পৌর নির্বাচনে বামফ্রন্ট ও সিপিএম: প্রার্থী তালিকা সম্পর্কে:
- মোট বরোর সংখ্যা - ১৬
- বাম প্রার্থী তালিকা প্রকাশ হয়েছিল - ১৯ নভেম্বর ২০২১, প্রতিদ্বন্দ্বী দের মধ্যে সকলের আগে
- ১১৭ টি সাধারণ, ১০ টি সংরক্ষিত আসন, ১৬ জন মুসলমান ধর্মাবলম্বী প্রার্থী
- ১২৭ জন প্রার্থীর নাম ঘোষণা করে বলা হয়েছিল , বাকি ১৭ টি ওয়ার্ডে কংগ্রেস , আই এস এফ ইত্যাদিদের ভোট দিতে সমর্থকদের অনুরোধ করা হবে। শতরূপা ঘোষের একটি বক্তব্যে জানা গেল যেখানে সিপিএম প্রার্থী দেয়নি সেখানে সমর্থকরা লিবারেশন কেও সমর্থন করতে পারেন।
- ৯৬ জন সিপিএম, ১২ জন সিপিআই, ফব ১১ জন, আর এসপি প্রার্থী ৮ জন
- ঘোষিত প্রার্থী দের ৬৬ জন পুরুষ, ৬১ জন মহিলা
এই তথ্য গুলি রাজ্য ইলেকশন কমিশনের ওয়েব সাইট থেকে পাওয়া।
- ৪৬ জন যুব রেড ভলান্টিয়ার প্রার্থী , এর প্রতিফলন ইশতেহারে ও রয়েছে
তথ্যের সাধারণ সমস্যা হল
- এ বছরের আফিডেভিট গুলি থাকলেও আগের নির্বাচনে র সময়কার আফিডেভিট গুলি ওয়েবসাইটে পাবার উপায় এ মুহূর্তে নেই, তাই যারা পরপর কয়েকবার প্রার্থী হলেন , এবং আগে জিতেছেন তাদের ঘোষিত সম্পত্তি কিরকম বাড়লো তার হিসেব করার সরাসরি উপায় নেই।
- মহিলা সংরক্ষিত সিট গুলি প্রার্থী তালিকা য় চিহ্নিত নেই , অন্য নির্দেশ পড়ে সেগুলিকে খুঁজে পেতে হচ্ছে
- প্রতিটি ওয়ার্ডের বুথের সংখ্যা ও চিহ্নিত নেই, অন্য নির্দেশ খুঁজতে হবে, ওয়েবসাইট গুলি খুবই সেকেলে
- ভোটারদের নিজেদের পার্ট ও সিরিয়াল জানতে electoralsearch.in এ দেখুন , পার্ট প্রচুর বদলাচ্ছে, ধরুন আপনার পার্ট যদি থাকে ২৫, সেটা ২৫এ, ২৫বি হতেই পারে , বিশেষ করে বুথ প্রতি ভোটার সংখ্যা কমানোর জন্য এটা করা হচ্ছে বলে জানা গেছে। স্থানীয় ভাবে ও খোঁজ নিন।