এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • baaler chaaddi | 115.228.***.*** | ১৫ নভেম্বর ২০২৫ ০১:১৭543483
  • দোর বাল ! বিজেপি সবাইকে ধরে কেলায় নি, তাই লোকে সোনা মুখ করে ওদের ভোট দিয়ে এসেছে, কি সব আলবাল মাইরি। কি বলছিস নিজে ভেবে দ্যাখ রে পাগলা, এর মানে হল, বিজেপিকে ভোট না দিলে ক্যালাবে, তাই লোকে ভোট দিয়েছে। আর বালের কোয়ালিটি অফ লাইফ। শালা একটা চাকরি নেই, কাজ বলতে টুহুইলারে করে ফুড ডেলিভারি। এই বাজারে বিজেপি বিহারের মহিলাদের ১০ হাজার করে রোকরা দিয়েছে, লোকে পয়সা নিয়ে ভোট দিয়েছে বেশ করেছে। শালা ইনফ্রা মারিয়ে লুটে নিচ্ছে আদানি আম্বানি আর তাদের চামচারা।
  • chaddi | 82.102.***.*** | ১৫ নভেম্বর ২০২৫ ০১:০৭543482
  • গত দশ বছর বিজেপি ক্ষমতায় থাকায় দেশের কী ক্ষতি হয়েছে? একদম কংক্রিট উত্তর দিন।
    * মুসলিমদের দেশছাড়া হতে হবে। হয়নি।
    * দাঙ্গা হবে। হয়নি। 
    * পাকিস্তানের সঙ্গে পারমাণবিক যুদ্ধ হবে। হয়নি।
    * কাশ্মীর টুকরো হবে। হয়নি। ভালোই আছে ওখানকার লোকজন। ওমর আব্দুল্লাও স্বীকার করেছেন গোলমাল কমেছে।
    * অম্বানী-আদানির হাতে সব চলে যাবে। আংশিক সত্য, কিন্তু দেশজুড়ে লোকে লার্জস্কেলে পরিষেবা পাচ্ছে। টেলিকম সার্ভিসের ভোলবদল ঘটে গেছে। ওরাও লাভ করেছে, জনগনেরও কোয়ালিটি অফ লাইফ বেড়েছে। ক্যাপিটালিষ্ট ব্যবস্থায় যতটা সম্ভব।
    * মোদী সংবিধান পাল্টে দেবে। হয়নি।
     
    উপরন্তু সারা দেশজুড়ে প্রচুর ইনফ্রা তৈরী হচ্ছে। লোকে স্থানীয় লেভেলে নানারকম স্কিমের সুবিধা পাচ্ছে। ইন দ্যাট কেস, লোকে কংগ্রেসকে কেন ভোট দেবে? কংক্রিট পয়েন্ট তুলে বলুন মোদী সরকার কেন খারাপ। নইলে সাধারণ লোক আপনাদের পয়েন্ট অফ ভিউটা কিছুতেই বুঝতে পারছে না। বিহার ইলেকশন তার লেটেস্ট প্রমান।
     
    সৎভাবে এনালিসিস করুন।
  • সিএস | 2405:201:802c:7858:f12f:59df:2845:***:*** | ১৫ নভেম্বর ২০২৫ ০০:৪৩543481
  • বিজেপির যে ১০ জন জিততে পারল না তাদের কথা একটু ভাবুন। তারা কী দোষ করেছিল ?
  • অরিন | 119.224.***.*** | ১৫ নভেম্বর ২০২৫ ০০:০২543480
  • "ইসি দ্বারা প্রদত্ত ৩০ শে সেপ্টেম্বরের ডেটা অনুযায়ী বিহারে ভোটারের সংখ‍্যা ছিলো ৭ কোটি ৪২লাখ। আজকে টোটাল ভোটার সংখ‍্যা দেখাচ্ছে ৭ কোটি ৪৫ লাখ। ই কী !"
     
    ভারতের ইলেকশন কমিশন হচ্ছে ধন‍্যি মেয়ে সিনেমায় রবি ঘোষের মতন রেফারি! 
  • Manali Moulik | ১৪ নভেম্বর ২০২৫ ২৩:২৭543479
  • ইসি দ্বারা প্রদত্ত ৩০ শে সেপ্টেম্বরের ডেটা অনুযায়ী বিহারে ভোটারের সংখ‍্যা ছিলো ৭ কোটি ৪২লাখ। আজকে টোটাল ভোটার সংখ‍্যা দেখাচ্ছে ৭ কোটি ৪৫ লাখ। ই কী ! ৩ লাখের ফারাক তো দ‍্যাখ না দ‍্যাখ ৬০/৭০ টা আসনের পাশা উল্টে দিতে পারে!
  • lcm | ১৪ নভেম্বর ২০২৫ ২৩:১৯543478
  • " ... বিহারে ভোট ঘোষণা হয়েছিল ৬ অক্টোবর, ওই দিন থেকেই চালু রাজ্যে লাগু হয়েছিল আদর্শ নির্বাচনী বিধি। তবে সেই বিধি চালু হওয়ার মাত্র কয়েকদিন আগে, ২৬ সেপ্টেম্বর বিহারে গিয়ে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরুতেই রাজ্যের ৭৫ লক্ষ মহিলাকে ব্যবসা শুরুর জন্য ১০,০০০ টাকা করে দেওয়া হয়েছে।
     
    অর্থাৎ, ভোটের আগেই তাঁদের অ্যাকাউন্টে ১০,০০০ টাকা ঢুকে গিয়েছে। সে দিয়ে তারা কোন ব্যবসা করবেন, ভবিষ্যতে যে আরও ২ লক্ষ টাকা করে পাওয়ার কথা, তা পাবেন কি না— এগুলি পরের প্রশ্ন। ভোটের আগে ১০,০০০ টাকা করে পাওয়া, কম কথা নয়। বিশেষ করে বিহারের মতো রাজ্যে।
     
    গোটা দেশের মধ্যে মাথা পিছু আয় সবথেকে কম এই রাজ্যের। মাল্টিডাইমেনশনাল পভার্টি লেভেলের নীচে আছেন রাজ্যের ৩৩ শতাংশ মানুষ। এই রাজ্যের মহিলাদের কাছে ১০,০০০ টাকার গুরুত্ব কতটা, তা আন্দাজ করাই যায়।
     
    বিরোধীরাও মাসে মাসে মহিলাদের ২৫০০ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছিল, তবে সরকারের ঘর থেকে টাকা ইতিমধ্যে এসে গিয়েছে মহিলাদের অ্যাকাউন্টে। কাজেই বিরোধীদের প্রতিশ্রুতি কাজে লাগেনি।
     
    প্রশ্ন হলো নির্বাচনের ঠিক আগে সরকারকে এই প্রকল্প চালু করার অনুমতি কেন দিল নির্বাচন কমিশন? নিয়মের দিক থেকে হয়তো বাধা নেই। কিন্তু রাজনৈতিক দলগুলিকে যাতে সমান প্ল্যাটফর্ম থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, তা নিশ্চিত করার দায়িত্ব কমিশনের।

    ভোটের ঠিক আগে এই প্রাতিষ্ঠানিক ভাবে অর্থ বিতরনের পরে কী সেই সমতা বজায় থাকে? থাকা সম্ভব? তা হলে কেন এটা হতে দিচ্ছে কমিশন?
     
    একই ছবি দেখা গিয়েছিল মহারাষ্ট্রের ক্ষেত্রেও। সাধারণত হরিয়ানার সঙ্গে একসঙ্গেই ভোটগ্রহণ হয় মহারাষ্ট্রে। কিন্তু ২০২৪-এর অক্টোবরে হরিয়ানা নির্বাচন হলেও, মহারাষ্ট্রের নির্বাচন পিছিয়ে দেওয়া হয় নভেম্বরে।
     
    এই একমাসের মধ্যে ‘লাড়কি বহিন যোজনা’ চালু করেছিল একনাথ শিন্ডে সরকার। বিধানসভা নির্বাচনের ফলাফলে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মুখ থুবরে পড়ার কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছিল NDA। ... "
     
  • dc | 2402:e280:2141:1e8:981c:be5:ffc7:***:*** | ১৪ নভেম্বর ২০২৫ ২১:৪৭543477
  • এলসিএমদা, আচ্ছা। আসলে বিহার ভোট ফলো করিনি, আজ সন্ধেবেলা একটা রেস্টুরেন্টে বসে দেখলাম এনডিএ হৈহৈ করে জিতেছে, তখন এন্ডিটিভি খুলে ঐ খবরটা চোখে পড়লো। আর এখন পড়ছি যে ভোটে হেরেই রাহুল গান্ধী হাওয়া হয়ে গেছে। এ মানে বিজেপির জন্য দ্য গিফট দ্যাট কিপস অন গিভিং।  
  • সিএস | 2401:4900:7070:b553:c1da:e357:2974:***:*** | ১৪ নভেম্বর ২০২৫ ২১:২০543476
  • হ্যাঁ, এমপি ভোট ২৪ এর আগে। দিল্লী বা ওড়িশ্যা আছে।

    ঠিকই যে, নানা রকম ব্যাখ্যা হয়। তেজস্বীর লালু আমলের ব্যাগেজ, কং এর মাটিতে পা না থাকার ব্যাগেজ ফলতঃ রা গার সোশাল মিডিয়া ফোকাস ইত্যাদি। এসবই বিজেপির ব্যবহার করার ক্ষমতা, তদুপরি মিডিয়া কন্ট্রোল, ইসির সাসপেক্ট কাজকর্ম ইত্যাদি। তার ওপর মহিলা ভোটার গোষ্ঠী হিসেবে তৈরী করা, বিহার উন্নতি করছে এই বোধ বা আশা ইত্যাদি। পজিটিভলি দেখলে এটাই মনে হয় লক্ষ্য করার যে একটা জনগোষ্ঠী কী ভাবছে যে তাদের উন্নতি হবে কিংবা হচ্ছে।
  • lcm | ১৪ নভেম্বর ২০২৫ ২০:২৫543475
  • সব তথ্য এখনও আসে নি, ইলেকশন কমিশনের সাইটে দেখছিলাম... কিন্তু ডিসি যেরকম সংখ্যা দিয়েছে, ওটা ওভাবে দেখলে হবে না... বিহারে মোট ২৪৩ আসনের মধ্যে বিজেপি প্রার্থী দিয়েছে ১০১টা আসনে... সুতরাং রাজ্যের মোট ভোটের ২০.৫২% এখানে কারেক্ট ডেটা পয়েন্ট নয়... দেখতে হবে ওই ১০১টা আসনে বিজেপি কত % করে ভোট পেয়েছে... বা, বিজেপি সমর্থিত নীতিশ কুমারের জেডিইউ কত পার্সেন্ট ভোট পেয়েছে ওদের আসনগুলোয় (ওরাও ১০১টা আসনে প্রার্থী দিয়েছে)...
  • dc | 2402:e280:2141:1e8:d509:de69:6602:***:*** | ১৪ নভেম্বর ২০২৫ ১৯:৪৩543473
  • সিটের বিচারে আরজেডি হেরে ভুত, তবে ভোটের শেয়ার ধরলে আরজেডি সবচেয়ে বেশী পেয়েছে, ২২.৭৯%। তার পর বিজেপির ২০.৫২% আর তারপর জেডিইউর ১৯%। ফার্স্ট পাস্ট দি পোল। 
  • :|: | 2607:fb90:bd1d:4547:55be:abb:405a:***:*** | ১৪ নভেম্বর ২০২৫ ১৮:৩১543472
  • ১৪ নভেম্বর ২০২৫ ১৪:২০ -- না। বরং প্রশংসিত হবারই সম্ভবনা বেশী। 
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৪ নভেম্বর ২০২৫ ১৭:৪২543471
  • সিএস | 103.99.***.*** | ১৪ নভেম্বর ২০২৫ ১৬:২৪
    আপনি বোধহয় হরিয়ানা- মহারাষ্ট্র- দিল্লী- বিহার বলতে চেয়েছেন। এম পির ইলেকশন ২০২৪ এর লোকসভা ইলেকশন এর আগে হয়ে গেছে। 
  • %% | ১৪ নভেম্বর ২০২৫ ১৭:২৯543470
  • সারে সিটভিত্তিক কোথায় কতজন বাদ গেছে আর সেসব জায়গায় এনডিএ কত ভোটে জিতেছে দেখলে কিছুটা বোঝা যাবে 
  • %% | ১৪ নভেম্বর ২০২৫ ১৭:২০543469
  • ট্রেন্ডটা দেখা যাচ্ছে - বিরোধীরা রাজ্যে কোনোভাবে সরকার বানিয়ে ফেললেও কিছুদিন বাদে সেটাকে ফেলে নিজেদের সরকার বানিয়ে তারপর ভোটে জিতে সেটাকে জনগণের মান্যতা দেওয়া। মধ্যপ্রদেশ মহারাষ্ট্র বিহার। 
  • %% | ১৪ নভেম্বর ২০২৫ ১৭:১৭543468
  • অন্যভাবেও দেখা যায়। দিল্লি ছাড়া সব কটাতেই এনডিএ অলরেডি ছিল। মানে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া জোরালো ছিল না। ২০২৬য়েও একই থাকবে। আসাম পব তামিলনাড়ু কেরালা। যে যেখানে আছে থাকবে। তামিলনাড়ু কেরালায় তো পাল্টালেও বিজেপি আসবে না।
  • Manali Moulik | ১৪ নভেম্বর ২০২৫ ১৭:০০543467
  • কেসটা কী হলো বোঝা গেলো না ! লালুর ছেলে পূর্বের দুর্নীতির জন‍্য জনমানসে ব‍্যাকফুটে ছিলোই, আর জন সুরাজকে প্রত‍্যাখ‍্যান করে ভুল হলো। পিকে ভীষণ লজিক‍্যাল ও অ‍্যানালিসিসে পারদর্শী মানুষ। তার দুরদর্শী পলিটিক্স কনভেনশনাল তোড়ে টিকলো না এটা দুঃখজনক। তবে এরা চিরাগ ও দুসাধ পাসোয়ান, জিতনরাম মাঝি প্রমুখদের ধিয়ে জাতপাতের অঙ্কটা সাজিয়েছিলো বেশ।
  • Manali Moulik | ১৪ নভেম্বর ২০২৫ ১৬:৫৬543466
  • এমজেবি..
  • সিএস | 103.99.***.*** | ১৪ নভেম্বর ২০২৫ ১৬:২৪543465
  • বিজেপি যা চেয়েছিল, ঠিক সেটাই খাপে খাপ হয়েছে। বিরোধীরা মুছে গেল, নীতিশের ওপর ভর দিয়ে বিজেপি একক বৃহত্তম দল এবং সঙ্গে চিরাগ পাসওয়ান। পারফেক্ট। এবার এর পুরোটাই সূক্ষ্ম থেকে সূক্ষ্ম প্ল্যানিং না অন্য খেলা সে কি বোঝা যাবে ? যদি শুধু প্ল্যানিং - ই হয়, তাহলে আর এত ইসি কন্ট্রোল করা আর সার করা কেন ? কে জানে বাওয়া। ২০২৪ র লোকসভার পর থেকে বিজেপি / এনডিএ বিধানসভায় হু-হা জিতেই চলেছে, মহারাষ্ট্র - হরিয়ানা - এমপি - বিহার ! এক্সিটপোলওয়ালারা আর অ্যানালিসিসওয়ালারাও ভাগলবা হবে এবার।
  • Manali Moulik | ১৪ নভেম্বর ২০২৫ ১৪:২০543464
  • সাউথ কোরিয়ায় কোনো সুযোগ(স্পেশালি রিসার্চ) পেয়ে কেউ গেলো। সেও কি গালাগালি খাবে?
  • সিএস | 103.99.***.*** | ১৪ নভেম্বর ২০২৫ ১১:৪৭543463
  • সব ক'টা এক্সিট পোল ভুল।
  • b | 14.139.***.*** | ১৪ নভেম্বর ২০২৫ ০৯:৫৬543462
  • বিহারের ইলেকশন রেজাল্ট নিয়ে দু পয়সা ? 
  • lcm | ১৪ নভেম্বর ২০২৫ ০৬:২৮543461
  • "... ইউরোপ বিচ্ছিরিরকম গরিব আম্রিগার তুলনায় ..."

    -- হে প্রভু! আর কতদিন এসব... ভেবেছিলুম ইন্টারনেট এলে লোকজনের জ্ঞান চক্ষু ... ইয়ে... যাগ্গে... হরি হে! ... হরিই ভরসা ...
  • r2h | 208.127.***.*** | ১৪ নভেম্বর ২০২৫ ০২:২৬543460
  • ও তো সামান্য ফারাক, আমার মনে হয় আরও কিছু গভীর সমাজতাত্ত্বিক কারন নিশ্চয় থাকবেঃ)
  • :|: | 2607:fb90:bd1d:4547:e88a:e32f:8c1f:***:*** | ১৪ নভেম্বর ২০২৫ ০০:৩৩543459
  • এখন কোশ্ন হলো যে "ধন্দ"-এর কথা বলছিলেন সেটি ঘুচলো কিনা? 
  • r2h | 134.238.***.*** | ১৩ নভেম্বর ২০২৫ ২৩:৫৭543458
  • আহা, সে ঠিক আছে। কিন্তু খিস্তি তো আর কেউ বেছে দিচ্ছে না, যারা ভালো ভালো লোক, তাদেরও দিচ্ছে।
    খুড়ো, ডলার হেটার, কৃষক দরদী, হলদি নদীতে কুমির নেই পন্থী - কেউই কিছু বাছাবাছি করছে না, সবই পাইকারি!
  • hehe | 146.7.***.*** | ১৩ নভেম্বর ২০২৫ ২৩:৩৭543457
  • যারা আমেরিকায় ডলার কামিয়ে হলদি নদীর কুমিরের গপ্প ছাপে আর বলে চাষার ছেলে চাষ করুক, তাদের জন্য কোনো খিস্তিই যথেষ্ট নয়।
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৩ নভেম্বর ২০২৫ ২৩:১০543456
  • আমেরিকায় চাগ্রী করতে যাওয়াটা লোভ কী করে হয়? তাহলে তো ভারতে থেকে পঞ্চাশ হাজারের চাকরি করলে তাঁকেও লোভী দাবি করা যায়, কারণ এই ইনকামও অনেকের সামর্থ্যের বাইরে।
    আর যারা আম্রিগায় চাগ্রী করতে গেলে লোভী বলে, তাঁরাই আবার বেকারদের অকর্মণ্য বলে গিল্ট ট্রিপ দেয়।
    কাজেই জনগণ গিল্ট ট্রিপ দেবেই, সফল হলে একরকমভাবে দেবে, অসফল হলে আরেক রকম ভাবে।
    চাড্ডি বা দক্ষিণপন্থী মানসিকতা তো দেশে থেকেও আসতে পারে।
  • :|: | 2607:fb90:bd1d:4547:e88a:e32f:8c1f:***:*** | ১৩ নভেম্বর ২০২৫ ২২:১৭543455
  • "কিন্তু ডলারের লোভটা বেশি পাপ কেন, সে ধন্দ ঘোঁচে না।" কারন ডলারের দামটা বেশী। 
    ক্রোধও একটি পাপ। এখন রাগের মাথায় কাউকে দু‘ঘা বসিয়ে দেওয়া আর দুটি গুলি মেরে টপকে দেওয়া -- হাজার হোক -- ন্যায়ত ধর্মত একই লেভেলের গালি দাবী করতে পারেনা! 
  • hu | 72.24.***.*** | ১৩ নভেম্বর ২০২৫ ২১:৪৮543454
  • হোমাপাখি নাটকে দ্বিজেন বন্দ্যোপাধ্যায় একটা কবিতা আবৃত্তি করতেন। কিছুতেই মনে করতে পারছি না কবিতাটা। কেউ ধরিয়ে দিতে পারবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত