
এখন তো সবই বেদে আছে বললেই সমস্যা মিটে যায়। তবে কুমারী পূজার সমস্যা বোধহয় মেটে না। কারণ বেদে এই প্রথার উল্লেখ আছে বলে জানা নেই। তন্ত্রপুরাণে আছে। তবে বেদ পরবর্তী কালে এর উদ্ভব এতে সন্দেহ নেই। আমাদের পীঠস্থান বেলুড় রামকৃষ্ণ মিশনে এর প্রচলন অতি অধুনা। স্বামী বিবেকানন্দ কাশ্মীর বেড়াতে গিয়ে এক মুসলমান কন্যাসন্তানের মধ্যে দেবীভাব দেখেছিলেন ও তাকে পূজা করেছিলেন। তারপর থেকেই মিশনে এই কুমারী পূজা চালু হয়। এখন তো অনেকখানেই হচ্ছে।তবে কখনোসখনো দু একটি ছুটকো খবর উড়ে এলেও আর কারো হিম্মত হয়নি 'বেজাতের' কুমারী এনে পুজোবেদীতে বসাবার। শাস্ত্র বলে কুমারীর জাতধর্মবর্ণ না দেখলেও চলে, কিন্তু পুজোর সময় মিশনসহ সব উদ্যোক্তারা খোঁজে অল্পবয়সী ব্রাহ্মণকন্যা।
দীপ | 2402:3a80:196f:96c4:878:5634:1232:***:*** | ০৩ জুলাই ২০২৪ ১৩:৩৮534110
দীপ | 2402:3a80:196f:96c4:878:5634:1232:***:*** | ০৩ জুলাই ২০২৪ ১৫:৪৪534115
উজ্জ্বল | 146.196.***.*** | ০৫ জুলাই ২০২৪ ০৮:৪১534188
দীপ | 2402:3a80:197f:3be5:878:5634:1232:***:*** | ০১ অক্টোবর ২০২৫ ২০:১৭734574
দীপ | 2402:3a80:197f:d0e5:878:5634:1232:***:*** | ০১ অক্টোবর ২০২৫ ২৩:৪৭734579