এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  ভ্রমণ  ঘুমক্কড়

  • সাইকেলে বিশ্বভ্রমণ

    Arindam Basu লেখকের গ্রাহক হোন
    ভ্রমণ | ঘুমক্কড় | ১৯ জানুয়ারি ২০২৪ | ৯১১ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • রামনাথ বিশ্বাস, যিনি সাইকেলে বিশ্ব ভ্রমণ করেছিলেন, তাঁর নাম শুনেছি, কিন্তু সাইকেলে সত্যি সত্যি বিশ্ব পরিক্রমা করছেন, এরকম কারো সঙ্গে আজ অবধি দেখা হয়নি, আজকে হল। 
     
    ছবির এই ভদ্রলোক ও ভদ্রমহিলা দম্পতিকে চিনে রাখুন | এনাদের নাম ব্রুনো এবং ইসাবেল, এনারা ফরাসী দেশের নরম্যাণ্ডি থেকে ২০০৬ সালে সাইকেলে করে বিশ্ব পরিক্রমায় বেরিয়েছেন, আজ প্রায় ১৭ বছরের ওপরে শুধু সাইকেলে করে দেশ বিদেশ পাড়ি দিচ্ছেন, (অবশ্য সাইকেল প্লেনে করেও নিয়ে যান, তারপর যে দেশে পাড়ি দেন, সেখানে শুধুই সাইকেলে করে ঘোরেন, বললেন ভারতে আসেননি) | 
     
    আজ বাড়িতে বসে কাজ করছি, এমন সময় দেখি এক প্রবীন দম্পতি দুটি সাইকেলে করে লটবহর নিয়ে বাড়ির বাইরে দাঁড়িযে আছেন | কি ব্যাপার জিজ্ঞাসা করাতে বললেন, যে তাঁরা ১৬-১৭ বছর ধরে একাদিক্রমে বাইসাইকেলে করে বিশ্ব পরিভ্রমণ করতে বেরিয়েছেন, এইটিই শেষ দেশ, আাপাতত তাঁদের রেস্ত ফুরিয়েছে, কোথাও একটা থাকার জায়গা খুঁজছেন। ভদ্রলোক ভদ্রমহিলাকে নিয়ে কাছাকাছি একটি হোটেলে আজকের রাত কাটানোর, খাবারের আর কালকের ব্রেকফাস্টের বন্দোবস্ত করলাম, করতে গিয়ে আলাপ হল। এদের ছবিটা হোটেলের বাইরে তুললাম। 
    কি অদ্ভুত মানুষের ঘুরে বেড়ানো! 
     
    শুধু একটা রোড বাইক, তাতে সামান্য কিছু জিনিস প্যানিয়ারে ভরে নিয়ে ১৭ বছর ধরে দুনিয়া দেখে চলা! বললেন ১৬০, ০০০ কিলোমিটার ঘুরেছেন, ফরাসী ভাষা ছাড়া জানেন না, ভাঙা ভাঙা ইংরেজীতে যতটা কথা চালাতে পারেন।
     
    এদের সম্বন্ধে আরো কিছু ওয়েব সাইট:
    ওনাদের ওয়েব পেজ: http://www.roueslibres.net/

    এদের নিয়ে অস্ট্রেলিয়ার একটি সাইকেলের ওয়েব সাইটে লেখা, ডেট লক্ষ করুন, ২০১২ সালে লেখা, তখন এদের বয়সও এখনকার তুলনায় কম। একজনের ১৯৫৭ সালে জন্ম একজনের ১৯৫৯ এ!
     
     
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৯ জানুয়ারি ২০২৪ ০৯:৪৫741913
  • বিমল মুখার্জি আর বিমল দে এই দুইজনও দুই চাকায় চড়ে দুনিয়া ঘুরেছেন। আর  কয়েকদিন আগে আরেকজনের কথা পড়লাম, নামটা মনে পড়ছে না। সাইকেল চালানো ত এমনিই বেশ টায়ারিং ব্যপার, তাতে চড়ে দিনের পর দিন, মানুষ চাইলে যে কী কী করে ফেলতে পারেভাবলে অবাক লাগে। 
  • যেমন লাগল  | 173.62.***.*** | ১৯ জানুয়ারি ২০২৪ ০৯:৪৫741914
  • বাঃ 
  • সমরেশ মুখার্জী | ২১ জানুয়ারি ২০২৪ ১৮:১১741929
  • অফিসে‌ যাতায়াতের ঝকমারি, কাজকর্ম, কূটকচালি, বসের ধাতানির স্ট্রেস এবং বাড়ি - পাড়া - সোসাইটি‌তে চেনামুখের মাঝে থোড়বড়িখারা নিত‍্যযাপনের একঘেয়েমি কাটাতে মাঝেমধ্যে ভ্রমণে বেরিয়ে পড়লে রিফ্রেশিং লাগে, ইমোশনালি রিচার্জড্ হ‌ওয়া যায়। কিন্তু সাইকেলে ১৭ বছর ধরে লাগাতর ১,৬০,০০০ ঘুরে বেড়ানো - বাপরে!!   ভাবলে তা আমার কাছে শুধু শারীরিক‌ভাবে নয়, মানসিক‌ভাবেও ক্লান্তি‌কর লাগে। Such commendable  perseverance of the aged couple is indeed praiseworthy. Salute! 

    ওনাদের একদিনের আহার বাসস্থানের বন্দোবস্ত করে আপনি পুণ‍্য অর্জন করলেন। আমি‌ও বেকার বসে আছি। ডাকুন না কদিন আপনার ডেরায় - একাকী আমায়। কথা দিচ্ছি বসে খাবো না - ভালো বাসন মাজতে পারি। কোনো ভ‍্যানিটি নে‌ই বলে সাথে করবো ভ‍্যাকুয়াম ক্লিনিং, লন মোয়িং, গাড়ি মোছা ইত‍্যাদি প্রভৃতি। laugh
  • Arindam Basu | ২২ জানুয়ারি ২০২৪ ০০:৫৯741931
  • চলে আসুন সময় করে। ভাল কথা। 
     
    তবে ঐ সব কাজ টাজ করতে হবে না । স্রেফ ঘুরে বেড়াবেন। 
     
    আমি অবশ্য পুণ্য ইত্যাদি বিবেচনা করিনি, (নাস্তিক লোকেদের এমনিতেই পাপ পুণ্যের ব্যাপারটা একটু ঢিলে, ;-) ) ভদ্রলোক ভদ্রমহিলা বাড়িতে হাজির, তায় ঐরকম ভয়ঙ্কর রকমের সাইকেল ট্রিপ (যেদিনের কথা লিখছি, শুধু সেইদিন তাঁরা ১২৭ কিলোমিটার পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় "headwind" নিয়ে সাইকেল চালিয়ে এসেছেন)। তাই মনে হল বাড়িতে রাখার থেকে কাছাকাছি হোটেলে ব্যবস্থা করলে এদের সুবিধা হবে। 
    তবে সে এক ভারি চমৎকার অভিজ্ঞতা হল। 
  • Ranjan Roy | ২২ জানুয়ারি ২০২৪ ০৭:২১741932
  • বিমল মুখার্জির "দু"চাকায় দুনিয়া' দারুণ লেগেছে।
  • সমরেশ মুখার্জী | ২২ জানুয়ারি ২০২৪ ২০:১০741944
  • ৯০তে বানিয়ে, দু দফায় রিনিউ করিয়ে, তিরিশ বছরে নেপাল আর ভূটান ছাড়া ভারতের বাইরে যাওয়া হয়নি। ও দুটোও ঠিক বিদেশ নয়, যেন তুতো-ভারত, ফলে ভারতীয়‌দের পাসপোর্ট‌ লাগেনা। তাই ২০২০তে এক্সপায়ার হয়ে যেতে আর রিনিউ করিনি। আমার আব্দারে সাড়া দিয়ে সাদরে ডাকলেন যখন, তাহলে পাসপোর্ট‌টা রিনিউ করতে হয়। তবে Mediumএ আপনার ঘ‍্যাম প্রোফাইল দেখে টুকুন ভয় ভয়‌ও করছে - ভরসা আপনার মার্জিত এক্সপ্রেশন - গুরুতে।

    আমার দৌড় দেশের মধ‍্যে দু মাস অবধি অতিকম খরচে ট্রেন-বাস-হিচহাইক-হন্টনে একাকী ভ্রমণ। তবে ঘরে বসে এমন ভ্রমণপাগলদের ভ্রমণ ভিডিও দেখতে বেশ লাগে।
     
     তেমনই একবার দেখেছি‌লাম  - লুইসা ও টোবির ভিডিও। ওরা‌ও বেরিয়ে‌ছে সাইকেলে বিশ্বভ্রমণে। তখন ওরা দু মাসের জন‍্য সাইকেলে চালাচ্ছি‌ল দক্ষিণ আমেরিকা‌র প‍্যাটাগোনিয়া অঞ্চলে। ঐ ভিডিওটি ছিল অফ সীজনে ১২৪০ কিমি দীর্ঘ Carretera Austral ধরে চলার। তখনো অবধি ১১ মাসে ওরা দক্ষিণ আমেরিকা‌য় ১২,৭৬০ কিমি যাত্রা সম্পূর্ণ করেছি‌ল। ওদের বয়স অল্প। উৎসাহ বেশী। তাই আপনার দেখা ঐ দুই বয়স্ক ফরাসী দম্পতি সাইক্লিস্টের মতো ১৭ বছর ধরে … ১,৬০,০০০ কিমি যাত্রা জেনে‌ই শিউরে উঠেছি। 

    উইকি অনুযায়ী - The Carretera Austral (CH-7, in English: Southern Way) is the name given to Chile's Route 7. The highway runs south for about 1,240 kilometres from Puerto Montt to Villa

    বেশ লেগেছিল ওদের ভিডিওটি। একটি ঘটনা মনে ছাপ রেখে গেছে। অফ সীজনে নির্জন পথে এক ছোট্ট জনপদে একটি মহিলা সারমেয় হঠাৎ‌ই ওদের সাথে চলতে শুরু করে। সুন্দর স্বাস্থ্য, পরিস্কার পরিচ্ছন্ন। তাকে দেখতে আমাদের বঙ্গের রোডেশিয়ান মানে পথকুকুরের মতো। তবে সে হয়তো ঐ জনপদে কারুর পোষ‍্য‌ই হবে। কুকুর মানুষ ঘেঁষা প্রাণী। ওরা দুজন ভেবেছি‌ল হয়তো কিছুটা গিয়ে ফিরে যাবে। 
     
    ওমা! সে ওদের সাথে দুদিন ধরে চলে গেল ৯০ কিমি! তখন ওখান থেকে ফেরি সার্ভিস বন্ধ। তাই ওরা আবার ফিরে এলো সেই জনপদে। ওখান থেকে ফেরিতে সাইকেল উঠিয়ে যাবে। সেই চারপেয়ে মহিলা‌ও ওদের সাথে চারদিন ধরে ১৮০ কিমি আপ ডাউন পদযাত্রা করে ফিরে এলো নিজ নিকেতনে। তার মালিক কে বোঝা যাচ্ছিল না। মহিলা‌টি বোধহয় একটু ভবঘুরে মেজাজে‌র। তাই ছেলেমেয়ে দুটি ওকে একজনের বাড়িতে জমা করে এলো, যাতে আবার সে কারুর সাথে "যেদিকে দুচাকা যায়" মোডে চলে না যায়। তরুণ ছেলেমেয়ে দুটির সেই সারমেয়র প্রতি মমতা মনে দাগ কেটেছিল। তাই ঘটনাটি মনে রয়ে গেছে।
     
  • Arindam Basu | ২৩ জানুয়ারি ২০২৪ ০২:৩৩741978
  • ভারি সুন্দর ভ্রমণকথা। 
    তবে মানুষের, চেনা জানা লোকেদের কীর্তি শুনলে অবাক হতে হয়। 
    গতকাল আমাদের কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মহাশয়া আলাপ আলোচনার জন্য তলব করেছিলেন। 
    ভদ্রমহিলার ষাটোর্ধ, প্রবীণা, :-), আমরা মিটিং শুরুর আগে গল্প করার সূত্রে বছরের শেষে কেকোথায় বেড়াতে গেছি বলাবলি করছিলাম। ইনি টাউরাঙ্গা উপসাগরে একই দিনে এক কিলোমিটার সাঁতার কাটার পর ৯০ কিলোমিটার রোড বাইকিং করেছেন। জিজ্ঞাসা করলাম, ৯০ কিলোমিটার কতক্ষণ লাগল, বললেন তিন ঘণ্টা ছেচল্লিশ মিনিট। এই বলে আফসোস করতে লাগলেন যে আরেকটু ভাল টাইমিং করা উচিত ছিল। 
    এদেশে বেড়াতে এলে এইরকম ধরণের কিছু লোকের সাক্ষাত পাবেন। আপনার লেখালিখিতে কাজে দিতে পারে। 
  • সমরেশ মুখার্জী | ২৩ জানুয়ারি ২০২৪ ০৮:১১741992
  • আপনাদের বিবির ষাট পার ভিসি সাহিবার ইর্ষনীয় ভাইটালিটি সত‍্যি‌ই প্রশংসনীয়। তিনি নমস‍্যা।
     
    বেশ কয়েক‌মাস আগে লুইসা টোবির ভিডিওতে দেখেছি‌লাম ওরা যখন গেছি‌ল চিলি তখন Carretera Austral পথের অনেক জায়গায় রাস্তা পাকা করা‌র কাজ চলছে, পিচ করা হয়নি। ধূলি ধূসরিত কাঁকুড়ে পথ, তার সাথে কোথাও পেয়েছে হেড‌উইন্ড - তাই দিনপ্রতি বেশী যেতে পারে নি। একদিন ভালো রাস্তা ও মুখে থাবড়া মারা হাওয়ার দাপট না পেয়ে অন‍্যদিনের চেয়ে একটু বেশী‌ই চালিয়ে‌ছে - কত বেশী সেটা? না, মোট্টে ১৮৫ কিমি!!!
     
    ছিপছিপে ছোটখাটো ললনা লুইসার থেকে হাট্টাকাট্টা টোবি আবার একটু বেশী মাল নিয়ে চালাতো - ওর সাইকেলে বাঁধা থাকতো গদার মতো একটা ভাঁজ করা টু মেন টেন্ট! 
     
    রক্ষে করো মা তারা ব্রহ্মময়ী - মাথায় থাকুক অমন ভ্রমণ - অতো পথশ্রম পোষাবেনিকো।
  • সমরেশ মুখার্জী | ২৯ জানুয়ারি ২০২৪ ০১:১১742122
  • লেখা‌টা দ্বিতীয়‌বার পড়ে যে খটকা লাগলো:

    পৃথিবী‌র পরিসীমা ৪০,০০০ কিমি। ১৭ বছর ধরে এনারা শুধু সাইকেলে‌ই ঘুরেছেন ১,৬০,০০০ কিমি = পৃথিবী‌কে চারবার পাক মারার সমান। এছাড়া আছে প্লেনে সাইকেল নিয়ে যাওয়া। তবু এনারা এশিয়া মহাদেশের এক বড় দেশ ভারতে আসেন নি। নিউজিল্যান্ড‌ই তাদের বিশ্বভ্রমণে‌র সর্বশেষ দেশ। 

    এ কেমন বিশ্বভ্রমণ!
  • অরিন | 119.224.***.*** | ২৯ জানুয়ারি ২০২৪ ০১:৩৯742123
  • ভাল বলেছেন। 
    তবে এরা তো ঠিক পৃথিবীর পরিসীমার ধরে ঘোরেন নি, বিভিন্ন দেশে একাধিকবার গেছেন, দেশটার পূর্ব-পশ্চিম, উত্তর দক্ষিণ পাড়িও দিয়েছেন। গড়ে প্রতিদিন ২৬ কিলোমিটার করেও কেউ যদি (৩০ দিনে মাস ধরে), ১৭ বছর একাদিক্রমে ঘুরে বেড়ান,তাহলেও ২৬ * ৩০ * ১২ * ১৭ = ১৫৯১৬০ কিলোমিটার মত হয়। তা এরা যা দেখলাম, সাইকেলে দিনে ২৬-২৭ কিলোমিটার এদের কাছে খুব একটা বেশী কিছু নয়। ভারত ছাড়াও বিশ্বে অন্যান্য দেশ তো কম নেই মশাই | এরা ভারতের হাইওয়ে ট্র্যাফিকের কথা ভেবে আসতে সাহস পায় নি, এদের সঙ্গে কথা বলে যা বুঝলাম । 
  • সমরেশ মুখার্জী | ২৯ জানুয়ারি ২০২৪ ১৩:১৪742129
  • অরিনবাবু,

    আল্পসে killer mountain Eiger North face direct climb এর মতো এনারা যে কোনো অক্ষাংশ বা দ্রাঘিমাংশ ধরে পৃথিবী চক্কর মারেন নি -  সেটা আমি‌ও বুঝেছি। তা মারা সম্ভব‌ও নয়। কারণ মহাসাগর ছাড়াও (যা পাড়ি দিয়েছেন প্লেনে সাইকেল উঠিয়ে) আছে সাহারা, গোবি, কালাহারি, থর, তাকলামাকান, ডেথ ভ‍্যালি‌র মতো নানা মরুভূমি। আছে আমাজন, কঙ্গোর মতো বিস্তৃত বর্ষাবন। আছে আন্টার্কটিকা, সাইবেরিয়া, গ্ৰীণল‍্যান্ড, ইত‍্যাদির মতো চিরতুষারের এলাকা। আছে হিমালয়, আন্দিজ, রকি, আল্পসে‌র মতো দূর্গম পার্বত্য এলাকা। আছে ১৭ বছর সময়কালে নানা যুদ্ধ‌বিদ্ধস্ত এলাকা। এবং ইত‍্যাদি প্রভৃতি বহু অঞ্চল যার অধিকাংশ‌ই সাইকেলে ঘোরা সম্ভব নয়। 

    তবে ইস্টার, পিটকেয়ার্ন গোছের সুদূর দ্বীপ বা ভূটান, কাতার, সাইপ্রাস, সিয়েরা লিওনের মতো ছোটো‌খাটো দেশ‌‌ও না হয় ছেড়ে‌ই দিলাম। কিন্তু প্রায় তেত্রিশ লক্ষ বর্গকিলোমিটার ব‍্যাপী পৃথিবীর সপ্তম বৃহৎ দেশ, যার প্রাচীন‌তার ঐতিহ্য‌ও গুরুত্বপূর্ণ - তা যদি এনাদের বিশ্বভ্রমণে‌র বাকেট লিস্ট থেকে বাদ পড়ে যায় - তাহলে কেবল ১৭ বছর ধরে ১.৬ লক্ষ কিমি সাইকেল চালানোর ক্ষমতা ভেবে চমকিত হ‌ওয়া যেতে পারে বটে তবে এনাদের choice of travel ভেবে মনে সমীহ জাগবে না। 

    ২০১৫ ডিসেম্বরে কর্ণাটকের যোগ প্রপাতে আলাপ হয়েছিল এক বিদেশি কাপলের সাথে। তিরিশের নীচে বয়স। তারা আমেরিকা‌ন। স‍্যাবাটিক‍্যাল নিয়ে টেক্সাস থেকে প্লেনে সাইকেল নিয়ে এসেছি‌ল। বিশ্বভ্রমণে নয়, কেবল ইচ্ছে‌মতো ভারতবর্ষ দেখবে বলে। সময় পেলে যাবে ভূটান ও নেপাল‌। তারা বন্ধু না বিবাহিত বুঝতে পারিনি। সেই পর্বে ব‍্যাঙ্গালোর থেকে শুরু করে অনেকটা শহুরে পথে, বাকিটা কর্ণাটকের পশ্চিম‌ঘাট পর্বতমালার কঠিন ঘাট রোড ধরে সেদিন তারা সাত দিনের মাথায় ঘুরতে ঘুরতে চারশো কিমি দুরে যোগ প্রপাতে এসে বিকেলে পৌঁছে‌ছে। আমি গাড়িতে বৌ, ছেলেকে নিয়ে হুবলী থেকে গেছি ওখানে। সেটা একাকী ভ্রমণ নয়। তাই একটা ভদ্রসভ‍্য মিডিয়া‌ম বাদেট হোটেলে উঠেছি। ওরা হোটেল মালিকের সাথে অনেকক্ষণ ধরে কীসব ফুসুরফুসুর করে সিঁড়ি‌র নীচে ম‍্যাট পেতে, স‍্যাক রেখে সেট হচ্ছে দেখে কৌতূহল হয়। 

    পরে মালিকটিকে জিজ্ঞাসা করি, কী বলছি‌ল ওরা? সে বলে, ওরা বলছি‌ল ওদের বাজেট কম, একটা রাত থাকবে, রুম নেওয়ার বদলে যদি সামান্য পয়সার বিনিময়ে সিঁড়ির নীচে থাকতে আর কমন টয়লেট ব‍্যবহার করতে দিই তো সুরাহা হয়। জানতে চাই, তো আপনি কী বললেন? অমায়িক হেসে হোটেল মালিক বলেন, বললাম, ঠিক আছে কিছুই দিতে হবে না। সেই হোটেলের মুসলিম মালিক‌কে তার সহৃদয়তার জন‍্য সেলাম করি। ঐ কাপলের প্রতি শ্রদ্ধা বেড়ে যায়। দুজনকে চা অফার করে জানতে চাই, আমেরিকার মতো দেশে জন্মে, বড় হয়ে এভাবে, এতো কষ্ট করে সাইকেলে ভারতে বেড়াতে এসেছো কেন? তারা মিতবাক। শুধু বলে - ভারত সম্পর্কে নানা কিছু পড়ে অনেকদিনের ইচ্ছা ছিল‌ একবার অন্ততঃ এখানে এসে সময় নিয়ে ইচ্ছা ম‌তো ঘুরে দেখার। তাদের মনে মনে স‍্যালুট করি।

    বাংলার পর্বতারোহী, ট্রেকার বিদ্যুৎ সরকার বা পাহাড়ি মহলে বহুজন শ্রদ্ধেয় “ছোড়দা” ১৯৭৬ সালে লাদাখ থেকে ভূটান হয়ে অরুণাচল অবধি নয়মাস ধরে চার হাজার কিমি ট্রান্স হিমালয়ান ট্রেকিং করছিলেন। মানে গড়ে দিনে ১৫ কিমি। মাঝে মাঝে কদিন রেস্ট ডে বাদ দিলে হয়তো তিনি হিমালয়ের পাহাড়ি পথে স‍্যাক পিঠে হেঁটেছেন গড়ে দিনে ১৮ কিমি। ভারতে তো বটেই, পৃথিবী‌তেও এমন দৃষ্টান্ত খুব বেশি নেই। গেঁয়ো যোগী ভিখ পায় না বলে তাঁর কৃতিত্ব ভারতবাসীর তো বটেই, অনেক বাঙ্গালী‌‌র‌ও হয়তো মনে নেই। 

    ফিরে আসি সাইকেলে। নর্থ ক‍্যারোলাইনার ২৪ বছরের ডানপিটে তরুণী‌ Amanda Coker ৪২৩ দিনে ১,০০,০০০ মাইল বা ১,৬০,৯০০ বা গড়ে দিনে ৩৮০ কিমি সাইক্লিং করে ১১.৭.২০১৭ গিনেস বিশ্ব রেকর্ড ক‍রেছিলেন। আপনার দেখা ফ্রেঞ্চ দম্পতি বেড়িয়েছেন দুলকি চালে দিনপ্রতি ২৬কিমি হারে। আমার দেখা ভিডিও‌তে টোডি ও লুইসা সাইকেলে বিশ্বভ্রমণে বেরিয়ে তখনো অবধি ঘুরছিল গড়ে দিনপ্রতি ৩৯ কিমি হারে। ওরা তরুণ। এই ফ্রেঞ্চ দম্পতি শুরু‌ই করেছেন ৪৯/৪৭ বছর বয়সে। আপনি যখন দেখেছেন তখন তারা ৬৬/৬৪. তাই এযাবৎ গড়ে ২৬ ঠিক‌ই আছে। 

    এই বয়সে, বাসে, ট্রেনে হেঁটে তো দুরের কথা - রিজার্ভ গাড়িতে লাগাতর তিন মাস ঘুরতে হলেই অনেক পাবলিক হেদিয়ে ক্লান্ত হয়ে যাবে - সাইকেলে ঘোরার তো প্রশ্নই আসে না। সুতরাং তাঁদের স্ট‍্যামিনা ও মনোবল প্রশংসার্হ। তা আমি কোনোভাবেই খাটো করে দেখতে চাইছি না। তবে বেশ অবাক লাগলো, আপনার তাদের সাথে কথা বলে মনে হ‌ওয়া ধারণায় - কেন তারা ১৭ বছর ধরে ঘুরে পৃথিবীর নানা জায়গায় গিয়ে‌ও ভারতে না এসে‌ই শেষ দেশ হিসেবে নিউজিল্যান্ড থেকেই বিশ্বভ্রমণে‌র প্রকল্পে যবনিকা টানতে চাইলেন। পসন্দ অপনি অপনি।

     
  • Arindam Basu | ২৯ জানুয়ারি ২০২৪ ১৩:৫৫742130
  • মানুষের ঘুরে বেড়ানোর নেশা বড় বিচিত্র মশাই, এত বড় দুনিয়া, যে মশাই যেখানে মন চাইবে বেড়াবে। আমরা নিজেরাও তো ঐ, :-)  পাহাড় জঙ্গল দিকশূন্যপুরে এমনি ঘুরে বেড়াই, কায়াক আর মাউনটেন বাইকের ভরসায় শ খানেক কিলোমিটার পাথরের রাস্তা আর নদী পেরিয়ে এলোমেলো । 
     
    এরা হয়ত সত্যি ভারতের রাস্তায় সাইকেল চালাতে ভয় পেয়েছে, তাই আসেনি। হয়ত কোন একদিন আসবে। নাও আসতে পারে।
     নিউজিল্যাণ্ড অপার্থিব সুন্দর, নিজের দেশ বলে বলছিনা, খুব সঙ্গত কারণেই বিশ্ব ভ্রমণের শেষতম দেশ হিসেবে বাছার মতই দেশ । সে দিক থেকে দেখলে ঠিক জায়গাই বেছে নিয়েছে। 
  • Manish | 103.242.***.*** | ৩০ জানুয়ারি ২০২৪ ১৩:০৩742138
  • পরিমল (kanji) 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন