এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হুতোর কাজ

    Abhyu
    অন্যান্য | ২৭ জুলাই ২০০৯ | ১৯৯০৩ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ***:*** | ১১ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৪415517
  • আমার প্রথমটা বেশী ভাল্লেগেছে। খোলা প্রান্তর, আনলিমিটেড পসিবিলিটি।
  • সিএস | ***:*** | ১১ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫২415518
  • আর সাইকেলটি কি জলের পাশ দিয়ে যাচ্ছে ? ছায়াটি তো অতি স্পষ্ট, যেন আয়নায়। এ জল কি পুকুর, খাল, নদী ? একই ছবিতে দূরে টিলা আর কাছে নদী, এ তো সব পেয়েছির দেশ হয়ে গেছে। আর জলের এই পাশটা, ছবির সামনের দিকটায়, জমির ওপর দাগ আছে, প্রায় সমান্তরাল অনেকগুলি। দেখে মনে হয় মরুভূমিতে যেমন থাকে !!
  • b | ***:*** | ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০৮415519
  • ওটা সাইকেল না।
  • র২হ | ***:*** | ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২৪415520
  • “... সন্ধ্যায় সবাই মিলিয়া কালাচাঁদের বাড়িতে গেলাম। আমি বলিলাম, "ভাই কালাচাঁদ, আমরা তোমার সেই ছবিটা দেখতে চাই। সেই যে সমুদ্র লঙ্ঘন না কি যেন?" রমাপ্রসাদ বলিল, "দ্যুৎ‌, সমুদ্র লঙ্ঘন কিসের? অগ্নিপরীক্ষা।" আর একজন কে যেন বলিল, "না, না, কি একটা বধ।" কেন জানিনা , কালাচাঁদ হাঁ হাঁ করিয়া একেবারে তেলে-বেগুনে জ্বলিয়া উঠিল। "যাও যাও ইয়ার্কি করতে হবে না," বলিয়া সে তাহার ছবির খাতাখানি ফড়ফড় করিয়া ছিঁড়িয়া ফেলিল- আর রাগে গজরাইতে লাগিল। আমরা হতভম্ব হ‌‌ইয়া রহিলাম। সকলেই বলিলাম, "কালাচাঁদের মাথায় বোধহয় একটু পাগলামির ছিট আছে। ন‌‌ইলে সে খামকা এত রাগ করবে কেন?" ”
  • pi | ***:*** | ১১ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫১415521
  • :))
  • সিএস | ***:*** | ১২ সেপ্টেম্বর ২০১৯ ১০:২২415522
  • অতখানিও নয়।

    সাইকেলের মত কিছু একটা তো চেনা যাচ্ছে । ঃ-)
  • dc | ***:*** | ১২ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩৭415523
  • সাইকেল কিকরে হবে, ওটা তো ভ্যান রিকশা!

    আর বালিতে ওটার ছায়া পড়ে মরীচিকার মতো দেখাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার হাল বোঝাতে।
  • T | ***:*** | ১২ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৩415524
  • অ্যাঁ, ভ্যানরিকশা চিনতে পাচ্চে না! ওঁকশ।
  • | ***:*** | ০৩ ডিসেম্বর ২০১৯ ১৬:৪৭415525
  • হুতো ইজ ব্যাক উইথ হিজ বিলাভড মর্মপীড়
  • Bratin | ***:*** | ০৩ ডিসেম্বর ২০১৯ ২২:২১415527
  • আহা প্রথম থেকে টই টা পড়লাম দিল গার্ডেন গার্ডেন হয় গেলো।

    লোক জনের জানর কী আকুল ইচ্ছে।

    সাবর কমেন্ট গুলো পড়তে পড়তে
    পেটে খিল ধরে গেলো

    সব থেকে ভলো কমেন্ট মিঠু,কুমু দি আর দ এর। আমার গুলো নেহাত মন্দ নয়। কিন্তু অর্ধেক ফটো খুলছে না এমন কে "কাঠবেড়ালীর পিঠে কুমু দির " মাস্টার পিস ফটো টও নয় । ও হুতো কিছু করা যায় না?
  • র২হ | ***:*** | ০৪ ডিসেম্বর ২০১৯ ০০:১৮415528
  • কী আর করা, উহাদের মনে হয় শিয়ালে খাইয়াছে।
  • | ***:*** | ০৪ ডিসেম্বর ২০১৯ ০২:০৯415529
  • এই টা সলিড দিলো
  • Lama | 162.158.***.*** | ১৭ জানুয়ারি ২০২০ ১৮:৫৩364741
  • হুতো কাজ করে

    দেশে দেশান্তরে

  • Lama | 162.158.***.*** | ১৭ জানুয়ারি ২০২০ ১৮:৫৩364740
  • হুতো কাজ করে

    দেশে দেশান্তরে

  • r2h | 172.69.***.*** | ২৫ মার্চ ২০২০ ১৪:৪২730279
  • কোয়ারেন্টাইন বিষয়ে আমার একটা প্রাচীন পদ্য আছে। নস্ট্রাডামুসের ভবিষ্যদবানীর মত একটু জল্পনা মেশাতে হবে যদিও।

    name: rabaahuta mail: country:

    IP Address : 172.136.192.1 (*) Date:06 Sep 2013 -- 01:49 AM

    ডিমওলা ডিম বেচে সীমওলা সীম
    পিছ্ল পাহাড়ী পথে রাতে পড়ে হিম
    পাহাড়ে চোড়োনা কেউ গোড়ালিতে ফোঁড়া
    পড়ে গেলে ব্যথা পাবে ঠ্যাং হবে খোঁড়া
    ঠিকুজীতে ফাঁড়া আছে বনে আছে বাঘ
    এতবড় কেঁদো সাইজ গায়ে তার ডোরা
    রাস্তায় গাড়ি চলে উথালপাথাল
    বোঝেনা তো রাজপথে একলা মাতাল
    নদীতে কুমীর আছে ডাঙায় শিয়াল
    কাকে যেন খেয়ে নিল সাগরে, বমাল
    আকাশে রয়েছে চিল ঘাপ করে আসে
    কেড়ে নেয় সিঙাড়ার চাঙাড়ি বাতাসে
    বাঁদরেরা গাছে থাকে ঝোপেঝাড়ে সাপ
    বন্যেরা বনে দড়, সালিশীতে খাপ।
    জীবন পদ্মপাতে দুইফোঁটা জল
    কেন তারে হুড়ো দাও? এমন ধকল?
    মাছেরা ঝোলেই থাক সাগরে কাছিম
    হাতিরা পদ্মবনে খিচুড়িতে ডিম
    বইমেলা জুড়ে থাক পাখির কূজন
    প্রকৃত সারস সহ টোটাল দুজন
    টেলিফোনে কল থাক ক্যামেরাতে ছবি
    গাছে থাক ফল আর ভুলে যাক ভবি
    দপতরে গুরু করি ল্যাদ খাই ঘরে
    বন্যেরা বনে ভালো, আমি ইনডোরে।
  • রবাহূত | 2405:201:8005:9947:9b2:a6ce:8abe:***:*** | ১১ জুন ২০২১ ১৩:৩১734542
  • নিজের লেখালিখি নিয়ে আমার কোন মোহ নেই, সবই গোবিন্দায় নম। কিন্তু আরশোলা সিরিজ যে একটু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পেল না তা নিয়ে দু:খ হয় মাঝে মাঝে। আজ নূর উন্নাহারের শিল্প বিষয়ে কবিতা পড়ে মনে হলো, মর্মপীড়ও তাই বলেছেন।


    আরশোলা সিরিজের পদ্য


    ~~~


    কমরেড আরশোলা তুমি বেঁচে থাকো অলিগলি বুঝে
    চটি থেকে রিসেশন দুনিয়ার ইকনমি সংগ্রামের অস্তিত্ত্ব
    দক্ষতর লাথি ঝাঁটা আরশোলাতর, করুণ তক্ষক জাতশত্রু
    অরুণ নিশান, আলোকিত কোণে ফোঁটে আমাদের চ্যাপ্টা ব্যানাল
    লাশ বেড়ালেরা থাবাও চাটেনা, তবু স্যাঙাৎ আরশোলা দোসর
    বেড়ে ওঠো যেমন জলের স্বচ্ছ জেলিফিশ, সৈকতে খাবি খেয়ে
    মরে তবু বেড়ে ওঠে আকুল গভীরে। কমরেড জেলিফিশ
    আমরা এমনি বাঁচি চটি জুতো বেল কার্ভ সালতামামির কোপ
    টিঁকে থাকা তিরিশের ঘরে, কোনমতে টিঁকে যাওয়া পুতিগন্ধ
    নিশ্চিত কৌণিক অন্ধকারে, দিকে দিকে বেড়ে ওঠে আরশোলাতর
    আর জাতশত্রু, আমাদের লাশ, প্রখর জিহ্বা নিয়ে সরীসৃপ তুমুল
    দক্ষতা তবু কমরেড আরশোলা, আকাশের আলো থেকে গ্রীষ্মকাল
    তুমুল আনন্দময় হোলিখেলা , করবীকুসুম থেকে দূরে টিঁকে থাকি
    শিহরণহীন বেঁচে থাকি শুধু, আরশোলা স্যাঙাৎ, আমি আর তুমি।

    ~~~


    আরশোলা আরশোলা কোথা যাও একা একা গোষ্পদে জমেছে গোধুলি
    কেন কর তাড়াহুড়া এ দুয়ারে তাঁর কড়া ভ্রুকুটিতে ঝিকিমিকি আলো
    সন্ধ্যা নামার মুখে রাতপাখি জেগে ওঠে ভয়েদের নানান পশরা
    আমার ভয়্সে শোনো গড্ডলিকার থেকে রেখে দিও পাঁজরের পিস
    আরশোলা আরশোলা চুপি চুপি রাতচরা নিঝুমের প্রিয় কলঘর
    খরতর সন্ধিতে পদে পদে প্রাণ দিও এঁটোকাঁটা বাসি অক্ষর
    রাত চরে দিন চরে পরমাণু ঘরে থেকে গোপনীয় সংশপ্তক
    বিস্ফোটে ধুলো ওড়ে ঢুলে পড়ে ঘোড়াগুলি রক্তেরা নিদ্রাকাতর
    আরশোলা আরশোলা নিবিড় পাতালমুখী লাভাস্রোত প্রতিবেশী প্রায়
    স্থিত, ধীর টিঁকে থাকা ভিক্ষার শষ্য আকাঁড়া
    তাড়াহুড়া করে আর কবে নীর চির স্থির, রাতগতে ব্যাঙের আধুলি।

    ~~~


    আমার স্যর মারপিট নেই
    বোমা বন্দুক সবুজ বোতাম
    ওম শান্তি জংলা জমি জলপাই রং
    আজি এ প্রভাতে
    এসব কিছুই নাই স্যর।
    আমার স্যর বিশ্বভ্রাতৃত্ব
    কামারাদারী একতা বিশ্বাস
    এসব কিছুই নেই, শুধু গুটিগুটি বেঁচে থাকি।
    প্রতিবাদ প্রতিশোধ পরাক্রম
    সাম্রাজ্য চৈত্রসেল পুজোসংখ্যা
    পালকের বালিশ জানলা দিয়ে রোদ।
    খাদ্য খাদকের মাথাব্যথা তা ধরুন সকলেরই থাকে।
    কিন্তু আমার স্যর কোন মারপিট নেই
    সহ`আরশোলাদের সঙ্গে কিংবা ধরুন
    ফুটপাথে কেনই বা লাশ ফেলে দেব
    চাপাতি বা ত্রিশূলের ভ্রূণ দূরগামী বোম পটকা
    আপনাকেও তো ধরুন স্যর কামড়াই না মোটে।
    আমি শুধু অন্ধকার সিঙ্কের নীচে খাইদাই খরখরে শুঁড়
    আরশোলা জন্ম স্যর, এই এলেবেলে।

    ~~~


    আবডালে হেঁটে যাই চুপিচুপি নিজেদের মত
    আমার ভয়েস থাক এত বেশী না শোনাই ভালো
    শেষে যদি ভয় হয় ঘৃণা হয় অচেনা অন্যমত লাগে
    তারকাঁটা চটিজুতো বিষ রসায়ন শেষে যদি খাবারের চারদিকে
    মিশে যায় যদি
    আমার ভয়্সে থাক, কোনমতে ফেলা শষ্যদিন।
    সবান্ধব একাও কখনো
    হেঁটে যাই তাড়াহুড়ো ছায়াচ্ছন্ন গলিঘুঁজি
    জল কল পাইপের খাঁজে খাঁজে সন্ধিপদ আরশোলাপুর
    কলোনীতে অমাদের মিলিত দৃশ্য শুধু ভয়েসের পরোয়া করি না।
    আড়ালে ছায়ার মত লোকগান যেমন মিশেছে নদীতে
    আড়ালে যেমন দিন মিশে যায় অন্ধকার প্রগাঢ় রাত খুঁজে
    আড়ালে যেমন বাজে কুয়াশার জলীয় বিভ্রম
    আড়ালে যেমন কোন স্বপ্ন নেই স্বর নেই, ঘুম জেগে ওঠা
    এইমত আড়ালে, গোপন।
    আমার ভয়েস থাক, চুপি চুপি বেঁচে থাকি সবান্ধব
    আমাদের দিনহীন রাতহীন জিহ্বাহীন জীবনের মোহে।

    ~~~


    আমরা অন্ধকার লিখিনা রূপকথাও
    জালের অন্তরাল হুল ভীষন
    গন্ধ বাঘডাষের ফেউয়ের রাত আকুল
    নিছক অন্ধকার ছন্দহীন
    আমরা ষত্বহীন ণত্ত্বে ভুল বিধান
    শয়ন তেলচিটেয় যত্র হোক
    তোমার ঘি পোলাও তোমার বাড়তি থাক
    বাঁচবে তেলচোরা ঝড়তি চাল
    তোমার ঢোল সুরে লোকেরা থমকে যাক
    আমাকে এক ছটাক তেল ঠেকাও
    আমার এক বিঘৎ জন্ম নির্বিবাদ
    শরীর এক বিঘৎ বর্তে থাক।

  • জয়দেব “মণ্ডনং” পৰ্য্যন্ত লিখিয়া, এই ভাবিয়া, “দেহি পদপল্লবমুদারম” এই অংশ সাহস করিয়া লিখিতে পারিতেছেন না যে, প্রভুর মস্তকে পদার্পণের কথা কিরূপে লিখিব। | 2405:201:8005:9947:413b:871e:1e7a:***:*** | ০৯ জুলাই ২০২১ ১২:০১734740
  • π | ১০ জুলাই ২০২১ ০২:১৬734742
  • এটা যাতা! 


    অভ্যুগণেশ, শিল্পের ব্যাখ্যাসমূহ ভাটিয়া৯ থেকে এখানেও আসুক! 

  • Abhyu | 47.39.***.*** | ১০ জুলাই ২০২১ ০৭:৪৫734743
    • র২হ | 2405:201:8005:9078:ec46:6b40:1475:b4e1 | ০৯ জুলাই ২০২১ ০৯:৪৫483651
    • ন্যাড়ার ব্যাপারটা তো আমারই ধারনা। কী যেন একটা গরল খন্ডন করার জন্যে মাথা ন্যাড়া করে দাও।


      দেহি পদপল্লবমুদারম অবশ্য বোঝা যায়, চমৎকার লাইন।

     
    • b | 14.139.196.16 | ০৯ জুলাই ২০২১ ১০:৫৬483653
    • প্রবাদপ্রতিম নন একাডেমিক  পন্ডিত নির্মল চন্দ্র মৈত্রকে কে যেন  জিজ্ঞেস করেছিলো ঃ দেহি পদপল্লবমুদারম মানে কি? তাতে উনি বলেছিলেন, কৃষ্ণ বলছেন হে রাধে, তোমার পদপল্লব দিয়ে আমার মাথায় মারো, কিন্তু খুব জোরেও নয়, খুব আস্তেও  নয়, মাঝামাঝি, মুদারা স্কেলে।

     
    • Abhyu | 47.39.151.164 | ০৯ জুলাই ২০২১ ১৭:৪৫483658
    • দূরে আবার একজন থাম্বস আপ দেখাচ্ছে!

     
    • aranya | 2601:84:4600:5410:6918:f9b3:f474:3dda | ০৯ জুলাই ২০২১ ২০:৩৩483665
    • ছবিটি দিব্য, বলাই বাহুল্য। দূর থেকে থাম্বস আপ নয়, তর্জনী ​​​​​​​তুলে নির্দেশ ​​​​​​​করছে - ওদিকে ​​​​​​​দেখ


      তবে আমার এবং আমাদের তরফে হুতোকে টু থাম্বস আপ

     
    • Abhyu | 198.137.20.25 | ০৯ জুলাই ২০২১ ২৩:২২483667
    • না ওটা থাম্বস আপই।
      ওদিকে মাথায় ফেট্টি বেঁধেছে। তার উপরে কি রুমাল বাঁধা? নাকি ন্যাড়ামুণ্ডি? পাশে কি ঘোলের হাঁড়ি? বাঁশিতে বাঁধা সুতো দুটো পছন্দ হয়েছে।

     
    • | ০৯ জুলাই ২০২১ ২৩:৩২483668
    • এ আবার ল্যাজ না মুগুর কেস হয়েছে। আনারও তর্জনীই মনে হচ্ছে।  বাঁ হাতের তজ্জনী তুললে বাকীটা অমন গোলমত হবেক।

     
    • Abhyu | 198.137.20.25 | ০৯ জুলাই ২০২১ ২৩:৩৬483669
    • লেজ না মুগুর কেস সত্যি। থাম্বস আপ করলেও তো ওমনিই হবে - বাকি আঙুলগুলো মোড়া থাকবে না?

     
    • &/ | 151.141.85.8 | ০৯ জুলাই ২০২১ ২৩:৪৭483671
    • অপূর্ব ছবি। মুন্ডিতমস্তক লোকটির পাশে একটা কলসী মতন  দেখা যাচ্ছে, ওটা কি শরবতের? ঃ-)

     
    • aranya | 2601:84:4600:5410:4806:6627:1c9e:2922 | ০৯ জুলাই ২০২১ ২৩:৪৩483670
    • বড় শিল্পীদের কাজের এটাই মাহাত্ম্য - বিবিধ অর্থ আবিস্কার হয়  :-)

     
    • r2h | 2405:201:8005:9947:a417:8607:443b:c588 | ১০ জুলাই ২০২১ ০০:২৯483673
    • হ্যাঁ, আমি জলের কলসী ভেবে এঁকেছিলাম তবে শ্রীরাধিকার কাছে ঘোলের হাঁড়িও হাইলি থাকতে পারে। আর ফেট্টি না হলে ময়ুরপুচ্ছটা বাঁধবে কোথায়? চুল থাকে বলে দেখা যায় না, এখন যহেতু শিরসি মুড়িয়ে দিয়েছে তাই।

     
    • r2h | 2405:201:8005:9947:a417:8607:443b:c588 | ১০ জুলাই ২০২১ ০০:৩২483674
    • হাতের ব্যাপারটাও বলতে যাচ্ছিলাম, তাড়াতাড়ি ব্রেক চাপলাম, মনে পড়লো মর্মপীড় বলেছেন শিল্পসাহিত্যের ব্যখ্যা করা মানেবইকারের কাজ, কন্টেন্ট ক্রিয়েটরের নয়।

     
    • &/ | 151.141.85.8 | ১০ জুলাই ২০২১ ০১:০২483676
    • এ ছবির রাধা একটু বিলাতী ধরণের। নাকটা কী!!! উফ! চোখমুখ, মাথার চুল, গালে হাত রাখার ভঙ্গী, সবই বিলাতী বিলাতী। ঃ-)

     
    • &/ | 151.141.85.8 | ১০ জুলাই ২০২১ ০০:৪৩483675
    • দূর থেকে যারা দেখছে তারা কি সব গোপ গোপিনী? ঃ-)

     
  • Abhyu | 47.39.***.*** | ১০ জুলাই ২০২১ ০৭:৪৮734744
    • Abhyu | 198.137.20.25 | ১০ জুলাই ২০২১ ০২:১৪483678
    • ওটা মোটেই ময়ূরপুচ্ছ হয়নি, তাছাড়া গাছে ওটার জন্যে মই কই?

     
     
    • &/ | 151.141.85.8 | ১০ জুলাই ২০২১ ০২:২৬483679
    • অভ্যু, ঃ-) ওই মই এবার কেড়ে নেবে ললিতা বিশাখা চন্দ্রাবলি । তখন শ্রীরাধিকা লাফিয়ে নামবেন গাছ থেকে। ঃ-)

     
    • &/ | 151.141.85.8 | ১০ জুলাই ২০২১ ০২:৩৮483680
    • কৃষ্ণের চোখ অমন গোল গোল কেন? ভুরুও কেমন রাগী রাগী দুঃখী দুঃখী। হয়তো মাথা ন্যাড়া হয়ে রেগে ক্ষেপে চটে গেছেন।

  • Abhyu | 47.39.***.*** | ১১ জুলাই ২০২১ ০৪:০৫734750
    • স্মরগরল খন্ডনং, মমশিরসি মণ্ডনং,দেহি পদপল্লবমুদারম | 151.197.225.87 | ১০ জুলাই ২০২১ ২১:২৬483690
    • হুতোসাহেবের ছবি নিয়ে গোটাগুটি একটা পেপার ​​​​​​​তো ​​​​​​​সহজেই ​​​​​​​নেমে ​​​​​​​যেতে ​​​​​​​পারে। ​​​​​​​শুরুটা ​​​​​​​করে ​​​​​​​রাখাই ​​​​​​​যায়।


      পরিষ্কার দেখা যাচ্ছে যমুনা যেতে গিয়ে রাধা মাঝরাস্তায় মন পাল্টেছেন। কদমগাছ পথের পাশে, ঐ পথেই সকালে রাখালবালকদল যায়। কলসী নীচে রেখে রাধা গাছে চড়ে বসলেন।


      ইদিকে প্রেমের বিষজর্জরিত কৃষ্ণ মাথা মুড়িয়েছেন। তাপ্পর গরু (মতান্তরে ছাগল) চরাতে যাচ্ছিলেন উনার কলিগদের সাথে। কিন্তু গরল পুরোপুরি খন্ডন হয় নি, রাধাও কাজ ছেড়ে গাছে চড়ে ঠ্যাং দোলাচ্ছেন, চুলোয় যাক গরু (মতান্তরে ছাগল)। কৃষ্ণ  কদমতলায় এসে বসলেন বাঁশি বাজাতে।


      ঘটনাক্রমে কৃষ্ণের নেড়ামুন্ডি রাধার পদযুগলের সন্নিহিত। সমূহ সংকট অনুধাবন করে কৃষ্ণ বল্লেন - হে রাধে, তোমার পদপল্লব দিয়ে আমার মাথায় মারো, কিন্তু খুব জোরেও নয়, খুব আস্তেও  নয়, মাঝামাঝি, মুদারা স্কেলে।


      কিন্তু রাধা শুনলে তো! এমন চমৎকার নেড়ামুন্ডি, বিভিন্ন স্কেলে লাথি মেরেও সুখ। মুশকিল হচ্ছে, ঐ ভ্যারিয়েবেল স্কেলের লাথি খেয়ে বাঁশিতে ফোকাস করা দূরুহ কাজ।  কৃষ্ণ ক্ষিপ্ত হতে শুরু করলেন, উনার থ্রেড করা ভ্রু কুঞ্চিত হল।


      রাখালদল কিন্তু মহাখুশি। তাদের ছেড়ে কেটে পড়ায় কৃষ্ণর ওপর একটু চটে ছিল। গরু বা মতান্তরে ছাগলরাও মজা পেয়ে গেছে।


      তো, এই হল ছবির স্টোরিলাইন। এর্পরে আছে রাধিকে ও কৃষ্ণের বসনব্যসন, কদম ও কলসীর অঙ্কনশৈলী। এছাড়া মুন্ডিতমস্তক কৃষ্ণের বিপ্রতীপে রাধার কেশরাশির কন্ট্রাস্টও গভীর বিবেচনার দাবী রাখে।

     
    • 4z | 2605:b100:10c:3130:5e0d:9e36:7ae9:22df | ১০ জুলাই ২০২১ ২১:৪১483693
    • রাধার হেয়ার স্টাইল কি ম্যাগি অনুপ্রাণিত?

     
    • Abhyu | 47.39.151.164 | ১০ জুলাই ২০২১ ২২:৫৯483700
    • এরা সব কোর কমিটির লোক তো? ম্যাগিপ্রিয়ার জন্যে হেয়ারস্টাইল করেছে। এই সব পার্শিয়ালিটি মানছি না মানব না।

     
    • r2h | 2405:201:8005:9947:699b:6029:92b:1153 | ১০ জুলাই ২০২১ ২৩:১২483704
    • ম্যাগিপ্রিয়া (Abhyu ২২:৫৯)

      :D :D :D :D :D
     
    • aranya | 2601:84:4600:5410:9186:319d:7705:985 | ১১ জুলাই ২০২১ ০০:২৪483711
    • 'হুতো দার ছবিটা ভারী ভালো হয়েছে। আর গাছে বসে থাকা রাধিকাকে দেখেই চেনা যায়' - ন্যাড়ামাথা কৃষ্ণ-কেও দেখলেই ​​​​​​​চেনা ​​​​​​​যায়, একেবারে ​​​​​​​হুতোর ​​​​​​​কার্বন ​​​​​​​কপি ​​​​​​​:-)

  • Abhyu | 47.39.***.*** | ১১ জুলাই ২০২১ ০৪:০৭734751
  • বেচারী তিমির কমেন্টটা বাদ পড়েছিল।

    • Tim | 2603:6010:a920:3c00:f4a8:6976:73ca:a0f | ১০ জুলাই ২০২১ ১৮:৫৮483686
    • হুতো দার ছবিটা ভারী ভালো হয়েছে। আর গাছে বসে থাকা রাধিকাকে দেখেই চেনা যায়। বহুত খুব। বাঁধিয়ে রাখার মত ছবি।

  • &/ | 151.14.***.*** | ১১ জুলাই ২০২১ ২২:৫৯734752
  • রোল রিভার্সালটাও দেখুন। এতকাল কৃষ্ণই কদমগাছে উঠতেন, এই ছবিতে দেখা যাচ্ছে শ্রীরাধিকা নিজেই গাছে উঠেছেন। ঃ-)

  • Tim | 2603:6011:6506:4600:c8d4:995a:a47d:***:*** | ১২ জুলাই ২০২১ ০৫:৪৩734753
  • হ্যাঁ এইবারে ইউরো কোপা উইম্বলডন সেশ হয়েছে যখন, ছবি সংক্রান্ত থিসিসটা আরেকটু  এগোনোই যায়। খেয়াল করুন, নায়কের কপালে পাঁচটি, গলায় নয়টি ও ডান হাঁটুতে তিনটি ফোঁটা। ওগুলি যথাক্রমে পঞ্চভূত, নবগ্রহ ও ত্রিনয়নের প্রতীক। বাঁ হাতে একটা অসমান চিহ্ন দেওয়া আছে, লক্ষ্য করলে বোঝা যাবে, এর মানে হলো ডান ও বাম পন্থা এক নয়। নায়ক একটা খাঁজকাটা, ভাঙা হাঁড়ির ওপর বসে আছেন, হাঁড়িটার (বা বাটিও হতে পারে ) কিছুটা মাটির নিচে, এর মানে শুধু শিকড়ের কাছাকাছি থাকা নয় বলা বাহুল্য। তারপর ধরুন, গাছের গায়ে ত লেখা কেন? এটি তকাই য়ের স্বাক্ষর। মইয়ের রং লাল কেন? মই ব্যাঁকাই বা কেন? নায়ক কি তবে গাছে চড়তে না পারার যন্ত্রণা এইভাবে প্রকাশ করলেন? লাল রঙ কি রাজনৈতিক দ্যোতনা আনলো? ময়ূরের পালক লাল কেন? ময়ূরের অশ্রু ও প্রজনন সংক্রান্ত তথ্যটি এখানে দরকার হতে পারে। মইয়ের গায়ে একটা সর্পিল কিছু আঁকা আছে দেখা যাচ্ছে, সম্ভবত প্রাচীন লিপি। আরো ভয়ানক, বাঁশী থেকে দুটো চাবি ঝুলছে কেন? এই কি তবে আদি স্যাক্সোফোন? দূরে যাদের রাখালদল বলে মনে হচ্ছে সেখানে দুটি গরু দেখা যাচ্ছে, দুটি দুদিকে মুখ করে, অনেকটা ইলেকট্রনের স্পিনের মত। কৃষ্ঞের বাঁশীর আকৃতি দেখেছেন, অনেকটা খুরের মত না? এর মানে হলো উনি গানও গাবেন আবার গলাও কাটবেন।  ভাঁজ করা ডানহাতের আঙুল যেন নুয়ে পড়া পদ্মফুল, মন্তব্য নিস্প্রয়োজন। রাখালদের জেসচার অনেকটা বলিউডের বাল্বনৃত্যের মত মনে হলেও আসলে এর কোন গভীর ব্যঞ্জনা আছে, ওটা নিয়ে এখনও গবেষণা চলছে। এমনও হতে পারে যে ওরা সেই রাখাল যারা গোরু খুঁজে পেয়েছে, এরপর নোবেল পাবে। আপাতত এই। এরপর নাইকা সংবাদ পরিবেশিত হবে। এই ছবিতে অনন্ত লুকিয়ে আছে বললেও কম বলা হয়। অনন্ত অবশ্য এসব জানেনা। 

  • Abhyu | 47.39.***.*** | ১২ জুলাই ২০২১ ০৭:০৮734756
  • নায়িকার হাতের ফাঁক দিয়ে যে কাঁচুলি দেখা যাচ্ছে সে বিষয়ে টিম কবির হিরণ্ময় নীরবতা লক্ষ্যণীয়।

  • হ২র | 2405:201:8005:9078:9900:66c2:7a18:***:*** | ১২ জুলাই ২০২১ ১৩:৫৪734765
  • নাইকা সংবাদ শুরু হয়নি তো। হলে নিশ্চয় রাধার কাঁচুলি কৃষ্ণকরাঙ্গুলি সবই হবে।


    তবে টিম আদি ভাষ্যের বদলে সটীক ভাষ্যের ব্যাখ্যা করছে, তাতে সটীক ভাষ্যের ময়ুরপুচ্ছ আদিভাষ্যে কী ছিল সেটা আসেনি। 

  • &/ | 151.14.***.*** | ১৩ জুলাই ২০২১ ০১:৪৫734767
  • নায়কের চরণকমল দু'টি খেয়াল করুন। প্রতি চরণকমলে চারটি করে পাপড়ি ইয়ে মানে চারটি করে আঙুল। এলিয়েন নায়ক। ঃ-)

  • :|: | 174.255.***.*** | ১৩ জুলাই ২০২১ ০২:৪৩734768
  • কিন্তু আর্টুহেচ বাঙ্গালায় অনুবাদ কল্লে বুঝি হেচটুয়ার হয়? 

  • &/ | 151.14.***.*** | ১৩ জুলাই ২০২১ ০২:৪৭734769
  • দর্পণে ফেলেছেন মনে হয়। ঃ-)

  • Abhyu | 47.39.***.*** | ১৩ জুলাই ২০২১ ০২:৫৩734770
  • এটা হল গিয়ে উভমুখী বিক্রিয়া

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন