কিছু প্রশ্ন ফ্লড, বা ঠিকমতো ফ্রেম করা হয়নি। আমার উত্তরগুলো এরকমঃ
১। দেশপ্রেমী বলে গর্ব (বা গর্ভ) অনুভব করেন এবং সেটা সকলকে জানাতে চান?
নাঃ। দেশপ্রেম কাকে বলে তাই বুঝি না। আমি ইন্ডিভিজুয়লিজম এ বিশ্বাস করি, কমিউনিটিতে না।
২। ঈশ্বর আছে কিনা জানিনা, কিন্তু সুপ্রীম একটা কিছু তো আছেই, এরকম কোনো তত্ত্বে বিশ্বাস রাখেন?
না। রিসেন্টলি দুয়েকটা পেপার বেরিয়েছে যে আমাদের ইউনিভার্স একটা সিমুলেশান। তবে সাবিন হসেনফেল্ডার এ নিয়ে কয়েকটা ভালো ভিডিও বানিয়েছেন, যার মোদ্দা কথা হলো এখনো অবধি এই ধরনের স্টেটমেন্টগুলো মূলত নন-পপারিয়ান, মানে নন-টেস্টেবল। আপাতত সুপ্রিম কোন কিছুর অস্তিত্বে বিশ্বাস করার কোন কারন নেই।
৩। জাতপাতভিত্তিক সংরক্ষণের বিরোধিতা করেন?
জাতপাতভিত্তিক সংরক্ষণের সমর্থন করি।
৪। দারিদ্র্য বা অন্য যে কারণেই হোক, এদেশের অধিকাংশ মুসলমানই কোনো না কোনো অপরাধমূলক কাজে জড়িত, মাদ্রাসাগুলিতে বোমা বাঁধা শেখানো হয়, এরকম তত্ত্বে বিশ্বাস রাখেন?
না।
৫। চোর বা পকেটমার ধরা পড়লে তাকে পিটিয়ে শিক্ষা দেওয়াকে সরাসরি বা পরোক্ষে সমর্থন করেন?
না।
৬। এনকাউন্টার আইন রক্ষার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করেন?
না। তাছাড়া এনকাউন্টার তো বাই ডেফিনিশান আইনবিরুদ্ধ।
৭। আফস্পা, ইউএপিএ ইত্যাদি আইনকে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োজনীয় বলে মনে করেন?
না। এই আইনগুলো উঠিয়ে দেওয়া উচিত, বা সংশোধন করা উচিত মনে হয়।
৮। চরম অপরাধের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড সমর্থন করেন?
না।
৯। কোনো না কোনোভাবে হিন্দু খতরে মে হ্যায় বলে মনে করেন?
না। তবে আমি তো হিন্দু নই, কাজেই হিন্দুরা কি করে খতরে মে হ্যায় সে নিয়ে আইডিয়াও নেই।
১০। হিটলারকে সমর্থন করিনা, কিন্তু ইহুদিদের সে-ই ঠিক চিনেছিল, এই জাতীয় তত্ত্বে বিশ্বাস করেন?
এই প্রশ্নটা ঠিক বুঝলাম না। হিটলার ইহুদিদের চিনেছিল মানে? তবে হিটলার, স্ট্যালিন, মাও ইত্যাদিরা যে ডিক্টেটর ছিল আর প্রত্যেকেই লাখখানেক লোক (বা তারও বেশী) মেরেছিল এ নিয়ে কোন সন্দেহ নেই।
১১। সিঙ্গুরে টাটা কারখানা বানালে পশ্চিমবঙ্গে শিল্পের জোয়ার আসত, এতে বিশ্বাস করেন?
এই প্রশ্নটা কিছুটা ফ্লড। নন্দীগ্রাম আর সিঙ্গুরে কেমিকাল হাব আর কারখানা তৈরি হলে সেগুলোর বেসিসে আরও শিল্প তৈরি হতো সে নিয়ে সন্দেহ নেই, তবে জোয়ার আসতো কিনা সে বলা কঠিন।
তাও ওভারল হ্যাঁ।
১২। ইসরোর মহিলা বিজ্ঞানীরা শাড়ি পরেন দেখে আপ্লুত হন?
না। তবে কে কি পরবেন সেটা তাঁর ব্যপার, কাউকে যদি শাড়ি পড়ে ভালো লাগে তো আমার আপত্তি নেই।
১৩। শিবু-নন্দিতা জুটির ছবি দেখতে ভালোবাসেন?
এনাদের নাম আগে শুনিনি। কয়েকদিন আগে গুরুর একটা টইতে এনাদের নাম শুনলাম।
১৪। প্যালেস্তাইনের ওপর বোমাবাজীকে হামাসের উপযুক্ত প্রাপ্য বলে মনে করেন?
না, কারন প্যালেস্টিন হামাস নয়।
মূলত ইরান হামাস কে ব্যবহার করে মিডল ইস্টে নিজেদের ইনফ্লুয়েন্স দেখায়, কাজেই হামাস আর প্যালেস্টাইন এক করার মানে হয় না। প্রশ্নটা ফ্লড।
১৫। চন্দ্রযান, বুলেট ট্রেন, ইত্যাদিকে উন্নয়নের চিহ্ন বলে মনে করেন?
এই প্রশ্নটাও ফ্লড। চন্দ্রযান উন্নয়নের চিহ্ন না, তবে দরকার।
বুলেট ট্রেন অবশ্যই ইকোনমিক প্রোগ্রেস এর সিম্বল, জাপানে শিনকানশেন এর ইকোনমিক বেনিফিট নিয়ে বেশ কিছু স্টাডি হয়েছে।
১৬। আগে কী সুন্দর দিন কাটাইতাম, ইসলামি শাসন আসার পর দেশটার পোঁয়া মারা গেল বলে আফশোস করেন?
না।
১৭। হিন্দী ভারতের রাষ্ট্রভাষা বলে মনে করেন?
না।
১৮। (এটা অ্যাডিশনাল) – দারিদ্র্যকে “দরিদ্রতা” বা “দারিদ্রতা” লেখেন?
লিখি বোধায়। তবে গুরুতে ছাড়া আর কোথাও বাংলা লিখি না, কাজেই বানানের ব্যপারে আমি খুবই নড়বড়ে :-(