সুধী,
গুরুচণ্ডা৯র পক্ষ থেকে আগামী
২৬শে জানুয়ারি, শুক্রবার, সন্ধ্যে ৬-টায়
কলকাতা আন্তর্জাতিক বইমেলায় সমরেশ বসু মঞ্চে
আমরা একত্র হব বলে স্থির করেছি।
গুরুচণ্ডা৯, তার অভিমুখ ও সাম্প্রতিক প্রকাশনা নিয়ে আলোচনা সহ সেখানে সংক্ষিপ্ত পরিচিতিসহ এই বছরের বইগুলি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
গুরুচণ্ডা৯র প্রতি আপনার উৎসাহ ও সহযোগিতাকে ধন্যবাদ জানিয়ে আপনাকে এই অনুষ্ঠানে সাগ্রহ আমন্ত্রন জানাই।
পাঠক, লেখক, ও প্রকাশকের পারস্পরিক মেলবন্ধন আমাদের চালিকাশক্তি। আপনার উপস্থিতিতে প্রকাশানুষ্ঠান আলোকিত হবে এই আশা করি।
অন্য অতিথিদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকবে 'কুমুদির জন্যে - ইস্কুল পড়ুয়ার দল' সংকলনের নবীন গল্পকারেরা। তাদের হাতে সংকলনের সৌজন্য সংখ্যা, অভিজ্ঞানপত্র এবং উপহার তুলে দেওয়া হবে। আপনার সক্রিয় অংশগ্রহণ উপস্থিত কিশোর কিশোরীদের বাংলা সাহিত্যচর্চায় উৎসাহ আরও বাড়িয়ে তুলবে, এই আমাদের বিশ্বাস।
ধন্যবাদান্তে,
গুরুচণ্ডা৯
২০২৪ বইমেলায় প্রকাশিত বইগুলিঃ (বর্ণানুক্রমে)
কুমুদির জন্যে ইস্কুল পড়ুয়ার দল - সংকলন
ঘুনসিযন্ত্রের রহস্য - অভিজিৎ মজুমদার
চাঁপাফুলের গন্ধে - এস এস অরুন্ধতী
ছায়ার পাখি - কেকে
দিতি ও মহারানি - মৃণাল শতপথী
পবিত্র ভূমি - পুনর্বাসন ও নির্বাসনের ঘূর্ণাবর্তে প্যালেস্টাইন - হীরেন সিংহরায়
পেন্সিলে লেখা জীবন - অমর মিত্র
পূর্ব ইউরোপের ডায়েরি (দ্বিতীয় খণ্ড) - হীরেন সিংহরায়
বাঙালের রোমানিয়া গমন - মুহাম্মদ সাদেকুজ্জামান শরীফ
ভারতীয় বিজ্ঞান - নির্মাণ ও বিনির্মাণ - রূপালী গঙ্গোপাধ্যায়
যদি বলো প্রেম - চৈতালী চট্টোপাধ্যায়, চন্দনা হোড়
রসিকার ছেলে - প্রতিভা সরকার
লেজ়ারের আলো - প্রণবনাথ চক্রবর্তী
শনাক্তকরণের চিহ্ন - সৈকত বন্দ্যোপাধ্যায়
সাদা পর্দার আলো - শুভদীপ ঘোষ
সীমানা - শেখরনাথ মুখোপাধ্যায়
সে ছিল একদিন আমাদের - জ্যোতিষ্ক দত্ত
হরিণের কাছাকাছি - ইন্দ্রাণী
হারিয়ে যাওয়া কোলকাতার জলছবি - রঞ্জন রায়
এছাড়াও, আনুষ্ঠানিক প্রকাশের তালিকায় থাকবে সাম্প্রতিক অতীতে ছাপা দুটি বই-
কিসসা মুর্শিদাবাদী ও বেলোয়ারি দাস্তান - সুপর্ণা দেব
নারীসাক্ষ্যে জেনোসাইড - হাসান মোরশেদ