এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  বই

  • বইমেলার সাতকাহনঃ ২০২২

    রৌহিন লেখকের গ্রাহক হোন
    আলোচনা | বই | ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ৬০১০ বার পঠিত | রেটিং ১ (১ জন)
  • সে এক সময় ছিল, যখন জীবন ছিল কোভিডহীন। তখন আমরা মোচ্ছব করতাম বছরের শুরুতেই। কিন্তু সে সব এখন অতীত – এখন তো সাততলা মল, পুরোটাই ডেল্টা থেকে ওমিক্রনের সম্ভার। তবু সব কাটিয়ে আবার যে বইমেলা হবে, এও কি ভাবা গেছিল? কিন্তু শেষ অবধি তাও হচ্ছে। গুরুও থাকছে যথারীতি। আগে মোচ্ছব শুরু হত লটারি দিয়ে – এখন সে গুড়ে বালি – সবই কেমন চুপিচুপি হয়ে যেচ্ছে আর কি। তবে হয়েছে, এটা ঠিকই। স্টলও একটা হয়েছে – ৫৪৬। খুব মন্দ নয় – ৩ নং গেটের এক্কেরে পাশটিতেই – কাজেই খুঁজে পাওয়া সহজ। আশেপাশে কারা কারা আছেন, সেসব খবর এখনো গুহ্য – যথাসময়ে সবাই সব জানতে পারব এবং পারবেন আশা করাই যায়। কিন্তু এদিকে চাই করসেবা – সেসবের জন্যও জানিয়ে রাখি উদাত্ত আহ্বান – তোমরা আমাদের স্টলসেবা দাও, আমরা তোমাদের আঁতলামো দেব।
    ম্যাপের খণ্ডিতাংশ যেটুকু পাওয়া গেছে, এখানেও দিয়ে রাখলাম। স্টল নং ৫৪৬। জায়গাটা কোথায়? নাহ – এবারে আর কোনো নির্জন দ্বীপে নয় – একেবারেই সীমান্তবর্তী। বইমেলার ৩ নং গেটের ঠিক ডানপাশেই,দ্বিতীয় ঘর। গেট শুরু হয় সেন্ট্রাল পার্কের দক্ষিণ-পূর্ব প্রান্তে। অতএব করুণাময়ী আসার যে সব বাস সিটি সেন্টারের দিক দিয়ে আসে, তাতে যদি আসেন, তাহলে বিকাশ ভবনেই নেমে পড়ুন। রাস্তাটা যেখানে হাল্কা বাঁক নিচ্ছে। নেমে টুক করে ক্রস করে ফেলুন – ২ নং গেট দিয়ে ঢুকলে বাঁ দিকে অথবা ৩ নং দিয়ে ঢুকলে ডানদিকে বাঁক নিন। তারপর যথাক্রমে বাঁদিকে বা ডানদিকে তাকিয়ে হাঁটুন (ধাক্কা না খেয়ে)। চণ্ডালেরা আপনার চোখে পড়তে বাধ্য। করুণাময়ী বাসস্ট্যান্ডে এলে খাটুনি একটু বেশী। ওখানে সাত, ছয়, পাঁচ, চার নং গেট পেরিয়ে আসতে হবে। অবশ্য তার আগেও ঢুকে পড়তেই পারেন, আপনাকে আটকাচ্ছে কে? গিল্ড অফিস পার করে দক্ষিণ এবং পূর্ব দিক বুঝতে কম্পাস অন করুন। আমরা আছি।
    এবার বইমেলা সংক্রান্ত আপডেটই হোক বা আড্ডা, চলে আসুন, এখানেই জমিয়ে বসা যাক সবাই মিলে -
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 2601:84:4600:5410:81ff:825a:e675:***:*** | ০৩ মার্চ ২০২২ ২০:৪৩735917
  • লাইভ স্ট্রিমিং-এর কথা খ্যাল রাখবেন, বন্ধুগণ 
  • π | ০৪ মার্চ ২০২২ ২০:৫৪735921
  • অনেকে প্রায় রোজই খোঁজ করেছিলেন,  এই বইগুলির জন্য। চলে এল আজ।

    'কুমুদির জন্যে' নিয়ে কোন কথা আগে হয়নি। এটা ছিল আমাদের কুমুদির জন্য সারপ্রাইজ!
  • π | ০৫ মার্চ ২০২২ ২০:৩৬735922
  • এ ছবির কী ক্যাপশন হওয়া উচিত,  ভাবছি।
    যে তুলেছে, সেই দিক বরং।

  • π | ০৫ মার্চ ২০২২ ২১:২৩735923
  • শ্যামলদা।
     
  • π | ০৫ মার্চ ২০২২ ২৩:১৬735924
  • | ০৫ মার্চ ২০২২ ২৩:২৩735925
  • আরে মারিয়া আরো ছবি তুলেছে গাফা গাদা। আমার সাথে। আমি আর হুতো। হীরেনবাবু এসেছেন আজকে। দারুণ মানুষ। দীপ্তায়ন আর সিএস। ফুটকি আর পপিন্স। এলেবেলের সাথে সাক্ষাৎ ও আলাপ হল। মঞ্জিরা এসেছিলেন। তন্বী ত ছবিতেই আছে। 
  • রৌহিন | ০৫ মার্চ ২০২২ ২৩:২৭735926
  • আজ বেশ মেলা মেলা মনে হচ্ছিল বটে। পুলিশের সাথে ঝগড়া কল্লাম আমি আর মামু - তখন পাইকে খুব মিস করেছি। পাই থাকলে ওই পুলিশকাকু আজ দিনের শেষে গোটা চেরেক গুরুর বই বউকে উপহার দিত, নিশ্চিত
  • kk | 2600:6c40:7b00:1231:c0cb:a096:f614:***:*** | ০৫ মার্চ ২০২২ ২৩:২৭735927
  • ছবিতে কে কে একটু লিখে দেবে না? আমি হুতো, মামু আর দমুদি ছাড়া কাউকে চিনিনা। আরেকটা প্রশ্ন, যদি কেউ বইমেলায় যেতে না পারেন, অথ্চ এই বইগুলোর মধ্যে কোনো কোনোটা কিনতে চান (স্পেসিফিক্যালিই বলি -- 'রুহানি' ও 'রসুইঘরের রোয়াক'), তাহলে পরে কোথা থেকে কিনতে পারেন?
  • r2h | 2405:201:8005:9947:53e:4f3c:8c9c:***:*** | ০৫ মার্চ ২০২২ ২৩:৩০735928
  • কী ভিড়, দুপুর রোদে!


    তদারকিতে প্যালারাম।।

    কত কত বই বই
     

    'যে সুচিত্রা সেন কিডন্যাপ হয়েছিলেন'-এর প্রথম ক্রেতা!


    লেখক সম্পাদক সম্মেলন - সুদীপ্ত পাল।


    হীরেনবাবু এবং হুতেন্দ্রবাবু।


    বেলাশেষের হিসাব নিকাশ।
  • | ০৫ মার্চ ২০২২ ২৩:৪৪735929
  • ফুটকি পপিন্স
     
  • Abhyu | 47.39.***.*** | ০৬ মার্চ ২০২২ ০০:৪৮735930
  • বেশ লাগল
  • π | ০৬ মার্চ ২০২২ ১০:৩৭735931
  • kk | 2600:6c40:7b00:1231:c0b1:af1e:c0b7:***:*** | ০৬ মার্চ ২০২২ ১০:৪৩735932
  • বাঃ, বেশ বেশ।
  • π | ০৬ মার্চ ২০২২ ১০:৪৪735933
  • কেকে, এই নং এ হোয়াপ করে রাখলেই হবে!  ঃ)  তবে পোস্ট হতে হয়তো মেলার পর। রাধা তো রোজ প্রেস আর মেলাই করে চলেছে ঃ( 
  • π | ০৬ মার্চ ২০২২ ১০:৪৫735934
  • প্রতিভাদি ও ইন্দ্রাণীদি।

  • kk | 2600:6c40:7b00:1231:c0b1:af1e:c0b7:***:*** | ০৬ মার্চ ২০২২ ১০:৪৯735935
  • হ্যাঁ পাই। তাড়া নেই। মেলা ভালো করে হোক আগে।
  • পারমিতা | 113.193.***.*** | ০৬ মার্চ ২০২২ ১০:৫৪735936
  • প্রতিভা দি আর ইন্দ্রানীর এটাই ইউটিউবে দেখলাম।
  • পারমিতা | 2409:4060:211:d35c:87e9:f852:ded3:***:*** | ০৬ মার্চ ২০২২ ২০:৫৫735938
  • আজকের বইমেলা
  • পারমিতা | 2409:4060:211:d35c:87e9:f852:ded3:***:*** | ০৬ মার্চ ২০২২ ২০:৫৫735939
  • আজকের বইমেলা
  • S | 2001:620:20d0::***:*** | ০৭ মার্চ ২০২২ ০১:২৬735942
  • π | ০৫ মার্চ ২০২২ ২০:৩৬
    যিনি ছবি তুলছেন, তিনিই তো পোজ দিয়েছেন। ঃ))
  • কোয়েল Maria | ০৭ মার্চ ২০২২ ০১:৫৬735945
  • শোনো জনগণসসস....আমি মোটামুটি সারা বছর শরে সাইটে উপস্থিত না থাকিবার ইয়ে পূরণ করিয়া গেলুম! উইথ পেনাল্টি
    (প্রায় গোটা ৭০/৭৬ খান ছবিছাবা আপ্লোডাইয়া)
    হাতেখড়ি হইতে না হইতেই এক্কেরে পরীক্ষার দোরগোড়ায়!  আর ক্কোনো কথা হবে না
  • কোয়েল Maria | ০৭ মার্চ ২০২২ ০২:০৩735946
  • উপরের 'শরে' টা 'ধরে' হবে।
     
    আর এরপর দি সাইটে না আসার জন্য বকা দিলেই আমি স্টল নম্বর ৫৪৬ এর সামনে বসে হাত পা ছুঁড়ে কাঁদব। এমনিতেই মামু আমায় ঘ্যানঘ্যানে মারিয়া বলেই দিয়েছে!
    ফলে সে নামকরণ কে আরও শক্তিশালী পারফেক্টো করে তুলতে আমার এট্টুও অতিরিক্ত খাটুনি করতেই হবে না হ্যাঁ.... এই বলে গেলুম
  • dc | 122.174.***.*** | ০৭ মার্চ ২০২২ ০৭:৪৮735947
  • বাঃ ছবিগুলো বেশ ভালো লাগলো। কোয়েল মারিয়ার তোলা মারিয়া বুক স্টল এর ছবি আরও ভালো লাগলো। 
  • r2h | 134.238.***.*** | ০৭ মার্চ ২০২২ ১২:৫৬735948
  • আমি কাল বেশি ছবি তুলিনি, সে অবশ্য কোনদিনই তুলি না, চাওলার সন্ধানে চাতকের মত চেয়ে থাকাই আমার মূল কাজ। হনুদা এসেছিল, হনুদার সঙ্গে এই আমার প্রথম চাক্ষুষ দেখা।

    ভয়ানক ভিড়, গত ক'বছর ধরেই একশো স্কোয়ার ফিটের স্টলে সামলাতে খুব অসুবিধা হয়, এই বছর একশো স্কোয়ারফিট কমিয়ে পঁয়্ষট্টি করে দিয়েছে, তাতে আরো অসুবিধে। এদিকে আশেপাশে বড় বড় স্টল ধু-ধু, কোন লোকজন নেই, কিন্তু আমাদের বড় স্টলের দর্খাস্ত কেন মঞ্জুর হয় না কে জানে। তার মধ্যে বইমেলা পিছিয়ে যাওয়াতে গরম পড়ে গেছে, দুপুর রোদে মাথা খারাপ, রাধাকান্ত, উত্তম, দীপংকর এরা রোজ কীভাবে যে দুপুর থেকে রাত পর্যন্ত নাওয়া খাওয়া ভুলে একটুও না উঠে বিল কেটে যাচ্ছে, এ বিরাট ব্যাপার। আর নীপাদি, ভর দুপুর মাথায় নিয়ে এসে স্টল খুলছেন, সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে দিয়ে লোকজনকে কাজ কর্ম বুঝিয়ে দিচ্ছেন, ওদিকে মারিয়া সারাক্ষণ বই খুঁজে দেওয়া, কোনটা আছে কোনটা নেই, কর্মবীরদের দেখে দেখে আমি রীতিমত ব্রীড়াবনত।

    সে যাই হোক, এই ছবির ঝাপসা হাতের কন্টেক্স্ট হলো 'না না ছবি না'। আর প্যালারাম এই ছবির ক্যাপশন দিয়েছে 'গুরুর মেয়ে ঘরে ফিরেছে'। ঘরে না বলে স্টলে বলা ভালো, এইটা হলো তিব্বত (মানে ঐ আরকি, হিমালয়ের তরাই অঞ্চল) - দমদম - নীপাদির বাড়ি স্যুটকেস রাখা - বইমেলা।


    আর তারপরের স্টেপ হল স্টলের সামনে ছাউনি।

     
    কাল একটু সেলিব্রিটি সমাগম হয়েছিল, জুন আন্টি চরিত্রখ্যাত উষষী চক্রবর্তী অনেকবার এসেছিলেন, তাতে স্টলের সামনে খুব সেল্ফিপিয়াসীদের ভিড় হয়েছিল। বামপন্থী নেতা শতরূপবাবু এসেছিলেন, তাতেও ঐ হয়েছিল।

    তবে সমস্যা হল, আমার স্ত্রী মইয়ে চড়া রাধাকান্তর ছবি দেখে তাকে আমি ভেবেছে। সেই ভুল ধরিয়ে দেওয়ায় আবার বলেছে লং ডিস্ট্যান্স রিলেশনশিপে ওরকম হয়।

    চিন্তায় আছি।
  • | ০৭ মার্চ ২০২২ ১৩:১১735949
  • আচ্ছা প্যালারামকে আমি হাবুল সেন ভেবেছিলাম। 
  • কোয়েল Maria | ০৭ মার্চ ২০২২ ১৯:০১735950
  • আজ না গিয়ে হেব্বি মিসাচ্ছি ঃ(
    আজকের আপডেট কই?
  • r2h | 2405:201:8005:9947:7dab:b6a4:e51c:***:*** | ০৭ মার্চ ২০২২ ১৯:৩৯735951
  • এখনই আপডেট কী? এই তো সবে মেলা জমে উঠলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন