এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • গদীপিসির ভির্মিবাক্স - ২

    Tanima Hazra লেখকের গ্রাহক হোন
    ১৮ অক্টোবর ২০২৩ | ৩৮৪ বার পঠিত
  • গদীপিসির বদান্যে আমাদের "কেলাব শংসকিতি"র এখন যাকে বলে পোয়া বারো। তাঁদের জন্য উৎসব উপলক্ষ্যে মোটা অনুদান অনুমোদিত।  

    কারণ কেলাব কথার আসল অথথ এখন আমরা হাতে কলমে সব্বাই জম্পেশ করে বুঝে গেছি। 

    ভালো চাও তো যা হচ্চে চাদ্দিকে, চুপচাপ মুখ বুজে মেনে নাও, না হলেই কেলাব তার অথথ পোরিস্কার করে সব্বাইকে বুঝিয়ে দেবে, মানে বেসি পোতিবাদ করলে তার গলা বুজিয়ে দেবে এই আর কী।

    আমাদের ভির্মিবাক্সের রাজত্বে মোরাম ফেলে  রাস্তার গত্ত বোজাবার বেবস্তা থাকুক বা না থাকুক ভোজালি ঢুকিয়ে গলা বুজিয়ে দেবার অতিশয় সুব্যবস্থা আছে।
    মূলত, এইসব গঠনমূলক ও সামাজিক দায়িত্ব পালনের  কারণেই এই "কেলাব শংসকিতি"র জন্ম ও জয়জয়াকার। 

    আপনাদেরও ধীরে ধীরে জেনে-বুঝে মেনে নিতে হবে যে "কেলাব" এর আসল বানান হচ্ছে "ক্যালবো"।
     
    আরে বানানে কী এসে যায়, ওই সব বানান ফানান সব তো মানুষেরই বানানো। শব হতে না চাইলে সব ঘাড় লেড়ে মেনে লাও হে বুন।

    ধীরে ধীরে বুঝে নাও "উৎসব" শব্দটির বুৎপত্তিগত যত অর্থ। 

    যেমন ধরো এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে = উৎকোচ + সর্বত্র 

    এর সমাস করলে দাঁড়ায় =
    উৎপীড়নের সকল ব্যবস্থা যথায় প্রসবিত।  গড্ডালিকা তৎপুরুষ। 

    না, না, পোতিবাদ কর্বেন না। এখন থেকে ব্যকরণ, ইতিহাস গদীপিসিই বানাবেন আর প্যালাদারেরা ঘাড় নেড়ে সম্মতি জানাবেন। ইতিহাস বইয়ে যা লেখা সব ভুল, ব্যকরণ, কবিতা সব ভুল, গদীপিসি ইচ্ছেমতো আপনার কবিতা এডিট করে  দেবেন। 

    এদিকে গদীপিসির আবরণ উন্মোচনের হিড়িকে  কৈলাশে শিবের হয়েচে মহা ফেরার। আগে দুগগা ষষ্ঠীতে ট্রেনে চাপতেন সপ্তমীতে নাবতেন। আবার দশমীতে রওনা দিয়ে একাদশীতে এসে সংসার হ্যান্ড ওভার নিতেন। 

    আজকাল গদীপিসি মহালয়ার আগেই ফিতে কেটে দিচ্ছেন।
    আবার "কান্নিভেল" এর ঘুরণচক্কিতে ঘুরে তবে না জলে ঝপাৎ হয়ে তাঁর মুক্তি।  
     
    আমাদের গদীপিসি হচ্ছেন আবরণ উন্মোচন স্পেশালিষ্ট। দুগগা আদৌ মর্ত্যে এসেছেন কি আসেননি তা নিয়ে তাঁর  কোনো মাথাব্যথা নেই, তিনি তাঁর সময়মতো গিয়ে আবরণ উন্মোচন করে দেবেন। 

    তিনি কেন দুগগার নির্ঘন্ট মেনে চলবেন, দুর্গা তাঁর নির্ঘন্ট মেনে চলুক, আমাদের রাজ্যের সব আমলা আর বুদ্ধিজীবীদের মতন। দরকার হলে তাঁর জন্যও না হয় মাসিক অনুদানের একটা ব্যবস্থা করে দেওয়া যাবে, তাঁর গেঁজেল বুড়ো স্বামী নিয়ে ঘরে যে কী দুর্দশা, তা আর কারই বা জানতে বাকি আছে। 

    চাকরি বাঁচানো আর পেটের টানই আসল টান হেঁ হেঁ বাবা। অনুদানের গন্ধ পেলে দুগগাও সুড়সুড় করে ঠিক গদীপিসির টাইম মতোই হাজির হবে। 
    আর একটা কাজ করো, ওর ওই ছোট ছেলেটা কী যেন নাম, ও হ্যাঁ কাত্তিক, বেশ কেতা মেরে মডেল টাইপ সেজে ঘুরে বেড়ায়, ওকে বরং "মহামডেল" পুরস্কার দিয়ে দিও একটা। বাচ্চা ছেলে মামাবাড়ি এসেছে, খুশি হবে, দরকার হলে পরের বছরে ওকেও আমাদের ক্যালাবো শংসকিতিতে ঢুকিয়ে নেওয়া যাবে। 
    যে যতই সতীপনা দেখাক বাইরে, সব চাঁদুই আদতে অনুদান আর পুরস্কারের দাস। 

    তাই আমাদের নীলকন্ঠ সব বিষ গিলে বিশ বাঁও জলে এখন খাপি খাচ্ছেন।    

    মহাদেব গঙ্গায় স্নানান্তে সারাদেহে ভস্ম মাখতে মাখতে  জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে নন্দী, ওই কামদুনি মামলাটার কী রায় হলো রে?  

    নন্দী বল্ল, অসুররা ওখানে জিতে গেছে স্যার, দুগগারা হেরে গেছে। 

    ভৃঙ্গি গঞ্জিকার কল্কে এগিয়ে দিলো তার দিকে।

    তাতে একটি সুখটান দিয়ে মহাদেব তাঁর তৃতীয় নয়ন মেলে মর্ত্যের দিকে তাকিয়ে দেখলেন, পুজোর সেই সেকাল আর নেই। 

    একালের পোগোতির আলোয় আলোকিত পুজোরা মিম আর থিমে উচ্চকিত। 
    মহাদেব ভৃঙ্গিকে বল্লেন, উৎসবের নামে দীর্ঘদিন ধরে  মানুষের দুর্ভোগের তো শেষ নেই রে। রাস্তা খুদে প্যান্ডেল বানানো থেকেই রাস্তাঘাট বন্ধ। তারপর রাতভর জোরসে মাইক চালিয়ে অসুরেরা মহানেত্য শুরু করেছে। নষ্টালজিয়ার ধুঁয়ো তুলে কিছু চালাক লোক আখের গুছিয়ে নিচ্ছে। আর বোকাগুলো সেই আমোদগেড়ে রসে ডুবে জারিত হয়ে মোরোব্বার মতো উৎকৃষ্ট শবে পরিণত হচ্ছে। 

    ভৃঙ্গি বল্ল, স্যার তবে যে প্রচার করা হচ্ছে উৎসবের জন্যই কিছু লোকের কর্ম সংস্থান হচ্ছে, কিছু শিল্পী তার শিল্পকর্ম দেখাবার সুযোগ পাচ্ছে?  
    মহাদেব বল্লেন, তা পাচ্ছে বটে, কিন্তু তাদেরও তো নিয়ন্ত্রণ করছে আমাদের এই "ক্যালাবো শংসকিতি"। তাদের  এরকম বাৎসরিক রুজির লোভ দেখিয়েই তো  তারা নিয়ন্ত্রণ করছে ভোটব্যাংক। তাদের বিশ্বাস করাতে বাধ্য করছে,  কে বলেছে চাকরি নেই, এই তো চাকরি আছে, শিল্প আছে, ব্যবসা আছে, তোমরা প্যান্ডেল বানাও, থিমের পুজোর শিল্পকলা বানাও, জন্মদিনের পায়েস বানাও, ঘুঘনি বানাও। 
    মাসে মাসে মাঠে মাঠে মেলা হবে। পিতিমে বসবে, নাগরদোলা বসবে।

    ক্যালাবো গোষ্ঠী আয়োজিত এইসব উৎসবে দুর্গা তুচ্ছ, অসুরেরাই প্রধান। রাজ্যের ধ্বংসের নির্ঘন্ট প্রশস্ত।। 

    আর সবার উপরে ব্যালট থুড়ি ভির্মিবাক্স সত্য, তাহার উপরে কিস্যু নাই।। ত নি মা।।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৮ অক্টোবর ২০২৩ ১৩:৪০524746
  • yesyesyes
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন