@২৩ঃ৪৪ কি ধরণের লেখা খুঁজছেন?
কাঁচা কিন্তু হিস্টোরিকাল ন্যারেটিভ হিসেবে গুরুত্ত্বপূর্ণ ফিকশন যদি খোঁজেন তাইলে দেবেশ রায় এর যোগেন মন্ডল সংক্রান্ত টলস্টয় সাইজের বইটি দিয়ে শুরু করতে পারেন, ব্যক্তিগত ন্যারেটিভ চাইলে মনোরঞ্জন ব্যাপারি পড়তে পারেন, ম্যায় বরিশাইল্যা বলে একটা হিন্দী বই আছে, দন্ডকারণ্যের রিফিউজিদের নিয়ে, খুব নাম করেছে বইটা। দেবজানি সেনগুপ্তর কাজ আছে দন্ডকারণ্যের রিফিউজিদের নিয়ে। অনুরাধা কি যেন বলে একজন ছিটমহলের উপরে কাজ শুরু করেছিলো, শেষ করেছে কিনা মনে করতে পারছি না।
পরিমল ভট্টাচার্য্যের নন ফিকশন হিসেবে রেখা কিন্তু প্রচুর পার্সোনাল স্টোরি পড়তে পারেন, ফিল্ড নোট্স অফ ওয়াটার্বোর্ন ল্যান্ড পড়তে পারেন, আশ্চর্য্য ভালো লেখা। ৭১ এর পরের পোরৌস বর্ডার এবং কখনো এস্কেপ, কখনো জীবিকা সন্ধান, বেশির ভাগ সময়েই দুটো মিলিয়ে, অথচ সবটাই একটা বিশেষ দাংগার প্রেক্ষিতে নাও হতে পারে।
যদি আকাদেমিক লেখা খোঁজেন শেখর বন্দ্যোপাধ্যায় দিয়ে শুরু করতে পারেন, অথরিটি হিসেবে পরিচিত, ইতিহাস এর দিক থেকে।
অনির্বান মুখোপাধ্যায় এর কাস্ট পলিটিক্স নিয়ে লেখার নাম আছে। কাস্ট নিয়ে থিওরেটিকাল লেখা খুঁজলে নিকোলাস ডার্কস, কাস্ট অফ মাইন্ড বলে একটা বই আছে, সেটা কিছুটা দেখে, তার পরে নানা অঞ্চলের নানা কাস্ট নিয়ে আলাদা করে চর্চা করতে হতে পারে।
মাইগ্রেশন স্টাডিজ আজকাল আলাদা ভাবে হয়, তাতে আসাম, ত্রিপুরা, বাংলা, উত্তরবংগ ইত্যাদির কম্পারেটিভ স্টাডিজ যদি করতে চান, তাহলে আপনাকে বাংলাদেশ, পাকিস্তান, আসাম, বাংলা মেশানো সোর্স দিয়ে দেখতে হবে, নাহলে ন্যাশনালিস্ট হিস্টোরিয়োগ্রাফির ফাঁদে পড়বেন। জনম মুখার্জি, লাল খান, তাহির কামরান, শুভ বসু পাশাপাশি রেখে পড়তে পারেন, তাতে পার্টিশন পরবর্তী সময়ে পাকিস্তান ও বাংলাদেশের আভ্যন্তরীন রাজনীতিতে ভারতের রেফারেন্স এর রেটোরিক সম্পর্কে একটা ধারণা হবে। এ মানে লম্বা গল্প।
সেমিনাল পোবোন্দো দিয়ে শুরু করতে গেলে, জেস্টর, ইপিডাব্লিউ দিয়ে শুরু করতে পারেন, তার পরে বাংলাদেশ আর পাকিস্তানের সিরিয়াস বইয়ের বিজ্ঞাপনে চোখ রাখতে পারেন।
কাস্ট ভীষণ স্থান ভেদে আলাদা, তাই শুধু মহারাষ্ট্র, বা উত্তর ভারত পড়লে হবে না। যদিও কারিকুলামে সেটাই প্রধান। তবে মানতেই হবে, মহারাষ্ট্র, কেরালা, তামিলনাদু, কর্ণাটক, অন্ধ্র এসব জায়গায় কাস্টের থিয়োরাইজেশন এবং পোলিটিকাল মুভমেন্ট বহুদিন ধরে হছে, তার আলাদা বিবলিওগ্রাফি। তেতুম্বে, অরুন্ধতি, নামদেও ধাসাল ভালো এন্ট্রি পয়েন্ট। সাধারণ ভাবে ধরা হয়, বৌদ্ধ ধর্মের তান্ত্রিক অংশ, চৈতন্যের আন্দোলন এবং ইসলাম পর পর অনেক গুলো নিম্ন বর্গীয় সোশাল মোবিলিটি তৈরী করায় আমাদের এখানে বাংলায়, কাস্টের আর্টিকুলেশন এবং তার রাজনীতি একটু অন্য রকম ভাবে সংজ্ঞায়িত হয়েছে।
এই মোটামুটি এখান থেকে ওখান থেকে ঝেড়ে জোগাড় করা গেল। স্পেশালিস্ট চর্চার লোকেরা আবশ্যই অন্যভাবে বলবেন।