এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ১৭ মে ২০২৫ ০৭:৫১538266
  • আরে এখনও প্রচুর বিক্রি শরৎচন্দ্রের। এখন আবার সর্বভারতীয় স্কেলে উঠেছে, অনুবাদ হয়ে হয়ে দেবদাস দেবদাস করে গড়াগড়ি যায় নাকি অবাঙালি পাঠকরা। অনেক সিনেমাও তো হল।
  • aranya | 2601:84:4600:5410:c42b:9384:ad02:***:*** | ১৭ মে ২০২৫ ০৭:৪৮538265
  • এখনও কি আর এদের বাজার আছে ? বয়স্করা হয়ত পড়ে 
  • &/ | 151.14.***.*** | ১৭ মে ২০২৫ ০৭:৪৮538264
  • উচ্চবর্ণ গুণী পুরুষের দিকে অপেক্ষাকৃত নিম্নবর্ণের সুন্দরী নারীরা এলে তো কেয়াবাৎ কেয়াবাৎ! ছেলেপিলে যা হবে তারা যাকে বলে ইভলভড। ভালো জিন পাবে কিনা! ঃ-)
  • &/ | 151.14.***.*** | ১৭ মে ২০২৫ ০৭:৪৪538263
  • বিশাল বাজার । শরৎচন্দ্রীয় ঘরানার। ওই ঘরকন্না করা শ্বশুরকুলের সেবা করা নারীদের কাহিনি দেদার বিক্রি হত। এখনও হয়। অর্থাৎ ক্রেতাগণের কালেকটিভ ইয়ে ওগুলো চায়।
    শীর্ষেন্দুর বাজারও বিশাল। ওই জাতেকাটে মিলিয়ে বিয়ে, উচ্চবর্ণ পুরুষের একাধিক বিবাহকে গ্লোরিফাই করা ইত্যাদি আনুকৌলিক মতবাদওয়ালা সব কাহিনি। দেদার বিক্রি।
  • aranya | 2601:84:4600:5410:c42b:9384:ad02:***:*** | ১৭ মে ২০২৫ ০৭:৪৩538262
  •  শরৎচন্দ্র গফুর-এর মত চরিত্র নির্মাণ করছেন, কি দরদী লেখা , নারী চরিত্র কি সত্যিই উল্লেখযোগ্য কেউ নেই ? 
  • :) | 2a0b:f4c2::***:*** | ১৭ মে ২০২৫ ০৭:৪২538261
  • মহেশের শেষে একটা লাইন ঢুকিয়ে দিলেই অনেকের মধ পাওয়া যেত -
    গফুরের কন্যা বড় হইয়া পেপসির সিইও হইয়াছিল।
     
    পথের পাঁচালি সিনেমা নিয়েও এরকম একটা দাবি উঠেছিল।
  • r2h | 208.127.***.*** | ১৭ মে ২০২৫ ০৭:৩৯538260
  • পরিযায়ী হাঁস কোন টইয়ে?
    উঁচুনীচু ফুফু-র ব্যাপারটা কী?

    গ্লোরিফাই - হ্যাঁ, তা করে থাকলে খুবই খারাপ। যা বললাম, তেমন পড়িনি, যা পড়েছি তাও অনেককাল আগে, তেমন আগ্রহও জন্মায়নি, তাই মনে টনে নেই। তবে গ্লোরিফাইয়ের অর্থ যদি গফুর কেন চটকলে ইজ্জৎ আব্রু বলছে হয় তাহলে একটু গোলমাল আছে আরকি।
    এমনিতে শরৎবাবুর নায়িকা হল যা হতে নেই - এমন একটা ব্যাপার আমাদের সময় প্রতিষ্ঠিত। তাঁর নিজের সময় কী ছিল জানি না।
  • aranya | 2601:84:4600:5410:c42b:9384:ad02:***:*** | ১৭ মে ২০২৫ ০৭:৩৮538259
  • স্টান্টের ব্যাপারে মনে পড়ল, সুনীলদের এক কবি বন্ধু ছিল, নামটা মনে পড়ছে না, প্রচুর মদ খেয়ে পুকুরের ধার দিয়ে হাঁটত, জলে পড়ে মারা যায় 
  • &/ | 151.14.***.*** | ১৭ মে ২০২৫ ০৭:৩৭538258
  • অথচ শরৎচন্দ্র নিজে স্বাধীনতা আন্দোলনে ছিলেন, চিত্তরঞ্জন বাসন্তীদেবীদের সময়ে রীতিমতন ওঁদের দলের ঘনিষ্ঠ, সেখানে চোখের সামনে দেখছেন মেয়েরা আন্দোলনে আসছেন, কাজ করছেন, কারাবরণ করছেন। সেই তাঁদের চরিত্রগুলো কই ? এমনকি 'পথের দাবী'তেও নেই, সেখানে সুমিত্রা বিদেশিনী, ভারতী অপূর্বের সঙ্গে ঘরসংসারে উৎসুক, আন্দোলনে নয়। নিজের কোনো উপন্যাসে বাসন্তীদেবীর মতন একটি চরিত্র কেন আনলেন না তিনি? সমাজের বাস্তব তো সেটাও তখন।
  • যদুবাবু | ১৭ মে ২০২৫ ০৭:৩৩538257
  • অরণ্যদা, অবশ্যই। অন্য সব বার বার করে দেবো। শুধু অখণ্ড রোববার থাকবে। 
     
    "গুলাম" মনে পড়ল। খুব আশ্চর্য ব্যাপার যে আবাপ পত্রিকায় সেই সিনেমার রিভিউ বেরিয়েছিল তার হেডলাইনটা কিঞ্চিৎ মনে রয়ে গেছে, "গুলাম বাঁচেনি আমিরের লাফেও"। হয়তো কোনো বইয়ের মলাটে ছিল - কে জানে। আমার যদিও মন্দ লাগেনি। 
     
    সেই সময় শুনেছিলাম ওই রেললাইনের উপর দিয়ে ট্রেনের দিকে ছুটে গিয়ে শেষ মুহুর্তে লাফ দিয়ে বেরিয়ে যাওয়ার আজব স্টান্ট অনুকরণ করতে গিয়ে কেউ বোধহয় আহত বা নিহত হয়েছেন। মানুষ যে কেন এরকম করে এ এক আশ্চর্য ব্যাপার। 
  • &/ | 151.14.***.*** | ১৭ মে ২০২৫ ০৭:২৯538256
  • ওদিকে টইতে পরিযায়ী হাঁসকে আমি পড়লাম পরিযায়ী চাঁদ! কেজানে কেন! বেশ ভালোই শোনালো কিন্তু! ঃ-)
  • &/ | 151.14.***.*** | ১৭ মে ২০২৫ ০৭:২৭538255
  • বঙ্কিম, রবীন্দ্রনাথ, পরবর্তীকালের তিন বন্দ্যো ইত্যাদি, তারও পরে সুনীলরা কয়েকজন---এই ধারার মধ্যে শরৎচন্দ্রকে কিছুতেই ফেলতে পারি না। সেই তাসখেলা রান্না করা ঘরবন্দী মেয়েরা, বিয়ে হয়ে যায় সেই কোন ছোটোবেলাতেই, তারপর থেকে সেই এর সেবা তার সেবা, এইরকম জিনিস লাগাতার লিখে লিখে তো গেছেনই, এগুলোকে গ্লোরিফাই করেছেন। অথচ তার কত আগে থেকেই অন্য নামকরা লেখকরা তাঁদের কাজের মধ্যে মুক্তির রাস্তা আলোর রাস্তা সমাজ সংস্কারের রাস্তা খুঁজছেন!
  • r2h | 208.127.***.*** | ১৭ মে ২০২৫ ০৭:২১538254
  • হ্যাঁ, ঐ ভাত আলো কলিমুদ্দি মিঞা আরকি। ছিনিয়ে খায়নি কেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের। যেমন আমির খানের গুলাম সিনেমায় নির্যাতিত হিরোভাই গাম্বাট ভিলেনকে পিটিয়ে পাট করে দিল, এমনটাই তো হওয়া উচিতঃ)
  • &/ | 151.14.***.*** | ১৭ মে ২০২৫ ০৭:১৮538253
  • 'চটকলে ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত আব্রু থাকে না ', এই জিনিসটাও তো শ্রমিক শ্রেণীর পবিত্র পরিশ্রমের বিরুদ্ধে একটি সাংঘাতিক বিষোদগার! ধর্ম ইজ্জত এসব থাকে বুঝি জমিদার সিংহাসনে বসে আলোবোলে হুঁকো খাবেন আর চারপাশে মোসাহেবের দল বটেই তো বটেই তো করবেন আর সমস্ত পরিশ্রমের ভার পরিচারক দাস মুনিশদের পিঠে! সেখানে তো লেঠেল পাঠিয়ে জমিদার তুলে নিয়ে আসত প্রজাদের মেয়েদের! প্রভুর সেবা করে ধন্য হবে।
    তুলনায় দেখুন, জামিলা আর দানিয়ার চলেছে দূর থেকে আরও দূরে, যেখানে নতুন নতুন সব কাজ, নতুন নতুন সব পথ... মনে আছে 'জামিলা' গল্পটা? 'পাহাড় ও স্তেপের আখ্যান' এর প্রথম গল্প।
  • aranya | 2601:84:4600:5410:c42b:9384:ad02:***:*** | ১৭ মে ২০২৫ ০৭:১৭538252
  • চন্দ্রভুক অমাবস্যা, পদ্মভুক বাওজাম
  • r2h | 208.127.***.*** | ১৭ মে ২০২৫ ০৭:১১538251
  • অরণ্যদা, হ্যাঁ, চির রোব্বার, পদ্মভুক বাওজামি, ইনশাল্লাঃ)
  • aranya | 2601:84:4600:5410:c42b:9384:ad02:***:*** | ১৭ মে ২০২৫ ০৭:০৭538250
  • athlete যেন কিভাবে লেখে ? aYA তো নয়। কেকে শিখিয়েছিল, ভুলে গেছি 
  • aranya | 2601:84:4600:5410:c42b:9384:ad02:***:*** | ১৭ মে ২০২৫ ০৭:০২538249
  • গুগল করলাম, 92.93 মিটার। বড় athlete , আর্শাদ 
  • aranya | 2601:84:4600:5410:c42b:9384:ad02:***:*** | ১৭ মে ২০২৫ ০৬:৫৭538248
  • নীরজের একজন বড় প্রতিদ্বন্দী হল পাকিস্তানের আর্শাদ নাদিম। তার মনে হয় অলিম্পিক রেকর্ড আছে - ৯৩ মিটার মত 
  • PRABIRJIT SARKAR | ১৭ মে ২০২৫ ০৬:৫৬538247
  • আরশাদ নাদিম এবার অলিম্পিকে ৯২ মিটার পার করে চ্যাম্পিয়ন হয়েছে। আগের চ্যাম্পিয়ন আমাদের নিরজ আগে কখনো ৯০ মিটার পার করতে পারেনি। তাতেই চ্যাম্পিয়ন ছিল আর আরশাদ দ্বিতীয় হত। কিছুদিনের মধ্যে আরশাদ নিরজ  কে ছাপিয়ে যায়। এবারের অলিম্পিকে তাই নিরজ জানত (আমি বা আমরা জানতাম না) যে ও গোল্ড মেডেল পাবে না। ও খুব চেষ্টা করে ৯০ মিটারের এর খুব কাছে পৌঁছে ছিল। তাতে রৌপ্য পদক পেল। দুজনে এক সঙ্গে প্র্যাক্টিস করার সুফল নিরোজ আর দেশ পেল। এখন আরশাদ কত এগিযে গেছে জানি না। যুদ্ধের পরিস্থিতি তে নিরোজ ওর সঙ্গে প্র্যাক্টিস করতে পারছে না।
  • aranya | 2601:84:4600:5410:c42b:9384:ad02:***:*** | ১৭ মে ২০২৫ ০৬:৫২538246
  • বুঝলে হুতো, বাওজাম বাগানটা, ইনশাল্লা, যদি কখনো হয়েই যায়, সামনে একটা সাইনবোর্ড টাঙাব, তাতে যদুবাবুর আঁকা সেই ছবিটা থাকবে - একজন শুয়ে ল্যাদ খাচ্ছে। 
    ছবির ক্যাপশন , 'বেশ করব শুয়ে থাকব, আজ রোব বার' , আর নীচে বড় হরফে লেখা - এখানে প্রতিদিনই রোববার :-)
  • aranya | 2601:84:4600:5410:c42b:9384:ad02:***:*** | ১৭ মে ২০২৫ ০৬:৪৮538245
  • অরিন, তা নয়। নীরজ অনেকদিন ধরেই চেষ্টা করছিল, ৯০ মিটার পার করার। এই প্রথম সেটা করতে পারল 
  • r2h | 208.127.***.*** | ১৭ মে ২০২৫ ০৬:৪৩538244
  • হ্যাঁ, সুনীল চাকরি করতেন, তবে লেখালিখি, সম্পাদনা ইত্যাদি সংক্রান্ত বলে একটু ডিসকাউন্ট দিলাম আরকি, আর তাছাড়া চাকরিটা যেহেতু লেখার সূত্রেই-
    তবে হ্যা, টেকনিকেলি সমরেশ বসুর মত ফুল টাইম লেখক না সত্যিই।
  • r2h | 208.127.***.*** | ১৭ মে ২০২৫ ০৬:৪১538243
  • উচউনিফুফু কী?
  • ফুল টাইম কবি লেখক | 173.62.***.*** | ১৭ মে ২০২৫ ০৬:৩৭538242
  • সুনীল যদিও দিস্তে দিস্তে লিখেছেন নিজের হিসেবেই সম্ভবতঃ রবীন্দ্রনাথের থেকেও বেশি অক্ষর ছাপা হয়েছে উনার - তবুও ফুলটাইম লেখক ছিলেন না, চাকরি ছিল আবাতে! সমরেশ বসু সেই চ্যালেঞ্জ নিতে সাহস করেছিলেন। 
    শ্রীজাতও বোধহয় ঐরকম, তবে আজকাল আর খবর রাখা হয় না! 
  • &/ | 107.77.***.*** | ১৭ মে ২০২৫ ০৬:২৭538241
  • হুতেন্দ্র , বেশিরভাগই তো ওই  'ঊ চ  উ  নি ফু ফু'  টাইপ  :)
  • অরিন | 2404:4404:4405:700:55f5:ff31:4b9:***:*** | ১৭ মে ২০২৫ ০৬:১৫538240
  • @অরণ‍্য, আপনার পোস্ট পড়ে মনে হল নীরজ চোপড়াই পৃথিবীতে প্রথম যিনি ৯০ মিটার পার করে বর্শা ছুঁড়েছেন।  হতে পারে, তবে উইকিপিডিয়াতে আরো কয়েকজনের নাম আছে দেখছি, অবশ‍্য Wikipedia তে যা লেখা থাকে সবসময় বিশ্বাস করাও যায় না, আজকাল যেরকম ভুল খবরের হিড়িক হয়েছে। 
     
    https://en.m.wikipedia.org/wiki/Men%27s_javelin_throw_world_record_progression
  • r2h | 208.127.***.*** | ১৭ মে ২০২৫ ০৬:০৫538239
  • অ্যান্ডরকে-শরৎচন্দ্রের নায়িকাদের অনেক নিন্দেমন্দ আছে, তবে শরৎচন্দ্রের লেখাকে মিসোজিনিস্ট কি বলা যায়? আমি জানি না; এটা প্রশ্নই, রেটরিক না। একে তো সব পড়িনি, আর যাও পড়েছি সে বহুকাল আগে, ছোটবেলায়।
    তিনি মোটামুটি সমাজচিত্র আঁকতেন, আর সমাজটা বিটকেল মিসোজিস্ট ছিল। তিনি চিনির প্রলেপ তেমন দেননি, নিম্ন ও মধ্যবিত্ত সমাজের কথা লিখেছেন।
    ধরা যাক মহেশের গফুর - জমিদার, তর্করত্ন থেকে সবাই যাচ্ছেতাই করে যাচ্ছে, গফুর মুখ বুঝে সইছে। বিপ্লব করছে না, এর তার হাতে পায়ে ধরছে, সামান্য ফুঁসে উঠলেও আবার কুঁকড়ে যাচ্ছে, রাতের অন্ধকারে চুপিচুপি ফুলবেড়ের চটকলে মজুরী করার জন্য মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে - যে চটকলে 'ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত-আব্রু থাকে না'।
    তাহলে কি গল্পটা সামন্ততন্ত্রিক, ব্রাহ্মণ্যবাদী?

    রবীন্দ্রনাথের হেঁকে বলে ও ঐ ভাত আনো বড় বৌ ইত্যাদি নিয়ে জেন্ডার স্টিরিওটাইপের অভিযোগ আছে, বহ্কাল আগে আনন্দবাজারে একজন চিঠি লিখেছিলেন - স্টিরিওটাইপ তা সত্যি, কিন্তু ভাত আনো কলিমুদ্দি মিঞা লিখলে সেটা বাস্তবসম্মত হতো না।

    ভোজসভার টইয়ে লিখলাম না, অপ্রাসঙ্গিক হত।

    আর দুদিন আগের ভাটের সূত্র ধরে - অনেক লেখকের বছরের পর বছর বিনে পয়সায় লেখা নিয়ে - এটা জটিল তর্ক। বাণিজ্যিক পত্র পত্রিকার লেখককে ঠকিয়ে নেওয়া খুব খারাপ, বাংলা সাহিত্যের স্বর্ণযুগেও সে অনেকে করেছে। ঐ হিসেবে আবাপকে আমি সম্মান করি। কিন্তু লিটল ম্যাগাজিন বা ছোট কাগজ টাগজের সে সাধ্য প্রায়শ থাকে না; যদিও আজকাল শুনতে পাই সাহিত্যচর্চাতেও কর্পোরেট ফান্ডিঙের প্রসঙ্গ আসে, আমার মতে সেটা খুব স্বাস্থ্যকর না, তবে আমি আর কে।
    এবার লেখক লেখেন কেন? বা যেকোন সৃষ্টিকর্তা সৃষ্টি করেন কেন? তার সবচে বড় কারন বোধয় নিজের ভাবনাকে ছড়িয়ে দেওয়া। ভ্যান গঘের জীবদ্দশায় যদ্দুর জানি একটাও ছবি বিক্রি হয়নি, তো শিল্পীরা এগজিবিশন পত্র করেন, কখনো হয়তো বন্ধু বান্ধব মিলে চাঁদা তুলেও, বা যদি কোন পৃষ্ঠপোষক পাওয়া যায় - ছবি বিক্রি না হলে টাকাকড়ির তেমন সিন নেই। পারফর্মিং আর্টসে আরো ঝামেলা ছিল, একটা রেকর্ড ক্যাসেট সিডি বের করতে জান কয়লা, জলসায় জায়গা পাওয়া ভার, এখন ইউটিউব ফেবু ইনস্টাতে - ফ্রিতে কন্টেন্ট ছাড়া, তা থেকে যদি মানিটাইজ করা যায়। তাও ভালো। লোকে তো জানছে অন্তত।

    তো, ছোট কাগজে বছরের পর বছর - ঐ ভাবনাটা ছড়িয়ে দেওয়া, প্রায়শ মেটিরিয়াল প্রত্যাশাহীন। আর নজরুল মানিক বন্দ্যোপাধ্যায় সমরেশ বসু সুনীল বা আজকের শ্রীজাত'র মত ফুল টাইম কবি লেখক সংগীতকার - সে চাপের ব্যাপার। সেই ঝুঁকিই বা ক'জন নেন?

    হ্যাঁ, লেখকরা যদি লিখে রোলস রয়েস চড়তে পেতেন তাহলে আমি খুবই খুশি হতাম, তবে ঐ আরকি।
  • aranya | 2601:84:4600:5410:1862:0:1527:***:*** | ১৬ মে ২০২৫ ২৩:২৪538238
  • নীরজ চোপড়া ৯০ মিটারের বেশি বর্শা ছুঁড়লেন, এই প্রথম! দারুণ ব্যাপার 
  • 1 | 85.192.***.*** | ১৬ মে ২০২৫ ২২:১৯538237
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত