এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:4dae:9473:929c:***:*** | ২৪ এপ্রিল ২০২৪ ১৮:৪০522795
  • সুদীপ্তবাবু, একেবারে একমত। সংসদ জেলের বাইরে কেন সেটা আমারও প্রশ্ন। আর নির্দোষ যারা আছে তাদের কথা ভাবলে আমার ভয় করে।
     
    তৃণমূল প্রচার করছে পঁচিশের মধ্যে ওই সিবিআইয়ের পাঁচ বাদে আর সবাই যোগ্য। সেই প্রসঙ্গেই ওই হলফনামার কথাটা এল। অযোগ্যের সংখ্যা পাঁচের বেশী হতেই পারে।
  • সুদীপ্ত | ২৪ এপ্রিল ২০২৪ ১৮:৩২522794
  • তৃণমূল-পরিচালিত সংসদ, তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থনে দুর্নীতি, তার আবার হলফনামা, বিচারের হদ্দমুদ্দ বটে!! 
     
    কিন্তু সংসদ যদি হলফনামা না দিয়ে থাকে সে তো কোর্টের অবমাননা,  তাহলে তারা শাস্তি না পেয়ে এই নির্দোষ শিক্ষকরা তালেগোলে হরিবোল হয়ে শাস্তি পাবে কেন? 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:4dae:9473:929c:***:*** | ২৪ এপ্রিল ২০২৪ ১৮:১০522793
  • শুনলাম কোর্ট নাকি সংসদকে হলফনামা দিতে বপেছিল যে পাঁচ হাজার ফ্রড কেস সিবিআই বলেছে তারা বাদে বাকিরা যোগ্য প্রার্থী। সংসদ সেই হলফনামা দেয়নি।
     
    সত্যি হলে কি বলব জানিনা। গাফিলতি? নাকি আরো গোলমাল আছে?
  • সৃষ্টিছাড়া | 117.24.***.*** | ২৪ এপ্রিল ২০২৪ ১৬:৩২522792
  • মিডিয়া দুই প্রকার চটি চাটা আর গদি পাতা, গুরু তো চটির দিকে, কেউ মাননীয় r জনসভায় বক্তব্য শোনেন? আমি শুনি, পক্ষাঘাত তো পায়ের দিকে হাত চোখ মাথা কাজ করে।
    বিশ্বাস করুন যন্ত্রণা ভুলে হেসে উঠি।
    আর আপনারা, আপনারা তো জ্ঞানী গুণী গুরুজন
  • সৃষ্টিছাড়া | 117.24.***.*** | ২৪ এপ্রিল ২০২৪ ১৬:২৪522791
  • আচ্ছা ২০১৬ শুভেন্দু কোথায় ছিল? 
  • সুদীপ্ত | ২৪ এপ্রিল ২০২৪ ১৪:০৩522789
  • বাহ বেশ হয়েছে কবিতাটা, এইবার পদ্যটাতে সুর ছোঁয়ালে, গান হবে ঠিক দুজন মিলে! সাবাশ রমিত!  :)
  • dc | 2402:e280:2141:1e8:4913:e9cc:8a2a:***:*** | ২৪ এপ্রিল ২০২৪ ১৩:৫৩522788
  • কবিতাটা দুর্দান্ত হয়েছে! 
  • রমিত চট্টোপাধ্যায় | ২৪ এপ্রিল ২০২৪ ১৩:৩৩522787
  • কাউকে একটা ধরে এবার সুরে গাওয়াতে হবে। ওই রকম গায়কী তে।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৪ এপ্রিল ২০২৪ ১৩:২৯522786
  • কেমন ভয় পেয়েছে সাহেব
    কথায় কথায় ঘাবড়ে যায়
    চেয়ার টা যেই উঠছে নড়ে
    ধম্ম কথার গান শোনায়
    সারাদিনই জপছে বসে
    ভাঁওতাবাজির নাম
    রাম মুখোশে লুটছে বসে
    শহর নদী গ্রাম
    পড়াশোনা শিকেয় তুলে
    জনতাকে অন্ধ রাখতে চায়
    কেমন ভয় পেয়েছে সাহেব
    কথায় কথায় ঘাবড়ে যায়
    কাঁটা তারে শহরটাকে
    করছে বসে ভাগ
    কেউ চেঁচালেই বন্দুক গুলি
    চলছে করে তাক
    চীন সীমানা বাড়াচ্ছে রোজ
    তাইনা দেখে মুখ লোকায়
    কেমন ভয় পেয়েছে সাহেব
    কথায় কথায় ঘাবড়ে যায়
    চেয়ার টা যেই উঠছে নড়ে
    ধম্ম কথার গান শোনায়
    এ দল ভেঙে, ও দল কেটে
    করছে কেবল দল ভারী
    ধর্ম জাতের তাস খেলে রোজ
    দেশের সাথে গদ্দারী
    প্রশ্ন কোনো ভুল করে কেউ
    তুললে তাকে জেল পাঠায়
    কেমন ভয় পেয়েছে সাহেব
    কথায় কথায় ঘাবড়ে যায়
    চেয়ার একদিন পড়বে ভেঙে
    এমন দিনও আসবে ঠিক
    দেশের মানুষ সবাই মিলে
    এগিয়ে চলার বছবে দিক
    কাটবে ঠিক একদিন এই দুর্দিনও
    সেই ইশারাই দিচ্ছে হাওয়ায়
    এমন ভয় পেয়েছে সাহেব
    কথায় কথায় ঘাবড়ে যায়
  • | ২৪ এপ্রিল ২০২৪ ১১:৩৫522785
  • "দুর্নীতি তো প্রমাণ হয়েছে, কিন্তু প্রশাসনের বা তৃণমূলের যারা এই দুর্নীতিতে জড়িয়ে তাদের শাস্তির কি ব্যবস্থা হবে? কবে হবে? হবে না, যেমন হয়নি সারদা, নারদা ইত্যাদি, আজ অবধি। নারদা যদি ব্যক্তিবিশেষের চক্রান্তও হয়, তাহলে কি হাত পেতে, কাগজে, তোয়ালে জড়িয়ে টাকা নেওয়াটা ভালো কাজ হয়ে যায়? এই তদন্ত, বিচার এসব অনির্দিষ্টকালের জন্যে চলতে থাকে শুধু একে অন্যের উপর রাজনৈতিক সুবিধে তোলার জন্যে, দুর্নীতির মুখোশ খোলা বা জনগণকে টাকা ফেরাতে নয়। তারপর জনগণ ভুলে যায়, নতুন জুমলা, নতুন খেলা বাজারে আসে।"
     
    একদম কয়ে ক্ক। আর প্রতিজন যোগ্য প্রার্থী,  ২০৭৫৩ র মত, প্রত্যেককে নিজেরটা নিজেকেই লড়তে হবে।  একেবারে নিজস্ব অভিজ্ঞতায় জানি ওসব ইউনিয়ন ইত্যাদি সবই লিপ সার্ভিস। 
  • সুদীপ্ত | ২৪ এপ্রিল ২০২৪ ১১:১২522784
  • ওহো রমিত নয়, অরিত্র দিয়েছেন।
  • সুদীপ্ত | ২৪ এপ্রিল ২০২৪ ১১:১১522783
  • পাঁচ হাজার দোষী শিক্ষকের দায়ে আরও কুড়ি হাজার নির্দোষকে গাড্ডায় ফেলে দেওয়া যায়? বিপদে তৃণমূল পড়েনি, পড়েছে ঐ কুড়ি হাজার শিক্ষক ও তাদের পরিবার। তৃণমূলের এতে কিছু এসে যায় না। দোষী-নির্দোষ আলাদা করার দায় তদন্তকারী সংস্থার, আর সেটা ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখার দায় কোর্টের (যেহেতু কোর্ট-মনিটরড), সেটা হচ্ছে কি আদৌ? দুর্নীতি তো প্রমাণ হয়েছে, কিন্তু প্রশাসনের বা তৃণমূলের যারা এই দুর্নীতিতে জড়িয়ে তাদের শাস্তির কি ব্যবস্থা হবে? কবে হবে? হবে না, যেমন হয়নি সারদা, নারদা ইত্যাদি, আজ অবধি। নারদা যদি ব্যক্তিবিশেষের চক্রান্তও হয়, তাহলে কি হাত পেতে, কাগজে, তোয়ালে জড়িয়ে টাকা নেওয়াটা ভালো কাজ হয়ে যায়? এই তদন্ত, বিচার এসব অনির্দিষ্টকালের জন্যে চলতে থাকে শুধু একে অন্যের উপর রাজনৈতিক সুবিধে তোলার জন্যে, দুর্নীতির মুখোশ খোলা বা জনগণকে টাকা ফেরাতে নয়। তারপর জনগণ ভুলে যায়, নতুন জুমলা, নতুন খেলা বাজারে আসে।
     
    যাক, ওই সাহেবের ঘাবড়ে যাওয়ার গানের ভালো বাংলা ভার্সন দরকার, রমিত যেটা দিলেন খুব ভালো লাগেনি। এ গানের গায়কীটা খুব গুরুত্বপূর্ণ, হিন্দিতে যেভাবে গেয়েছে ঠিক সেভাবেই যদি গাওয়া যায়। সৈকতদা বানাবে এক পিস আশা করি।
  • বকলম -এ অরিত্র | ২৪ এপ্রিল ২০২৪ ১১:০৪522782
  • এটা আজকের গণশক্তিতে বেরিয়েছে, কালকে এটা আলোচিত হচ্ছিল, এখানে দেখলাম বেশ বিষদে লিখেছে, তাই দিলাম।
     
  • dc | 2402:e280:2141:1e8:4913:e9cc:8a2a:***:*** | ২৪ এপ্রিল ২০২৪ ০৮:৩৬522781
  • নতুন কিছু, গভীর কিছুর জন্য একককে দরকার। 
  • নিঃস্ব | 2600:1002:b0ef:83e5:80ca:4cb9:d7d6:***:*** | ২৪ এপ্রিল ২০২৪ ০৮:৩৪522780
  • আজকাল একটেরে গল্প পড়তে বড় একঘেয়ে লাগে, অথচ বেশির ভাগ গল্পই সেরকম, প্রেডিক্টেবেল। নতুন কিছু, গভীর কিছু কেবলি অধরা বয়ে যায়।   
  • Aranya | 2601:84:4600:5410:388b:4b69:431a:***:*** | ২৪ এপ্রিল ২০২৪ ০৮:২৪522779
  • ঘন্টা খানিক নিস্ফল তর্কাতর্কির পর
  • Aranya | 2601:84:4600:5410:388b:4b69:431a:***:*** | ২৪ এপ্রিল ২০২৪ ০৮:২৩522778
  • I don’t think that it’s ok for the PM of a country to make hate speeches, even for winning an election. One hate speech from the head of the nation can encourage many rabid Hindutwabadies to attack innocent people, based on religion. I don’t think election is a war and all is fair during election campaign.
    But that’s only me
     
    - কলেজ গ্রুপে লিখলাম 
  • :-) | 2a0b:f4c0:16c:5::***:*** | ২৪ এপ্রিল ২০২৪ ০৮:১৪522777
  • সৃষ্টিছাড়া | 117.194.121.180 | ২৪ এপ্রিল ২০২৪ ০৬:৪১ - আরেক পিস ২ টাকার ট্রোল।   রাস্তার মোড়ে মন্দিরের সামনে হাত পাতলে তো বেশী ভিক্ষে মেলে।  এরম ২ টাকা ২ টাকা করে আর কতই বা হয়।
  • এগুলোও পড়ুন একটু | 2409:40e6:12:d121:8420:7aff:fed9:***:*** | ২৪ এপ্রিল ২০২৪ ০৭:৫৭522776
  • Debanjali Banerjee র নিজের অভিজ্ঞতা।

    ২০১২ সালে প্রাথমিক টেট পরীক্ষা দিয়ে ২০১৪ তে যখন চাকরিটি পাই তখন আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এম ফিলের ছাত্রী। সরকারি চাকরি পেয়ে ছেড়ে দেব? এই ভাবনা থেকে জয়েন করি। প্রান্তিক গ্রামের স্কুলে পোস্টিং পেয়েই প্রথম প্রশ্ন- "কত লাগল?" যারপরনাই অবাক ও আহত হয়েছিলাম৷ পরবর্তী প্রায় এক দেড় বছর এই প্রশ্ন মুহূর্মুহু সহ্য করেছি- "কত লাগল?" পরের দিকে আর খারাপ লাগত না। নিজেকে বোঝাতাম, দোষ এঁদের নয়,সিস্টেমের। এঁরা "টাকা ছাড়া স্কুলের চাকরি হয় না"- এটাই সারসত্য বলে মানতে শিখেছেন,সিস্টেম তা ই শিখিয়েছে। দশ বছর পর আজ তাঁরা হয়ত বুঝতে পারেন দিদিমণির চাকরি টাকাতে কেনা নয়।

    জয়ন্ত নয় বছর একটি হাইস্কুলে প্যারাটিচার থাকার পর ২০১৪ তেই প্রাইমারিতে জয়েন করে। ২০১৬ এসএসসিতে ১১-১২ আর আপার দুটোই সে প্যানেলের উপরের দিকে থেকে কোয়ালিফাই করে। একাডেমিক তার ফুল মার্কস ছিল, ওএমআরেও তার মার্কস খুবই উপরে ছিল।  বাড়ির কাছে কোন স্কুল লিস্টে না থাকায় আমরা সিদ্ধান্ত নিই চাকরিটা ও জয়েন করবে না।

    এরপর আপারের রেজাল্ট বেরোয়। পিওর সায়েন্সে ওর র‍্যাঙ্ক হয় ৫০০ এর উপর। পার্সোনালিটি টেস্টে ১.৩। টেটে ১২২ আর একাডেমিকে ফুল মার্কস পেয়ে এই র‍্যাঙ্ক কোনভাবেই হতে পারে না এটা আমাদের,অন্তত আমার দৃঢ় বিশ্বাস ছিল। 

    আপারের প্যানেল ক্যান্সেল হয়। নতুন করে পার্সোনালিটি টেস্ট,ভেরিফিকেশনের পর ফাইনাল প্যানেল প্রকাশিত হয়। তাতে ওর র‍্যাঙ্ক দাঁড়ায় গোটা রাজ্যে ২, নদিয়ায় ১। পার্সোনালিটি টেস্টের মার্কস বেড়ে দাঁড়ায় ৯.৭। যদিও সে নিয়োগ আজও হয় নি। দশ বছর চাকরি করে ফেলার পর আর আপারে গিয়ে লাভ হয়ত নেইও।

    এতগুলো কথা বললাম কারণ,

    ১)সীমাহীন দুর্নীতি এসএসসির প্রতি স্তরে হয়েছে। স্বচ্ছতার সঙ্গে প্যানেল প্রকাশের ফল হল ৫০০ এর উপরে থাকা র‍্যাঙ্ক ২ এ নেমে আসা।

    ২)আপনার সহকর্মীটি যোগ্য না অযোগ্য আট বছর একই স্টাফরুম শেয়ার করে আপনি তো বুঝে গেছেন? তাঁদের পাশে থাকুন,ভরসা যোগান। অযথা তাদের আরও প্যানিকড করবেন না।

    ৩)নিউজ চ্যানেলের খবরগুলো দয়া করে আর শেয়ার করবেন না। তাদের টি আর পি বাড়ানো দরকার।  আমাদের হাজার হাজার যোগ্যতম বন্ধু বান্ধব,সহপাঠী চাকরি হারিয়েছে। তারা কোন দোষ করে নি, ঘুষ দেয় নি,অনেকের দেওয়ার সামর্থ্যও ছিল না।

    ৪)আহা উহু করে সহানুভূতি না ই বা দেখালেন! আপনার সহানুভূতি ওদের আরও কোণঠাসা করবে। পাশে থাকুন,সাহস যোগান।

    ৫)যোগ্য মানুষগুলোর বিপদে মনে মনে পুলকিত হবেন না। যোগ্যরা এই দিনটা ডিজার্ভ করে না। আজ জয়ন্ত ১১-১২ জয়েন করলে কী হত সেটা ভেবে আমিই শিহরিত হচ্ছি। কত সহস্র পরিবারের শান্তির ডাল ভাত কেড়ে নিয়েছে কালকের রায়। তারা আমার আপনার সহকর্মী। এই দুর্দিনে তাদের উৎপাত আর বাড়াবেন না দয়া করে।

    ৬)সবাই চোর নয়। যারা চোর নয় তাদের পক্ষে এই বাঁকা হাসি,প্রতিবেশীদের টিপ্পনী,ছাত্রছাত্রীদের কাছে অসম্মান কতটা ভয়াবহ মানসিক যন্ত্রণার সেটা ভাবুন।

    প্রার্থনা করুন এই অন্ধকার যাতে দ্রুত কাটে। ততদিন সর্বান্ত:করণে সহকর্মীদের পাশে থাকুন।
     
  • সৃষ্টিছাড়া | 117.194.***.*** | ২৪ এপ্রিল ২০২৪ ০৬:৪১522775
  • সারদা হাওয়া, নারদা হওয়া, বাঙ্গালী ভাগাড়ের মাংস খেয়ে হজম করেছে, পৌরসভা থেকে, পঞ্চায়েত, রেশন, বালি, গরু পাচার, সর্বক্ষেত্রে চাকরি চুরি, ভুয়ো শিক্ষক রা দেখছি এসব বিস্মৃত হয়ে গুরুতে সমাহিত।
    পুলিশে পারিবারিক বিবাদ, থেকে মোবাইল চুরির অভিযোগ করতে আজ ঘুষ দিতে হয়, প্রশাসন আর শাসকদল সব দেখি গুরুতে! 
  • এটা | 103.5.***.*** | ২৪ এপ্রিল ২০২৪ ০৬:০৬522774
  • ইটা থাক। আমি দেখলাম শুনলাম হাওয়াবাজির চেয়ে বেশি ভরসাযোগ্য।
  • &/ | 151.14.***.*** | ২৪ এপ্রিল ২০২৪ ০৩:১১522773
  • একটা একটু ইয়ে প্রশ্ন করি। যদিও করা না করা সমান।
    এই এতগুলো বছর, সাত আট বছর এই এত অবৈধ নিযুক্ত টিচাররা স্কুলে স্কুলে পড়িয়েছেন। কোনো কোনো স্টুডেন্টের ক্লাস ফাইভ থেকে টেন প্রায় পুরোটা সময়ই এদের হাতে। কীরকম পড়িয়েছেন এঁরা? এই এত ছাত্রছাত্রীর পড়াশোনার অবস্থা কী দাঁড়িয়েছে এঁদের কারণে? এর দীর্ঘমেয়াদী প্রভাব কী দাঁড়াবে?
    যদিও শিক্ষিত মধ্যবিত্ত আপন সন্তানদের সরিয়ে নিয়েছেন সরকারি সিস্টেম থেকে, তবুও 'অপর' এর সন্তানদের জন্য হলেও, এই প্রশ্নটাও একটু ওঠা দরকার নয় কি?
    পুরোটাই কি মানুষদেরকে ঘুঁটি বানিয়ে দাবাখেলা?
  • অরিন | 119.224.***.*** | ২৪ এপ্রিল ২০২৪ ০২:২৮522772
  • সৈকতের গান চাই, এইসব তর্জমা ঠিক হচ্ছে না। হিন্দিটা শুনতে ভাল লাগে। 
  • বকলম -এ অরিত্র | ২৪ এপ্রিল ২০২৪ ০২:০৮522771
  • কোথায় ভোটের টই? 
     
    আপনাদের পছন্দের গানটা, "সাহেব" বাংলায়।
  • &/ | 151.14.***.*** | ২৪ এপ্রিল ২০২৪ ০১:২৫522770
  • ভোটের টইতে সব তুলে রাখা দরকার। জিনিসগুলো একজায়্গায় থাকলে অনেক সুবিধে।
  • বকলম -এ অরিত্র | ২৪ এপ্রিল ২০২৪ ০১:১৭522769
  • ঠিক আসল ভিডিওটা খুবই টক্সিক। এসবি অনুবাদ করে ভালো করেছেন, আমি আর হিন্দি ভাষণটা শেয়ার করতে চাইছিলাম না। 
  • &/ | 151.14.***.*** | ২৪ এপ্রিল ২০২৪ ০১:১৫522768
  • টি এন শেষন ..সেই আমলে ...
  • বকলম -এ অরিত্র | ২৪ এপ্রিল ২০২৪ ০১:১৪522767
  • জাত ভিত্তিক মানে st sc obc এইগুলোর মধ্যে পড়া সম্প্রদায়ের কথা বলা হয়েছে, জাতি নয়। এই অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার লক্ষ্যেই মোদি হিন্দুদের সম্পত্তি মুসলমানকে, বা অনুপ্রবেশকারীকে দিয়ে দেওয়া ইত্যাদি বলেছে। এদিকে আন্তর্জাতিক মিডিয়া এটা কভার করছে, আমি আল জাজিরায় দেখলাম।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২৪ এপ্রিল ২০২৪ ০১:০৩522766
  • কোটটায় একটু রেখেঢেকে লিখেছে। বক্তৃতার একদম হুবহু অনুবাদ হল এইটাঃ 
     
    আগে যখন ওদের সরকার ছিল, ওরা বলেছিল, দেশের সম্পত্তির উপর প্রথম অধিকার মুসলমানদের। এই সম্পত্তি জড়ো করে কাদের মধ্যে বিলি করবে? যাদের বেশি বাচ্চা হয়, তাদের মধ্যে বিলি করবে। অনুপ্রবেশকারীদের মধ্যে বিলি করবে। আপনাদের পরিশ্রমের উপার্জন অনুপ্রবেশকারীদের দেওয়া হবে? আপনারা মেনে নেবেন? কংগ্রেসের ম্যানিফেস্টো এইরকমই বলছে। মা-বোনেদের সোনার হিসেব করবে, খোঁজখবর করবে, তারপর ওই সম্পত্তি বিলিয়ে দেবে। কাকে বিলিয়ে দেবে? মনমোহনজির সরকার বলেছিল, সম্পত্তিতে প্রথম অধিকার মুসলমানের। ভাইবোনেরা, এই আর্বান-নক্সালদের চিন্তা, মা-বোনেরা, এরা আপনার মঙ্গলসূত্রও বাঁচাতে দেবেনা। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত