২১ মার্চ ছিল না কি ১৪? দেখতে হবে। দেবেশ রায়ের সঙ্গে শেষ সাক্ষাৎ। অনেকক্ষণ কথা হলে, অনেকবার কথা হলে, প্রগলভ হয়ে পড়া যায় কিছুটা৷ দে রা-র সঙ্গে তেমন প্রগলভতা চলেই আসত, যা হয়ত অনধিকারও বটে। সেই অনধিকারের স্পর্ধায় প্রশ্ন করেছিলাম অনেক। সেই স্পর্ধিত প্রশ্নের মধ্যে অনধিকারীর স্পর্ধাবোধে যেমন থাকে, উত্তর বগলে নিয়ে প্রশ্ন করেছিলাম। তার অন্যতম ছিল, নকশাল আন্দোলন নিয়ে শিল্পোত্তীর্ণ ও কালোত্তীর্ণ সাহিত্য কটা আছে? যে আন্দোলন এত বড় ঘটনা বাংলায়, তা নিয়ে? দে রা বুঝেছিলেন, উত্তর আমিই দেব, সম্ভবত সে কারণেই নীরব ছিলেন। এবং আমি বের করেছিলাম আমার আস্তিনের তাস। দীপেনের শোকমিছিল। আর কিছু নেই, আর কিছু হয়নি, বলেছিলাম। দেবেশ রায় সম্পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। বলেছিলেন, শেষ দিনের প্রায় সব কথাই আমার দাঁড়ি কমা সহ মনে আছে, "একবার ভেবে দেখবেন বিশ্বসাহিত্যে শোকমিছিলের মত গল্প আর কটা লেখা হয়েছে?" বিশ্বসাহিত্যে আমার অনুধ্যান নেই। আমি কূপমণ্ডূকের মত বাংলা সাহিত্য নিয়েই পড়ে থেকেছিলাম। নকশাল আন্দোলন নিয়ে, এবং তাকে ছাপিয়ে, বাংলা ভাষার অন্যতম গল্প শোকমিছিল।
সেখানে শ্মশানে দেখা হবার কথা।
দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ভালবাসতে হয়। আজ তাঁর জন্মদিন। একটু পরে, এখানে, সকাল হবে। হবে?
দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আরও লিখলে পারতে দাদা। তার লেখাপত্র কী অনলাইনে কিছু আছে?
নকশাল আন্দোলনের ভ্রান্তি নিয়ে দিনের পর দিন লেকচার দেওয়া যায়, কিন্তু তারুণ্যের আত্মত্যাগ, বিপ্লব স্পৃহা মিথ্যে নয়, ইতিহাস।
তৃতীয় ভুবন উপন্যাস, আর শোকমিছিল যে সংখ্যায় বেরিয়েছিল, সেই পরিচয় পত্রিকা, এ দুটোর পিডিএফ রয়েছে ফেসবুকে।
তাপস দা, এই গুণিজনকে চিনিয়ে দেওয়ায় অনেক ধন্যবাদ। তার লেখাপত্র খুঁজে দেখবো নিশ্চয়ই
তাপস, থ্যাঙ্ক ইউ।
দেবেশ রায়ের নিজেরও কিন্তু অসম্ভব ভালো একটা গল্প আছে নকশাল আন্দোলন নিয়ে। পটভূমি জেলের, আরও বলা ভালো জেল পালানোর প্রচেষ্টার, কিন্তু গল্পটা তো গোটা নকশাল আন্দোলনের।
বই খুঁজে পেলামনা। গল্পের নামও মনে নেই। তাপসের নিশ্চয়ই মনে আছে। দীপেনেরও কোনো লেখা বা বই বাড়িতে আছে দেখলামনা। গেল কোথায় সেসব? মাক্কালী বড্ড বেশি করেন্ট অ্যাফেয়ার্স আর ইংরিজি বই চর্চা হচ্ছে আজকাল। শোকমিছিল, অশ্বমেধের ঘোড়া, দেবেশের সেই গপ্পোটা পড়তে ইচ্ছে করে উঠল। গল্পগুলো ফেসবুকে আছে লিখেছ, কোথায় পাব?
এই গল্পের একটা শেষ ছিল। সেটা হ'ল, দেবেশ মারা যাবার পর একদিন শাক্যর সঙ্গে কথা চলাকালীন উপরোক্ত কথোপকথনটা বলি। এবং শাক্য তীব্র আপত্তি সহকারে দে রা-র গল্পটার কথাই মনে করায়।
দীপেনের যেগুলো উল্লেখ করেছি আর দেবেশেরও অনেক কিছু মলাটে আছে।
শোকমিছিল !
কমরেড বিনয়ভূষণ বক্সা ফেরত কমিউনিস্ট, দুই ছেলে সিপিএম আর নকশাল, তাদের খুন হয়ে যাওয়া , সেই ছিল তো গল্প ?
ভারতের বাম আন্দোলন, ভ্রাতৃঘাতী বাম আন্দোলন আর বিল্পব - সমঝোতার তর্কের গল্প !
পরিবারের ভেতর দিয়ে রাজনীতি দেখার উপন্যাস, জাগরীও যেটা দেখেছিল ।
আরো দুটো লেখার কথাও মনে পড়ে।
অসীম রায়ের অসংলগ্ন কাব্য আর শৈবাল মিত্রর অজ্ঞাতবাস, এই দুটি উপন্যাস।