এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  ছবি

  • গুরুচন্ডালদের নানা ছবি 

    &/
    ছবি | ২৯ এপ্রিল ২০২২ | ৬৫৫৮৯ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • এখানে আপনারা নিজেদের তোলা বা আঁকা ছবি তুলে দিন। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 192.139.***.*** | ০৩ অক্টোবর ২০২৩ ০১:৫৯740936
  • কেকেকে ধন্যবাদ, চাক্ষিক হওয়ার বাসনা ছিল বটে আমার, তবে সে তো লটারিতে তিনশো মিলিয়ন ড্লার জেতার বাসনাও ছিল, এদিকে, কবি বলেছেন জেনো বাসনার সেরা বাসা রসনায় আর শ্রীমতী আগরওয়াল বলেছিলেন আপকা কুছ নেহি হোগা, আপ যাইয়ে, সুতরাং জলখাই যত্রতত্র আর আজাইরা কাজে মনোস্থাপন এইসবকে মোক্ষ করেছি। কিন্তু এইসব, চাক্ষিক, চিত্রী, এইসব আমার বিফল বাসনা বটে, শুনে আনন্দ পাই, তাতে গুরুতুতো পরিচয়ের প্রশ্রয় থাকলেই বা কী, আমি তো আর ফরাসী দেশে এগজিবিশন করতে যাচ্ছি নাঃ)
  • অন্ধকার আলো, ঘরদোর | 192.139.***.*** | ০৩ অক্টোবর ২০২৩ ০২:০২740937
  •  
     
     
     
     
     
     
  • যোষিতা | ০৩ অক্টোবর ২০২৩ ০৩:২১740938
  • রমিতবাবুর আঁকা ছবি বিকাশ ভট্টাচার্যের আঁকা ছবি মনে করালো।
    ছবিটা কি সরাসরি কম্পিউটারে আঁকা?
  • যোষিতা | ০৩ অক্টোবর ২০২৩ ০৩:২৩740939
  • একটু হালকা মজার ছলে বলছি অন্য কয়েকটি (রমিতবাবুর নয়) আঁকা ছবি মমতা বন্দ্যোর ছবি বলে মনে হয়েছিল।
  • :|: | 174.25.***.*** | ০৩ অক্টোবর ২০২৩ ০৪:৩৪740940
  • এই ছবিটা নেটে পেলুম -- পিসির পেইন্টিং দিয়ে গুগলিয়ে। আউট অফ স্টক; মানে ভালো চাহিদা আছে।
     
  • kk | 2607:fb91:140e:8383:95d1:b6b2:fb84:***:*** | ০৩ অক্টোবর ২০২৩ ০৬:১৬740942
  • আলো-অন্ধকারের ছবিগুলো দেখে আমার "বাপ রে!" বলে চেঁচিয়ে উঠতে ইচ্ছে হলো। করেছেন কী মশাই, উফ্ফ্ফ! কিন্তু এটা কি ঠিক হচ্ছে? এত ভালো ভালো ছবি তুললে রোজরোজ আমি কেমন করে তা প্রকাশ করার জন্য নতুন নতুন কথা খুঁজে পাবো? এই থ্রেডের প্রথমদিকে এই অসুবিধায় ভোগার কথা বলেছিলাম। মাঝে কিছুদিন থ্রেড একটু ঝিমিয়েছিলো। আবার সেই একই সমস্যা এসে হাজির হয়েছে!
  • kk | 2607:fb91:140e:8383:95d1:b6b2:fb84:***:*** | ০৩ অক্টোবর ২০২৩ ০৬:১৯740943
  • একটা অপ্রাসঙ্গিক কথা বলি -- দু নম্বর ছবিতে ঐ ডেসার্ট স্পুনের সেট ওয়ালা হাঁসটিকে দেখে যারপরনাই খুশি হয়েছি। ওটি আমার খুবই পরিচিত ও প্রিয় :-)
  • aranya | 2601:84:4600:5410:7961:fbaa:4651:***:*** | ০৩ অক্টোবর ২০২৩ ০৮:৪৩740944
  • অন্ধকার আলো, ঘরদোর - অসাধারণ সব ছবি 
  • π | ০৩ অক্টোবর ২০২৩ ০৯:০৮740945
  • π | ০৩ অক্টোবর ২০২৩ ০৯:০৮740946
  • π | ০৩ অক্টোবর ২০২৩ ০৯:০৯740947
  • | ০৩ অক্টোবর ২০২৩ ০৯:২৫740948
  • বিভ্রম ১
     
     
     
     
    বিভ্রম ২
     
  • কালনিমে | 42.***.*** | ০৩ অক্টোবর ২০২৩ ১০:১০740949
  • কালনিমে | 42.***.*** | ০৩ অক্টোবর ২০২৩ ১০:১৭740950
  • রমিত চট্টোপাধ্যায় | ০৩ অক্টোবর ২০২৩ ১১:৪৭740952
  • ওহ, সবাই দারুন দারুন সব ছবি দিয়েছেন আজ। pi এর দেওয়া শেষ ছবিটি তো সম্ভবত গু৯ -র একটি বইয়ের প্রচ্ছদও। কালনিমের দেওয়া স্কাই লাইনের ছবি গুলো অসাধারণ। @দ বিভ্রম সিরিজটা কি উত্তরাখণ্ডে তোলা ? খুবই সুন্দর জানলার কারুকাজ। শেষের ছবিটা সত্যিই বিভ্রমের মূর্ত প্রতিরূপ।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৩ অক্টোবর ২০২৩ ১১:৫০740953
  • কালনিমের শেষ ছবিটাও দুর্দান্ত।
     
    @ যোশীতা, হ্যাঁ, কম্পিউটারেই সরাসরি আঁকা।
  • | ০৩ অক্টোবর ২০২৩ ১৮:৫৩740955
  • @রমিত, হ্যাঁ পদম প্যালেস রামপুর।
  • aranya | 2601:84:4600:5410:341e:4fb:f555:***:*** | ০৩ অক্টোবর ২০২৩ ১৯:১৫740956
  • দারুণ সব ছবি। এই টই-টা খুবই মন ভাল করা একটা ব্যাপার 
  • সুকি | 49.206.***.*** | ০৩ অক্টোবর ২০২৩ ১৯:৪৪740957
  • দারুণ সব ছবি! আলো আঁধারের ছবিগুলো সত্যিই দারুণ হয়েছে! 
     
    আমিও দুটো ছবি দিয়ে যাই
     
     
     
  • kk | 2607:fb91:140e:8383:aba6:b82a:12b:***:*** | ০৩ অক্টোবর ২০২৩ ২০:২০740958
  • এইটুকু সময়ের মধ্যে এতগুলো এমন ছবি এসেছে যে ঠিক বুঝতে পারছিনা কোনটা ছেড়ে কোনটা দেখি। এই ছবিগুলো 'দারুণ', 'অসামান্য', 'দুর্দান্ত' এইসব কথা দিয়ে বলার কোনো মানে হয়না। আমার চোখে সব ছবিগুলোই ম্যাজিকাল লাগলো। কেন একে একে বলছি।

    পাই -- এই স্টেইনড গ্লাসের ছবিগুলো খুব সাররিয়াল লাগছে। কেমন যেন অন্য একটা দুনিয়ার মনে হচ্ছে। এর ম্যাজিক এলিমেন্ট হলো, খুব অদ্ভুত ভাবে এটা আমার মাইল্ড সিনেস্থেশিয়াতে টোকা দিচ্ছে। আমি এই ছবিগুলোর শব্দ শুনতে পাচ্ছি। এটা অনেকদিন পরে হলো!

    দমুদি -- এগুলোও স্টেইনড গ্লাস, কিন্তু একদম অন্য রকম অনুভূতি আনছে। আমি ছবিকে দেখবো কী, আমার মনে হচ্ছে ছবিগুলোই আমাকে দেখছে। বড়বড় চোখ মেলে। তাহলে ছবিতে প্রাণ প্রতিষ্ঠা হওয়া কি একেই বলে? খুব জীবন্ত এগুলো। সেটা স্পষ্ট টের পাচ্ছি।

    কালনিমে -- এই ছবিগুলোও ম্যাজিক। কারণ এগুলো আমাকে একটা রূপকথার বইয়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। রাশিয়ান বই। ছবির চলন বদলে বদলে যাচ্ছে। স্টিল ফোটো কিন্তু স্টিল নয়। এর মধ্যে মুভমেন্ট আছে, মর্ফোসিস আছে। খুব সুক্ষ্মভাবে। মনোযোগ না দিলে ছবি আপনাকে তা দেখতে দেবেনা।

    সুকি -- আবারও স্টেইনড গ্লাস কিন্তু একেবারে অন্য ফিলিং নিয়ে আসছে। ছবিগুলোর টেকনিক্যাল দিক নিয়ে বলে অভিজ্ঞ ছবিতুলিয়েদের কাছে নিজেকে হাসির খোরাক করবোনা। কিন্তু আমি ম্যাজিক বুঝি। এখানের ম্যাজিক আমার সাবকনশাসে একটা অল্টার্নেট ও চরম কনট্রাস্টিং জায়গাতে টোকা দিচ্ছে। সুকির প্রথম ছবি আমাকে কোনো দেওয়ালির রাতে নিয়ে গিয়ে ফেলছে। দ্বিতীয় ছবি, আমার মনে হচ্ছে আমি ভেগাসের কোনো ক্যাসিনোর কেন্দ্রবিন্দুতে আছি। ঐ জন্য বললাম "চরম কনট্রাস্টিং"। কোথায় গির্জা আর কোথায় জুয়োর আড্ডা!

    এই পাতাটা খোলার সঙ্গে সঙ্গে ঐ লাল দিয়ে লেখা এলো "পড়েই ক্ষান্ত হবেননা। ভ্যাবাচাকা না খেয়ে মতামত দিন।" তো ভ্যাবাচাকা খুব জোরেই খেয়েছি, সন্দেহ নেই। তবু, ক্ষান্ত দিলামনা। তার বদলে ভ্যাবাচাকিত মতামতই দিয়ে দিলাম।
     
  • kk | 2607:fb91:140e:8383:aba6:b82a:12b:***:*** | ০৩ অক্টোবর ২০২৩ ২০:২৪740959
  • কারেকশন -- পাইয়ের 'এই স্টেইনড গ্লাসের ও অন্যান্য ছবিগুলো' লিখতে চেয়েছিলাম'। মাঝের শব্দগুলো বাদ হয়ে গেছে।
  • | ০৩ অক্টোবর ২০২৩ ২১:৩৯740960
  • কেকে,  এই প্রথম...এই প্রথম ছবি তোলার সময় বা পরে দেখতে গিয়ে যা মনে হয়েছিল ঠিক সেটা সম্পূর্ণ আলাদা একজন মানুষও বলল। এমনিতে আমি ছবি তো মোটামুটি সাধারণ মানেরই তুলি, কিন্তু তোলার সময় আমার চোখ মাথাকে কিছু না কিছু গল্প বলে। এই ছবিগুলো তোলার জন্য জানলার ফুটোতে চোখ লাগাতেই মনে হয়েছিল জানলা দরজা বন্ধ ঘরটা আমার দিকে তাকিয়ে আছে নিষ্পলক। খুবই eerie feelings  হয়েছিল।
    তোমাকেও বলতে শুনে বেশ চমকালাম।
  • সুকি | 136.226.***.*** | ০৪ অক্টোবর ২০২৩ ১৮:২৭740962
  • কেকে-র আলোচনা খুব ভালো লাগছে। মাঝে মাঝে আমি ভাবছি এই সব ছবি দেখে আমার মনে যে কবি ভাবের উদয় হচ্ছে সেই সব ছবি অনুযায়ী লিপিবদ্ধ করব কিনা! 
     
    আর একটা কথা ভাবছিলাম - আমার কাছে প্রচুর মানুষী-র ছবি আছে - কিন্তু এখানে বেমানান হবে কিনা ভেবে আর পোষ্ট করা হয় না। সেগুলো ঠিক মডেল টাইপের ছবি নয় যদিও - বরং লেগে আছে জায়গার গল্প, দেশের গল্প। 
  • π | ০৪ অক্টোবর ২০২৩ ২২:৪৮740968
  • বাঃ, যেমন ভাল ভাল ছবি দেখছি, তেমনি আলোচনা :)
     
    কেকে,  তোমার  মনে হওয়াটা হয়তো রিলেট করতে পারছি কিছুটা।
    এটা সত্যিই একটা অন্য দুনিয়া।
    লা সাগ্রাদা ফেমিলিয়া। আমি যে সারাদিন দুপুর বিকেল সন্ধে ধরে একেকটা জায়গা,  একেকটা কোণ, জানলা, দরজা,  এই রঙের খেলা আর তার সঙ্গে ঘুরতে থাকা রোদের লুকোচুরি,  কতবার কতভাবে দেখেছি আর কতভাবে ধরার চেষ্টা করেছিলাম!  সেসবই অবশ্য কোন মেমরি কার্ডের ব্ল্যাক বাক্সে সেঁধিয়ে আর খেয়াল নেই। তবে মেমরিতে, সে মশারির মত হয়ে গেলেও, তাতে এখনো যা লেপ্টে আছে, তা এক অদ্ভুত নেশাধরানো অনুভূতি।  এ জায়গায় আমি বারবার যেতে চাই, দিনের পর দিন এগুলোর দিকে সম্মোহিতের মত চেয়ে বসে থাকতে পারি, মনে হয়। তোমার মত ইন্দ্রিয়ঘনত্বের গিফট তো নেই,  কিন্তু ইন্দ্রিয়াতীত কিছু অনুভূতি যে হয়, সে টের পাই।
     
    এরকম নেশা আমার ধরে ছিল আরেক জায়গার।  সন্ধেরাতের লাল কেল্লা। নিশির মত টানত।
    কত সন্ধে যে হল,  দেওয়ান-ই-খাসে একা বসে থাকার। পুরো চত্বরেই একা।  ওখানে বসলে আমি আবার গান শুনতে পাই :)  ওখানে বসে গান গাওয়ার মজাও আলাদাই :)   ওই অন্ধকারে অনেক ছবিও তুলতাম,  সেও কোন আঁধারগর্তে সেঁধিয়ে কে জানে!  
     
     
     
  • π | ০৪ অক্টোবর ২০২৩ ২৩:০৬740969
  • যে ছবিগুলো দিতে চাই সেগুলো কিছুই হাতের কাছে নেই।
     
    এদুটো অনেক গোদা, ছবি হিসেবে আমার তেমন পছন্দের নয়। তাও থাক। 
     
    পুব আর পশ্চিমের জানালা।
     
  • kk | 2607:fb91:140e:8383:18d5:9fd0:ce8a:***:*** | ০৫ অক্টোবর ২০২৩ ০০:৩১740970
  • এই ছবি দুটো হলো ক্যালাইডোস্কোপের ভেতর যাত্রা। আমার চোখে। ঘন্টার পর ঘন্টা এর দিকে তাকিয়ে থাকা যায়। ছবি ফুরোবেনা।

    এদিকে, আমি ঐ মাথাকে বলা চোখের গল্প, ইন্দ্রিয়াতীত অনুভূতির গল্প, মনে উদয় হওয়া কবিভাবের গল্প, এগুলো শুনতে চাই। মানুষীর ছবি দেখতে চাই। কোনো তাড়া দিচ্ছিনা। যখন সময় হবে, ইচ্ছে হবে তখন দিও / দেবেন। আমার চাওয়াটুকু জানিয়ে রাখলাম।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ০৫ অক্টোবর ২০২৩ ০২:০৪740971
  • সুকি | 136.226.243.108 | ০৪ অক্টোবর ২০২৩ ১৮:২৭
     
    লিখে ফেলে পোস্টিয়ে দাও।
  • সুকি | 49.206.***.*** | ০৫ অক্টোবর ২০২৩ ১৯:০০740972
  • পাই-য়ের রঙিন কাঁচের ছবি গুলো বড় সুন্দর। 
     
    কেকে, অমিতাভদা - লেখার চেষ্টা করব সময় পেলে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন