এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১২ নভেম্বর ২০২৫ ০২:২৫543423
  • সেদিন এক জায়গায় ফেসবুক এর অপকারিতা নিয়ে তক্কো হচ্ছিল... উপকারিতা নিয়ে দেখেছি কেউ কিছু বলতে চায় না... উপকারিতা নিয়ে কিছু বললাম... তো, একজন জিগ্গেস করল - তাহলে তুমি ফেসবুকের ফ্যান বয় ... তাকে বললাম - যে, না সেটা হতে আর পারলাম কই, ফেসবুক ব্যবহার নিয়ে এমনিতে আমার কোনো সমস্যা নেই, শুধু এই জিনিসটা -
    It is not possible to let Facebook to show content in a completely random order. Facebook's feed is inherently driven by an algorithm designed to prioritize content it deems most relevant to you.
    এই যে সবসময় আমার মনের মতন, পছন্দসই কনটেন্ট ফিড করবে - ওরা ঠিক করবে আমি কোন মূহুর্তে কী চাই - এটা আমার পছন্দ নয়। এটা ঠিক আছে, কিন্তু আমি চাই একটা অপশন থাকবে যে ইচ্ছে করলে এটাকে আমি অফ করে দেবো। মাঝে মধ্যে আমি রেডিওর গানের অনুষ্ঠানের মতন, পরের গানটা কি হবে আগে থেকে বোঝা যাবে না, সেই গান বেলঘরিয়া থেকে টুকাই, ঝন্টু, সোনাই শুনতে চেয়েছে কিনা সেটাও আগে থেকে জানা যাবে না... সেরকম চাই ...
  • অরিন | 119.224.***.*** | ১২ নভেম্বর ২০২৫ ০০:১৬543422
  • "অরিনদা কি নুডলার্স ইঙ্ক ব্যবহার করেন নাকি? তাহলে এটা একটু পড়ে নেবেন।"
     
    কালি হিসেবে নুডলারস আমার পছন্দের, তবে Nathan Tidler সম্বন্ধে আমি কিছু না জেনেই ব‍্যবহার করেছি। পড়ে খারাপ লাগল। লিঙ্ক শেয়ার করার জন‍্য ধন‍্যবাদ। 
  • শ্রীমল্লার বলছি | ১১ নভেম্বর ২০২৫ ২৩:২২543421
  • সত্যি বলতে, আমার ছোটবেলার অনেক অনেক দুপুর কেটেছে ডাক্তারের চেম্বারে মায়ের সঙ্গে। মা নিজের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যেত। সঙ্গে আমাকেও নিয়ে যেত কোনও কারণে। তো আমার এই দুপুর, এই ডাক্তারের চেম্বার আর প্রেসক্রিপশনের গন্ধ নাকে লেগে থাকত। বড্ড ভাল লাগত। এবং এই ব্যাপারটা নিয়ে আমি কত কত দিন ভেবেছি... ব্যাপারটা মানে ডাক্তারের চেম্বারের গন্ধ, প্রেসক্রিপশনের গন্ধ আর ওই দুপুরের গন্ধ। আজ আমার কাছে এই গন্ধও মাঝেমাঝে ফিরে আসে। কেবলই মনে হয় আমার যে, কোনও না কোনও উপন্যাসে (যদি কখনও উপন্যাস লেখার চেষ্টা করি), কোনও না কোনও কবিতায় এই অভিজ্ঞতা ফিরে আসবে। এটা একটা ঘোরের মতোই। 
  • Manali Moulik | ১১ নভেম্বর ২০২৫ ২২:৪৯543420
  • কোনো গন্ধ থেকে সরাসরি অতীতের স্মৃতি মনে পড়ার ব‍্যাপারটাও আছে। যেমন চন্দন ধূপের গন্ধের সঙ্গে সঙ্গে মনে পড়ে ছোটোবেলার বিকেলের কথা। বইয়ের গন্ধ মাত্রেই অনেক অনেক স্মৃতি। আর তখন বুকের ভিতর তরঙ্গায়িত হয়ে ওঠে যেন ফল্গুধারা। 
  • dc | 2402:e280:2141:1e8:49d2:5e9a:2c07:***:*** | ১১ নভেম্বর ২০২৫ ২২:৩৮543419
  • অতীতের গন্ধ তো আছেই! আর সেটার ব্যাখ্যাও খুব সোজা। আমাদের লং টার্ম মেমরি যখন ফর্ম হয় তখন কোন ইভেন্টের শব্দ, গন্ধ ইত্যাদি সব সুদ্ধ ফর্ম হয়। ফলে অতীতের কোন ঘটনা মনে পড়লে সেই সময়ের গন্ধও মনে পড়ে। বা কোন গন্ধ পেলে বা কোন গান শুনলে অতীতের মেমোরি ট্রিগার্ড হয়। আমার যেমন, খাইকে পান বানারস ওয়ালা গানটা শুনলেই ছোটবেলায় যাদবপুরে যে বাড়িতে আমরা থাকতাম সেই বাড়ির কথা, সামনের রাস্তার কথা মনে পড়ে কারন দুর্গাপুজোর সময়ে সেই বাড়ির সামনে পুজোমন্ডপে ওই গানটা লাগাতার চালাতো। 
  • < > | 5.***.*** | ১১ নভেম্বর ২০২৫ ২২:৩৩543418
  • অরিন | 119.224.***.*** | ১১ নভেম্বর ২০২৫ ১০:৪৬
     
    অরিনদা কি নুডলার্স ইঙ্ক ব্যবহার করেন নাকি? তাহলে এটা একটু পড়ে নেবেন। 
     
  • a | 194.223.***.*** | ১১ নভেম্বর ২০২৫ ২২:৩৩543417
  • তাইলে পার্থ ইস ব্যাক
  • শ্রীমল্লার বলছি | ১১ নভেম্বর ২০২৫ ২১:২৩543416
  • মাঝেমাঝে অতীতের গন্ধ পাই। অতীত বলতে স্মৃতির। আমি সত্যিই সেটা নাকে টের পাই। ক্ষণিকের জন্যে আসে। কিন্তু পাই। এই গন্ধকে আমি একদিন চিনতাম। এই গন্ধকে আমি একদিন জানতাম। বুঝতে পারি সেটা। বিজ্ঞানের ভাষায় একে কোনও না কোনও ভাবে ব্যাখ্যা করা যাবে। আপনারা কেউ কিছু জানেন এ বিষয়ে? আর হ্যাঁ, প্রতিটা গন্ধই স্বতন্ত্র, আলাদা একে অপরের চেয়ে। 
  • b | 117.238.***.*** | ১১ নভেম্বর ২০২৫ ২১:০৬543415
  • বিহারের ভোট শেষঃ এক্সিট  পোলে এন ডি এ র  রমরমা । 
  • nt | 49.207.***.*** | ১১ নভেম্বর ২০২৫ ১৭:১৯543414
  • খিস্তি খিস্তি খিস্তি
    খেউর খেউর খেউর।

    এই পথেই আসবে সাম্য, সুস্থ সমাজ আর শরিয়া
  • Pk | 49.207.***.*** | ১১ নভেম্বর ২০২৫ ১৭:১২543413
  •  
  • dc | 2401:4900:93db:f0b0:201b:b1fe:4775:***:*** | ১১ নভেম্বর ২০২৫ ১৫:২৭543412
  • বিশ্বগরুর রাজত্বে বিস্ফোরন? সে কি! বন্ধু ডোলানের কাছে এতোদিন ধরে পেছন মারা খেয়ে ঝিমিয়ে পড়েছে নাকি? 
  • Manali Moulik | ১১ নভেম্বর ২০২৫ ১৫:২৫543411
  • মাইসিনিয়ান আর মিনোয়ান সভ‍্যতার আর্কিটেকচার (মূলতঃ মেগারা) নিয়ে কাজ। আর Argolid, Messenia, Knossos সব শহরকেন্দ্রের ডিগ্রেডেশনের ইতিবৃত্ত। ppt বানাতে গিয়ে দম শেষ! 
    আচ্ছা, পরে গ্রিসের অনেক দেবদেবীর সঙ্গে মাইসিনিয়ানদের মিল পাচ্ছি। পসিডন আর জিউস তো বটেই। সুধাকান্ত দে অনুদিত 'সোক্রাতেসের বিচার ও মৃত‍্যু' তে ইউথীফ্রোনও এরকম কয়েকবার বলছে, "হেরা দেবীর নামে শপথ নিলাম   "..."পসিডনের নামে দিব‍্যি করে বলেছে।"   কেউ কোথাও প্রমিথিউসের দিব‍্যি দেয়নি। হেসিওড একমাত্র ধারণাটা প্রথম দিয়েছিলেন ও পরে এস্কাইলাস।   আমার সম্ভবতঃ এটা অবসেশন হয়ে উঠেছে শেলীর সামারাইজড্ ভার্সনটা পড়ে। ppt রেডি করে ব্লাশ করছি।
  • বামৈস্লামিক | 106.206.***.*** | ১১ নভেম্বর ২০২৫ ১৫:০৭543410
  • কেন ফেকু তো বলেছে (আবার) যে কাউকে রেয়াত করা হবে না
  • Wp | 49.207.***.*** | ১১ নভেম্বর ২০২৫ ১৪:৫২543409
  • সবি তো সাজানো ঘটনা।
    সবাই জানে।

    বিহারে ভোট হচ্ছে যে।
  • #~~ | 172.99.***.*** | ১১ নভেম্বর ২০২৫ ১৪:২০543408
  • দিল্লিতে বিস্ফোরণের আওয়াজে, গুরুর ভাট নিঃশব্দ। কেননা ন্যারেটিভে মিলছে না। এরা কি সব আরএসএসের চাড্ডি? 
     
     
     
    কখন পার্থ বাঁড়ুজ্জে এসে ডাক্তার জঙ্গিদের কোন ধর্ম হয়না বলে পোস্ট করেন অপেক্ষা করছি।
  • অরিন | 119.224.***.*** | ১১ নভেম্বর ২০২৫ ১০:৪৬543407
  • আগন্তুককে ধন‍্যবাদ, খুব কার্যকরী লিঙ্ক। কলকাতায় যে নুডলারস ইঙ্ক পাওয়া যায় জেনে ভারি ভাল লাগল। যে ভদ্রলোক ভিডিও দিয়েছেন লেখেননি এনারা নিব আর ফিড রাখেন কি না। 
  • অরিন | 119.224.***.*** | ১১ নভেম্বর ২০২৫ ১০:৪৩543406
  • সম্বিৎ,"আজকাল আর এই এডিটরে ইমেজ অ্যাটাচ করা যায়না?"
    না, যেটা করা যায় সেটা আপনি যে ইমেজটি দেখাতে চান সেটিকে কোথাও হোস্ট করুন যেমন imgbb বা ঐ ধরণের কোন সারিভিস, তারপর সরাসরি url ("https//hostedImage/foo.jpg") ধরণের লিঙ্ক সরাসরি এই এডিটরে link হিসেবে কপি পেস্ট করে দিলে ছবি দেখতে পাবার কথা। 
    (আমি যতটুকু জানি) 
     
  • সম্বিৎ | ১১ নভেম্বর ২০২৫ ০৫:৩৯543405
  • আজকাল বিশেষ আসা হয়না। আগন্তুকের কাছে জেনে নিজের গল্পের প্রশংসা পড়তে এসেছিলাম। লসাগুকে ধন্যবাদ আর অন্যদের 'হাই' বলে গেনু।

    (আজকাল আর এই এডিটরে ইমেজ অ্যাটাচ করা যায়না?)
  • agantuk | 164.152.***.*** | ১১ নভেম্বর ২০২৫ ০১:৪৩543404
  • কলেজ স্ট্রিটের পেন ক্লাব:
     
  • দীপ | 2402:3a80:1979:bcf4:778:5634:1232:***:*** | ১০ নভেম্বর ২০২৫ ২২:০৬543403
  • সত্য কথা লিখলে লাথখোরদের খুব সমস্যা হয়! 
    তাই মুছে দেয়!
  • . | ১০ নভেম্বর ২০২৫ ২০:০৬543402
  • দিল্লিতে বিস্ফোরণ 
  • কৌতূহলী | 103.249.***.*** | ১০ নভেম্বর ২০২৫ ১৫:৪২543401
  • সন্দীপ দত্ত মারা যাওয়ার পর লিটল ম্যাগাজিন লাইব্রেরীটা এখন খোলে কিনা, আর খুললেও কোন কোন দিন কোন সময়ে খোলা থাকে, কেউ বলতে পারবেন? 
  • Guruchandali | ১০ নভেম্বর ২০২৫ ১১:৫৩543400
  • অরিন | ১০ নভেম্বর ২০২৫ ০৪:১৪543399
  • হাতের লেখা নিয়ে অরণ্যর পোস্টগুলো খুব ইন্টারেস্টিং। 
    আমি যেমন ডট পেনে বা বলপয়েন্ট পেনে লিখতে পারি না, যার জন্য পেনসিল বা ফাউন্টেন পেন ভরসা | 
    আজকাল Everlasting Pencil  হয়ে এই একটা সুবিধে হয়েছে, পেনসিলকে পেনসিলও হল, আবার লেখা মুছে যাবার রিসক নেই কারণ এগুলো নানারকমের মেটালিক মারক রেখে যায়, এবং অনেকদিন টেকে | অনেকটা  গ্রাফাইট পেনসিলের মত। 
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১০ নভেম্বর ২০২৫ ০২:৫৭543398
  • হাতের লেখা নিয়ে অরণ্যর পোস্টগুলো পড়ে বড় শান্তি পেলাম - সহযাত্রী।
  • aranya | 2601:84:4600:5410:ecbb:612:1e34:***:*** | ১০ নভেম্বর ২০২৫ ০১:১৯543397
  • ফাউন্টেন পেনে লেখা আবশ্যক ছিল, মাধ্যমিক অব্দি। সে এক যন্ত্রণা। লেখার সময় কলম কাত হয়ে, অদ্ভুত এক কৌণিক অবস্থান নিত। নিবের দুটো ভাগ ছিল, সে দুটো অসমান ভাবে ক্ষয়ে যেত, ভয়াবহ অবস্থা। 
    উচ্চ মাধ্যমিকে ডট পেনে লেখা, হাঁফ ছেড়ে বাঁচলাম। 
  • kk | 2607:fb91:4c21:664d:e4b9:864a:693:***:*** | ১০ নভেম্বর ২০২৫ ০১:১১543396
  • অরণ্যদা'র ০০ঃ৫৭ এর পোস্ট পড়ে জোরে হেসে উঠলাম :-))

    মনের অবস্থার সাথে হাতের লেখার পরিবর্তন যদি বলেন, আমি এমনিতে কার্সিভে লিখি, তো সাধারণ অবস্থায় সেটা সামান্য ডানদিকে হেলানো। কিন্তু পরীক্ষার খাতায় দেখতাম ক্রমশ বাঁ দিকে হেলতে হেলতে শেষের আধ ঘন্টায় একেবারে কট্টর বামপন্থী হয়ে দাঁড়াতো।এখনও যখন জার্নালিং করি দেখি ব্যাড ডে'জ (ক্লিনিকাল ডিপ্রেশনের "ব্যাড অ্যান্ড গুড ডে'জ" বোঝাচ্ছি) গুলোতে সব বাঁ দিকে ঝুঁকে পড়ে। গুড, এমন কী ওকে ডে'জ এও দিব্যি ডানে হেলে থাকে!
  • শ্রীমল্লার বলছি | ১০ নভেম্বর ২০২৫ ০১:১১543395
  • @অরিন | ১০ নভেম্বর ২০২৫ ০০:৩৯ 
     
    বল পয়েন্ট পেনে ডাইরিতে লিখতে লিখতে দেখা গ্যাছে, বলা ভাল খেয়াল করেছি, আরও ভালভাবে বললে পর্যবেক্ষণ করেছি যে, আমার মনের অবস্থা যেদিন যেমন রয়েছে সেদিন তেমনই হাতের লেখা ফুটে উঠেছে ডাইরির পাতায় পাতায়। ধরা যাক, মনটা অসম্ভব বিধ্বস্ত কোনও কারণে— হাতের লেখাও তেমনই হয়েছে, বাংলায় যাকে বলে 'জঘন্য'! আবার ধরা যাক, মনটা অসম্ভব উৎফুল্ল হয়ে রয়েছে কোনও কারণে— তো হাতের লেখাও ঝকঝকে রোদ্দুরের মতোই হয়ে উঠেছে ডাইরির পাতায় পাতায়। তবে এও দেখেছি যে, মনকে বলা যাবে না যে আমি কী করতে চলেছি। যদি ভেবেই নিই হাতের লেখা খারাপ হবে, তো খারাপ হতে বাধ্য! আর যদি ভেবে নিই ভাল হবে, দেখতে সুন্দর হবে– তো সেটা হবেই। হতে বাধ্য! 
  • aranya | 2601:84:4600:5410:7005:34b0:29cc:***:*** | ১০ নভেম্বর ২০২৫ ০১:০৩543394
  • সত্যি কথা, অরিন। এখনও একই রকম খারাপ। যা লিখি, কিছু শব্দ পরে আর পাঠোদ্ধার করতে পারি না। 
    আজকাল কাগজ কলমে বেশি লিখতে হয় না, এই যা বাঁচোয়া 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত