এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ১৭ মে ২০২২ ০৮:৪৩502248
  • যদুবাবু, বরানগরের একখান টই হোক না!  এসব দারুণ গল্পগুলো থাকুক ঃ) 
    আর নয় নয় করে আমরাও কম জনা নেই!!! 
  • π | ১৭ মে ২০২২ ০৮:৪১502247
  • নির্মল আনন্দের টইটা কতদিন আপডেট হয়না! 
     
     
  • π | ১৭ মে ২০২২ ০৮:৪১502246
  • আচ্ছা, সুপ্রসিদ্ধ লেখক সংগৃহীত বাবুর নবতম লেখাটি পড়িয়ে যাই।
     
    'এক মা নিজের পূজা-পাঠ সেরে, বিদেশে থাকা নিজের ছেলেকে ‘ভিডিও কল’ করে, কথার ফাঁকে জিজ্ঞাসা করে বসলেন―
    বেটা, অর্থ রোজগারের পাশাপাশি পূজা-পাঠও করছ তো?

    ছেলের দাম্ভিক উত্তর―
    মা তুমি জানো, আমি জীববৈজ্ঞানিক? আমি এখন আমেরিকায় মানব-বিবর্তনের উপর কাজ করছি।
    এই বিবর্তনের সিদ্ধান্ত কি? চার্লস ডারউইন...
    মা, তুমি জানো তার সম্পর্কে?

    তার মা মৃদু হাসলেন, এবং উত্তর দিলেন―
    হ্যাঁ, আমি জানি ডারউইন সম্পর্কে। তবে তিনি যা-ই ব্যাখ্যা দিয়েছেন, তার সকলই সনাতন শাস্ত্রগ্রন্থের বহু পুরনো অধ্যায়।

    ছেলে ব্যঙ্গ করে বলল―হতে পারে মা?

    তার মা সেই ব্যঙ্গের প্রতিবাদ করে বললেন―যদি তুমি প্রকৃতই নিজেকে বুদ্ধিমান ভাবো...
    আচ্ছা, তুমি কি দশাবতার সম্পর্কে শুনেছ?―  বিষ্ণুর দশ অবতার?

    ―হ্যাঁ শুনেছি। 
    *কিন্তু,আমার পরীক্ষা-নিরীক্ষার সঙ্গে*.... *"দশাবতারের" কী সম্পর্ক*?
    *সম্পর্ক অবশ্যই আছে*!!!
     শোনো,আমি তোমাকে বোঝাচ্ছি তুমি এবং ডারউইন এখনও কোন্ বিষয়গুলি সম্পর্কে অনভিজ্ঞ আছ।

    *দশ অবতারের "প্রথম অবতার" ছিল *মৎস্য* অর্থাৎ মাছ।
    এটা সকলকে বোঝাতে যে, জীবন জল থেকেই প্রথম শুরু হয়েছে। ঠিক কি না?
    এবার পুত্র মনোযোগ সহকারে শুনতে লাগল।

    ―এরপর *"দ্বিতীয় অবতার" হলো *কুর্ম* অর্থাৎ কচ্ছপ।
    অর্থাৎ জীবন এবার জল থেকে ভূমির দিকে আসা শুরু করল। প্রথম অবস্থায় উভচররূপে (Amphibian) রইল। এই কচ্ছপই বিবর্তনকে সমুদ্র থেকে ভূমির দিকে নির্দেশ করছে।

    *তৃতীয় হলো *বরাহ* অবতার। যার দ্বারা জঙ্গলের জন্তুদের বোঝানো হয়েছে। অর্থাৎ জীব তার অস্তিত্ব টিকিয়ে রাখতে জঙ্গলে ধাবিত হলো। তাদের বুদ্ধি তখনও তেমন উন্নত নয়। বিজ্ঞানের ভাষায় তোমরা যাদের ‘ডাইনোসর’ বলো। অর্থাৎ সরীসৃপ ও পক্ষীর মধ্যবর্তী অবস্থা।
    ছেলে এবার বড় বড় চোখ করে শুনতে লাগল, এবং ‘হ্যাঁ’ বলে সহমতও জানাল।

    *"চতুর্থ অবতার" হলো *নৃসিংহ* ―অর্ধেক মানব, অর্ধেক পশু।
    যা ধীরে ধীরে জংলী জীব থেকে, উন্নত বুদ্ধিমান জীবের বিবর্তনকে নির্দেশ করছে।

    *"পঞ্চম অবতারে" এল *বামন* অবতার। ‘বামন’―যে লম্বায় অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারত।
    তুমি কি জানো? সেসময় দুই প্রকারের মানুষ ছিল―হোমোইরেক্টস (নরবানর) ও হোমোসেপিয়েন্স (মানব)। আর এই হোমোসেপিয়েন্সই বিবর্তনের লড়াইয়ে জয়লাভ করে।
    এই ব্যাখ্যাই তো দিয়েছেন ‘যোগ্যতমের উদ্বর্তন’ রূপে―তোমার ডারউইন?
    ছেলে তো দশাবতারের ব্যাখ্যার বিস্তার শুনে স্তব্ধ হয়ে গেল!

    মা আবার বললেন―
    *পরশুরাম* এলেন *ষষ্ঠ অবতারে*। যার মধ্যে ছিল শস্ত্র (কুড়াল)-এর ক্ষমতা। যা নির্দেশ করে জঙ্গল ও গুহাবাসী মানুষকে।

    *"সপ্তম অবতারে" এলেন ভগবান ‘মর্যাদা পুরুষোত্তম’ *শ্রীরামচন্দ্র*।
    যা প্রথমবার বিবেকযুক্ত মানুষকে নির্দেশ করে। কিভাবে সেই বিবেক দ্বারা মানুষ প্রতিটি সম্পর্কের মধ্যে মর্যাদা, এবং সমাজের বিভিন্ন নিয়ম তৈরি করে, সমাজবদ্ধ হতে শিখল―তা নির্দেশ করে।

    *"অষ্টম অবতারে", ভগবান শ্রীবলরাম এবং*শ্রীকৃষ্ণ*রুপে*। একাধারে রাজনেতা, কূটনীতিজ্ঞ এবং প্রেমীও।
    তিনি শেখালেন―কিভাবে সমাজের নিয়মকানুনের মধ্যেও আনন্দে থাকা যায়, এবং আরও উন্নত বিবেক ও বিচারসম্পন্ন হওয়া যায়।
    মায়ের জ্ঞানগঙ্গা বইতেই থাকল―

    *ভগবান *বুদ্ধ* হলেন *নবম অবতার"*। যিনি সেই নৃসিংহ থেকে উদ্ভূত মানবজাতির স্বভাব-প্রকৃতির পুনরালোচনা করলেন। তিনিই মানবজাতিকে জ্ঞানের অন্তিম লক্ষ্যের সন্ধান দিলেন।

    *আর শেষে? "দশম অবতার" *কল্কি*-রূপে আসবে!
    *যেই মানব বিবর্তনের উপর তোমরা কাজ করছ―মানুষের বিবর্তন, উদ্বর্তন এবং উন্নতির অন্তিম নিদর্শন রূপে তিনি আসবেন*!
    *পুত্র, অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েই রইল*! 

    *এ তো অদ্ভূত মা*! *হিন্দু দর্শন তো বাস্তবেই অতীব অর্থপূর্ণ*!

    ―হ্যাঁ, 
    *বেদ, পুরাণ, উপনিষদাদি বাস্তবেই খুবই অর্থপূর্ণ*। 
    *তবে... এই 'দর্শন'কে গ্রহণ করার মতো..., "বিবেক যুক্ত দর্শন তো...." তোমার থাকা চাই"*!
    *তখন দেখবে..., এই দর্শনের মধ্যেও, "রস খুঁজে পাবে"―তাতে..., "তুমি "ধার্মিক হও", বা, ‘বৈজ্ঞানিক*’!

    সংগৃহীত
  • π | ১৭ মে ২০২২ ০৮:২৯502245
  • আমার কল্যাণী দুইবার, সেও আবার পিপিএম এর ইন্সটিটিউটেই, একবার ওঁর কাছেই।  উত্তরপাড়া থেকে গাড়িতে কল্যাণী তো অন্তত পথ মনে হচ্ছিল, তা সেখানে দেখি অনেকে বেহালা থেকে নিত্য যাতায়াত করেন! 
  • lcm | ১৭ মে ২০২২ ০৮:২২502244
  • "বলিয়া গেছেন তাই মহাকবি মাইকেল
    যেয়ো না যেয়ো না সেথা, যেথা চলে সাইকেল।  
    তাই আমি বলিতেছি, পালা না রে এখনি
    বাঙালী হয়েছ বাপু, পলায়ন শেখনি?"
     
    রবিবাসরীয় আনন্দবাজারে "বাঙালির বাইসাইকেল" নামে একটা নিবন্ধ বেরিয়েছে, সেখানে দেখলাম - সুনির্মল বসুর লেখা ছড়া - 
     
  • Bratin Das | ১৭ মে ২০২২ ০৮:২০502243
  • আমি তো MAKAUT এ তিনটে সেম
    পড়ালাম। ওদের মেন ক‍্যাম্পাস কল‍্যাণীতে। তবে করোনা কালে মোট চারদিন গিয়েছিলাম। তার মধ‍্যে একদিন জয়েন করার দিন। আরেক দিন রিলিজ লেটার আনতেlaughwink
  • Bratin Das | ১৭ মে ২০২২ ০৮:১৭502242
  •  অমিতাভ দা টাটা। 
     
    আমি এখন জিমে। 15 মিনিট ট্রেড করে ডন দিতে যাবার আগে ছোটাসা এক ব্রেক তো বনতা হ‍্যায়!! smiley
  • Abhyu | 116.193.***.*** | ১৭ মে ২০২২ ০৮:০৬502241
  • শুভরাত্রি
  • Bratin Das | ১৭ মে ২০২২ ০৭:৫৭502239
  • আমার উত্তর পাড়া রাষ্ট্রীয় বিদ‍্যাল য়। সব
    স্কুলের বন্ধু বান্ধব বালী উত্তরপাড়া হিন্ কোন্নগর হিন্দমোটর
    রিষড়া শ্রীরামপুর এইসব অঞ্চলে। ডানকুনি থেকেও কয়েকজন ছিল।
     
    স্কুলের গ্রুপে 10/11 টা ফ‍্যামালি খুব ই ক্লোজ। মাঝেমাঝেই গেট টুগেদার। দিনগত পাপক্ষয় থেকে 
    কয়েক ঘন্টার মুক্তি।
     
     
    আউটিং হয়েছে বেশ কয়েকটা।
  • kk | 2601:448:c400:9fe0:b0d9:dffb:bf89:***:*** | ১৭ মে ২০২২ ০৭:৫৩502238
  • আমি সেদিন একটা মিশরীয় খাবার বানিয়েছিলাম। কী যেন নাম? ও, কোশারি। কোশারি। খুব বাজে খেতে হয়েছিলো :-(
  • যদুবাবু | ১৭ মে ২০২২ ০৭:৫৩502237
  • কল্যাণী একবার-ই গেছি। পিপিএম-এর ইন্সটিটিউট এন-আই-বি-এম-জির তখনো পাকা আস্তানা হয়নি। স্যানেটোরীয়ামের পাশেই একটা বিল্ডিং-এ সবাই বসতেন। ওদের ওখানে জীবনের প্রথম বক্তিমে দিয়েছিলাম। খুব ভালো স্মৃতি। 
     
    পিপিএম একজন অসামান্য লোক বটে ... খুব-ই ইন্সপায়ারিং! আমার ইচ্ছে ছিলো (এখনো আছে) ওদের পপুলেশন জেনেটিক্সের অসামান্য কাজ নিয়ে বাংলায় লেখার, বিশেষ করে ঐ আরিয়ান মাইগ্রেশন নিয়ে তক্কাতক্কির পরে। কিন্তু সে আর হবে বলে মনে হয় না। 



     
     
     
  • Abhyu | 116.193.***.*** | ১৭ মে ২০২২ ০৭:৫০502236
  • কোন্নগরে সমুদ্রসৈকত ছিল - দমুদি আর ডিডি তার খবর দিতেন। এখন বোধহয় শুকিয়ে গেছে, অনেকদিন আপডেট পাই না।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৭ মে ২০২২ ০৭:৪৫502235
  • laughlaugh @যদুবাবু।
     
    আমার অবশ্য কোন্নগরও ছোটবেলার প্রিয় স্মৃতির শহর। smiley@অভ‍্যু
  • যদুবাবু | ১৭ মে ২০২২ ০৭:৩৯502234
  • আমার গিন্নির একেবারেই নেই, তবে দুইদিকে বাড়ির লোকের এবং দুই সেট প্রতিবেশীর আক্ষেপ ছিলো কিছু। 

    অমিতাভ-দাঃ সে এক ট্রমাটিক মেমোরি। চেঁচামেচির ঠেলায় পাড়ার নেড়িদের ঘুম ভেঙে যাওয়ায় তারাও এসে কিছু দাবী-দাওয়া জানায়। আমার জীবনে অবশ্য কোনো প্রতিবাদের-ই ফল ভালো হয়নি, এ-ও অন্যথা হয় কেমন করে?
  • Abhyu | 116.193.***.*** | ১৭ মে ২০২২ ০৭:৩৮502233
  • অমিতাভবাবু, আগে কৃশানু বলে একজন আসত, কল্যাণীর ছেলে। সেসময় একবার আমি, অরণ্যদা আর কৃশানু মিলে কল্যাণীর আপডেট দিয়ে দিয়ে কোন্নগর ও অন্যান্য প্রতিদ্বন্দীদের দশ গোলে হারিয়েছিলাম। তখন কুমুদি ছিলেন।
  • Bratin Das | ১৭ মে ২০২২ ০৭:৩৫502232
  • সুমিত্র দার সাথে WA ও প্রচুর কথাবার্তা  হয় যদুবাবু।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৭ মে ২০২২ ০৭:৩২502231
  • যদুবাবুর চোরদের ছবি ভেবে হাসি পাচ্ছে, সেই সাথে বেচারিদের জন্য কষ্টও হচ্ছে। কিন্তু জানতে ইচ্ছে হচ্ছে যদুবাবুর সেদিন কিভাবে কি ঘটল। smiley
  • aranya | 2601:84:4600:5410:cca4:78e4:f6d:***:*** | ১৭ মে ২০২২ ০৭:২৩502230
  • যদুবাবু, আমারও নো রিচুয়াল। গিন্নীর কিঞ্চিৎ আক্ষেপ রয়ে গেছে, মনে হয় 
  • যদুবাবু | ১৭ মে ২০২২ ০৭:১৬502229
  • বোতিন্দাঃ ছবিগুলো খুব ভালো। আলু তো ফেসবুকে বেশ অ্যাকটিভ, কথা হয়। আর দেওয়ানজি-র সাথে গেলে প্রতিবার-ই দেখা করি। উনি আমার ফেভারিট প্রোফেসর-দের মধ্যে খুব উপরের দিকে থাকবেন। এক সময় খুব ইচ্ছে ছিলো ফিরে গিয়ে আইএসয়াইতে যদি একটা চাগরিবাগরি দেয়। এখন আর কোনো ইচ্ছের উপরেই ভরসা নেই। 
     
    অ্যাণ্ডরঃ এই চুরি বলতে মনে পড়লো - কোনো কোনো বাড়িতে এক রকম রিচুয়াল আছে বোধহয় যে বিয়ের আগে, মানে বিয়ের দিন-ই সকালে ফুল চুরি করতে হয় না কি যেন একটা... আমার মনে আছে একদিন সকালে মর্ণিং ওয়াক করতে গিয়ে দেখেছিলাম কয়েকজন সম্ভ্রান্ত এবং উদ্ভ্রান্ত মহিলা প্রাণপণে পাশের বাড়ির পাঁচিল দিয়ে লতিয়ে আসা গাছ থেকে একটা ফুল ছেঁড়ার চেষ্টা করছেন। রীতিমত শিভ্যালরির পরিচয় দেখিয়ে রুখে দাঁড়িয়েছিলাম যে ইকিরে বাবা লোকের বাগানের ফুল ছিঁড়চেন ক্যানো? (ন্যারেটরঃ এর ফল মোট্টেও ভালো হয় নি।) 

    আমার নিজের অবশ্য রিচুয়াল-টিচুয়াল হয় নাই, একটা মিঠুনের মত ঝুল্পিওলা (বা ঝুল্পিহীন) রেজিস্টি কাকু এসে সই করিয়ে দিলো, হয়ে গেলো :D 
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৭ মে ২০২২ ০৭:০৯502228
  • আমার কল‍্যাণীর দিনগুলোতে একটা বিশেষ অভিজ্ঞতা ছিল, যেটা পরে আর কখনও কোথাও হয়নি - গাছতলায় অঢেল পড়ে থাকা কাঠবাদাম তুলে নিয়ে খোলা ফাটিয়ে বাদাম বার করে খোসা ছাড়িয়ে খাওয়া - যত খুশি।
  • &/ | 151.14.***.*** | ১৭ মে ২০২২ ০৭:০৪502227
  • এই গরমে মিশরে যাবার খবর শুনেই ডিডির সেই লেখাটা মনে পড়ছিল। বৈশাখের মিশর। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ১৭ মে ২০২২ ০৭:০৩502226
  • হুঁ, হু আর টিম তো ঘুরছে। ওরা সব খবরগুলোও দিতে পারবে। কোন হোটেল ভালো, গাইড পাওয়া যায় কিনা, হোটেল থেকে সাইটে যাবার বন্দোবস্ত কী, ভালো মিশরীয় খাবার কোথায় পাওয়া যায় ---এইসব।
  • aranya | 2601:84:4600:5410:cca4:78e4:f6d:***:*** | ১৭ মে ২০২২ ০৭:০২502225
  • চুরি-র ফল হলে, স্বাদ আরও ভাল লাগে :-)
     
    ডাব, আম, আখ ইঃ চুরি করে খেয়েছি অনেক। 
  • &/ | 151.14.***.*** | ১৭ মে ২০২২ ০৭:০০502224
  • যদুবাবু যথার্থ বলেছেন। গাছ থেকে সদ্য পাড়া ফল খুবই অন্যরকম। সদ্য পাড়া কচি ডাব কেটে ডাবের জল খেতেও খুব মজা। ভেতরে কচি শাঁস থাকে, তার স্বাদের তুলনা নেই।
  • Bratin Das | ১৭ মে ২০২২ ০৭:০০502223
  •  আমার ও মিশর যবার বেজায়  ইচ্ছে। চেক লিস্টে আছে বহুদিন। চলো তাহলে একসাথে  প্ল‍্যান করি আটোজ।
  • &/ | 151.14.***.*** | ১৭ মে ২০২২ ০৬:৫৭502222
  • এই ছবিগুলো সেই গুরুচন্ডালদের ছবি টইটাতে দাও না! থেকে যাবে তাহলে।
  • Bratin Das | ১৭ মে ২০২২ ০৬:৫৭502221
  • Bratin Das | ১৭ মে ২০২২ ০৬:৫৭502220
  • Bratin Das | ১৭ মে ২০২২ ০৬:৫৬502219
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত