল্পী ইমন। আরও কারা কারা। বললে বিশ্বাস করবেননা, শংকর চিৎকার করে বললেন, ক্রিকেট বিশ্বকাপ দেখেছেন? সবাই বলল হ্যাঁহ্যাঁ। শংকর বললেন, তবে একটা গান হয়ে যাক? সবাই বলল হ্যাঁঅ্যা। আর তারপরই শুরু হয়ে গেল সেই অবিস্মরণীয় গান। মঞ্চে শংকর ইমন আরও কারা যেন লাপাতে লাগলেন, হিন্দুস্তানি-হিন্দুস্তানি-হিন্দুস্তানি বলে। ধাঁইধপাধপ করে। 

    আমি হলের বাইরে বেরিয়ে চলে এলাম। মোবাইলে এইটা টাইপ করছি বসে। ভিতর থেকে ধাঁইধপাধপ শব্দ আসছে। হিন্দুস্তানি-হিন্দুস্তানি-হিন্দুস্তানি। সিঙ্গুর থেকে আমার কলকেতায় থুড়ি শিকাগোয় বঙ্গসম্মেলন দেখতে আসার স্বপ্ন সফল। আজ তার -১ তম দিন। 
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | |
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • &/ | 151.14.***.*** | ১২ জুলাই ২০২৪ ০১:০১534511
  • স্প্যানিশ ভাষার স্প্যান যে অনেক, সে তো ভাষার নাম দেখেই বোঝা যায়। ঃ-)
  • lcm | ১২ জুলাই ২০২৪ ০১:৪৮534512
  • অ, তাহলে নর্থ আমেরিকান ইংলিশ কনফারেন্স (NAEC) তে যেতে হবে।
  • যদুবাবু | ১২ জুলাই ২০২৪ ০৪:৫১534513
  • আমি তো কবে থেকে বলছি এই অবক্ষয়ী পশ্চিম দিগন্তে একটা জমাটি গুরুর ঠেক হৌক। একটু আড্ডা দেওয়া যাক জমিয়ে। তারপর গান-বাজনাও অল্প। 
     
    একবার সেই প্ল্যান হয়েছিল একটা লম্বা রোড ট্রিপের। রুট ৬৬? 

    গরমকালেই হোক, বা ফলে, ঠাণ্ডা পড়ার আগে। 
  • অরিন | ১২ জুলাই ২০২৪ ০৫:০০534514
  • আহা, আমরা যারা দক্ষিণ গোলার্ধের লোকজন, তারাই বা বাদ যাই কেন যদুবাবু? এ কেমন কথা ? আমাদের এখন ভরা শীতকাল।
    দুধের স্বাদ "ঘোলে" মেটাতে Zoom দিয়ে আড্ডার কথা ভাবা যেতে পারে অবশ্য।
  • :|: | 174.25.***.*** | ১২ জুলাই ২০২৪ ০৫:০৬534515
  • গ্রীনিচ আর বিষুব রেখার ইন্টারসেকশনে হোক তেইশে মার্চ বা তেইশে সেপ্টেম্বর নাগাদ। উত্তর দক্ষিন পুব পশ্চিম শীত গ্রীষ্ম বহু সমস্যার সমাধান এককথায় হয়ে যাবে। 
  • :|: | 174.25.***.*** | ১২ জুলাই ২০২৪ ০৫:২৭534516
  • এই যে নাল আইল্যান্ডের ছবি 
  • &/ | 151.14.***.*** | ১২ জুলাই ২০২৪ ০৫:৫৫534517
  • এই আইল্যান্ডটাতেই হবে সম্মেলন ?
  • অরিন | 2404:4404:1732:e000:edfb:878a:3abc:***:*** | ১২ জুলাই ২০২৪ ১৩:৪১534535
  • হ্যাঁ।
    ভার্চুয়ালি নাল আইল্যাণ্ডের টেরেইন বেক করে 3D mesh তৈরী করে মেটাভারসের মধ্যে দিব্য মিটিং করা যাবে। সেপ্টেম্বরের মাঝামাঝি হলে মন্দ কি?
     
     
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন