মেরেছে, আমি কোন কিছুই তুচ্ছ করে দেখাচ্ছি না!
"কথা হচ্ছে সেটাকে সরকার ফেলার ছুতো হিসেবে ব্যবহার করা যেত কি না, আগে তুচ্ছ কারণেও হয়েছে"
হ্যাঁ, হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টে কেস ওঠার পর কার্যত ৩৫৬ নামের অস্ত্রটি বিকল হয়ে গেছে। কোন বড়ো রাজ্যে এখন আর ৩৫৬ জারি করা যায়না, করলে সুপ্রিম কোর্টে বিরাট বড়ো স্ক্রুটিনির মুখে পড়তে হবে।
" আর পশ্চিমবঙ্গে কেন ভারতে কোথাও টানা একমাস ধরে হাজারে হাজারে মানুষ রাস্তা দখল করে নি, এমনকি পুলিশ পারমিশন তোয়াক্কা করে নি, রাতভর রাস্তায় থেকেছে"
এরকম বেশ কয়েকবার হয়েছে তো! কৃষক আন্দোলন হয়েছে দিল্লি আর মহারাষ্ট্রে, সিএএর বিরুদ্ধে আন্দোলন হয়েছে। প্রতিবারই এইসব আন্দোলনের বিরুদ্ধে সেইসব সরকার সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করেছে, কিন্তু তারপরেও আন্দোলন না থামায় আলোচনায় যেতে বাধ্য হয়েছে। ব্যাতিক্রম সিএএর বিরুদ্ধে আন্দোলন, যেটা কোভিডের ফলে থেমে গেছিল।
"অবস্থা এলার্মিং ছিল, সেই বারুদে দিল্লি আগুন দেয় নি"
না, সেরকম এলার্মিং ছিল না যে রাষ্ট্রপতি শাসন জারি যায়। দিল্লির পক্ষে সম্ভবই না এই আন্দোলনের জন্য ৩৫৬ জারি করা। মানে সুপ্রিম কোর্টে কেস উঠলে স্রেফ প্রথম ঘন্টার মধ্যে হেরে যাবে।
"বিশেষ করে আপনিই বলেছিলেন বিজেপি সামান্য সুযোগেই ক্ষমতা দখলের চেষ্টা করে"
অবশ্যই করে, কিন্তু সেটা ঘোড়া কেনাবেচা করে বা অন্যান্য উপায়ে। বিজেপিও এতোটা বোকা নয় যে রাষ্ট্রপতি শাসন জারি করে ক্ষমতায় আসার চেষ্টা করবে :-)