*দেশপ্রেমের ছ্যাঁকা, বিসিআই এর ধোঁকা*
আইপিএল ২০২৩ এ BCCI ভারতের ক্রিকেটে নিয়ামক সংস্থা কেবল প্রচার মাধ্যমে সমপ্রচার করে মাত্র ৪৮,৩৯০ কোটি টাকা উপার্জন করেছে। এর জন্য ভারত সরকারকে কর বা Tax বাবদ কত টাকা দিয়েছে এই সংস্থা আপনি কি জানেন? O টাকা, ঠিকই পড়লেন, শূন্য টাকা। কারণ বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়া , অলাভজনক সোসাইটি অফ রেজিস্ট্রেশন আইন বা অ্যাক্ট এ নথিভুক্ত, যাদের এই উপার্জন ভারতীয় Income Tax Act এর 12A ধারায় করমুক্ত। এছাড়া এই আই পি এল বিশ্বের ধনীতম অর্থলগ্নি প্রতিযোগিতা টি, বিনোদন এর আওতায় পড়েনা, ভারতীয় চোখবন্ধ আইনে এটি খেলাধূলা সম্প্রচারমূলক আয়োজন বা Promotional activity দেখিয়ে করমুক্ত তালিকায় স্থান করে নিয়েছে।
ভারতের গোয়া, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা ইত্যাদি রাজ্যের মোট বাজেটের থেকে ৪৮৪৯০ কোটি টাকা বা 15 Billion Dollar মিডিয়া সম্প্রচার বাবদ উপার্জন অধিক, এমন কি IPO ভুক্ত Paytm বা LIC এর মূলধনকেও টেক্কা দিলেও এক টাকা কর দিতে হয় নি।
আর আপনি একটা সাবান বা নুন কিনে কর দেন, নথিভুক্ত সংস্থায় উপার্জন করলে আয়কর আইনের স্লাব এ না পড়লেও প্রফেশনাল ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক।
সামনে ক্রিকেট বিশ্বকাপের ফাইন্যাল, সেমি ফাইনালে টিভি দেখে, মাঠে গিয়ে , জার্সি কিনে, পরিবেশ দূষণ করে শব্দ বাজি পুড়িয়ে সেলিব্রেট করতে ভুলবেন না, দেশের নামে এক জালি ধোঁকাবাজ সংস্থার ক্রিকেট দল কে সমর্থন না করলে আপনার দেশপ্রেম জাহির করবেন কি ভাবে?
ও হ্যাঁ! *সৃষ্টিছাড়া*র*এই লেখা পড়ে বি সি সি আই এর উপার্জন আর ইন্ডিয়ান পয়সা লীগ কে বা তাদের উপার্জন কর অন্তর্ভুক্তির দাবী বা ভুয়ো রেজিস্ট্রেশন বাতিলের দাবী একদম তুলবেন না কিন্তু!
কারণ আপনি এই দেশ নামক সার্কাসের নাগরিক নামক মস্তিষ্ক হীন একজন ক্লাউন বলে কথা।