এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যদুবাবু | ২৫ নভেম্বর ২০২৫ ০৫:৩৯543634
  • এই এক ছাতার তলায় আনার ব্যাপারটা মোটেও সুবিধের নয়। একে তো ছাতা একটা এমন জিনিষ যে যখন-তখন হারিয়ে যায়, বা লোকে ঝেঁপে দেয়, বা এর ছাতা ও নিয়ে চলে যায়। এই যেমন ডিসির ক্যাপিটালিজ়মের কালো ছাতা যদি ভুল করে কৌতূহলী নিয়ে কমিউনিজ়মের বলে আমাদিগের মাথায় ধরেন তাহলেই তো অ্যাক চিত্তির। 

    তাছাড়াও বড্ড গ্যাঞ্জাম হবে, লোকে ঠেলাঠেলি করবে মিনিবাসের মতন, ইত্যাদি। 

    আমি তাই ছাতাফাতার ব্যাপারে নেই। একটি নিজস্ব বিবর্ণ রেনকোট, অনাদায়ে স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেট মাথায় পরে, হাল্কা ভিজে বাড়ি ফিরবো। 
  • শ্রীমল্লার বলছি | ২৫ নভেম্বর ২০২৫ ০০:৫১543633
  • একেই কি কবিতার প্রতি ভালবাসা বলে? এই কথা বলছি এই কারণেই, আজ অনেকক্ষণ আগে চুপ ক'রে এমনিই ব'সেছিলাম। হঠাৎ ক'রে আমার মাথায় কোনও এক কবির কোনও এক কবিতার বইয়ে পড়া একটা লাইন জাঁকিয়ে ব'সে পড়ল। 
    লাইনটা এই: 'কাল খুব স্বপ্নের ভিতরে' 
    এখন আমি কিছুতেই মনে করতে পারছিলাম না যে, এই লাইনটা কোন কবির কবিতার বইয়ে পড়েছি? জীবনানন্দ দাশ? সুনীল গঙ্গোপাধ্যায়? সেইমতো আমার ব্যক্তিগত সংগ্রহে থাকা এঁদের কবিতার বইয়ের সমস্ত পাতায় থাকা সমস্ত কবিতায় পাগলের মতোই খুঁজে চললাম এই একটি লাইন: 'কাল খুব স্বপ্নের ভিতরে' 
     
    কিন্তু কিছুতেই খুঁজে পেলাম না। অনেক, অনেক পরে মনে পড়ল, শঙ্খ ঘোষের 'ছন্দের ভিতরে এত অন্ধকার' কাব্যগ্রন্থে 'কাল খুব স্বপ্নের ভিতরে' শিরোনামে একটি কবিতা পড়েছিলাম। তো সেইমতো শঙ্খ ঘোষের 'ছন্দের ভিতরে এত অন্ধকার' কাব্যগ্রন্থটি বের করলাম আমার অগোছালো বইসকলের মধ্যে থেকে। এবং শেষমেশ পেয়েও গেলাম কবিতাটি। তারপরের যে আনন্দ, তা ব'লে বোঝানোর নয়। ছন্দের ভিতরে সত্যিই এত অন্ধকার যে, ছন্দকে সহজে হাতে তুলে নেওয়া যায় না। সম্পূর্ণ কবিতাটি এখানে রেখে দিলাম—
     
     
    কাল খুব স্বপ্নের ভিতরে 
    শঙ্খ ঘোষ
     
    একটি শিশুর মুঠি আমার অস্পষ্ট হাতে ধরা
    বরফ বরফ—আমরা উঠে যাচ্ছি পা ফেলে পা ফেলে
    শেষাদ্রিচুড়োয়, আর চেয়ে আছি দিগন্তের দিকে 
    তখন কি ভোর হচ্ছে না কি সন্ধ্যা বোঝা যায় না ঠিক
    কেবল এটুকু বুঝি, চোখ, সে তো সমস্ত দেখেছে 
    দেখেছে যে রুপোঝরা বলয়িত সূর্যের সভায়
    সবুজ সবুজ শুধু সবুজের বিচ্ছুরণ লেগে
    আগুন যেন-বা কোনো প্রেমিকের সজলতা পেল, 
    কী হয় কী হয় না-বা—তার কোনো সীমালেখা নেই 
    সেকথা জেনেই আমি উড়ে যাই বহু ডানা মেলে
    শিশুটি দাঁড়িয়ে থাকে, মুখে তার দিব্যবিভা পড়ে— 
    এই ছবি জেগেছিল কাল খুব স্বপ্নের ভিতরে। 
     
     
  • কৌতূহলী | 115.187.***.*** | ২৪ নভেম্বর ২০২৫ ২৩:১৮543632
  • সারা পৃথিবী তো ক্যাপিটালিজম এর ছাতাতেই আছে। আবার নতুন করে কী আনবেন?আমি অবশ্য সারা পৃথিবীকে কমিউনিজম এর ছাতায় আনতে চাই। 
  • dc | 2a09:bac3:3f42:1a8c::2a5:***:*** | ২৪ নভেম্বর ২০২৫ ২২:৪৪543631
  • আচ্ছা, আমি যেমন সারা পৃথিবীকে ক্যাপিটালিজমের ছাতায় আনতে চাই। 
     
    ক্রুগম্যানের ভিডিও শুনবো, ধন্যবাদ। 
  • দ্রি | 2605:6400:30:f78b::***:*** | ২৪ নভেম্বর ২০২৫ ২২:৩৭543630
  • টেক ডেভেলপমেন্ট অনেক বছর ধরে চলছে সেটা কথা নয়। কথা হল কোন স্ট্র্যাটেজিতে সারা পৃথিবীকে এক ছাতার তলায় আনা যাবে। অনেকে মনে করে এলিয়েন থ্রেট। এখানে ওয়ান ওয়ার্ল্ড গভর্মেন্টের একটা আকাঙ্খা আছে। 
  • দ্রি | 2605:6400:30:f78b::***:*** | ২৪ নভেম্বর ২০২৫ ২২:৩০543629
  •  
    ডিসি এখানে পল ক্রুগম্যানের বক্তব্য শুনুন। 
  • dc | 2402:e280:2141:1e8:fd36:d6cb:a6e5:***:*** | ২৪ নভেম্বর ২০২৫ ২২:১৮543628
  • এদিকে জিমি ক্লিফও মারা গেলেন। ওনার দুটো গান আমার খুব প্রিয়, শুনে দেখতে পারেনঃ  
     
     
  • dc | 2402:e280:2141:1e8:fd36:d6cb:a6e5:***:*** | ২৪ নভেম্বর ২০২৫ ২২:১৫543627
  • দ্রি, হ্যাঁ এপস্টেইন এলিটদের ব্ল্যাকমেল করার জন্য ওইসব করতো বলে অনেকে বলছে। 
     
    তবে এলিয়েন আক্রমনের ভয় দেখাচ্ছে যাতে টেকনোলজি ডেভেলপমেন্ট হয়, এটা কেমন যেন। টেক ডেভেলপমেন্ট তো এমনইতেই চলছে দশ হাজার বছর ধরে, এলিয়েন অর নো এলিয়েন। অবশ্য মেন ইন ব্ল্যাক সিনেমায় দেখিয়েছিল ভেলক্রো, মাইক্রোওয়েভ ইত্যাদি অনেক টেকনোলজি এলিয়েনরাই আমাদের দিয়েছে, সেটা হতে পারে। 
  • দ্রি | 107.189.***.*** | ২৪ নভেম্বর ২০২৫ ২১:৫৪543626
  • ইউএফওর ব্যাপারটা আমি একটু অন্যভাবে দেখি।
     
    ইউএফও বলে যেগুলো উড়ে বেড়ায় সেগুলো আসলে সিক্রেট টেকনলোজি টেস্টিং। দেখে ফেললে মানুষ হাজার প্রশ্ন করবে। এইসব কি। কেন বানাচ্ছো। ফান্ডিং কোত্থেকে পেলে। ঐসব থেকে ডিস্ট্রাক্ট করার জন্য এলিয়েনের গপ্পো ফাঁদা হয়েছে।
     
    আরো একটা ব্যাপার আছে। জেনারেল কনসেনসাস যদি বানানো যায় যে এলিয়েন আছে এবং এরা পৃথিবী আক্রমণ করবে, তাহলে পৃথিবীর মানুষদের এক করে নিউ টেকনোলজি ডেভেলপমেন্ট টু কাউন্টার এলিয়েন্স করা যেতে পারে যাতে একটা বুম হতে পারে। কারেন্ট ইকোনমিক ইকোনমিক  মডেল নীডস সাকসেসিভ বুমস। 
     
    ফর এক্সাম্পল, এখন যেই বুমটা ইঞ্জিনিয়ার করার চেষ্টা চলছে সেটা হল এয়াই বুম। 
  • দ্রি | 2a0b:f4c2:4::***:*** | ২৪ নভেম্বর ২০২৫ ২১:৩২543625
  • @ডিসি
     
    এপস্টাইন মোসাদ এজেন্ট এই কথা মেইনস্ট্রিম মিডিয়ায় হয়ত হালে এসেছে। কিন্তু কন্সপিরেসি থিওরি হিসেবে দীর্ঘদিন আছে। ওয়ার্ল্ড লিডার দের মিটিং করানো এইসব তো এরা করেই। এপস্টেইনের বিশেষত্ব ছিল পাওয়ারফুল দের বাচ্চা মেয়ে সাপ্লাই করা। কেন করে ? টু কীপ দেম ইন লাইন। যাতে দরকারে তাদের ব্ল্যাকমেল করা যায়। এইভাবেই ডিপ স্টেট পলিটিশিয়ান এবং ইনফ্লুয়েন্সিয়াল পিপল দের কন্ট্রোল করে।কারন কথা না শুনলে শাস্তি হল এক্সপোজার। 
  • dc | 2401:4900:262f:5d3b:5cc8:a36c:f304:***:*** | ২৪ নভেম্বর ২০২৫ ২০:০৭543624
  • তা হতে পারে, কিন্তু এককের সাথে কথা বলা খুব ডেঞ্জারাস। পুলিশে ধরে আর ফাইন দেয় angry
  • Ranjan Roy | ২৪ নভেম্বর ২০২৫ ১৮:১৬543623
  • " ভার্সন তৈরী থাকে স্মৃতির। সেটা গুয়ের ন্যারের মতো ভাসতেই থাকে।একটার তলায় আরেকটা লেয়ার।  সে যত পুরোনো স্মৃতি হোক।"
     
    --এটা একক হেব্বি দিল! সিগ্নেচার একক। এইরকম আউট অফ দ্য বক্স থিংকিং পাওয়ার এর জন্যই একক আমার প্রিয়। সব সময় অজ্জিনাল! কখনও বাসি হয় না। 
  • dc | 2402:e280:2141:1e8:3149:e4ec:8db6:***:*** | ২৪ নভেম্বর ২০২৫ ১৪:৪৯543622
  • হ্যাঁ, মোদি আর এপস্টিনের খবরটা পড়েছি। তবে গতকাল একটা ভারি ইন্টারেস্টিং পডকাস্ট শুনছিলাম। সেটায় একজন ইনটেলিজেন্স এজেন্সির লোককে জিগ্যেস করা হলো, এপস্টিন কি সিআইয়ে বা মোসাদ এর হয়ে কাজ করতো? তাতে লোকটি হোস্টকে বললেন, আপনি প্রশ্নটা উল্টো করছেন। এপস্টিন গ্লোবাল এলিটদের গ্রুপে চলাফেরা করতো, যারা বিয়ন্ড ইন্টারন্যাশনাল, যাদের অসীম ক্ষমতা, যাদের কাছে একমাত্র কারেন্সি হলো ইনফ্লুয়েন্স। যেমন ধরুন, ইসরায়েলের প্রাক্তন মুখ্যমন্ত্রী এহুদ বারাক যখন পুটিন এর সাথে দেখা করতে চেয়েছিলেন, তখন এপস্টিন বারাক আর পুটিন এর মধ্যে যোগাযোগ করে দিয়েছিলেন, তারপর দুজনের মিটিং হয়েছিল। আপনার কি মনে হয়, পৃথিবীতে কজনের এই ধরনের পাওয়ার আর ইনফ্লুয়েন্স আছে? হয়তো পাঁচজন, বা দশজন? কাজেই আপনার প্রশ্নটা আসলে হওয়া উচিত, সিআইয়ে বা মোসাদ কি এপস্টিন এর হয়ে কাজ করতো?
     
    এই তো হলো ব্যাপার।   
  • একক | 2401:4900:8ffc:c954:a8cb:345:8584:***:*** | ২৪ নভেম্বর ২০২৫ ১৪:৪৮543621
  • মানে এস সাচ "কোথাও " থাকে না। স্মরণ করার রাস্তাই স্মৃতি।
  • একক | 2401:4900:8ffc:c954:a8cb:345:8584:***:*** | ২৪ নভেম্বর ২০২৫ ১৪:৪৬543620
  • দশ বছর আগের স্মৃতি মনে করতে গেলে দশ বছর পিছোতে হয় বা পনেরো বছরের ক্ষেত্রে পনেরো বছর পিছোবে এরকম আদৌ না। কোন ইভেন্ট কত ফ্রিকোয়েন্টলি রিট্রিভ হয়ে থাকে তার উপর বেস করে একটা লো পিক্সেল( বোঝানোর জন্যে বলা )  ভার্সন তৈরী থাকে স্মৃতির। সেটা গুয়ের ন্যারের মতো ভাসতেই থাকে।একটার তলায় আরেকটা লেয়ার।  সে যত পুরোনো স্মৃতি হোক। কিন্তু স্মৃতির বয়েসধরে নয়। তো ,তাই দিয়ে আর কল্পনা মিশিয়ে মানুষের বেশিরভাগ কাজ চলে যায় ।নেহাত দায়ে পড়লে পুলিশ ইন্টারোগেট করলে এরকম রেয়ার কেসে হাই পিক্সেল ভার্সন রিচ করার দরকার পড়ে। তখন জুম করে করে যায়। তাতেও কল্পনা মেশে  ।সফ্টওয়ার মানেই সালা জল মেশাবে। স্বাভাবিক।
  • dc | 2402:e280:2141:1e8:3149:e4ec:8db6:***:*** | ২৪ নভেম্বর ২০২৫ ১৪:০২543618
  • যা, ধর্মেন্দ্র মরে গেল। ধর্মেন্দ্রর দুটো সিনেমা দেখেছি, যদ্দুর মনে পড়ছে - শোলে আর য়াদোঁ কি বারাত। আরও দুয়েকটা দেখে থাকতে পারি ছোটবেলায়, আপাতত মনে পড়ছে না। 
  • dc | 2402:e280:2141:1e8:3149:e4ec:8db6:***:*** | ২৪ নভেম্বর ২০২৫ ০৯:১৮543616
  • দুটো জিনিষ নিয়ে খুব হৈচৈ হচ্ছেঃ 
     
    আমেরিকার সরকার বা ডোলান ডাক কি ফাইনালি, অফিসিয়ালি অ্যানাউন্স করবে যে এলিয়েনরা পৃথিবীতে উড়ে বেড়াচ্ছে? 
     
    জেফ্রি এপস্টিন কি মোসাদ বা সিআইয়ে বা অন্য কোন ইন্টেলিজেন্স এজেন্সির হয়ে কাজ করতো? 
     
    দ্রি যদি এসব নিয়ে লিখতেন তো খুব ভালো হতো। 
  • শ্রীমল্লার বলছি | ২৪ নভেম্বর ২০২৫ ০৩:২৭543615
  • ঋতুপর্ণ ঘোষ পরিচালিত চলচ্চিত্র 'খেলা' (২০০৮) দেখলাম আবারও... ঘোরের মধ্যেই আছি। থাকব অনেকদিন পর্যন্ত। যেমন প্রথমবার দেখার পরের ঘোর থেকে বেরোতে পারিনি আজও... 
  • Basudeb Gupta | ২৩ নভেম্বর ২০২৫ ১৭:২০543614
  • I listened to guruchandali youtube of Mr. Saikat. He enquired if no one can make a code to search the voter list quickly. I was inspired and wrote some code in python which can create database per constituency and allow one to search etc.  Anyone interested to try it may personally email me. This is entirely free and for public use, but not in a shape that anyone can use. one needs python running in a laptop.   
    And it is not intended for any purpose except helping hapless guys like me searching for names in the web site. I went thru about 8 lakh names to search myself and my parents and so i know how it  feels. 
     
  • Ranjan Roy | ২৩ নভেম্বর ২০২৫ ১৪:০৩543613
  • শ্রীমল্লার
    সুন্দর গুছিয়ে বক্তব্য রেখেছেন।
    আমি আপনার বক্তব্যের সঙ্গে সহমত, আর বলার ভঙ্গিতে ফিদা।
    লড়ে যান ভাই!
  • . | ২৩ নভেম্বর ২০২৫ ০৪:১৪543612
  • ছোটোবেলা থেকেই ওদের চিনি laugh
  • aranya | 2601:84:4600:5410:d9c1:8796:626d:***:*** | ২৩ নভেম্বর ২০২৫ ০২:২৯543611
  • হ্যাঁ, চ্যাটার্জি 
  • . | ২৩ নভেম্বর ২০২৫ ০২:০৮543610
  • "আর এক বার এক বন্ধুর বাড়িতে, সুদীপ্ত, সুমনের ওপর একটা ডকু করেছিল..."
    সুদীপ্ত কে? চ‍্যাটার্জি?
  • aranya | 2601:84:4600:5410:ecb9:3483:cfa0:***:*** | ২৩ নভেম্বর ২০২৫ ০১:৩৫543609
  • 'সুমনের গান স্টেজে অনেক-অনেকবার শুনেছি, সেও অবশ্য খুব সম্প্রতি নয়। দারুণ লাগতো। গান তো বটেই। সারকাস্টিক কমেন্টারিও'
    - আমি শুনেছি বার দুয়েক স্টেজে, আর এক বার এক বন্ধুর বাড়িতে, সুদীপ্ত, সুমনের ওপর একটা ডকু করেছিল - ফ্রি টু সিং। সুমন তখন 'আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে ' ঐ গানগুলো তৈরী করছেন, দু এক মাস পর ক্যাসেট টা বেরোবে, তখনও অপ্রকাশিত, কারোর না শোনা গান শোনাচ্ছেন আমাদের  -সে বড় মধুর সন্ধ্যা 
  • অরিন | 119.224.***.*** | ২৩ নভেম্বর ২০২৫ ০১:৩১543608
  • ২০২৩ এ এখানে জাকির হুসেনকে বাজাতে দেখেছিলাম। লাহোরি গত, এখনো কানে লেগে আছে, অসাধারণ বাজ। সেদিন সঙ্গত দিয়েছিলেন বেহালায় কলা রামনাথ, স এক অসাধারণ যুগলবন্দী।  
  • যদুবাবু | ২৩ নভেম্বর ২০২৫ ০০:২৬543607
  • এই আমিই ডোভার লেনে কোনোদিন যাই নি। মানে কেউ নিয়ে যায়নি আর কী। নামই শুনিনি তো আর যাওয়া। 
     
    আমাদের কাছে সংস্কৃতি মানে ঐ বরানগরের রবীন্দ্রভবন না কী যেন বেশ একটা জায়গা ছেল, তাতে বন্ধুদের পাল্লায় পড়ে নচিদার গান শোনা। আর সে কী বাওয়াল। দর্শক জিজ্ঞেস করছে, নচিদা কী খেতে চাও? নচিদা বলচে "সিগারেট আর ... "। শুনেই করাপ্ট হয়ে গেলাম ছিছিছি।  

    আর এর এক ধাপ উপ্রে বাবার আপিসের ফাংশানে লোপামুদ্রা-শ্রীকান্ত ইত্যাদি। একবার বাবা বললেন, আজকে পি আচার্য্য আসচেন। আমি তো চমৎকৃত। উনি শুধু ভারতের ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটাই দ্যাখেন এবং লেখেন না, গান-ও গান, আহা! ও মা, গিয়ে দেখি ধুর, গাইতে উঠলেন জনৈকা পিয়া আচার্য্য। স্বপ্নভঙ্গ আর কাকে বলে? 

    ঐ কলে পড়ে একবার "এক সন্ধ্যায় একা ব্রততী" শুনেছিলাম। প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরেছি আর কী ওরেব্বাস। 

    তো সেইরকম ওস্তাদ শিল্পীর গান শোনার খুব বড়ো একটা সুযোগ হয়নি। একবার পার্ডুতে বিশ্বমোহন ভাট এসেছিলেন মোহনবীণা নিয়ে, শুনেছিলাম। আর বোধহয় একবার কোথায় উলহাস কাশলকরকে চাক্ষুষ দেখেছি ও শুনেছি। 
     
    সুমনের গান স্টেজে অনেক-অনেকবার শুনেছি, সেও অবশ্য খুব সম্প্রতি নয়। দারুণ লাগতো। গান তো বটেই। সারকাস্টিক কমেন্টারিও। আর সবথেকে ভালো লেগেছিলো একবার পীযূষকান্তি সরকারের ফাংশান। অকালে চলে গেলেন।
  • %% | ২২ নভেম্বর ২০২৫ ২৩:২২543606
  • "টিভির পর্দায় প্রতি সন্ধ্যাবেলায় নিউজ চ্যানেলগুলো খুললেই দেখা যায় " - না খুললেই তো হয়।
  • শ্রীমল্লার বলছি | ২২ নভেম্বর ২০২৫ ২২:২১543605
  • শহরে তো শুধু থাকলেই হল না। কী দেখেছি, কী দেখলাম— সেসবও মনে রাখতে হয় অক্ষরে অক্ষরে। আবার এও ঠিক নিজের শহর নিজের কাছেই অনেক সময় অসহ্য হয়ে ওঠে। কারণ আর কিছুই না, একই দৃশ্যের সাক্ষী হয়ে থাকা বারবার... এও হতে পারে, যখন নতুন কোনও দৃশ্য পাওয়া যায়, তখন তা হয়তো আমার চোখ এড়িয়ে যায়। কিন্তু পরে যখন সেই দৃশ্যের সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ হয় তখন নিশ্চই মনে হতেই পারে, এ তো আগেও দেখেছি! নতুন কী আর... 
     
    বিশেষ একটা রাজনৈতিক দল যখন কোনও বিষয়ে প্রতিবাদ জানাচ্ছেন, তখন অন্য দলের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছেন। সেই বিশেষ রাজনৈতিক দলের কাছে এটাই স্বাভাবিক। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে, কোনও এক বিষয়ে যখন প্রতিবাদ জানাচ্ছেন এক বিশেষ রাজনৈতিক দল— তখন আসলেই সেখানে কতটুকু প্রতিবাদ হচ্ছে? আমার তো মনে হয়, খুব বেশি করেই মনে হয় যে, প্রতিবাদের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে পড়ে অন্য আরেক দল ভোটের আগে কী কী প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই প্রতিশ্রুতির মধ্যে কতগুলো বাস্তবায়িত হয়েছে আর কতগুলো বাস্তবায়িত হয়নি– সে নিয়ে বিস্তর আলোচনা ক'রে যাওয়া! যেমন টিভির পর্দায় প্রতি সন্ধ্যাবেলায় নিউজ চ্যানেলগুলো খুললেই দেখা যায় যে, বেশিরভাগ মানুষই যাঁরা কোনও একটা বিষয়ে আলোচনায় অংশ নিতে আসেন তাঁদের বেশিরভাগই অশিক্ষিত। শেষমেশ দেখা যায় অনেক আলোচনা হওয়ার পরেও কোনও সিদ্ধান্তে এসেই পৌঁছনো গেল না। আর এই আলোচনায় অংশ নিতে আসা বেশিরভাগ মানুষই অশিক্ষিত কেন বললাম? কেন বলছি? তার কারণও খুব সহজ। যখন একজন মানুষ তাঁর বক্তব্য রাখছেন কোনও এক বিষয়ে, তখনই আরেকজন তার মধ্যে কথা বলতে শুরু ক'রে দিলেন। অনেক সময় ডান হাতও তুলে রাখেন অন্যজন বক্তব্য রাখতে রাখতেই। অনেক বাঙালিরই এখন আবার হাতের চাইতে মুখ বেশি চলে। সে দারুণ কথা। কিন্তু মুখ কোথায় কখন কীভাবে খুলতে হবে, সেই শিক্ষাটা অনেক বাঙালিরই নেই। আমি শিখিয়ে পরিয়ে দেওয়ার কেউই নই। সত্যিটা হচ্ছে, আমরা যত না বেশি শ্রোতা তার চেয়েও বেশি বক্তা! সমস্যাটা এখানেই। একজনের সম্পূর্ণ বক্তব্য শোনার ধৈর্য্যটুকুও অন্য আরেকজনের এত কমে এসেছে যে, তা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে! 
     
    'প্রতিবাদ' শব্দটার মধ্যে যে আগুন লুকিয়ে আছে, সেই আগুন হাতে তুলে নেওয়ার সাহস অনেকেরই ছিল না। আজও নেই। মানুষের কাছে আজ নিজেদের বক্তব্যটাই পৃথিবীর শ্রেষ্ঠ বক্তব্য হয়ে উঠেছে! অন্যের বক্তব্যেয় কান রাখার প্রয়োজন নেই, কেননা ওটা আমার মতো নয়, আমার বক্তব্যের চেয়েও পিছিয়ে... 
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত