এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রমিত চট্টোপাধ্যায় | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৭541684
  • না, সব সময় লোকে অত গুছিয়ে কাজ করলে তো হয়েই যেত। মিষ্টির দোকানের লোককে বলে ওরা লিখে দেয় একটা কাগজে। কেউ কেউ আবার নিজে লিখতে পারেনা। 
  • পাপাঙ্গুল | ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৫541683
  • মিষ্টির দোকানে নাম লেখে কেন? বাড়ি থেকে চিরকুটে লিখে নিয়ে যায় না?
  • রমিত চট্টোপাধ্যায় | ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৮541682
  • &/ আলম্বান না কী বললেন ওরকম গোত্রর নাম আমি শুনেছি। আমাদের এখানে একটা বড় কালী মন্দির আছে, তার পাশের মিষ্টির দোকানে অনেকে নাম গোত্র এসব লিখে মন্দিরে দিয়ে আসে। সেখানেই শুনেছি বার কয়েক। কিন্তু তারসাথে নাৎসির সম্পর্ক কী? কিছু সুপ্রিমেসিস্ট ব্যাপার আছে? 
  • b | 14.139.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৯541681
  • এদিকে সকাল বেলায় ব্রাশ করতে গিয়ে টুথব্রাশ থেকে একগাদা দাঁড়া উপড়ে এলো, কয়েকটা দাঁতের ফাঁকে  আটকে রইলো, কয়েকটা আবার খচ্মচ করে গিলেও ফেললাম। অ্যাঃ ! 
  • b | 117.238.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৭:০৫541680
  • "বঙ্গাল খেদা নিয়ে নাকি গানও আছে"  
    অজস্র শুনেছি, এরকম কোনো গান শুনি নি। তবে অসমে অ্যান্টি কা মুভমেন্টে তো ছিলেন বটেই। 
     
    (ভূপেন হাজারিকার অবশ্য এন আর সি, সি এ এ  নিয়ে বলতে কিছু অসুবিধা ছিলো, সেই জন্যে বলেন নি) 
  • | ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫২541679
  • হুতো 
    খুব সক্রিয় এন আর সি সাপোর্টার, সক্রিয় বঙ্গাল খেদা সাপোর্টার। বঙ্গাল খেদা নিয়ে নাকি গানও আছে (এইটা আমি ক্রসচেক করি নি)। বলেছিলেন বেঁচে থাকতে সি এ এ হতে দেবেন না যাতে একটাও বাঙালি ছাড় পেয়ে ঢুকতে পারে। 
    ভুপেন হাজারিকা চুপ ছিলেন সক্রিয় সমর্থন করেন নি। ইনি করেছেন। 
  • &/ | 151.14.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৪৫541678
  • গোত্র শুনে মনে হল, একজন এক গ্রুপে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা এত তো গোত্র আছে, ভরদ্বাজ গৌতম শান্ডিল্য কাশ্যপ ইত্যাদি। আলম্বায়ন বা অলম্বান গোত্র বলে কিছু আছে কি? থাকলে সেই সম্পর্কে কিছু যদি কেউ বলেন।
    সেইখানে হুলুস্থুলু পড়ে গেল। নাজি টাজি পর্যন্ত বলে দিলেন কেউ কেউ। বললেন অলম্বানেরাই নাকি নাজি, তারা নানা দেশে নানা কালে যুদ্ধ করে বেড়ায়।
  • &/ | 151.14.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৪০541677
  • পবর মুখ্যমন্ত্রী নাকি বলেছেন তিনি অনেক গান লিখে দিয়েছেন গর্গকে। কোন গান? বা কোন কোন গান? বাংলা গান নাকি অসমিয়া গান? (নাকি পুরোটাই কেউ ইয়ার্কি করল? খুবই ক্লুলেস অবস্থা। )
  • b | 117.238.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৬:২৮541676
  • পদবী গর্গ নয়, ওটা গোত্রনাম। দু তিন জেনারেশনের অসমীয়াদের মধ্যে বেশ চালু, অমুক কাশ্যপ, তমুক ইত্যাদি।
  • b | 117.238.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৬:২৫541675
  • খুব জনপ্রিয়, কম্পোজ করেছেন এবং গানের অনেকগুলো জঁরে স্বছন্দ (এখানে পাবেন https://en.wikipedia.org/wiki/List_of_songs_recorded_by_Zubeen_Garg )। সেই অর্থে অসমের বাইরে ততটা পপুলার বা পরিচিত নন, যতটা পাপন। তবে অসম সীমান্তের বাংলায় ( কুচবিহার/আলিপুরদুয়ার/জলপাইগুড়ি ) নানা অনুষ্ঠানে উনি প্রচুর গান গাইতেন।
  • যদুবাবু | ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৬:২৩541674
  • আবার পদবী গর্গ! 
     
    আমিও ঐ হুতোদার মত-ই প্রায়, তবে ইয়া আলি দিব্যি মনে আছে। সে সময় মাইকে মাইকে এতো বাজতো যে কানের পোকাও ইয়া আলি শুনলে কানেই মরে যেতো আর কী। সেই একটা আতঙ্কের সময় ছিল বটে, গর্গবাবু তো তাও একরকম, নিত্যি মাইকে হিম্মেশ রেশমিয়া বাজতো। উরিঃ সে কী গান। 
     
    কিন্তু, "পবর মুখ্যমন্ত্রীর জীবনপথের পাথেয়"?? সিরিয়াসলি??!! 
     
    তবে সে যাই হোক, খবরে দেখলাম স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা গেছেন। হয়তো এই সময়ে বলা ঠিক হবে না, তবে, ঐরকম মৃত্যু হলে মন্দ হয় না। দুম করে কী একটা হয়ে গেলো বোঝার আগেই ছবি হয়ে গেলাম। দীর্ঘ রোগভোগ নয়। তবে, সে আর কে না চায়? তাছাড়া বেশি চাওয়াচাওয়ি ঠিক না, বেশি চাইলেই মর্মপীড় কাঠি করে দেন যদি? 
  • r2h | 134.238.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৫:০৭541673
  • ওহো, লিখতে লিখতেই দেখলাম অনেক বাংলা প্লেব্যাক করেছেন নাকি। তাহলে জনপ্রিয়তার কারন বুঝতে পারছি বটে।

    আবার বাঙাল খেদা-ও করেছেন?
  • r2h | 134.238.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৫:০৬541672
  • কিছু কিছু জিনিসে পথে যেতে যেতে নোংরা মাড়িয়ে ফেলার মত একটা তিক্ত অস্বস্তি হয়, এই ভিডিওটা দুয়েক মিনিট দেখে ওরকম হল, সারাদিন আর ভাটে আসতে ইচ্ছে করলো না।

    কৌতূহলী, ঐ দুটো গানের মধ্যে কোনটাই (বা দুটোই), যদ্দুর মনে পড়ে ঐ অ্যালবামটার বর্ষপূর্তি টাইপ কিছু হচ্ছিল। এত কাল হয়ে গেছে, তার মাঝে এত জল গড়িয়ে গেছে, আর পরিষ্কার মনেও পড়ে নাঃ)

    দমদি, গান গেয়ে বাঙাল খেদানোর ব্যাপারটা কীরকম?

    জুবিন গর্গের নাম শুনেছি, কিন্তু এঁর বিষয়ে কিছুই জানি না, কোন গানও শুনেছি কিনা মনে করতে পারছি না, কাগজে দেখলাম গ্যাংস্টার সিনেমায় ইয়া আলি গেয়ে খুব নাম করেছিলেন, সে কোন গান মনে করতে পারছি না, গ্যাংস্টার সিনেমায় যদ্দুর মনে পড়ে পৃথিবীটা নাকি ছোট হতে হতে-র সত্ব কিনে হিন্দি করেছিল, জেমস গেয়েছিলেন, ভালো হয়েছিল গানটা, এর বাইরে কিছু জানি না। সিনেমাটা দেখেছি নিশ্চয়, আলোচিত বাণিজ্যিক হিন্দি ছবি তো দেখি মোটামুটি, কিন্তু মনে পড়ছে না।

    বি-দা, অসমিয়া গানের প্রাণপুরুষ কীরকম, মানে খুব জনপ্রিয়, না নিজে সঙ্গীতকার -এরকম কিছু? কাগজ টাগজ পড়ে সেরকম কিছু পাচ্ছি না, ইয়া আলি গেয়েছেন আর কোভিডের সময় বাড়ি খুলে দিয়েছিলেন, এর বাইরে তেমন কিছু জানতে পারলাম না।

    কিন্তু তাঁর গান পবর মুখ্যমন্ত্রীর জীবনপথের পাথেয়, তাঁর শক্তি, কলকাতাও দেখছি শোকে মূহ্যমান - জুবিন গর্গ কি অনেক বাংলা গানও গেয়েছেন, নাকি আজকাল আম বাঙালী অনেক অসমিয়া গান শোনে?

    খুবই ক্লুলেস একটা অবস্থা।
  • P | 106.206.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৮541671
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৪541670
  • @র২হবাবু 
    সুমন অঞ্জন নচিকেতা এই ট্রায়োর দুটো গান আমি শুনেছি। ''খাওয়ার গান'' আর ''গানে ফেলুদা'' । এছাড়া ''শুধু বিষ শুধু বিষ দাও অমৃত চাই না'' গানটা সুমন আর নচিকেতা দুজনের গাওয়া। 
     
    প্রকাশ্যেই সুমন আর নচিকেতা একে অন্যের সম্পর্কে বেশ অফেন্সিভ মন্তব্য করেছেন। এবার এটার সূত্রপাতটা কীভাবে, এটা জানতে ইচ্ছে হয়। বিশেষত যখন একের অন্যের সম্পর্কে ধারণা প্রকাশ্যে চলে আসে। 
     
    আপনারা যে অনুষ্ঠানে গেছিলেন সেখানে সুমন অঞ্জন নচিকেতার কোন গানটা হয়েছিল?
  • | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৫541669
  • ইনিই গান গেয়ে গেয়ে বলিতেন না কেমন করে বঙ্গাল খেদাবেন? 
  • b | 14.139.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৬541668
  • এই প্রজন্মের অসমিয়া গানের প্রাণপুরুষ জুবিন গর্গ চলে গেলেন।
    শুধু গান নয়, বিভিন্ন সামাজিক/রাজনৈতিক ব্যাপারে ওনার অবস্থানের বড় ভূমিকা ছিলো, সরকারের বিরাগভাজন হতে পিছপা হতেন না।
    বড় ক্ষতি হয়ে গেলো।
  • শ্রীমল্লার বলছি | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৭541667
  • @Manali Moulik, Daarun bypaar toh! Aager bochhor porjontoh o pujabaarshikih kinechhi...  E bochhor aar haat diini.... pujabaarshikih poraar jonyoh onektah shomoy dite hawy...... smiley
  • Manali Moulik | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪০541666
  • শ‍্যাম্পু করে চুল খোলা রেখে, বালিশে হেলান দিয়ে এইসময়টা পুজোসংখ‍্যা পড়ার যে আনন্দ.... তা পৃথিবীর কিছুই দিতে পারে না। অ‍্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, ডেডলাইন মিস নিয়ে আপাতত চাপ নেই.......আহ্!!  শান্তি! শান্তি!!
  • . | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৪541665
  • আজ ক্রুগারে শেষ দিন, মানে ষষ্ঠ দিন।
    ভোরের আলোয় পুকুরপাড়ে ব‍্যালকনিতে বসে চা খাচ্ছি, বৃষ্টি নেমেছে সবে।
    মানিক বন্দ‍্যো বঙ্গশ্রী পত্রিকার এডিটর ছিলেন, কোনও একটি উপন্যাস লেখার কারণে সম্ভবত চাকরিটি খোওয়া গেছল। মালিকের নাতি আমায় এখন বলল চা খেতে খেতে।
  • রমিত চট্টোপাধ্যায় | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫১541664
  • ডিজিটাল ক্যামেরা উঠে প্রাণে শান্তি এসেছিল।
    কাশ্মীরে শুধু ডাল লেকের একটা ঘাট থেকে তোলা 100 টা ছবি দেখে বাবা আর থাকতে পারেনি, বলছে এইভাবে ছবিতোলা দেখে ভীষণ অস্বস্তি হচ্ছে, আর তুলিস না।
  • রমিত চট্টোপাধ্যায় | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৬541663
  • তখনকার দিনের মূল সমস্যা হলো একদমই ইচ্ছেমতো ছবি তোলা যেত না, সব গুণে গেঁথে। দুটো রিল নিয়ে যাওয়া হত সাথে করে, খুব বেশি হলে তিনটে। তিনটে রিল খুব একটা নেওয়া হতই না, অনেক লম্বা টুর হলে আলাদা কথা। এবার সেইসব টুরে অনেক জায়গা বুড়ি ছোঁয়ার ব্যাপার থাকত। প্রথম স্পটে তাই একদমই বেশি ছবি তোলা হত না, শেষে যদি কম পড়ে যায়! তারপর বাড়ি ফিরে দেখা যেত শেষ রিলে 3-4 টে ছবি এখনো পড়ে আছে। আর তখন কিছুতেই ছোটদের হাতে ক্যামেরা দেওয়া হত না, যদি ভুল ভাল শট খরচা করে ফেলি। 
  • &/ | 151.14.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০২541662
  • কত দীর্ঘ দিন ছোটাইয়ের নতুন কোনো লেখা দেখতে পাই না এই সাইটে!
  • &/ | 151.14.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১৮541661
  • বিশ্বমহাতরু ইগ্দ্রাসিল যেমন সব গাছেরই মিলিত রূপ, তেমনই সব মানুষের মিলিত রূপ বলেও কিছু আছে। কেউ কর্মবীর, কেউ মর্মপীড়সেবক, কেউ পর্যবেক্ষক, কেউ ভাবুক, কেউ রেড ভেলভেট কেক বানাতে ওস্তাদ ইত্যাদি ইত্যাদি। সবে মিলে সবই হয়ে যাচ্ছে।  হরে দরে 
  • kk | 2607:fb91:4c1f:77b8:4e7:afd0:62b:***:*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪১541660
  • আর যারা কর্মবীর নয়, তাদের তো মর্মপীড় আছেন। ভাগ্যিস! না'হলে আমাদের মত লোকদের কী হতো? সারা জীবন ধরে 'করার' রাস্তায় কোথাও না পৌঁছে শুধু দেখে চলি। ঐ যে কত আমি, ভাঙছি, আবার গড়া হচ্ছি, আবার ভাঙছি। কোনো আমি তোমার ড্রায়াডের মত গাছতলায় পড়ে কাঁচের চোখ দিয়ে আমাকে দেখছে। কোনো আমি জলে আধোডোবা। কোনো আমি একটা ছাইরঙের ছোপ হয়ে দেওয়ালে থেকে গেছি। কিন্তু প্রত্যেক আমির সামনে গিয়ে দাঁড়ালেই দেখতে পাবে এক একটা পোর্টাল। কোনোটা দিয়ে তুমি নিফলহাইমে গিয়ে পৌঁছবে, কোনোটা দিয়ে নিডাভেলিরে। ভাগ্যিস পীড়ের দয়া আছে। নাহলে কী এসব হতো?
  • &/ | 151.14.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩৯541659
  • সেই রীলওয়ালা ক্যামেরারও আগের যুগে, বিভিন্ন টুরিস্ট স্পটে পেশাদার ফটোগ্রাফার থাকতেন, তাঁরা ফটো তুলে নিয়ে ডেভেলপ করে দিতেন পরদিন। এইরকম একটা ছবিতে এক সমুদ্রের ধারে গ্রুপ ছবি তোলা হয়েছিল, সেই ছবিতে পাশে আর একটি ছোটো পরিবারের ছবিও এসে গিয়েছিল, খাটো ধুতি পরা গাঁট্টাগোঁট্টা এক যুবক স্বামী দাঁড়িয়ে আছেন, স্ত্রী বেঞ্চে বসে আছেন, দূরের এক সমুদ্রশিলা এদের ব্যাকগ্রাউন্ডে এমনই কায়্দায় এসেছে, মনে হচ্ছে স্ত্রীর মাথায় হাত রেখেছেন স্বামী। সাদা কালো ছবির যুগ সেটা। সেই ছবি দেখে খুবই অবাক লাগত। কোথায় কোন অজানা দেশে অচেনা সেই দম্পতি রয়ে গেলেন, আর এই গ্রুপের অ্যালবামে তাঁদের ছবি।
  • &/ | 151.14.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩২541658
  • কর্মবীরেরাও অনাসক্ত হয়ে কর্ম করেন, তেমন তেমন স্থিতধী কর্মবীরেরা আরকি। বলেন, 'তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি।' ঃ-)
  • r2h | 134.238.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০২:২৯541657
  • হ্যাঁ, তাও হত! সীমিত সংখ্যক ছবি থাকতো যেহেতু রিলে, তাই তখন সাবধানে গুণে গেঁথে ছবি তোলা হত, বেড়িয়ে ফিরে ছবি ডেভেলপ হয়ে এলে সে মহা উত্তেজনার ব্যাপার!
    ২৪ মিমি ফিল্মে সাদা কালো ছবির যুগে আবার একেক ছবি একেক সাইজে ছাপানো দস্তুর ছিল!

    লেখক, মৃত্যু এইসব প্রসঙ্গে,
    • kk | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৭
    • ...একটা জীবন আসলে সবকিছু, স-অ-ব কিছুর জন্যেই কম পড়ে যায়। কিম্বা সেভাবে দেখলে হয়তো কোনোকিছুর জন্যই কম পড়েনা। 
    এইটা আমার মনে হয়, জীবন কি কম পড়ে? অন্য লোকের চোখে হয়তো পড়ে, নিজের জীবন তো, যেটুকু করা গেল, তারপর তো ফুরিয়েই গেল। অনেক কিছু করতে পারলে ভালো, না করতে পারলেই বা কী। তো আমি দ্বিতীয় লাইনের সঙ্গে আছি।  
    তবে এ অবশ্য অলস মস্তিষ্কের কথা, কর্মবীরেরা এমন কখনোই ভাববেন না, না হলে আর কাজকর্ম হবে কী করে।
  • &/ | 151.14.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০১:১৫541656
  • ক্যামেরায় টাইমার সেট করে জানালার ধাপিতে রেখে দৌড়ে এসে গ্রুপে দাঁড়াচ্ছেন কেউ, মাঝপথেই ক্ল্যাক , ভদ্রলোকের দৌড়রত অবস্থাই উঠে গেল গ্রুপের সামনে। এরকমও হত। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০১:১১541655
  • ঘটি বাটি ইঁট কাঠ চাপিয়ে তার উপরে ক্যামেরা বসিয়ে টাইমার দিয়ে ফটো তোলা ----এইটা ভিশুয়ালাইজ করে ঃ-) ঃ-) ঃ-) ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত