এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 107.77.***.*** | ২১ সেপ্টেম্বর ২০২৫ ০৫:০৬541715
  • আমার   ইন্টেন্স  স্মৃতিগুলো  থাকে , ভালো  মন্দ  সবই , যেগুলোর সময়  মন  জেগে ছিল, ছড়িয়ে মেলে  ধরা  ছিল ।  কিন্তু  ঝাপসা  হয়ে গেছে  বাকী সব , যেন  কুয়াশা , মন  তখন  গুটিয়ে ছিল 
  • s | 220.244.***.*** | ২১ সেপ্টেম্বর ২০২৫ ০৫:০২541714
  • আলম্ব = পারপেন্ডিকুলার 
  • kk | 2607:fb91:4c1f:77b8:c010:c375:5990:***:*** | ২১ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৪৯541713
  • হয়তো তোমার কাছে স্কুলের দিনগুলো বেশি সুন্দর ছিলো কলেজের চেয়ে। তাই সেগুলো বেশি মনে আছে? আমার তো দেখি যত বিকট বিভৎস স্মৃতি সেগুলোই একদম ডেনড্রাইটের মত স্টিক করে থাকে (আর ক্রমাগত রিপ্লে হয়ে চলে সে নয় ছেড়েই দিলাম)। ভালোগুলো কর্পুর হয়ে যায়। কী যে জ্বালাতন!
  • &/ | 107.77.***.*** | ২১ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০৯541712
  • মহালয়ার  দিন  পুজোর  ছুটি  পড়ত  শান্তিনিকেতনে , শুনে  ভারী  ভালো  লাগল . আমাদের স্কুলে  তৃতীয়া বা চতুর্থী থেকে   ছুটি  শুরু  হত . কলেজে  কী  হত  মনে  পড়ে  না  সেভাবে , যদিও  সেই  কালটাই  অপেক্ষাকৃত  কাছে , তবুও  স্মৃতিতে  কিছু  নেই ।মানুষের  স্মৃতি  যে  কীরকম  অদ্ভুত ! কী  রাখে  কী  রাখে  না  বুঝতে  পারা  ভার 
  • &/ | 107.77.***.*** | ২১ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০১541711
  • যেন  দেখতে  পাচ্ছি  দুটি  ক্ষুদ্র  শিশু   মন্ত্র  শুনে  চিৎপটাং  হয়ে  শুয়ে  পড়ছে  :)
  • &/ | 107.77.***.*** | ২১ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১৯541710
  • মহালয়া  কে  আমি আবার মহামায়া  শুনতাম :)
  • kk | 2607:fb91:4c1f:77b8:199f:daa9:2c84:***:*** | ২১ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪৩541709
  • মহালয়া কথাটা আমি ছোটবেলায় বারবার ভুলে যেতাম। বলতাম হিমালয়া। দাদু ঐদিন তর্পণ করতেন। আমাদের ওখানে আর গঙ্গা কোথায়? বাড়িতেই করতেন। কোনো একটা মন্ত্রে বোধহয় বলতে হতো 'তৃপ্যতামেতৎ'। দাদু বেশ সুন্দর করে বলতেন "তৃপ্যতা-আ-আ-ম-এতৎ"। আমার বয়স তখন চার হবে, দিদির সাড়ে পাঁচ। আমরা শুনলাম "চিৎপটাং এতৎ"। দাদু যতবার কথাটা বলতে লাগলেন, আমরা দুজন মাটিতে চিৎপটাং হয়ে পড়ে মন্ত্রকে আরো পূর্ণতা দেওয়া নিজেদের পবিত্র কর্তব্য মনে করলাম। দাদু মর্মান্তিক চটলেন ও তখন কিছু না বললেও পরে তার ফল আমরা টের পেলাম। পরে মহালয়ার দিনই বাবা তর্পণ করতো। আমাকে বলতো বই দেখে বলতে কী কী করতে হবে, কী মন্ত্র বলতে হবে। আমি যথেষ্ট অনিচ্ছুক ছিলাম, তাই লোভ দেখানো হতো যে ঐ কাজ করে দিলে আমাকেই পুরোহিতের দক্ষিণাটা দেওয়া হবে। তো তখন আর কেই বা না করবে? তারপর শান্তিনিকেতনে পড়তে চলে গেলাম। তখন মহালয়ার দিন থেকেই পুজোর ছুটি শুরু হতো। ঐদিনই সকালের বাসে বাড়ি যেতাম। পৌঁছতে দুপুর হতো। ততক্ষণে তো তর্পণ টর্পণ সব শেষ। বাবাকে জিজ্ঞেস করলাম আজ তাহলে কে পুরোহিত হলো? বাবা বললো "কেউ তো হলো না। আমি চোখ বন্ধ করে বলে দিলাম পূর্বজ পিতৃ ও মাতৃকূলের যে যেখানে আছো সবাই জল খেয়ে নাও, আর কী কী খাবে খেয়ে নাও। ব্যস হয়ে গেলো!" আমি ভাবলাম তা এতদিনও এটাই করলেই তো হতো! এখন কোথায় দাদু, কোথায় বাবা? তবু মহালয়া এলেই এই কথাগুলো মনে পড়ে যায়।
  • &/ | 107.77.***.*** | ২১ সেপ্টেম্বর ২০২৫ ০২:২৯541708
  • সবাইকে  শুভ  মহালয়া 
  • &/ | 107.77.***.*** | ২১ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩১541707
  • মহালয়া র  সকালে  যাঁরা  গঙ্গায়  যান  তর্পণ  করতে , তাঁদের  অভিজ্ঞতা  শোনা  হয়নি 
  • &/ | 107.77.***.*** | ২১ সেপ্টেম্বর ২০২৫ ০১:২৮541706
  • অনেক  গান , অনেক  গান .....মন্ত্রপাঠ  গল্প  আর  গান .... 
  • r2h | 208.127.***.*** | ২১ সেপ্টেম্বর ২০২৫ ০১:২৪541705
  • ওহ রমিত লিখেছে ঘটোৎকচের ব্যাপারটা।

    আমি ক্কোনদিন মহালয়া শুনিনি। আজকাল অনেকে মহালয়া শোনা বললে বকে দেন, মহালয়া শোনা আবার কী, মহিষাসুরমর্দিনী গীতি আলেখ্য পাঠ ইত্যাদি। সে হোকগে, দুনিয়াশুদ্ধু লোক মহালয়া বলে, আমিই বা কী এমন লাটসাহেব। ওদিকে শুভ মহালয়া নিয়ে একটা গোল বাঁধে প্রতিবছর। তা শাস্ত্র আর কে পড়েছে আর শাস্ত্রে লিখলেই যে মানতে হবে তাই বা কে বলেছে। কে একবার কাকে হ্যাপি মহরম বলে বার্তা পাঠিয়েছিল, তাতে ভারি মান অভিমান হয়েছিল। কিন্তু এত বড় তাজিয়া নিয়ে হইহই করতে করতে লোক চলেছে, কী করে বোঝা যাবে ব্যাপারটা হ্যাপি না? পড়শির রীতি নীতি জানা উচিত তা অবশ্য সত্যি কথা। কিন্তু মহালয়ার দিন যে ছোটবেলায় ভারি ফুর্তি হত, তাও মিথ্যে না। আবার শোক জড়িয়ে আছে বলে তা শুভ না, এমনও কোন ব্যাপার থাকার কথা না।

    সে যাগ্গে, কথা হল, আমি কখনো মহালয়া শুনিনি। ছোটবেলা ঘুম থেকে জেগে বাজলো বাজলো তোমা... পর্যন্ত শুনে আবার ঘুমিয়ে পড়েছি, সব চুকেবুকে যাওয়ার পর চা খেয়ে সাইকেল নিয়ে চরতে বেরিয়ে গেছি। বড় হয়ে সাইকেল পর্ব বাদ। আর একেবারে বড় হয়ে যাওয়ার পর পুরো ব্যাপারটাই বাদ।
  • r2h | 208.127.***.*** | ২১ সেপ্টেম্বর ২০২৫ ০১:১৬541704
  • হ্যাঁ, অলম্বুষ অভিমন্যু, ঘটোৎকচ - এঁদের সঙ্গে খুব যুদ্ধও করেছিল।

    এতে মনে হল রাজশেখর বসুর মহাভারতটা একবার পড়তে হবে।
  • &/ | 107.77.***.*** | ২১ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪৯541703
  • আপনারা  যাঁরা  কলকাতায় বা  তার আশে পাশে  বা  পশ্চিমবঙ্গের  নানা  প্রান্তে আছেন , মহিষাসুর  মর্দিনী রেডিওতে  শুনছেন খুব ভোর  বেলা ?
  • . | ২০ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৩541702
  • যাইহোক দিনান্তে জানিয়ে গেলাম যে আজ ডারবানে প্রথম দিন। কাল চান করতে যাব মহাসাগরের সৈকতে।
  • Manali Moulik | ২০ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৯541701
  • আমার জানালার পাশে আচার্য জগদীশচন্দ্র বসু  বোট‍্যানিকাল গার্ডেন। রাতে শোনা যায় গার্ডেনরিচ ডক থেকে জাহাজের শব্দ। কিন্তু ব‍্যাপার হলো, পাঁচিলের একদম কাছে একটা নাগরিক নিমগাছ আছে। ঠিক রাতের দিকে কী একটা পাখি ডাকতে শুরু করে এসে। অদ্ভূত ডাক। কী মিষ্টি! খুব ধীরে আর সাবধানে যেন দয়িতের সঙ্গে কথালাপ করতে এসেছে। কোনোদিন দেখিনি পাখিটাকে (বিমলচন্দ্র ঘোষের 'নীল সাগরের পাখির' মতো) তবু শোনার জন‍্য উৎকর্ণ হয়ে থাকি ওর ডাক।
  • &/ | 107.77.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৯541700
  • এদিকে আলম্ব শব্দটা কিন্তু কোনো একটা সায়েন্টিফিক টার্ম এর বাংলা হিসেবেও শুনেছিলাম
  • &/ | 107.77.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৫541699
  • সে বিশাল ক্যাও হয়েছিল মলাট গ্রূপে, আমিও ধরতে পারিনি কেন যুদ্ধবাজ দেশে দেশে কালে কালে এইসব বলছে . সম্ভবত কোনো কন্সপিরেসি থিওরির সাপোর্টার এসেছিলেন ওখানে
  • kk | 2607:fb91:4c1f:77b8:199f:daa9:2c84:***:*** | ২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৩541698
  • বক রাক্ষসের ভাই
  • kk | 2607:fb91:4c1f:77b8:199f:daa9:2c84:***:*** | ২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৩541697
  • অলম্বুষ বলে একজন রাক্ষস ছিলো না?
  • রমিত চট্টোপাধ্যায় | ২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:১১541696
  • অলম্বুষ তো মহাভারতেও ছিল। ঘটোতকচ এর সাথে ভীষণ যুদ্ধ হয়েছিল- মায়াযুদ্ধ। সে ছিল কোনো এক রাক্ষসের ভাই।
    নাৎসি ব্যাপারাটাই যা এখনো ধরতে পারছি না।

    শাক্য পদবি তো বেশ বিখ্যাত। কমেডিয়ান আছেন আশিষ শাক্য।
  • &/ | 107.77.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:১০541695
  • অনেকে  আল্বমান বা আল্যমান  লিখে  দেন  গোত্রনাম , শুনে  শুনে  লেখা  কিনা . সংস্কৃত  তো  সেভাবে  জানেন  না  অনেকেই , আলম্বায়ন  লেখা  তো  বেশ  একটু   কঠিন  , গৌতম  ভরদ্বাজ  যতটা  চেনা  চেনা  , ইনি সেরকম  তো  নন .  
  • &/ | 107.77.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৩541694
  • শাক্য পদবীও হয়, নেপাল থেকে আসা এক বন্ধুর পদবী শুনেছিলাম শাক্য 
  • r2h | 134.238.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৬541693
  • এসব করে মহা মুশকিল হয়েছে, কোট পাৎলুন পরলেই খালি আত্মজিজ্ঞাসা হয়, আমাকে কি কেরোসিন সাহেবের মত দেখাচ্ছে, আর জরিদার চোগা চাপকান পরলেই মনে হয়, কেউ পাটনি বাড়ির জামাই (এটার ব্যাখ্যায় গেলাম না, জাতপাত, আর্থিক অবস্থা- ইত্যাদির প্রতি কটাক্ষবাহী মহা আপত্তিকর ব্যাপার) বলবে না তো? ওদিকে আট ক্লাসের সংস্কৃতে পড়েছি দূরতঃ শোভতে মুর্খ লম্বশাট পটাবৃত।

    তবে যত বয়স বাড়ছে তত দেখছি লোকলজ্জার ভয় কমে যাচ্ছে, আগামী হপ্তা থেকেই হাঁটুঝুল পাঞ্জাবী পরে অনাবাসী পুজোয় ঘুরে বেড়াবো।
  • r2h | 134.238.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৮541692
  • হাহাহা, টম অল্টারের একটা সাক্ষাৎকার দেখছিলাম, বলছিলেন, ছোটবেলায় কেউ কেউ আমাকে আংরেজ বলে আওয়াজ দেওয়ার চেষ্টা করতো, আমিও রেগে গিয়ে বলতাম, তেরা বাপ আংরেজঃ)

    অলম্বুষ ব্যাপারটা অবশ্য স্ট্যান্ডার্ড, যা দেখছি, গুগল বলছেঃ
    • আক্ষরিক অর্থে:'অলম্বুষ' বলতে মোটা, দীর্ঘাকৃতির এবং অলস প্রকৃতির একজন মানুষকে বোঝাতে পারে। 
    • গালাগালির অর্থে:এটি কাউকে নির্বোধ বা বোকা বোঝাতেও ব্যবহৃত হয়। 

    আরেকটা ছিল কেরোসিন সাহেব। বেমানান বেখাপ্পা কোট পাৎলুন পরলে, বা কোট পাৎলুন পরিহিত কিন্তু ওয়েল গ্রুমড না- এসব ক্ষেত্রে প্রযোজ্য।
    এইটাও স্ট্যান্ডার্ড হওয়ারই কথা, আগেকার দিনে নাকি গঞ্জে (আমার মাতৃ ও পিতৃকূলের হিসেবে 'বাগানে', অর্থাৎ চা বাগানে) নাকি কেরোসিনের ক্যানভাসার আসতো, তারা কেরোসিন কাঠের বাক্সের ওপর দাঁড়িয়ে মেগাফোন নিয়ে কেরোসিনের মাহাত্ম্য বর্ণনা করতো, পরনে থাকতো ডেড সাহেবের বাজারের ইংরিজি পোশাক, ঐটা কেরোসিন কোম্পানির ড্রেস কোড ছিল (মানে কোট পাৎলুন, জ্যান্ত সাহেবের থেকে কিনলেও কোন আপত্তি ছিল না অনুমান করি)।
  • যদুবাবু | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১১541691
  • প্রগলভ বৃদ্ধ হওয়ার দিকে এক পা এক পা করে এগোচ্ছি, তুমি চিন্তা নট হুতোদা। মানে প্রগলভ হয়েই আছি, বৃদ্ধ হতে আর কয়েক মাস। 
     
    তবে বৃদ্ধ বয়সে আমাকে কেহ 'দাদু চাদ্দর পড়ি যায়' বললে আমিও উলটে 'তর বাপের চাদ্দর পড়ি যায়' বলে দেবো না এমন গ্র্যান্টি নেই। 
  • r2h | 134.238.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩২541690
  • একবার শুনেছিলাম আমাদের এক আত্মীয়ের গোত্র আলিম্যান। শুনে খুব ইম্প্রেসড হয়েছিলাম, লোকেদের গোত্র সব ব্যাস বাসুকি ভৃগু কাশ্যপ - শুন্লেই মনে হয় দাড়িওলা বদমেজাজি মুনি ঋষি, আর এর গোত্র Ali Man, কী জবরদ্স্ত ব্যাপার।

    আর এই অলম্বায়ন শুনে মনে হল, আমাদের বৃহত্তর গোষ্ঠীতে, ক্লামজি অপ্রতিভ (লাজুক না কিন্তু, কিছু লোক হয় যারা একটু গোঁজ হয়ে থাকে, বডি ল্যাঙ্গুয়েজ, হাসি, চোখের ভাষায় রেসপন্ড করে না, ঐরকম) ফিটফাট জামা কাপড় পরে না- এরকম লোকেদের বলা হত অলম্বুষ। ধরা যাক আপনি শীতকালে ভোটকম্বল গায় দিয়ে ব্যাজার মুখে উস্কোখুস্কো বসে আছেন, পাশ দিয়ে যেতে যেতে কেউ একটা স্বগতোক্তি করে গেলে, অলম্বুষটার মত বইয়া রইসে দ্যাখো।

    আর একটা ছিল চাদ্দর পড়ি যায়।
    এক আত্মীয় পক্ষ, বিপুল যৌথ পরিবার আর ব্যাপক চিলুবিলু, তাদের বাড়িতে গেলে বোঝা যেত কেন প্রাচীন কালে কাশ্মীর টাশ্মীরের লোকেরা বলত বঙ্গের লোকেরা পাখির ভাষায় কথা বলে। সবাই যে যার কক্তব্য বলবে, ঐ বাড়িতে কেউ কাউকে কোনদিন দাবায়ে রাখেওনি, রাখবেও না।
    তো এক সামাজিকতায় কুটুম বাড়ি যাওয়া হবে, সবাই যাবে। নবতিপর বৃদ্ধ বাবামশাইও যাবেন, ওদিকে তিনি কিঞ্চিত সেনাইল হয়ে গেছেন, কী বলতে কে বলেন, তিনি নিজেও সেটা জানেন। কিন্তু মনে যা আসে তাকে দাবায়ে তো রাখা যাবে না, কী করা?

    এমন সময় বুদ্ধি দিলে ভারি, বাড়ির এক ছোকরা বললে, আচ্ছা দাদু, তুমি যখন বেশি বলে ফেলবে, তখন আমরা বলবো, দাদু, চাদ্দর পড়ি যায়। তখন তুমি ইঙ্গিত পেয়ে চাদর ঠিক করার ছলে চেপে যাবে।

    সেই হতে ব্যাপারটা ঐ পরিবার ও লতায় পাতায় কোড হয়ে গেছে। খোলা পাতায় ফাঁস করে দিলাম, তবে কোথায় আর সেসব লোক, কই আর সেসব কুটুম বাড়ি, কোথায়ই বা সেইসব প্রগলভ বৃদ্ধ।
  • যদুবাবু | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১০541689
  • এই রে গোত্রনাম হোক আর জটিল সংকেত হোক আর বানানোই হোক, সারনেম / লাস্ট নেম তো ঐটেই - সেই অর্থে পদবি বলা যায় না? 
    আমাদের কৈশোরে সাধনা সরগম নামে একজন গায়িকা ছিলেন (এখনো আছেন নিশ্চয়ই), পরে জানলাম 'সরগম' নিজের নেওয়া নাম। এরকম অবশ্য প্রচুর আছেন, David Tennant-এর জন্মগত পদবি যেমন McDonald। JD Vance-এর Bowman ইত্যাদি। 
  • পাপাঙ্গুল | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৭541686
  • দক্ষিণা নেয় নাকি 
  • kk | 2607:fb91:4c1f:77b8:8564:a1e6:cc89:***:*** | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৯541685
  • যাক, রমিতের ৯ঃ১৮ র পোস্টে 'নাৎসি' লিখতে দেখে নিশ্চিন্ত হলাম! এখানে অনেকেই দেখি 'নাজি,নাজি' লেখেন। সেই দেখে দেখে ভাবছিলাম আমিই এতদিন ভুল বলে আসি নাকি!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত