এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ২৯ জুলাই ২০২৫ ২৩:৪৬540659
  • কী ভয়ঙ্কর এই পিটিচ্যাটার্জি!!!!! রাস্তায় খিচুড়ি ফুটাই !!!!!
  • | ২৯ জুলাই ২০২৫ ২৩:৩৩540658
  • মানালির নয় মালানার laugh
  • r2h | 165.***.*** | ২৯ জুলাই ২০২৫ ২৩:৩১540657
  • এই জিনিসটা খুবই বিপজ্জনক মনে হয় - এই জেন এআইয়ের হ্যালু। এখানে আমরা অনকে এহয়তো মজা করে এগুলি করছি, কিন্তু খুব চটপট এমন একটা বড় জনতা তৈরি হবে যারা যাবতীয় তথ্যের জন্য এরকম বিভিন্ন ইঞ্জিনের ওপর নির্ভর করবে - নিজে খুঁজে পেতে ঝাড়াই বাছাই করে নেওয়ার অভ্যাসটা ইতিমধ্যেই কমেছে, সেটা নেই হবে। প্রচুর এমনকি আদারওয়াইজ পরিণতবুদ্ধি শিক্ষিত লোকজনকে দেখেছি ইউটিউব ইত্যাদিকে খবরের অন্যতম সোর্স হিসেবে মেনে নিয়েছেন, সংবাদমাধ্যমের বদলে, যদিও সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতাও তলানীতে। এবার এসব দেখলে এই টুল গুলিকে বলা যায় না বাপু তুমি ভুল জানো, আসলে হলও এই -উইকিগুলি সেরকম কমিউনিটি থেকে তথ্য নিয়েছে। কিন্তু সেই বেগার খাটনিটা কর্পোরেটগুলি লাভ তৈরীতে ব্যবহার করবে, তাও জানা, তাই জ্ঞানকে মুক্ত ও সহজলভ্য করার কম্যুনিটির সম্ভাবনাটা আগের তুলনায় ক্ষীণতর।

    তো, হয়তো এরকম একটা দুনিয়া তৈরি হবে, যে জ্ঞান, তথ্য - এইগুলি খুব ছোট একটা অংশের কুক্ষিগত, বাকিদের হাতে এই আই ইত্যাদি, যে গোষ্ঠীর হাতে যত রিসোর্স, সেই গোষ্ঠী নিজের মত তথ্যকে বাঁকিয়ে চুরিয়ে দিতে পারে।
    সেটাও ইতিমধ্যেই হচ্ছে, আইটিসেল, এক কোটি রোহিঙ্গা ইত্যাদি আমাদের দেশে। ছোট বড় স্কেলে নানান জায়গায়।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৯ জুলাই ২০২৫ ২৩:১৮540656
  • মাঝে মাঝে বুঝি আমরা কত কম জানি আর চ্যাট জিপিটি কত বেশি জানে। শেষমেশ বললাম মানালির এত ভালো জিনিস কাকে দিয়ে আনালে, মাঝে মধ্যে এজেন্টের নম্বরটা তো আমাকেও দিতে পারো। ও বলল এজেন্ট মোড এখনও রোল ওভার হয়নি এখানে। 
  • রমিত চট্টোপাধ্যায় | ২৯ জুলাই ২০২৫ ২৩:১৬540655
  • “চল রাস্তায় সাজি ট্রাম লাইন” গানটি জনপ্রিয় বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু-র একটি অসাধারণ সৃষ্টি। এই গানের মূল কথাগুলো লিখেছেন এবং সুর করেছেন ব্যান্ড সদস্য অনিন্দ্য চট্টোপাধ্যায়, যিনি কলকাতা শহরের নস্টালজিয়া, কৌতুক এবং আবেগকে তাঁর লেখায় অসামান্য দক্ষতায় ফুটিয়ে তোলেন। গানটি মূলত কলকাতার ট্রাম, রাস্তাঘাট, এবং শহুরে জীবনের প্রতিদিনকার ছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ১৯৯০-এর দশকের শেষ ও ২০০০-এর শুরুর সময়টিতে কলকাতা শহরের পুরনো ও নতুন জীবনের মাঝে চলা টানাপোড়েন, তার মধ্যেই নতুন প্রজন্মের বেড়ে ওঠা ও প্রেম—এই গান সেই পটভূমিকে ভিত্তি করে এক অদ্ভুত কাব্যিক ভঙ্গিতে ফুটে উঠেছে। চন্দ্রবিন্দুর গানগুলিতে যেমন ব্যঙ্গ, রসবোধ ও হৃদয়ের টান একসঙ্গে মেশানো থাকে, এই গানটিও তার ব্যতিক্রম নয়।
     
    নিচে আমি “চল রাস্তায় সাজি ট্রাম লাইন” গানটির পুরো লিরিকস (যেটা মূলত চন্দ্রবিন্দু ব্যান্ডের লেখা ও পরিবেশিত) ও প্রতিটি স্তবকের ব্যাখ্যা দিচ্ছি।
    দ্রষ্টব্য: এই গানটির কপিরাইট রয়েছে, তাই লিরিকসটি শুধুমাত্র বিশ্লেষণ ও শিক্ষামূলক উদ্দেশ্যে তুলে ধরা হচ্ছে।
    চল রাস্তায় সাজি ট্রাম লাইন – লিরিকস ও ব্যাখ্যা

    ১. চল রাস্তায় সাজি ট্রাম লাইন
    চল রেলিংয়ে গদি দিই সাপাই
    চল ফ্লাইওভারে তুলি চাঁদনি
    চল রাস্তাতেই ফুটুক পানিফলনি

    ব্যাখ্যা: এই স্তবকটিতে শহরটিকে প্রেমের মঞ্চ হিসেবে কল্পনা করা হয়েছে। “রাস্তায় ট্রাম লাইন সাজানো” বোঝায় শহরের রুটিন জীবনকে সাজিয়ে তোলার কল্পনা। “রেলিংয়ে গদি দেওয়া” — ফুটপাথের রেলিংয়ের উপর বসে সময় কাটানো। “ফ্লাইওভারে চাঁদনি তোলা” বলছে— শহরের কংক্রিটের কাঠামোতেও চাঁদের রোমান্স আনা যায়। “পানিফলনি ফুটুক” মানে শহরের বুকে ছোট ছোট মজার মুহূর্ত—যেন পানিফলের মতো অদ্ভুত, তবুও মন ভালো করা।

    ২. চল স্টপেজেতে বয়েম খুলি
    চল বিল্ডিংয়ে বেলুন তুলি
    চল রূপচাঁদা আঁকি গেটে
    চল খিচুড়ি ফুটাই রাস্তাঘাটে

    ব্যাখ্যা:
    এখানে আবার একটা মজার কল্পনার চিত্র: “স্টপেজে বয়েম খোলা” যেন স্কুলের টিফিন টাইম মনে করায়। “বিল্ডিংয়ে বেলুন তোলা” এক ধরনের উৎসবমুখরতা। “রূপচাঁদা আঁকা” মানে বাড়ির গেটে মাছের ছবি আঁকা—একেবারে বাঙালি ঘরানার ছোঁয়া। “খিচুড়ি ফুটানো রাস্তাঘাটে”— এ যেন দুর্গাপুজোর গন্ধ! শহরের সাথে মিলেমিশে এক উৎসবময় প্রেম।

    ৩. চল ফুটপাথে শাড়ি ছড়াই
    চল ট্যাক্সিতে উঠে পেন্নাম বাজাই
    চল নর্দমাতে লঞ্চ নামাই
    চল গলির মধ্যে চাঁদ কাটাই

    ব্যাখ্যা:
    এই লাইনগুলো শহরের জীবনের হিউমার আর বর্ণময়তাকে ফুটিয়ে তোলে। “ফুটপাথে শাড়ি ছড়ানো” – কল্পনার মেলা। “ট্যাক্সিতে পেন্নাম বাজানো” – হাস্যরসের ছোঁয়া, শহুরে ট্র্যাফিকে আনন্দ খোঁজা। “নর্দমায় লঞ্চ নামানো” ও “গলির মধ্যে চাঁদ কাটা” — অলীক এবং কৌতুকময় চিত্রকল্প, যেন বলছে প্রেম হলে সব জায়গাই রূপকথা।

    ৪. চল ট্রামের তলায় বসি তাস খেলি
    চল হেলাফেলায় গুনে যাই জলফেলি
    চল ডাস্টবিনেতে ফুটুক গোলাপ
    চল ময়লার গাড়িতে লেখো প্রেম চিঠি চাপা

    ব্যাখ্যা:
    এখানে প্রেমের সব সীমা ভেঙে যাচ্ছে। ট্রামের নিচে তাস খেলা বোঝায় ভয়ডরহীন, ডেয়ারিং কল্পনা। “জলফেলি গুনে যাওয়া” – শহরের অভ্যস্ত বৃষ্টিজলও রোমান্সের অংশ। “ডাস্টবিনে ফুটুক গোলাপ” ও “ময়লার গাড়িতে প্রেমচিঠি লেখা” – অসাধারণ প্রতীক, যেখানে নোংরাতেও ভালোবাসা ফুটে উঠতে পারে। একটা বিপরীত বাস্তবের সৌন্দর্য এখানে।

    ৫. চল চৌরাস্তাতে চাঁদ চাপাই
    চল বৃষ্টিতে ভিজি তুলি তাড়ি সুরাই
    চল চলন্ত ল্যাম্পপোস্টে গান বাঁধি
    চল হাইকোর্টের রেলিংয়ে প্রেম সাজাই

    ব্যাখ্যা:
    এই অংশটি একেবারে নেশাগ্রস্ত প্রেমিকের মতো কল্পনাময়! চৌরাস্তায় চাঁদ চাপানো, চলন্ত ল্যাম্পপোস্টে গান লেখা – সম্পূর্ণ রূপক; যেখানে প্রেমিক-প্রেমিকা শহরকেই ক্যানভাস বানিয়ে নিচ্ছে। “হাইকোর্টের রেলিংয়ে প্রেম সাজানো” বলছে— এমনকি নিয়ম-আইনের কঠোর স্থানেও প্রেম বাসা বাঁধে।
  • Srimallar | ২৯ জুলাই ২০২৫ ২২:২১540654
  • আমি যেটুকু জানি, শ্রীজাত একটা সাক্ষাৎকারে জানিয়েছিলেন,—সৃজিত মুখোপাধ্যায় ওঁর প্রথম ছবি বানানোর আগে শ্রীজাতকে জানিয়েছিলেন যে সৃজিতের ছবিতে শ্রীজাতকে একখানা গান লিখে দিতে হবে। কেননা, শ্রীজাতর মধ্যে 'গানের সত্তা' রয়েছে। আর তাছাড়া সৃজিত নতুন কোনও গীতিকারকে খুঁজছিলেন। এও শ্রীজাতকে জানিয়েছিলেন সৃজিত, সে গানের সুর দেবেন দেবজ্যোতি মিশ্র এবং গানটি গাইবেন শ্রেয়া ঘোষাল। সেসময়ে শ্রীজাত একটি অফিসে চাকরি করতেন। অফিস তাঁর বাড়ির থেকে অনেকটা দূরত্বে ছিল। এই যাওয়া আসা করতে করতে কাজের চাপে শ্রীজাত ভুলেই গিয়েছিলেন গানটা লেখার কথা৷ একদিন সৃজিত মুখোপাধ্যায় শ্রীজাতকে ফোন করে জানতে চান যে, গানটা শ্রীজাতর লেখা হয়ে গিয়েছে কি না। শ্রীজাত তখন অফিসে। শ্রীজাত ফোনেই জানিয়ে দেন যে, গান তৈরি। মিথ্যে বলেছিলেন। সৃজিত সেইমতো জানিয়ে দেন, ওইদিন সন্ধ্যায় দেবজ্যোতি মিশ্রের বাড়িতে চলে আসতে। কেননা, দেবজ্যোতি মিশ্র গানটা নিয়ে বসতে চান। এখন ব্যাপার হল, গান তো লেখা নেই...! শ্রীজাত লাঞ্চ টাইমে জলের ট্যাঙ্কের পাশে বসে প্রখর রোদ্দুরে লিখে ফেললেন— "চল রাস্তায় সাজি ট্রামলাইন..." গানটা আপনাআপনিই চলে এসেছিল। তো ওইদিন সন্ধ্যায় গানটা নিয়ে সুরকারের বাড়ি পৌঁছে যান শ্রীজাত। এবং শেষমেশ গানটা পড়ার পর দেবজ্যোতি মিশ্র এবং সৃজিত মুখোপাধ্যায় খুব প্রশংসা করেছিলেন শ্রীজাতর। এই হচ্ছে সেই গানের ইতিহাস। 
  • &/ | 107.77.***.*** | ২৯ জুলাই ২০২৫ ২০:২৮540653
  • রাস্তায় ট্রামলাইনের কথাটা লেখার সময় কবির মনে জীবনানন্দের ব্যাপারটা ছিল বলে মনে হয়
  • &/ | 107.77.***.*** | ২৯ জুলাই ২০২৫ ২০:১৬540652
  • কাটলেট আঃ। প্লেটের  উপর  কাটলেট  আর  কাপে গরম   কফি . কাফি . সঙ্গে  কবিতা . বেহেস্ত  হামি নস্ত 
  • রমিত চট্টোপাধ্যায় | ২৯ জুলাই ২০২৫ ১৬:০২540651
  • এটা পড়েই আমার কবিতায় শুয়ে কাটলেট খেতে ইচ্ছে করছে এখন।
  • যদুবাবু | ২৯ জুলাই ২০২৫ ১৫:৫৪540650
  • Couplet শুনে মনে পড়লো, শ্রীজাতর লেখা একটা জনপ্রিয় গান আমি বহুদিন জানতাম, 'চল রাস্তায় সাজি ট্রামলাইন, আর কবিতায় শুয়ে কাটলেট।"
     
    আমার বন্ধু অরিজিত একদিন শুধরে দিয়ে বললো ওরে অসিক্কিতো হ্যাংলাথেড়িয়াম, ওটা "কাপ-প্লেট"। তবে, কবিতায় কেন কাটলেট থাকতে পারে না, কিন্তু কাপ-প্লেট পারে এ বিষয়ে বিস্তারে বলে নি। তবে আমিও মেনে নিয়েছি, হয়তো যুগলের একজন কাপ, অন্যজন প্লেট। একে বলে প্রুফ বাই ইন্টিমিডেশন। 

    আরও আরও পরে, জানিলাম, উটি কাপলেট। এইসব ট্যাঁশ শব্দো কে গানে লেকে বাওয়া? 
  • রমিত চট্টোপাধ্যায় | ২৯ জুলাই ২০২৫ ১১:১১540649
  • তরুণ বাঙালি কবিদের ডেটিং অ্যাপ -এর নাম কী হবে? 
    অন্ত্য-মিল।
     
    আর ইংরেজি নাম দিতে হলে- couplet
  • Ranjan Roy | ২৯ জুলাই ২০২৫ ০৮:২৩540648
  • আরে,  আমাকে এত সিরিয়াসলি নেয় না,  বাড়িতেও না,  দুধভাত করে রাখে l
    আসলে আমার নতুন কিছু শুনলে পোকা কামড় দেয়--- করে দেখলে কেমন হয়,?
     
    45 বছর আইডিয়া এল কোত্থেকে,
    সম্ভবত 1969 সালে সিপিএম তৈরি করল DYF. 
     যুব শক্তির জন্যে l
    তাতে প্রথম প্রেসিডেন্ট Manoj Gangully  .
    Emergency দিনে সর্দারজি সেজে পুলিশের চোখে ধুলো দিয়ে কর্পোরেশনের কাউন্সিলর পদে শপথ নেয়ার পর উনি আমাদের হিরো l
     
    কিন্তু উনি কি যুবক?
     
    বন্ধুরা বলল DYF এর সংবিধানে ঊর্ধ্ব সীমা  45 l
    সত্যি মিথ্যে জানি না l
    তখন হেসে ছিলাম,  আমি যে উনিশ l
     
    আজ 75 পৌঁছে মনে হয়  -- 45 কি আর বয়েস,
  • অরিন | 202.36.***.*** | ২৯ জুলাই ২০২৫ ০৪:০১540647
  • "তবে রঞ্জনদা যে ৪৫ পর্যন্ত তারুণ্য ধার্য্য করেছেন, এতে আমার পুলকের সীমা পরিসীমা নাই।"
    ৪৫ বছর বাড়তি না কমতি? 
  • . | ২৯ জুলাই ২০২৫ ০১:৩৭540646
  • ডেটিং অ‍্যাপের মতো তরুণ কবিদের জন‍্যও অ‍্যাপ তৈরি করার সময় এসেছে।
  • &/ | 107.77.***.*** | ২৯ জুলাই ২০২৫ ০১:৩১540645
  • আজীবন যৌবন , নাই  কোনো  ব্যাধি / আনন্দে  খেয়ে  যান  ক্ষীর  ননী  দধি 
  • &/ | 107.77.***.*** | ২৯ জুলাই ২০২৫ ০১:২৪540644
  • তরুণ কবি,   ওরে  তরুণ  কবি / তাতে ভোলে কি  ভবী  ওরে ভোলে কি ভবী ? :)
  • যদুবাবু | ২৯ জুলাই ২০২৫ ০১:০৯540643
  • এই তাইত্তো। আই অ্যাম স্টিল তরুণ। জ্জিও রঞ্জনদা! 

    আমার মনে হয় ভোটের প্রমিস এইরকম হওয়া উচিত, যে আমি ক্ষমতায় এলে সবাই ত্রিশ অব্দি টিনেজ, পয়ঁতাল্লিশ অব্দি তরুণ, এবং আজীবন যুবক। 
  • r2h | 165.***.*** | ২৯ জুলাই ২০২৫ ০০:৪০540642
  • তবে রঞ্জনদা যে ৪৫ পর্যন্ত তারুণ্য ধার্য্য করেছেন, এতে আমার পুলকের সীমা পরিসীমা নাই।
    (ভুল ভাববেন না, আমার কোন স্বার্থসিদ্ধি হবে না, দুই কুড়ি পাঁচ অতীত, কিন্তু তাতে কী)
  • r2h | 165.***.*** | ২৯ জুলাই ২০২৫ ০০:৩৫540641
    • &/  | ২৮ জুলাই ২০২৫ ২৩:১৪
    • প্রাপ্তবয়স্ক  তো  ১৮  হলেই ...
     
    হ্যাঁ, ঐজন্যই তো প্রাপ্তবয়স্ক+
  • &/ | 107.77.***.*** | ২৮ জুলাই ২০২৫ ২৩:৪২540639
  • আর  যাঁরা  বন্ধু বা বান্ধবী  বা প্রেমিক বা   প্রেমিকা  খুঁজছেন , তাঁদের  জন্য  ফেবু  অনেক  বেশি  উপযুক্ত  জায়গা ,  ওখানে  স্কোপ  বেশি 
  • | ২৮ জুলাই ২০২৫ ২৩:৪১540638
  • এ কি হায়ার সেকেন্ডারি স্কুল নাকি!? ইন্টারনেটে বয়স নিশ্চিত করবেন কী ভাবে? ৪৫+ এর লোকজন আরামসে ২৫+ লিখে আইডি বানিয়ে ঢুকে যাবে। আর নেটের একটা বৈশিষ্ট্যই হল এজ সেক্স লোকেশানের কোন কন্সট্রেইন্ট থাকবে না। 
     
    কি বিচিত্র দাবীদাওয়া!  এইসব দাবী থেকেই আধার ফাধারের আইডিয়া আসে নির্ঘাৎ। 
  • &/ | 107.77.***.*** | ২৮ জুলাই ২০২৫ ২৩:৩৬540637
  • ভাটিয়ালির  মিলিজুলি  সভায়  এসে  তেড়ে  আড্ডা  দিয়ে  আপন  হয়ে  নিন  না ,  তা  না  খালি  দেখি  থ্রেডে  লিখে  বলেন   আসুন  আসুন , কিছু  বলুন।  আরে  নিজেরা  আগে  বলুন ,  আলাপ  করুন , অন্যদের  লেখায়  কমেন্ট  করুন , ফীড ব্যাক  দিন , তবে  তো !
  • kk | 2607:fb91:1027:4e3c:71d9:9b51:6db1:***:*** | ২৮ জুলাই ২০২৫ ২৩:২৪540636
  • আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছিনা। তরুণদের প্ল্যাটফর্ম দরকার, বেশ, গুরু একটা প্ল্যাটফর্ম। অন্য জায়গার কথা জানিনা, কিন্তু গুরুতে তো নিজের ইচ্ছে মত টই বা খেরো খোলার স্বাধীনতা আছে। কোনো তরুণ যদি চান তিনি বিশেষ একটা এজ গ্রুপের বাইরে কারুর সাথে কথা বলতে আগ্রহী নন তবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সেটা করা একটু কঠিন হতে পারে। আমি যদি এখন বলি আমার সাড়ে সতেরো বছর বয়েস, কে আর প্রমাণ করতে পারবে তা সত্যি না মিথ্যে? এবার রঞ্জনদা যেমন বললেন, ৪৫+ দের প্রবেশাধিকার থাকবেনা। আমার কছে স্পষ্ট হচ্ছেনা যে সেটা থাকলে ক্ষতি কী আছে? মেলানো মেশানো এজ-সেক্স-লোকেশনের প্ল্যাটফর্মে, সবারই প্রবেশাধিকার আছে এমন টই বা খেরোয় লেখা বা আলোচনা আসতে থাকুক না। যে যার ফ্রিকোয়েন্সি ঠিকই বেছে নেবে। যার যেদিকে ন্যাক সে সেইদিকে ঠিকই গ্র্যাভিটেট করবে। এবার এর মধ্যে দুটো অফ মন্তব্য, কিছুটা পেছনে লাগা, এসব থাকবেই। তাই দিয়ে মূল ফ্লো বাধা পাবার তো কথা নয়।
  • &/ | 107.77.***.*** | ২৮ জুলাই ২০২৫ ২৩:১৪540635
  • প্রাপ্তবয়স্ক  তো  ১৮  হলেই ( সব দেশেই ?)  তবে একুশ  এর  একটা  কী  যেন বখেড়া  আছে কোনো কোনো দেশে  
  • r2h | 165.***.*** | ২৮ জুলাই ২০২৫ ২৩:০৮540634
  • বরং কঠোরভাবে প্রাপ্তবয়স্ক+ দের জন্য, অনূর্দ্ধ চল্লিশ প্রবেশ নিষেধ - এরকম বানানো যেতে পারে। তাতে সব নির্বিকল্প বিগতস্পৃহ পরমহংস হাবড়ারা মৌতাতে ঢুলবে, আর তরুণরা বেড়ার ফাঁক দিয়ে উঁকিঝুঁকি মেরে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে।
  • &/ | 107.77.***.*** | ২৮ জুলাই ২০২৫ ২৩:০৭540633
  • এই  জাতি ধর্ম  বর্ণ বয়স  বিত্ত  পদ ইত্যাদি  নির্বিশেষে  মেলামেশার  জন্যই  তো  নিক  নিয়ে  খোলামনে  দৌড়ঝাঁপ  চালু  হয়েছিল . তারপর  তো  সব  ....
  • r2h | 165.***.*** | ২৮ জুলাই ২০২৫ ২৩:০৩540632
    • Ranjan Roy | ২৮ জুলাই ২০২৫ ২২:৩৮
    • ... ৪৫+যারা তাদের প্রবেশাধিকার থাকবে না--
     
    আমাদের সময় এরকম এক্সক্লুসিভ ঠেক আমরা চাইলে বাড়ির বৈঠকখানা, কফি হাউস বা চায়ের দোকান, নদীর ধার, বাংলুর ঠেক, রেল স্টেশনের বেঞ্চি - এসব জায়গা খুঁজে নিতাম।
    তবে আজকাল দিনকাল পাল্টেছে।
    গুরুতে নাকি লোকে নামই লেখে না, আপনারা ঠিকুজী কুলুজী জন্মক্ষণ রাশি নক্ষত্র দিয়ে অভয়ারণ্য বানিয়ে দেবেন যাতে বুড়ো হাবড়ারা এসে তরুণদের ঘ্যাঁক করে কামড়ে দিতে না পারে?
  • r2h | 165.***.*** | ২৮ জুলাই ২০২৫ ২২:৫৮540631
  • তাহলে তো আর কোন উপায় নেই। মানে রসগোল্লা, ভোগ, জগন্নাথ, পুরী -এসব দিয়ে খুঁজলে একশো আটটা লিংক পাওয়া যাবে, কিন্তু তার মধ্যে কোনটা আপনার মনের কথা, তা তো অন্যে কেউ বুঝবে না!

    দীপঙ্কর দাশগুপ্ত খানা জানা অজানার সিরিজ লিখছিলেন, তার মধ্য ওড়িশার নানান জিনিস ছিল। খুঁজে কবেকার লেখা, ফিকশন না নন ফিকশন সেসব দিয়ে ঝাড়াই বাছাই করলে পেয়ে যাবেন নিশ্চয় - আর্কাইভ বা পুরনোর গুরুর গহ্বরে ঢুকে থাকলে খোঁজাটা আরেকটু পরিশ্রমসাধ্য।
  • Ranjan Roy | ২৮ জুলাই ২০২৫ ২২:৩৮540630
  • সঠিক কথা। 
     
    ৪৫ বছর পর্যন্তদের একটা আলাদা প্ল্যাটফর্ম দিলে ক্ষতি কি?
    অবশ্যই তারা কমন প্ল্যাটফর্মে লিখতে পারবে।
    কিন্তু ৪৫+যারা তাদের প্রবেশাধিকার থাকবে না--যদি এমন করা যায়!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত