এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 2607:fb91:4c21:664d:4026:4363:a53:***:*** | ০১ নভেম্বর ২০২৫ ২১:০৬543173
  • ডিসির ১৯ঃ৪৭ এর পোস্টে ডাবল ক দিয়ে গেলাম।
  • :|: | 2607:fb90:bd09:4052:16b:73d3:a1ab:***:*** | ০১ নভেম্বর ২০২৫ ২১:০৫543172
  • ডিলিমিটেশন মানে মধ্যপ্রাচ্যের দেশগুলির মতো? এখানে কাজ করতে পারো, ট্যাক্স দাও, দেশে টাকা পাঠাও, এমনকি গাড়ি ইত্যাদিও কিনতে পারো শুধু জমিজমা করতে পারবেনা আর ভোট রিলেটেড ব্যাপারে থাকতে পারবে না। এই তো? 
    আর এদের ছেলেপিলেদের কী হবে কিছু বলেছে? মানে ক্রোনোলজি অনুসারে তারা কি বাই বার্থ ভারতীয় হতে পারে নাকি বাবামায়ের স্ট্যাটাসেই থাকবে আর আঠারো হলেই দেশ ছাড়তে হবে -- আরবদেশের পরিযায়ীদের যেমন হয় পজিশন স্যালারি নির্বিশেষে? 
  • dc | 2402:e280:2141:1e8:fc74:e098:bbe4:***:*** | ০১ নভেম্বর ২০২৫ ২০:৫৮543171
  • পাপাঙ্গুল, আমাদের পাসপোর্টে চেন্নাইএর অ্যাড্রেসই আছে। অধারেও তাই। মার ভোটার লিস্টে নাম ছিল, তবে সে পবতে, এখন সেটা পাবার কোন উপায় নেই। তবে একজনের সাথে কথা বলেছি, সে বলেছে মার আধার দেখিয়ে আমাদের মুন্সিপালিটি থেকে সার্টিফিকেট বার করে দেবে। 
  • পাপাঙ্গুল | ০১ নভেম্বর ২০২৫ ২০:৪৫543170
  • মোটাভাইয়ের বাণী - আপ ক্রোনোলজি সমঝিয়ে। ডিভোটারদের বলা হবে ক্যাতে আবেদন করতে। তারপর এনআরসি হবে। তারপর ডেলিমিটেশন এবং সবশেষে ২০২৯ সালে ওয়ান নেশান ওয়ান ভোট।
  • Ranjan Roy | ০১ নভেম্বর ২০২৫ ২০:৩৪543169
  • কৌতুহলী
    এইসবের কনসিকোয়েন্স কী হতে পারে সেটা নিয়ে আমার উপন্যাস "কোথায় তোমার দেশ গো বন্ধু" পড়ুন।
    গুরুচন্ডালিতে ধারাবাহিক বেরিয়েছিল।
  • :|: | 2607:fb90:bd09:4052:16b:73d3:a1ab:***:*** | ০১ নভেম্বর ২০২৫ ২০:১৩543168
  • তা বেনাগরিকদের কী করা হবে কিছু বলেছে বা ভেবেছে? পাকিস্তানে পাঠিয়ে দেবে? 
  • পাপাঙ্গুল | ০১ নভেম্বর ২০২৫ ২০:০৯543167
  • ডিসি, পাসপোর্ট থাকলে অসুবিধে হবে না। সেখানে কোথাকার ঠিকানা আছে? কলকাতার না চেন্নাই? আপনার মায়ের কি ২০০২ সালে কোথাও ভোটার লিস্টে নাম ছিল?
  • পাপাঙ্গুল | ০১ নভেম্বর ২০২৫ ১৯:৫৫543166
  • ফাস্ট্যাগের ওটার নাম দিয়েছে নো ইওর ভেহিকল। টোলের টাকাও দেব আবার কে ওয়াই সি ও চাই :D গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ভ্যালিড আছে কিনা সেটা ওরা পেছনে নিজেরা চেক করে নিলেই পারে। না গাড়ির ছবি চাই , হ্যান চাই ত্যান চাই। 
  • dc | 2402:3a80:40f:83f0:6598:2a64:e760:***:*** | ০১ নভেম্বর ২০২৫ ১৯:৪৭543165
  • তবে সৈকতবাবুর ভিডিওটা দেখে একটু দুঃখ পেলাম। সবাই নিজের গায়ে ভারতীয়, বা বাঙালি, বা হিন্দু ইত্যাদি সব লেবেল সাঁটাতে চায় কেন? আমার তো নিজেকে কিছুই মনে হয়না, না ভারতীয়, না বাঙালি, না অন্য কিছু। আমাদের পাড়ায় একটা বয়স্ক কুকুর আছে, আমি হাঁটতে বেরোলে ও ল্যাজ নাড়ে আর আমি ওকে বিস্কুট দিই। ওকে দেখে মনে হয় ও নিজেকে তামিল টামিল কিছুই ভাবে না, কিন্তু দিব্যি আছে। 
  • যদুবাবু | ০১ নভেম্বর ২০২৫ ১৯:৪৬543164
  • থ্যাংকু পাপাঙ্গুল। লিঙ্ক চেপকালেই কোথা থেকে ভূতুড়ে স্পেস চলে আসে। কী যে উপায়। 

    @দ-দি, এই অ্যাক কে-ওয়াই-সি। ওঃ। মাথায় রক্ত চড়ে যায় শুনলেই। প্রত্যেক বছর এই এক যাতনা। প্রত্যেকবার ডকুমেন্ট জমা দিই, সে ডকুমেন্ট নিয়ে আপিসার টেবিলে গাদা কাগজের স্তুপে রেখে দেয়। ঠিক আবার ক'দিন পরে বলবে নাই কে-ওয়াই-সি নাই। আমি আগেরবার গিয়ে বললাম যে এই যে আমি একগাদা কাগজ জমা দিলাম এর একটা রশিদ দিন, না হলে প্রমাণ কোথায় যে সত্যিই জমা দিয়েছি। সে কে এক স্টেটব্যাঙ্কের ছাগল আপিসার ডেস্কে বসে সুপুরি খাচ্ছিল শুনেই খচে গ্যালো। এখন ধরে নিয়েছি ব্যাপারটা তীর্থের মত। বছরে একবার গিয়ে কাগজার্ঘ্য দিয়ে আসবো আপিসারের চরণে। যা হবে হোক। 
  • dc | 2402:3a80:40f:83f0:6598:2a64:e760:***:*** | ০১ নভেম্বর ২০২৫ ১৯:৪০543163
  • "আর আমাদের বাকি ন্যাচারাল লাইফ কোন ডকুমেন্ট কোথায় গোঁজা আছে বের কর বের কর এই টেনশন করে কেটে যাবে"
     
    যদুবাবুর পোস্টটা পড়ে তখন থেকে হাসছি, কারন দুপুর থেকে আমি আর বৌ মিলে লেগেছি আমাদের সবার কার কি মার্কশিট, আইডি হ্যানত্যান ইত্যাদি আছে সেসব খুঁজে বার করতে laugh
  • | ০১ নভেম্বর ২০২৫ ১৯:৩৫543162
  • সেদিনই এক বন্ধু লিখেছিল  ফাস্ট্যাগের কেওয়াইসির মেসেজ এসেছে। এবার ফাস্ট্যাগ কী? না আপনি রাস্তায় টোলট্যাক্স দেবেন  সেই ট্যাক্স কালেক্ট করার জন্য নিজের আইডেন্টিটি প্রমাণ করবেন। তারপর সেই ট্যাক্স নিয়ে রাস্তা সারাবেনা,  এই কাজে নিযুক্ত কর্মীদএর মাইনেকড়ি দেবেনা। 
     
    দুদিন বাদে বাদে অমুক কেওয়াইসি তমুক কেওয়াইসি। নয়ত নোটবন্দী...  পরের পর হ্যারাসমেন্ট করেই চলেছে। প্রত্যেকটা পরের পর ফেল করছে আর একটা নতুন কিছু আনছে আগের অপদার্থতা ঢাকার জন্য। 
  • যদুবাবু | ০১ নভেম্বর ২০২৫ ১৯:০৭543160
  • পরিযায়ী শ্রমিকদের কী হবে, অক্ষরজ্ঞান নেই যাদের তাদের কী হবে? যারা বন্যায় বা অন্য দুর্যোগে সব খুইয়েছে তাদের কী হবে? অল্প বয়সে স্কুলছুট মানুষের কী হবে? কেউ-ই জানে না। আর অন্যে পরে কা কথা। আমি নিজেই চিন্তায়। 

    বিহারে স্যার এক্সারসাইজ় দেখে স্পষ্ট বোঝা যায় যে পুরো প্রক্রিয়াটার মধ্যে গাদা গাদা গণ্ডগোল। 
     
    রিপোর্টারস কালেক্টিভ বলছে বিহারের ২৪৩ টা অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সি মিলিয়ে সাস্পেক্টেড ডুপ্লিকেট ১৪.৩৫ লাখ, যাদের নাম এক, আত্মীয়ের নাম এক, বয়সের পার্থক্য ০-৫ বছর। আবার এদের মধ্যে ৩.৪২ লাখের বয়সও এক। এ ছাড়াও হাজার দশেক লোকের একটা ছেড়ে তিনটে এপিক আইডি। এর মধ্যে জ্ঞানেশকুমার বলেচে ডিডুপ্লিকেশন সফটওয়্যার লাগাবেন না, কারণ এক-ই ব্যক্তি স্যার এক্সারসাইজ়ের সময় দুবার না এন্যমারেশন ফর্ম ভরলে নাকি ডুপ্লিকেটের আশঙ্কা নেই। এদের দ্যায় কে? কে দ্যায়? 

    এর মধ্যে কালকে দেখলাম বাংলা পক্ষ অব্দি স্যারকে সাপোর্ট করেছে - স্যার এসে নাকি ভোটার তালিকা থেকে বিহারী বেছে দেবে। দেখে এক বন্ধুকে বললাম যে, যা বুঝলাম সবাই স্যারের হাতে অল্প বেতের বাড়ি চায়। নাহলে কারুর পাছায় শান্তি নেই। আর আমাদের বাকি ন্যাচারাল লাইফ কোন ডকুমেন্ট কোথায় গোঁজা আছে বের কর বের কর এই টেনশন করে কেটে যাবে। আর পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে ভাঙ্গনে বিপর্যস্ত উপায়হীন মানুষ এমনিই স্টেটলেস হয়েই আছেন প্রায়। এক পা এগিয়ে গেলেন। 
     
    বাই দি বাই, রিপোর্টার্স কালেক্টিভের কভারেজ (https://www.reporters-collective.in/the-electoral-roll-project) খুব-ই থরো, কিন্তু আর কী হবে? রাজনৈতিক দলগুলো মূর্খ, চোর আর ধান্দাবাজ। 
  • np | 106.206.***.*** | ০১ নভেম্বর ২০২৫ ১৮:২১543159
  • আ খোঁ | 2402:3a80:4300:79ea:178:5634:1232:***:*** | ০১ নভেম্বর ২০২৫ ১৪:৫০543158
  • কৌতূহলী 
    বাঙালি এলিটের মনন চিন্তন তৈরি করেছে চিরস্থায়ী বন্দোবস্ত। আনন্দবাজার তার ডাইরেক্ট ডিসচার্জ। 
     
    দ 
    বিহারের নিখুঁত তথ্য জানি না। কিন্ত যা আনঅফিশিয়ালি শুনছি ওখানেও ডিভোটারের মধ্যে প্রায় ৬০ শতাংশ মহিলা।
  • কৌতূহলী | 115.187.***.*** | ০১ নভেম্বর ২০২৫ ১৪:০৭543157
  • @আখো বাবু 
    বাঙালি এলিটদের মনন চিন্তন ঠিক করে আনন্দবাজার। আর তাঁরা ''অপর'' দের পিছনে বাঁশ দিতে উদ্গ্রীব, তা সে নিজে বাঁশ খেলেও। এই আনন্দবাজার স্নাত বাঙালি এস আই আর কে স্বাগত জানাচ্ছে উদ্বাহু হয়ে। আনন্দবাজারী বুদ্ধিজীবীরা বাঙালিদের দশতলা থেকে ঝাঁপ দিতে বললে তাঁরা ''দেশের স্বার্থে'' তাইই দেবে। 
     
    হ্যাঁ, আর পরিযায়ী শ্রমিকদের তো স্থায়ী বাসস্থানই নেই, বিভিন্ন জায়গায় ঝুপড়ি বা বস্তিতে থাকেন, তাঁদেরও ভয়ানক অবস্থা।
  • dc | 2402:e280:2141:1e8:c0cd:6ba7:9c1b:***:*** | ০১ নভেম্বর ২০২৫ ১৩:৪৬543156
  • ঠিক, পরিযায়ী শ্রমিক। 
     
    আজকাল বেশীরভাগ জায়গায় আধার চায় বলে সবাই আধারটা করিয়ে রাখে। তার ওপর আবার অন্য ডকুমেন্ট চাইছে! 
  • dc | 2402:e280:2141:1e8:c0cd:6ba7:9c1b:***:*** | ০১ নভেম্বর ২০২৫ ১৩:৪৩543155
  • কিন্তু শুধু তো পব না, স্যার তো দেখছি আরও অনেকগুলো রাজ্যে হবে! তামিল নাড়ু, পন্ডিচেরি, এমপি, ইউপি ইত্যাদি। এই সব জায়গাতেই তো মানুষের অসুবিধে হবে! যেমন ধরুন শ্রমিকরা যাঁরা এক রাজ্য থেকে আরেক রাজ্যে যান কাজের খোঁজে, তাঁরা কি ডকুমেন্ট নিয়ে ঘোরেন, বা আদৌ তাঁদের এসব ডকুমেন্ট থাকে নাকি? আমি দুজন ছেলেমেয়েকে জানি, কৃশ আর শালু, ওদের বা ওদের পরিবারের কারুরই ডকুমেন্ট নেই, কারন তাঁরা সবাই নেপাল থেকে এসেছেন। সবার শুধু আধার আছে। এরকম অনেকেই বিপদে পড়বেন।  
  • | ০১ নভেম্বর ২০২৫ ১৩:৪১543154
  • আসামে এন আর সি'র ফলে মেয়েরা ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত। বাংলাতেও সেটাই হবে। আর লিঙ্গ নির্বিশেষে গরীব শ্রমজীবি মানুষ পরিযায়ী শ্রমিক ক্ষতিগ্রস্ত হবেন।  এই এতগুলো বন্যা গেল, বিভিন্ন আগুন লাগার কেস - এই মানুষগুলোর কথা ভাবুন। 
     
    অরিন, কোর্টের কথা ভাবলেই আমার উমর শারজিলদের কিথা মনে হয়, স্ট্যানস্বামী জি এন  সাইবাবার কথা।  একটুও বিশ্বাস নেই। খুবই চান্স ছিল কেস ঝুলিয়ে ঝুলিয়ে ওঁর জীবদ্দশা কাটিয়ে দিল। 
  • রমিত চট্টোপাধ্যায় | ০১ নভেম্বর ২০২৫ ১৩:২৭543153
  • বাঙালি সম্মন্ধে নবারুণের মন্তব্যটাই বারবার মনে পড়ে।
  • আ খোঁ | 2402:3a80:4300:79ea:178:5634:1232:***:*** | ০১ নভেম্বর ২০২৫ ১৩:১৪543152
  • SIR বাঙালি নিম্নবর্গের বিশেষ করে নিম্নবর্গ নারীর জন্য একটা মারাত্মক ব্যাপার হতে চলেছে। প্রকারান্তরে NRC এর প্রথম ধাপ। বাঙালী এলিট প্রত্যাশিতভাবেই উদাসীন। দেশভাগএর আগে থেকেই এই চলছে। এখন রোহিঙ্গা তাড়ানোর খোয়াবে ডুবে আছে। তাতে কোল্যাটারাল ড্যামেজের ব্যাপারে তাদের ঘন্টা বয়ে যায়।  জাতি হিসেবে বাঙালির দুরবস্থার শেষ হওয়া মুশকিল। 
  • কৌতূহলী | 115.187.***.*** | ০১ নভেম্বর ২০২৫ ১৩:০৪543151
  • আমি একটা জিনিসই ভাবছি, আমার বাবার দিক পূর্ববঙ্গীয়, মায়ের দিক থেকে এদেশী। আমার পরিবার ১৯৯২ তে বাড়ি করার আগে অবধি ভাড়াবাড়িতে থাকত। (আমি অবশ্য জন্মাইনি তখন)। কিন্তু আমি মধ্যবিত্ত প্রিভিলেজড পরিবারের। সেই আমিই আতঙ্কে ভুগছি, তাহলে যারা বস্তিতে থাকেন, গ্রামে থাকেন, বাড়ি থেকে বিচ্ছিন্ন, সিঙ্গেল মাদারের সন্তান, এল জি বি টি, সংখ্যালঘু মুসলমান তাঁদের কী অবস্থা !!! উত্তরবঙ্গের বন্যায় যাদের বাড়িঘরই এখনও অনিশ্চিত, তাঁরা কী ডক্যুমেন্ট দেখাবে? নিরক্ষর মানুষও তো প্রচুর আছেন, ফর্মফিলাপই বা করবেন কী করে? এই আর কী
  • dc | 2402:e280:2141:1e8:6407:b8bd:46b7:***:*** | ০১ নভেম্বর ২০২৫ ১২:৫৪543150
  • কৌতূহলীবাবু ঠিকই বলেছেন, আমারও মনে হচ্ছে এটা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হতে পারে। মাকে জিগ্যেস করলাম তোমার মাধ্যমিক আর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট আছে কিনা, তাতে মা বললো পুলিশ এলে তামিলে বলে দিস মা আট ক্লাস ফেল। 
     
    আসলে এদ্দিন স্যার নিয়ে কিছু ভাবিনি, হঠাত আপনার পোস্টটা পড়ে আর তারপর ডকু লিস্ট দেখে মনে হচ্ছে ব্যপারটা ফেলে রাখার মতো না। ধন্যবাদ। 
  • কৌতূহলী | 115.187.***.*** | ০১ নভেম্বর ২০২৫ ১২:৪৮543149
  • @আ খো বাবু,  রিফিউজি কার্ড আর নাগরিকত্বের সার্টিফিকেট বোধহয় আলাদা। গুগল সার্চ করে নাগরিকত্বের সার্টিফিকেট এর একটা ছবি দেখলাম। কিন্তু চাক্ষুষ কারও কাছে দেখিনি। 
     
    আর @ডিসি বাবু , এই প্রসেসটার সাথে বোধহয় ভবিষ্যৎ নাগরিকত্ব তালিকা তৈরীর একটা যোগ আছে। আমি ঠিক ভুল জানি না। কিন্তু কাউকে বেনাগরিক করে দিলে তাঁর একাউন্ট বা আঁধার ব্লক করে দিলে কার্যত সে পথে বসবে। এটা বোধহয় শুধু ভোট না দিতে পারার ব্যাপার না। আর সবাই তো দুমদাম বিদেশে সেটলড হয়ে যেতে পারবে না।
    আবারও বলছি, যা বললাম সবই হিয়ারসে এর ওপর নির্ভর করে, আমার নিজেরই ব্যাপারটা স্পষ্ট না।
  • আ খোঁ | 42.108.***.*** | ০১ নভেম্বর ২০২৫ ১২:৪১543148
  • কৌতূহলী 
    আপনি নাগরিকত্বের সার্টিফিকেট বলতে যা বলছেন তা বোধহয় আসলে শরণার্থী বা রিফিউজি কার্ড। ১৯৫২ এর শেষ অবধি পাসপোর্ট চালু হওয়া অবধি ভারত পাকিস্তাএর যে কেউ এদিক ওদিক যাতায়াত করতে পারত। আর স্থায়ী শরণার্থীদের জন্য ছিল শরণার্থী কার্ড। যা মোটামুটি ১৯৭১ অবধি চালু ছিল। আমার মা বাবা বা তাঁদের বাবা মায়েরও সবারই এই কার্ডই ভারতে নাগরিকত্বের প্রমাণপত্র ছিল। এছাড়া শত্রু সম্পত্তি আইনে চলে যাওয়া সম্পত্তির দস্তাবেজও কাজে দিত। ৭১-এ ইন্দিরা মুজিব চুক্তির পর এই কার্ড দেওয়া বন্ধ হয়ে যায়। যেটা বাঙালির ওপর একটা বড় আঘাত।
  • dc | 2402:e280:2141:1e8:6407:b8bd:46b7:***:*** | ০১ নভেম্বর ২০২৫ ১২:৪১543147
  • আরেকটা কথা মনে হলো, এই স্যার বোধায় যারা ভোট দিতে চান তাঁদের জন্য দরকারি। আমার তো ভোট দেওয়ার সিনই নেই, তাহলে বোধায় এসব দরকার হবে না। নাকি পরে অমিত স্যার এসে বলবে ভোট দাওনি, এখন জেলে যাও। বেশ গন্ডগোলের ব্যাপার। 
  • কৌতূহলী | 115.187.***.*** | ০১ নভেম্বর ২০২৫ ১২:৩৬543146
  • আমি শুনছি দেশভাগের পর থেকে ১৯৭১ অবধি যেসব পূর্ববঙ্গীয় মানুষ এপারে এসেছিলেন, তাঁদের মধ্যে যারা আবেদন করেছিলেন, তাঁরা নাকি নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছিলেন। আমার একটা বন্ধু বলল তাঁর দাদুরা নাকি পেয়েছিলেন। অথচ আমি এই বস্তুটার নামই শুনিনি এতকাল। 
     
    আর ১৯৭১ এর পর থেকে নাকি এই সার্টিফিকেট দেওয়া বন্ধ হয়ে যায়/
  • অরিন | 119.224.***.*** | ০১ নভেম্বর ২০২৫ ১২:৩৪543145
  • দ (১০:২৭), ভাল খবর, বৃদ্ধা ভদ্রমহিলাকে কুর্ণিশ। কোর্টের না নড়ে উপায় ছিল কি?
  • dc | 2402:e280:2141:1e8:6407:b8bd:46b7:***:*** | ০১ নভেম্বর ২০২৫ ১২:৩৩543144
  • পেয়েছি, এখানে আছেঃ 
     
     
    এই লিস্টে আমার, বৌ, আর মেয়ের অবশ্য পাসপোর্ট আছে। কিন্তু মার এসব কিছুই নেই ঃ-((এই সির না স্যার, এটা নিয়ে এদ্দিন ভাবিনি, এখন দেখছি মার জন্য কোন একটা সার্টিফিকেট যোগাড় করতে হবে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত