এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কোরালাইন / নিল গেইম্যান

    তারেক নূরুল হাসান লেখকের গ্রাহক হোন
    ০৯ এপ্রিল ২০২৩ | ৮৬০ বার পঠিত
  • কোরালাইন অনেকটা যেন আমাদের চেনা জানা সেই এলিসের গল্প; কিন্তু ওয়ান্ডারল্যান্ড নয়, তার বদলে যেন সে হাজির হয় দেয়ালের ওপাশে সমান্তরালে বয়ে চলা ভয়ের কোনো জগতে।

    লাইব্রেরি থেকে ধার করে আনা বইটা কয়েক পাতা পড়েই হারিয়ে ফেলি। সপ্তা-দু'এক পরে আবার খুঁজেও পাই, বিশাল বপু কয়েকটা বইয়ের নিচে চাপা পড়ে ছিল।

    কিন্তু ততদিনে ফেরত দেয়ার সময় চলে এসেছে। ধারের সময় বাড়ানো যেত, কিন্তু আর কেউ এটাকে বুক করে ফেলায় সেটাও পারা গেল না। শেষমেশ না পড়েই ফেরত দিয়ে এলাম।

    এই নিদারুণ সঙ্কটে উদ্ধারকারী হিসেবে আবির্ভুত হলো Borrowbox। সেখানে খুঁজতেই কোরালাইনের ইবুক এবং অডিও বুক দুই সংস্করণই পেয়ে গেলাম। বিস্তারিত পড়তে গিয়ে দেখি, অডিওবুকে কণ্ঠ দিয়েছেন লেখক নিজেই। এই দেখে আর লোভ সামলানো গেল না, শোনা শুরু করলাম অডিওবুক।

    নিল গেইম্যান লেখেন যেমন, পড়েনও চমৎকার। তাঁর আর সব গুণাবলীর তালিকায় কন্ঠ-অভিনেতাও যুক্ত আছে জানা গেলো। অন্য অনেক অডিওবুকের মত একেবারেই বোরিং লাগলো না এটা, শুনে যাওয়া গেল তরতর করে।

    গল্পে অনেক বেশি নতুনত্ব আছে, ব্যাপারটা ঠিক সেরকম নয়। পরিচিত ভয়ের গল্পেরই খানিকটা ভিন্ন রূপ সেটা। অথবা অন্যভাবে বললে, ছোট্ট একটি বাচ্চা মেয়ের কাল্পনিক জগতের ভীতিকর রূপ এটি। যে ভাবেই বলি, এটুকু বলতেই হবে, এই রূপান্তরটুকু খুবই আকর্ষনীয় এবং আগ্রহোদ্দীপক হয়েছে। নিলের লেখনীকে এ ক্ষেত্রে বিশেষ নম্বর দিতেই হবে। একটা সাধারণ রূপকথা হিসেবে বইটা পড়া যায়, চাইলে গভীর কোন মানবিক সঙ্কটের খোঁজ চালানো যায়, আবার শিশুসাহিত্যের ইতিহাস ঘেঁটে এর জায়গা কোথায় হবে তা নিয়ে গবেষণাও চালানো যায়।

    আমি শুধু একটা কথাই নির্দ্বিধায় বলতে পারি, নিলের লেখা এত চমৎকার যে, বেশ কিছু জায়গায় সত্যি সত্যি ভয় পেয়েছি!

    ৩ এপ্রিল, ২০২৩
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ইন্দ্রাণী | ০৯ এপ্রিল ২০২৩ ০৬:৫২518467
  • তারেককে বহুদিন পরে দেখতে পেয়ে প্রচণ্ড খুশি হয়েছি।
    লেখার তলায় যোগ্য, প্রাসঙ্গিক মন্তব্য হল না, জানি। তবু খুশিটুকু না জানিয়ে পারলাম ন।
  • | ০৯ এপ্রিল ২০২৩ ১৮:১৯518493
  • নিল গেইম্যানের আমেরিকান গডস ছাড়া আর কিছু পড়েছি বলে মনে পড়ছে না। কিন্তু এই লেখায় যেটা আমার চোখ টানল সেটা হল নিল গেইম্যান একজন বাচিক শিল্পী এবং নিজের স্কিলের সদ্ব্যবহার করেছেন অডিওবুকে। এইটা ইন্টাতেস্টিং। কিছুমাস আগে আমি অডিওবুক বানানোর বিষয়ে ঘাঁটাঘাটি করছিলাম। তখন কয়েকজন বারেবারে সতর্ক করেছেন অডিওবুক কোনোভাবেই যেন সানডে সাসপেন্স জাতীয় অভিনয়নির্ভর কিছু না হয়। ব্যাকগ্রাউন্ড মিউজিক ইত্যাদি না হওয়াই বাঞ্ছনীয় কিন্তু ভয়েস মডুলেশান একটু ত থাকাই উচিৎ বলে মনে হচ্ছিল। নিলের কথা পড়ে ভরসা পেলাম।
  • kk | 2601:14a:500:e780:c51d:e06e:e604:***:*** | ০৯ এপ্রিল ২০২৩ ২১:০৩518498
  • 'গুড ওমেনস'ও ভীষণ ভালো। সেটা অবশ্য গেইম্যানের একার নয়। টেরি প্র‌্যাটচেটের সঙ্গে। তবু খুব ভালো। কোরালাইন তো খুবই নাড়া দেওয়া বই। তারেকের লেখা অনেকদিন পরে দেখে আমারও খুব ভালো লাগলো।
  • নিল গেইম্যান | 173.49.***.*** | ০৯ এপ্রিল ২০২৩ ২১:৩১518499
  • কমন পড়ে গেছে। একটু বক্তব্য রেখে যাই। 
    তিনটে বইয়ের একটা সেট ক্লাস ফাইভের ছানার জন্যে কিনেছিলাম। প্রথমটা সবচেয়ে বড় বড় টাইপফেস  পাতাগুলোয়। এক বাবা দুধ কিনতে গিয়ে আর ফেরেনি। এক্ষুনি বইয়ের নাম মনে আসছে না। পরের বই কোরালাইন। সেটার টাইপফেস আর একটু ছোট, তবুও সাধারণ বইয়ের স্ট্যান্ডার্ডের বড়ই বলতে হবে। সে বইও পড়িনি, বড় টাইপফেস দেখে বাচ্ছাদের বই ভেবে। 
    তিন নম্বর বই - The Graveyard book. নর্মাল টাইপফেস। 

    কি আর বলি, তারেকের সাথে একমত হয়ে বলি - সুযোগ পেলে পড়ে ফেলুন। বড়দের জন্যে লেখা বাচ্ছাদের বইয়ের আনন্দ ফের পাবেন। 
     
  • রমিত চট্টোপাধ্যায় | ০৯ এপ্রিল ২০২৩ ২২:৪১518501
  • দ, নিল গাইম্যান এর নর্স মাইথলজি পড়ে দেখতে পারেন, চমৎকার বই।
  • তারেক নূরুল হাসান | ১১ এপ্রিল ২০২৩ ০৫:৩৪518544
  • ইন্দ্রাণীদি, অনেক ধন্যবাদ। :) গুরু-র এখনকার কলকব্জা বুঝে উঠতে একটু সময় লাগছে, তাই উত্তর দিতে দেরি হলো। ব্লগিং এর অভ্যাস প্রায় চলে গেছে। দেখি আবার সেটা অল্প স্বল্প ফেরত আনতে পারা যায় কিনা। 
     
    দমুদি, সানডে সাসপেন্সকে অনেকটা অডিও নাটক ক্যাটেগরিতে ফেলা যায়। অডিওবুক সে তুলনায় অনেক নিরীহ হয়। আমারও এরকমটাই ভালো লাগে বেশি। মানে বইয়ের ক্ষেত্রে। 
     
    kk, রমিত, এবং নিল গেইম্যান, আপনাদেরও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। 
  • গেইম্যান | 2601:5c0:c280:d900:58c7:585e:2caf:***:*** | ১১ এপ্রিল ২০২৩ ০৬:১৬518545
  • নীল গেইম্যানের সব লেখাই আশ্চর্য রকমের সুন্দর। 

    আমার প্রথম পড়া স্যাণ্ডম্যান গ্রাফিক নভেলের সিরিজ -পড়ে/দেখে ছিটকে গেছিলাম, সে এক অদ্ভুত ব্যাপার। ওর তুল্য আরেকটি গ্রাফিক নভেল পাইনি। তারপর একে একে সব-ই পড়েছি। আমেরিকান গডস, কোরালাইন, ওশ্যেন এট দ্য এণ্ড, আনানসি বয়েজ ... 
     
    আমেরিকান গডসের পাতায় অ্যামেরিকার একদম ছোট্টো ছোট্টো টাউনের কিছু কিছু বর্ণনা এতো নিখুঁত যে কি বলবো। এক জায়গায় লিখেছেন ইস্ট থেকে ওয়েস্ট এর দিকে গেলে যেন মনে হয় টাইম ট্রাভেল করছেন, একটু একটু করে পাতার রঙ পাল্টায়, একটু করে টেম্পারেচার বাড়ে ইত্যাদি। আর ঐখানে সেই ন্যাশভিলের সেই বিশাআআআল পার্থেননের স্ট্যাচুর গপ্পো পড়েছিলাম, বা রক সিটি। 

    (তুলনায় গেইম্যানের নর্স মাইথোলজি তেমন ভাল্লাগেনি। মানে ওঁর থেকে বেটার নর্স মাইথলজি পড়েছি আর কি।) 
     
     
  • kk | 2601:14a:500:e780:d7cb:5804:3013:***:*** | ১১ এপ্রিল ২০২৩ ০৬:২০518546
  • ইস্ট থেকে  ওয়েস্টের দিকে না তো, নর্থ থেকে সাউথে।
  • dc | 2401:4900:2312:fa72:1469:beaf:5c6f:***:*** | ১১ এপ্রিল ২০২৩ ০৭:৩০518547
  • "এক বাবা দুধ কিনতে গিয়ে আর ফেরেনি" - গল্পটার নাম ফর্চুনেটলি, দ্য মিল্ক। অসাধারন টাইম ট্রভেল থিম এর গল্প, আর ছবিগুলোও দারুন। নীল গাইম্যান আমার মেয়ের খুব ফেভারিট, ফলে আমারও কমন পড়ে গেছে :-)
  • দিকশূন্য | 2601:5c0:c280:d900:5df4:819f:650d:***:*** | ১১ এপ্রিল ২০২৩ ০৭:৩০518548
  • হ্যাঁ, ঠিক, নর্থ থেকে সাউথে। লিখেই জিভ কেটেছি। :( 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন