যদুবাবুর দেওয়া টেরি টাও এর ইন্টারভিউর ভিডিওতে রয়েছে -
টুইন প্রাইম - যমজ মৌলিক সংখ্যা - অর্থাৎ, পাশাপাশি দুটি প্রাইম নাম্বারের সেই সব জোড়ি যাদের মধ্যে গ্যাপ দুই - (৩,৫), (৫,৭), (১১,১৩), (১৭,১৯), (২৯,৩১) ... ... এই দলের সদস্যদের (প্রথম সদস্য বাদে) যোগফল ১২ দিয়ে বিভাজ্য, এবং (6n-1, 6n+1) আকারে লেখা যায়, যেখানে n একটি পূর্ণ সংখ্যা ... এ জিনিসটা প্রথম কে যে করেছিলেন নিদির্ষ্টভাবে জানা যায় না - ইউক্লিড এর কিছু কাজে নাকি এরকম ইঙ্গিত ছিল, তার অনেক অনেক পরে গাউস নাকি এরকম কিসব করেছিলেন ...
এরকম কতগুলো টুইন প্রাইম আছে - অসংখ্য? - কিন্তু সেটি কেউ প্রমাণ করতে পারে নি, এবং যেটা নিয়ে টেরি টাও কিছু যুগান্তকারী কাজ করেছেন অন্য গণিতবিদ দের সঙ্গে ...
এরপর কাজিন প্রাইম, মানে সেই সব জোড়ি যাদের মধ্যে গ্যাপ চার - (৩,৭), (৭,১১), (১৩,১৭), (১৯,২৩) ... ...
এছাড়াও আছে প্রাইম ট্রিপলেট, সেক্সি প্রাইম ...
প্রাইম নাম্বার নিয়ে এত কনজেকচার, এত রহস্য...
যদুবাবু অংকের ইতিহাস নিয়ে আরও আরও লিখতে থাকুক ...