মানালি, আপনি এখনকার লেখক কাদের পড়া যেতে পারে জানতে চেয়েছেন। আমি কয়েকটা নাম দিই কেমন। দু চারটে করে বইয়ের নামও দেবার চেষ্টা কিরছি।
অনিতা অগ্নিহোত্রী - মহানদী, মহাকান্তার, প্লাবনজল, কাস্তে
তৃষ্ণা বসাক - চরের মানুষ, অজিত সিং ভার্সেস অজিত
অমর মিত্র - ধ্রুবপুত্র, অশ্বচরিত, মোমেনাশাহী উপাখ্যান
নলিনী বেরা - শবর চরিত, সুবর্ণরেখা
পরিমল ভট্টাচার্য - সাতগাঁর হাওয়াতাঁতিরা, শাংগ্রিলার খোঁজে, অপুর দেশ
অভিজিত সেন - মৌসুমি সমুদ্রের উপকূল, রহু চন্ডালের হাড়
স্বপ্নময় সেনগুপ্ত - জলের উপর পানি, হলদে গোলাপ
সেমিমা হাকিম - অবনী বহিয়া যায়
হামিরুদ্দিন মিদ্যা - আজরাইলের ডাক, মাঠরাখা
শাহযাদ ফিরদৌস - ব্যাস, মৃত্যুর জন্ম ও মৃত্যু, শ্যাম যমজ
সুহান রিজওয়ান - পদতলে চমকায় মাটি, মুখোশের দিন বৃষ্টির রাত, গ্রাফিত্তিও প্রশ্ন করে
বিপুল দাস - সরমার সন্ততি
এছাড়া বর্তমান নন
দেবেশ রায় - তিস্তাপারের বৃত্তান্ত
সুলেখা সান্যাল
নবনীতা দেবসেন
সাবিত্রী রায়
রাধারানী দেবী
রিজিয়া রহমান - বং থেকে বাংলা
সবকটাই আপনার ভাল লাগবে না হয়ত। তবে আমি বলব ভাল না লাগলেও প্রত্যেকের অন্তত একটা কি দুটো বই পড়ুন। তাহলে আপনি জানবেন আপনরা কী কী ভাল লাগছে।
ব্রো ক্লাব এগুলোর অনেকগুলোই নস্যাৎ করে দেবেন। তবু আপনি পড়ে দেখুন।
হ্যাপ্পী রিডিং।