একেই কি কবিতার প্রতি ভালবাসা বলে? এই কথা বলছি এই কারণেই, আজ অনেকক্ষণ আগে চুপ ক'রে এমনিই ব'সেছিলাম। হঠাৎ ক'রে আমার মাথায় কোনও এক কবির কোনও এক কবিতার বইয়ে পড়া একটা লাইন জাঁকিয়ে ব'সে পড়ল। লাইনটা এই: 'কাল খুব স্বপ্নের ভিতরে' এখন আমি কিছুতেই মনে করতে পারছিলাম না যে, এই লাইনটা কোন কবির কবিতার বইয়ে পড়েছি? জীবনানন্দ দাশ? সুনীল গঙ্গোপাধ্যায়? সেইমতো আমার ব্যক্তিগত সংগ্রহে থাকা এঁদের কবিতার বইয়ের সমস্ত পাতায় থাকা সমস্ত কবিতায় পাগলের মতোই খুঁজে চললাম এই একটি লাইন: 'কাল খুব স্বপ্নের ভিতরে'
কিন্তু কিছুতেই খুঁজে পেলাম না। অনেক, অনেক পরে মনে পড়ল, শঙ্খ ঘোষের 'ছন্দের ভিতরে এত অন্ধকার' কাব্যগ্রন্থে 'কাল খুব স্বপ্নের ভিতরে' শিরোনামে একটি কবিতা পড়েছিলাম। তো সেইমতো শঙ্খ ঘোষের 'ছন্দের ভিতরে এত অন্ধকার' কাব্যগ্রন্থটি বের করলাম আমার অগোছালো বইসকলের মধ্যে থেকে। এবং শেষমেশ পেয়েও গেলাম কবিতাটি। তারপরের যে আনন্দ, তা ব'লে বোঝানোর নয়। ছন্দের ভিতরে সত্যিই এত অন্ধকার যে, ছন্দকে সহজে হাতে তুলে নেওয়া যায় না। সম্পূর্ণ কবিতাটি এখানে রেখে দিলাম—
কাল খুব স্বপ্নের ভিতরে
শঙ্খ ঘোষ
একটি শিশুর মুঠি আমার অস্পষ্ট হাতে ধরা
বরফ বরফ—আমরা উঠে যাচ্ছি পা ফেলে পা ফেলে
শেষাদ্রিচুড়োয়, আর চেয়ে আছি দিগন্তের দিকে
তখন কি ভোর হচ্ছে না কি সন্ধ্যা বোঝা যায় না ঠিক
কেবল এটুকু বুঝি, চোখ, সে তো সমস্ত দেখেছে
দেখেছে যে রুপোঝরা বলয়িত সূর্যের সভায়
সবুজ সবুজ শুধু সবুজের বিচ্ছুরণ লেগে
আগুন যেন-বা কোনো প্রেমিকের সজলতা পেল,
কী হয় কী হয় না-বা—তার কোনো সীমালেখা নেই
সেকথা জেনেই আমি উড়ে যাই বহু ডানা মেলে
শিশুটি দাঁড়িয়ে থাকে, মুখে তার দিব্যবিভা পড়ে—
এই ছবি জেগেছিল কাল খুব স্বপ্নের ভিতরে।