এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ০৪ আগস্ট ২০২৫ ২২:০০540870
  • বাংলা ভাষাটাই ডিলিট করে দেওয়া হয়েছে?
    বাহ!
  • Ranjan Roy | ০৪ আগস্ট ২০২৫ ২১:৫৭540869
  • যা তা ছড়িয়েছি! 
    ক্ষমাপ্রার্থী!
     
    আগামীতে কাউকে উদ্ধৃত করতে হলে  দায়সারা ভাবে না করে  ভাল ভাবে চেক করে নেব।
  • r2h | 165.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ২১:৫১540868
  • ফিরে চাও পড়ে আমারও একটু খটকা লেগেছিল, তারপর মনে হল বাংলা ভাষা বলে যখন আদৌ কিছু নেই তখন এইসব সামান্য ব্যাপারে মাথা ঘামিয়ে কী হবে।

    আর বি'র মন্তব্য পড়ে মনে হল, যদি কিছু থেকেও থাকে, সেও শিগ্গিরি উঠে যাবে।
  • | ০৪ আগস্ট ২০২৫ ২১:৪৮540867
  • বি, 
    আসামে দেখলাম আবার মশাল মিছিল হচ্ছে। আরেকটা নেলী হাঁড়িতে চেপেছে মনে হল।  সাবধানে আছেন থাকেন আশা করি। 
     
    ওদিকে সেপ্টেম্বরে পরের করমোরান স্ট্রাইক আসছে। 
  • Srimallar | ০৪ আগস্ট ২০২৫ ২১:৪৪540866
  • "এই তো জানু পেতে বসেছি, পশ্চিম
      আজ বসন্তের শূন্য হাত—
      ধ্বংস করে দাও আমাকে যদি চাও
      আমার সন্ততি স্বপ্নে থাক।"— শঙ্খ ঘোষ 
     
     
    এমন ছিল
  • aranya | 2601:84:4600:5410:d062:802e:48e5:***:*** | ০৪ আগস্ট ২০২৫ ২১:৪৪540865
  • অসাধারণ সিরিজ, টেস্ট ক্রিকেট উইথ অল ইটস গ্লোরি ! 
    আর আজকের ৪৫ মিনিট তো তুলনাহীন। প্রতিটা বলে মনে হচ্ছে কিছু একটা হবে। জাস্ট টু গুড 
  • b | 117.238.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ২১:৩৮540864
  • @ জয় , হ্যাঁ দারুণ ! যে কোনো দিকেই  রেজাল্ট  ৩-১ হতে পারতো , সেখানে ২-২ । প্রথম দুটো টেস্টে এক একটা দলের আধিপত্য ছিলো  । তৃতীয়  আর পঞ্চম টেস্টের রেজাল্ট যে কোনো দিকে যেতে পারতো , ভাগ্যদেবী যেন ব্যালান্স করেদুই পক্ষকে সমান করে বাঁটোয়ারা করে দিলেন ।
    তবে দেখেছি ইন্ডিয়া পাকিস্তানের কাছে হারলে সাহেবরা একটু গদগদ আপ্লুত হয়। মানে জিতলে ঠিক আছে, হারলেও  আপত্তি নেই তেমন । পুত্রাৎ শিষ্যাৎ পরাজয় ইত্যাদি । 
    **
    বাংলাভাষা প্রসঙ্গে মনে পড়ল অনেকদিন বাদে দেশ পত্রিকা পড়ছিলাম । নাটকের রিভিউ পড়ছিলাম । " যে অনায়াস সাটলিটির  সাথে পরিচালক নাটকটিকে মাউন্ট করেছেন (নাকি ফ্রেম করেছেন )  তা " ইত্যাদি ইত্যাদি । খাবি কি রে পাগলা, ঝাঁঝেই মরে যাবি। 
  • aranya | 2601:84:4600:5410:d062:802e:48e5:***:*** | ০৪ আগস্ট ২০২৫ ২১:৩৫540863
  • ধ্বংস করে দাও,  আমাকে যদি চাও
                             আমার সন্ততি স্বপ্নে থাক
     
    - এরকম ছিল না, লাইন দুটো ? 
  • Srimallar | ০৪ আগস্ট ২০২৫ ২১:১৫540862
  • চুম্বনের সময়
    দেবারতি মিত্র
     
    হাওয়ায় ডুবতে ডুবতে
    অবাক আচ্ছন্ন পাতা চোখ মেলে তাকাতে পারে না
     
    যখন একটু দূরে কোনাকুনি বেঁধে লাল আলো
    তখনও বুঝি না ঠিক দু'চোখের পল্লবে জোরালো
    কী লুকিয়ে রাখ, 
    আমাকে কোথায় ডেকে নিয়ে ছুটে গেছ
    দৃশ্যদৃশ্যান্তর শুধু তুমি
    আমি তো জানি না ভালো ছটফটে শরীরটি কার অনুগামী
    তবু দুঃসাহসে কাছে যাই। 
     
    হঠাৎ গ্রীবায় দীর্ঘ সাতটা চুম্বন পর পর 
    লঘু ফিসফিস কাঁদে অর্থহীন কথা 
    তুমি ভারি কৌতূহলী, কে তোমাকে অনুযোগ করে? 
    গলাটি জড়িয়ে ধরে ফুলে স্নান করি পিয়াশাল
    আমার সবুজ ঘেরে
    লাল
    সবে মিষ্টি গন্ধময় বন্য ফলগুচ্ছের নিবিড়। 
     
     
     
     
     
    এই লেখাটি পড়ুন
  • Srimallar | ০৪ আগস্ট ২০২৫ ২১:০১540861
  • 'কবিতা বিষয়ক কিছু বকবকম'— এ যা বললেন, তা সত্যিই প্রশংসনীয়! smileysmiley
  • Ranjan Roy | ০৪ আগস্ট ২০২৫ ২০:৫৪540860
  • কবিতা বিষয়ক কিছু বকবকম
    ====================
    ১ ফরিদার কথা শুনে সমর সেনের কথা মনে পড়ল।
      যখন খুব ভাল লিখছেন তখনই ওনার মনে হোল-- এসব কিস্যু হচ্ছে না। তাই কবিতা লেখা ছেড়ে দিলেন। 
     
    ২ আমার কীরকম  মনে হয় কবিতা আর সিনেমার মধ্যে একটা মিল আছে। সিনেমার তার দু'তিনটে আপাত সম্পর্কহীন শটের মাধ্যমে মন্তাজ গড়ে অন্য এক তৃতীয় পরিসরে আমাদের পৌঁছে দেয়।
    ভাল কবিতাও তার আপাত তুচ্ছ বা আটপৌরে শব্দের কম্বিনেশন তৈরি করে এক তৃতীয় অর্থের বোধ করায়, প্রায় সিনেমার মন্তাজের মত। এর মাধ্যমে কবির নিজস্ব আকুতি সার্বজনীন হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ কবিতা তার  সৃষ্টির প্রাথমিক বিশেষ উপাদান নিয়ে শুরু হয়ে ক্রমশঃ নির্বিশেষ হওয়ার দিকে  পাখা মেলে। 
     
    এই  অন্য ভুবন নির্মাণ ভাল কবিতার বিশিষ্ট লক্ষণ বলে আমার ব্যক্তিগত মত।
     
     উদাহরণঃ শঙ্খ ঘোষের থেকে।
    বাবরের প্রার্থনায় "ধ্বংস কর যদি আমাকে ফিরে চাও'
                             আমার সন্ততি স্বপ্নে থাক'।
     
    --পড়তে পড়তে আমরা ভুলে যাই বাবর/হুমায়ুঁ / মোগল সাম্রাজ্য।
     
    পাঠক অনুভব করে এক পিতার বা সকল পিতৃহৃদয়ের সন্তানের হিতে আত্মবলিদানের কামনা। 
     
    তেমনই 'যমুনাবতী সরস্বতী ' লেখা হয়েছিল, আমার যতদূর মনে পড়ছে, বৌবাজারে রাস্তায় মহিলাদের প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে অমিয়া-প্রতিভা-গীতা-লতিকার মৃত্যুর শোক নিয়ে।
     
    কিন্তু গোটা কবিতায় কোথায় ওঁরা?
     কবিতা হয়ে গিয়েছে বাংলার প্রতিবাদী মেয়েদের পাশে দাঁড়ানোর ইস্তেহার এবং পুলিশ-প্রশাসনের দিকে আঙুল তোলার প্রতীক। 
     
    এভাবেই কবিতা পাঠককে অন্তরঙ্গ আলাপনের মাধ্যমে  হাত ধরে এক মিথের বা স্বপ্নের বিশ্বে  নিয়ে যায়। 
     
     
    রবীন্দ্রনাথের 
    "বীরের এ রক্তস্রোত, মাতার এ অশ্রুধারা
    এর যত মূল্য সে কি ধরার ধূলায় হবে হারা?
    স্বর্গ কি হবে না কেনা?
    বিশ্বের ভাণ্ডারী 
    সে কি শুধিবে না ঋণ?
    রাত্রির তপস্যা 
    সে কি আনিবে না দিন"?
     
    এত ভালো প্রতিবাদী কবিতা, বিশেষ করে শেষ দুটো লাইন, অনায়াসে একটা জয় পরাজয়ের সামগ্রিক ছবির ইঙ্গিত করে।
    তবে উনি ত রবি ঠাকুর বটেন!
  • r2h | 165.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ২০:২৭540859
  • সে তো বটেই।
    কিন্তু মূল অবলম্বন বাংলা ভাষার জিনিসপত্র।

    সুযোগ পেলে বম্বে চলে যাবে বেশিরভাগ। কিন্তু তার আগে পর্যন্ত বাংলা ভাষাতেই করেকম্মে। যা হতে পারে বা যা করতে চায় সেসব আলাদা গল্প।
  • পাপাঙ্গুল | 49.205.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ২০:২৩540858
  • বিনোদনের লোকেরা সুযোগ পেলেই মুম্বাইতে গিয়ে খেপ খেলে আসে। আজ না , বহুদিন থেকেই। 
  • Titir | 128.2.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ২০:০০540857
  • @&/, রবীন্দ্র ভবনের যে অনুষ্ঠানটি  তা কবে হবে হয়েছিল  এবং কি করে জানা গিয়েছিল? যদি একটু জানান তবে খুব ভালো হয়। 
  • একক  | 2401:4900:882b:dee1:525:3456:f9a2:***:*** | ০৪ আগস্ট ২০২৫ ১৯:৫৯540856
  • * ভুল হিন্দিতে
  • একক  | 2401:4900:882b:dee1:525:3456:f9a2:***:*** | ০৪ আগস্ট ২০২৫ ১৯:৫৯540855
  • সরকার করছে না। আমরাও চাইছি না।   কল সেন্টারে হিন্দিতে কথা বলছে আমরা হেঁ হেঁ করে ভুল ইংরিজিতে বাক্যালাপ করে কৃতার্থ হচ্ছি। বিজ্ঞাপনের কপি গুগুল দিয়ে বাংলা করিয়ে লাখ লাখ টাকার হোর্ডিং এ ছাপা হয়ে যাচ্চে , আমরা সেই কুৎসিত ভাষা আস্তে যেতে দেখচি কিস্যুই যায় আসে না। এই করে কত বাংলা টেলিকলার থেকে কপি এডিটর প্রুফ রিডার নেই হয়ে যাচ্ছে যাওয়ার পথ প্রতিনিয়ত তৈরী হচ্ছে আমাদের কিস্যুই যায় আসেনা। প্রেসি থেকে বাংলা পড়ে আট হাজারে প্রুফ রিডারের চাকরি জোগাড় করতে ফেটে যাচ্ছে বই পাড়ায়। যেমন ল্যাওএর খদ্দের আমরা তেমন আমাদের বাজার।
  • r2h | 165.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ১৯:৫৭540854
  • আত্মপরিচয় বা ঐতিহ্য রক্ষা- ওসবে সরকারের অবদান থাকা উচিত বটে।

    কিন্তু একটা তৃতীয় শ্রেণীর অভিনেতা যে কিনা প্রথম শ্রেণীর তরকা, সে যখন সাংবাদিক সম্মেলনে দাঁত কেলিয়ে নিজের ভাষায় কথা বলতে অস্বীকার করে, বা প্রতিষ্ঠিত সাহিত্যিক নির্লজ্জ চাড্ডিপনা করে, সেসব তো আর সরকার আটকাবে না।
  • r2h | 165.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ১৯:৫৪540853
  • ভাষাকে অবলম্বন করে বেঁচে থাকে বিনোদন, মাধ্যম- এইসবের লোকেরা।
    ওরকম গাদা খানেক আছে।
  • পাপাঙ্গুল | 49.205.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ১৯:৪৮540852
  • "সাহিত্যিক বা বাংলা ভাষাকে অবলম্বন করেই বেঁচে থাকা অন্য প্রভাবশালী লোকেদেরও কোন হেলদোল দেখি না।" - শুধুমাত্র বাংলা ভাষাকে অবলম্বন করে বেঁচে থাকা কেউ নেই বলেই মনে হয়। সমস্যা সেখানেই যে শুধু বাংলা ভাষাকে অবলম্বন করে চাকরীজীবি হওয়া যাবে , সেই ব্যবস্থা পব সরকার করছে না। 
  • &/ | 107.77.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ১৯:০২540851
  • মালপোয়ার  কবিতাটা  অত্যন্ত  ভালো  লাগল , অনেক  ধন্যবাদ  b  কে 
  • ফরিদা | ০৪ আগস্ট ২০২৫ ১৮:৫৮540850
  •  
    কবিতা নিয়ে কথা হচ্ছে দেখে দু'কথা বলতে এলাম। 

    রঞ্জন দা ও বাকি “গুরু”জনদের ধন্যবাদ আমার “গুরু”দত্ত নাম উল্লেখের জন্য।

    একটা কবিতাতেই পড়েছিলাম “ভালো কবিতা দরজা খুলে দেয়”। কার কবিতা, কোথায় পড়েছিলাম— কিচ্ছু মনে নেই, কিন্তু ওই দরজা খোলা দেখেই খুব পালাতে ইচ্ছে হয়েছিল তা স্পষ্ট মনে আছে।

    তবে কবিতা ব্যাপারটা এখনও স্পষ্ট নয় আমার কাছে। সারাদিনে অনেক কথাবার্তা হয় নিজের সঙ্গে, নানান সময়ে, বিষয়ভিত্তিক বা অবান্তর। তারই কিছুটা টাইপ করি,  মানে না করে উপায় থাকে না তাই। আর সেটাকে পোস্ট করে একছুটে পালাই ওর থেকে। কেউ কিছু বললে টললে তা এক আধবার পড়ি কিন্তু তা তখন পাঠক হয়েই পড়া। 

    কবিতা নিয়ে আলোচনা খুব একটা হয়ে ওঠে না অন্য কারও সঙ্গে বড় একটা। মাঝে মাঝে এড়িয়েও গেছি — সেটা সৌভাগ্য বলেই মনে করি। 

    অনেক দিন পর পর কোনও একটা শব্দের সূত্রে নিজের গুগুল ডক এ খোঁজ করি — নিজের পুরনো লেখা দেখে হাসি পায়। মাঝে মাঝে ভালোও লাগে। 

    আজকাল ক'দিন ছবি দেখে লিখেছি, বা কখনও লেখার পরে তোলা ছবির সঙ্গে মিলিয়ে দেখছি। যেহেতু এখনও সম্পূর্ণ স্পষ্টতা নেই — তাই ভালোই লাগছে। 

    এক কথায় যেটা বলার, তা হ'ল— কবিতা লেখা একবার শিখে গেলে আর কবিতা হয়ত লিখব না। 


  • &/ | 107.77.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ১৮:৩৮540849
  • পরাধীন  দেশে  যত উৎসাহে  বাংলাভাষাকে  লোকে  আঁকড়েছিল ,  স্বাধীন  হয়ে  তো  আরও  বেশি  জোরেসোরে  সেটা  করার  কথা 
  • &/ | 107.77.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ১৮:৩২540848
  • পশ্চিমবঙ্গের  সমস্ত  স্কুলগুলোতে , সে প্রাইভেট  স্কুল  হলেও , বাংলাভাষা  রাখতেই  হবে  আর  যত্ন  করে  শেখাতে  হবে ​​​ -- এরকম নীতিমালা  তো  রাজ্য  সরকারেরই   নেওয়া  উচিত, .কাজ হচ্ছে  কিনা  সেটা  দেখাও  তো  তাদের  
     
  • r2h | 165.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ১৮:১৯540847
  • নাহ, এই আই জেনারেটেড না। অন্তত পড়ে তো মনে হচ্ছে না। কী সব দিয়ে চেক করা যায় - সেসব করা যেতে পারে।
    আর চাড্ডিরা কিছু জানে না বোঝে না অশিক্ষিত - এইরকম ভেবে ভেবে আমার মনে হয় খুবই গোলমাল হয়েছে বহুকাল - এই সবই কিছু বছর পর গিয়ে বোঝা যায় অনেক মাথা খাটিয়ে করা।

    আধুনিক প্রযুক্তি, সোশ্যাল মিডিয়াকে পুরো পোটেনশিয়ালে কাজে লাগানোর কথা আমাদের তথাকথিত বুদ্ধিমান দলগুলি ভাবেইনি যেমন।
  • কালনিমে | 103.244.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ১৮:১১540846
  • মনে হয় না এত জ্ঞান চাড্ডি দের আছে - হাইলি এ আই জেনারেটেড। এরা সংবিধান জানে না, মানেও না। ধন‍্যি বটে দিল্লি পুলিশ এত বড় বড় লিঙ্গুইস্ট রাখছে - সুনীতি বাবু দেখলে খুশি হতেন 
  • &/ | 107.77.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ১৮:০৭540845
  • আর্বানার  রবীন্দ্র  উৎসবে  শান্তিনিকেতন  থেকে ও  কয়েকজন  এসেছিলেন 
  • &/ | 107.77.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ১৮:০৫540844
  • বলতে  চেয়েছি  ইলিনয়ের  আর্বানায়  রবীন্দ্রনাথের  বাস  করা  বাড়িটির ( ১৯১২  আর১৯১৩  সালে  ওখানে  কবি  ছিলেন  কয়েক মাস )
  • r2h | 165.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ১৮:০২540843
  • পুরোটাই তুলে দিই।
     
    "Mamata Banerjee’s reaction to Delhi Police referring to the language used by infiltrators as ‘Bangladeshi’ is not just misplaced, it is dangerously inflammatory.

    Nowhere in the Delhi Police letter is Bangla or Bengali described as a ‘Bangladeshi’ language. To claim otherwise and call upon Bengalis to rise against the Centre is deeply irresponsible. Mamata Banerjee should be held accountable—perhaps even under the National Security Act—for inciting linguistic conflict.

    Let me explain.

    Delhi Police is absolutely right in referring to the language as Bangladeshi in the context of identifying infiltrators. The term is being used to describe a set of dialects, syntax, and speech patterns that are distinctly different from the Bangla spoken in India. The official language of Bangladesh is not only phonologically different, but also includes dialects like Sylheti that are nearly incomprehensible to Indian Bengalis.

    There is, in fact, no language called “Bengali” that neatly covers all these variants. “Bengali” denotes ethnicity, not linguistic uniformity. So when the Delhi Police uses “Bangladeshi language,” it is a shorthand for the linguistic markers used to profile illegal immigrants from Bangladesh—not a commentary on Bengali as spoken in West Bengal.

    For context, Ananda Math was written in Bangla of the era, against the backdrop of the Sanyasi Rebellion. The iconic Vande Mataram was composed separately, in Sanskrit, and later grafted into the novel. Jana Gana Mana, originally composed and sung as a Brahmo hymn, was written in Sanskritised Bangla.

    Such nuances are clearly lost on the poorly lettered Mamata Banerjee."


    মজার ব্যাপার হল যেই মালব্যকে এই টুইট লিখে দিয়েছে সে যেকোন ভাষার উপভাষা, কথ্য, ডায়ালেক্ট ইত্যাদির অস্তিত্ব জানে না, তা হতে পারে না। পুরো জিনিসটা খুবই ভেবেচিন্তে বলে মনে হয়। দলমত নির্বিশেষে এই জিনিসটার প্রতিবাদ হওয়া উচিত।
    কিন্তু সেসব করার জন্য নেতৃত্বের দরকার হয়, সংগঠকের দরকার হয়। সেসবের অস্তিত্ব দেখি না। বিরোধী দলগুলিও এই এক জিনিসের দ্বর্থহীন প্রতিবাদ করতে পারে না হাজারটা অন্য প্রসঙ্গ না এনে। রাজ্য সরকারেরও বাংলা ভাষা নিয়ে কিছু যায় আসে বলে মনে হয় না।

    আর হবি তো হ, সাহিত্যিক বা বাংলা ভাষাকে অবলম্বন করেই বেঁচে থাকা অন্য প্রভাবশালী লোকেদেরও কোন হেলদোল দেখি না।
  • &/ | 107.77.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ১৮:০২540842
  • রবীন্দ্রনাথের ইলিনয়ের আর্বানার  বাড়িটা  সারিয়ে সারিয়ে গুছিয়ে  গাছিয়ে ঠিক করা  হয়েছে।  সেই উপলক্ষ্যে  ওই বাড়িটিতে আর  কাছেই  বিশ্ববিদ্যালয়ের ভবনে  নানা  রাজ্য  থেকে বাঙালিরা এসে  উৎসব  করলেন  দু'দিন , রবীন্দ্র গান, কবিতা, আলোচনা  এইসব  দিয়ে . প্রবাসে  রবীন্দ্রনাথের  উৎসব . সকালে  রাস্তায়  দল  বেঁধে  গানের  ব্যাপারটা  সবচেয়ে  অপূর্ব  
  • r2h | 165.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ১৭:৫১540841
  • খুবই জঘন্য ব্যাপার চলছে।
    সব থেকে খারাপ ব্যাপার হল এক পাল প্রভাবশালী বাঙালী এইসবে কোন সমস্যা দেখছেন না। সাহিত্যিক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় যেমন এর সমর্থনে বিশাল গলা ফাটাচ্ছেন ফেসবুকে দেখলাম।
    ক'দিন আগে চিত্রতারকা প্রসেনজিৎ, বাংলায় কথা কেন এই সব।

    এর বিপরীতে সুনীল গঙ্গোপাধ্যায়, অন্নদাশংকর রায়দের ভূমিকা মনে পড়ে, কলকাতার রাস্তায় সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক করার দাবিতে।

    এই জিনিসগুলি নিয়ে সমাজের সৃষ্টিশেল, প্রভাবশালী মানুষদের বক্তব্য, সংবাদ মাধ্যমের বক্তব্য আলোড়ন তৈরি করে। বাংলায় সেসব কিছু নেই, সবাই এই নিয়ে বেশ।
    রাজ্য সরকারেরও কোনরকম সদিচ্ছার লক্ষন নেই। বাগাড়ম্বর মাঝে মধ্যে শোনা যায় বটে কিন্তু ঐটুকুই সার।

    দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে কোন সাইনবোর্ডে হিন্দির ছিঁটেফোঁটা নেই, কোন পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমে শুধু রাজ্যের ভাষা আর ইংরেজি।
    মহারাষ্ট্রেও তো নতুন করে হিন্দি আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ উঠছে।
    এদিকে কোথাকার কে আইটিসেলের পান্ডা বলে দিচ্ছে বাংলা বলে কোন ভাষাই নেই?

    টুইটের ঐ অংশটা উদ্ধৃত করলামঃ "There is, in fact, no language called “Bengali” that neatly covers all these variants. “Bengali” denotes ethnicity, not linguistic uniformity. So when the Delhi Police uses “Bangladeshi language,” it is a shorthand for the linguistic markers used to profile illegal immigrants from Bangladesh—not a commentary on Bengali as spoken in West Bengal."
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত