এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যদুবাবু | ১৫ ডিসেম্বর ২০২১ ০০:১১492070
  • @a: এখন ৩২১ :) 

    @অর্জুন-বাবু / সে-দিঃ চ্যানেলটা ভালো লাগলো। আমি অবশ্য অন্য একটা ভিডিও দেখতে শুরু করলাম (লিঙ্গুয়া ফ্রাঙ্কা)। আপনাদের ওয়েভ কোলাজের জন্য শুভেচ্ছা রইলো। 
  • অর্জুন | 27.13.***.*** | ১৫ ডিসেম্বর ২০২১ ০০:০৮492069
  • প্রথম ভারতীয় ডিগ্রিধারী মহিলা চিকিৎসক ডাঃ আনন্দীবাঈ যোশী অ্যামেরিকায় পেন্সিল্ভেনিয়ায় যখন ডাক্তারি পড়তে যান তখন সংস্কৃতে টিউশানি দিয়ে হাত খরচ জোগাড় করতেন। মার্কিনী মিশনারী এবং উৎসাহী ছাত্রীরা শিখত। আনন্দীর ডায়রিতে এর উল্লেখ আছে। 
     
    রমাবাঈ যখন প্রথম ইংল্যান্ডে যান তখন শুধু ইংরেজির সাথে অক্ষর পরিচয় হয়। উনি ব্রিটিশদের সংস্কৃত ও মরাঠী শেখাত। সে সময় পশ্চিম থেকে ভারতে যে সব মিশনারী আসতেন তাদের কিছু ভারতীয় ভাষা শিখতে হত। পরিবর্তে রমাবাঈ ওঁদের থেকে ইংরেজি শিখতেন। 
  • সে | 2001:1711:fa42:f421:20db:4b0c:2324:***:*** | ১৫ ডিসেম্বর ২০২১ ০০:০১492068
  • বৈদিক বিবাহ খুব মিষ্টি ব্যাপার। সংস্কৃতে না হয়ে ইংরিজি বা বাংলাতেও হতে পারে। আমার খুব ইচ্ছে আছে ট্রাই করার। অবিশ্যি সংস্কৃত অল্প স্বল্প পারি। লেটার পেয়েছিলাম (হুঁ হুঁ)।
  • a | 61.68.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ২৩:৫৮492067
  • অর্জুন বাবুর চ্যানেলটি দেখলাম। ১ বছরের উপর চলেছে মনে হল, মাত্র ৩২০ জন সাবস্ক্রাইবার।
  • দীপ | 2402:3a80:a7e:8edb:30ab:2094:ac4f:***:*** | ১৪ ডিসেম্বর ২০২১ ২৩:৫৩492066
  • সরলা দেবী চৌধুরানী থেকে গৌরী ধর্মপাল- একাধিক মনস্বিনী সংস্কৃত ভাষা নিয়ে চর্চা করেছেন। কে কানে গরম সীসা ঢেলে দিতে গেছে? 
     
    কিন্তু মিথ্যাবাদী চিটিংবাজকে মিথ্যাবাদী বলা যাবেনা! 
  • অর্জুন | 27.13.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ২৩:৪৮492065
  • কলকাতার সংস্কৃত কলেজ থেকে প্রথম মহিলা 'পণ্ডিতা' ও 'সরস্বতী' উপাধি লাভ করেছিলেন মহারাষ্ট্রের রমাবাঈ। 
     
    পণ্ডিতা রমাবাঈ নামে সুপরিচিতা।   
  • অর্জুন | 27.13.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ২৩:৪৪492064
  • সংস্কৃত, বেদ ইত্যাদি বিষয়ে কিছু কিছু মন্তব্য পড়ছি, সিরিয়াসলি অদ্ভুত। এবং সব বিষয়ে কত অনর্গল স্টক। না বলেও পারলাম না। 
  • দীপ | 2402:3a80:a7e:8edb:30ab:2094:ac4f:***:*** | ১৪ ডিসেম্বর ২০২১ ২৩:৪৪492063
  • ম্যাক্সমূলর কবে আবার রাজনীতি করলেন? পুরো মনের আনন্দে মেগাসিরিয়ালের গল্প লিখে যাচ্ছে! 
    কানাকে কেহ কানা বলিও না। মিথ্যাবাদীকে কেহ মিথ্যাবাদী বলিও না! 
     
    সাধে কি বিদ্যাসাগরের ওপর ক্ষেপে আছে!
  • দীপ | 2402:3a80:a7e:8edb:30ab:2094:ac4f:***:*** | ১৪ ডিসেম্বর ২০২১ ২৩:৪১492062
  • আবার ভুলভাল কথা বলতে শুরু করেছে। বেদের কোথায় নারী ও শূদ্রের কানে গরম সীসা গেলে দেবার কথা বলা হয়েছে মাতব্বর মহোদয়? 
  • রমিত চট্টোপাধ্যায় | ১৪ ডিসেম্বর ২০২১ ২৩:৪১492061
  • @dc দারুণ ছিল শর্টটা, আরো থাকলে যেন ভালো হত। জগৎ টাকে সুন্দর বুনেছে। যদিও ইউনিটির রেন্ডারিং এর ডেমো তবুও ভালো ক্রিয়েটিভিটি দেখিয়েছে।
  • এলেবেলে | ১৪ ডিসেম্বর ২০২১ ২৩:৪০492060
  • কেসিসাহেব, আমি ইমোজি দিতে পারি না। দিতে চাইও না। তবুও আপনার পেনাল্টিমেট বাক্যটির জন্য প্রচণ্ড জোরে হাসলাম।
  • kc | 37.39.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ২৩:৩৫492059
  • এলেবেলে'র কন্যাকে অনেক অনেক শুভেচ্ছা। ভবিষ্যতে পড়াশোনার মধ্যেই যেন থাকে। সেক্ষেত্রে, এলেবেলে'র জামাইয়ের জন্যও অনেক শুভকামনা। 
    সংস্কৃত জানা মেয়েদের তর্কে হারানো একটি অসম্ভব প্রোজেক্ট।
     
    ইতি এক ভুক্তভোগী,
  • এলেবেলে | ১৪ ডিসেম্বর ২০২১ ২৩:৩৫492058
  • এখানে 'নব্য হিন্দুয়ানি' শব্দযুগলকে অগ্রাহ্য করবেন না। এটাই এই শতকে নতুন মোড়কে 'বৈদিক বিবাহ' রূপে হাজির হয়েছে। কোন বেদ? না যা শুনলে নারী ও শূদ্রের কানে গরম সীসা ঢেলে দেওয়ার নিদান আছে।
  • অর্জুন | 27.13.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ২৩:৩৩492057
  • আমি স্কুলে দু বছর সংস্কৃত শিখেছিলাম। কিন্তু শিক্ষিকা ছিলেন খুব boring এবং খিটখিটে । ভালো লাগেনি। 
     
    পুনে সংস্কৃত শিক্ষার একটি অন্যতম কেন্দ্র। কিন্তু তখন সময় ছিল না। মনেও হয়নি। 
     
    অনেক পরে গোলপার্কে ভর্তি হয়েছিলাম। সংস্কৃত সংস্কৃত ভাব যাতে মনে আসে, সেই জন্যে ধুতি পরে যেতাম প্রথম দিকে। শিক্ষকটি পণ্ডিত মার্কা চেহারার ছিল। একটা টিকিও ছিল। :-)  কিন্তু বেজায় অদ্ভুত। ক্লাসে জনা আটেক। তার মধ্যে তিন জন পুরুষ, বাকী মহিলা। উনি শুধু মহিলাদের দিকে তাকিয়ে বোঝাতেন।  দুজন মহিলা সংস্কৃত জানতেন। আবার বোধহয় রিফ্রেস করতে এসেছিলেন।  তাদেরই সময় দিতেন। ঠিক মত  বর্ণপরিচয় হওয়ার আগেই ধাই ধাই করে পড়া এগিয়ে নিয়ে যেতেন। 
     
    আর ছেলেদের দিকে প্রায় ফিরেও চাইতেন না। আর কিছু জিজ্ঞেস করলে মুখে এক রাশ বিরক্তি। ছেড়ে দিলাম।  
  • এলেবেলে | ১৪ ডিসেম্বর ২০২১ ২৩:৩২492056
  • অরণ্য, নিঃসন্দেহে সুন্দর ভাষা কিন্তু ভাষা রাজনীতির বিষয়টাকে অবহেলা করবেন না। হ্যালহেড-জোন্স এবং কেরি-ফস্টারের পরবর্তীকালে এই রাজনীতির জনক ম্যাক্সম্যুলার। এতে সুনীতি চট্টোপাধ্যায় এতটাই ক্ষুব্ধ হন যে লিখতে বাধ্য হন --- কুক্ষণে এদেশে বিলেত থেকে নোতুন রেআর্য্যশব্দের আমদানি হয়েছিল, মাক্স মুলারের লেখা ড়ে আর নব্য হিন্দুয়ানির দলের বিজ্ঞানের আর ইতিহাসের দ্হজমের ফলে, একটা নোতুন গোঁড়ামি এসে আমাদের ঘাড়ে চেপেছে, সেটার নাম হচ্ছেআর্য্যামি এই গোঁড়ামি আমাদের দেশে নানা স্থানে নানা মূর্তি রেছে স্বাধীন চিন্তার শত্রু এই বহুরূপী রাক্ষসকে নিপাত না র্লে ইতিহাস চর্চা বা ভাষাতত্ত্বের আলোচনা কোনটারই পথ নিরাপদ হয়না।
     
    দয়া করে মনে রাখবেন, ভদ্রলোকের নাম সুনীতিকুমার চট্টোপাধ্যায়। গুরুতে ইদানীং এঁর থেকেও বিজ্ঞ ভাষাচার্যরা উঁকিঝুঁকি মারেন!
  • aranya | 2601:84:4600:5410:5d2a:9503:35ec:***:*** | ১৪ ডিসেম্বর ২০২১ ২৩:২৫492055
  • আমরা শেষ ব্যাচ, যাদের মাধ্যমিকে সংস্কৃত ছিল। সুন্দর ভাষা, ভাল লাগত পড়তে। প্রচুর নম্বর - ও উঠত :-)
     
    এই ভাষাটা আরও রপ্ত করে কালিদাসের লেখাপত্তর সংস্কৃতে পড়ার ইচ্ছা ছিল, তা আর হয়ে ওঠে নি 
  • এলেবেলে | ১৪ ডিসেম্বর ২০২১ ২৩:২২492054
  • বুদ্ধ ভটচাজের অনেক আগে কোঠারি কমিশন মাধ্যমিক স্তরে তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক করার বিরুদ্ধে তীব্র আপত্তি জানায় এবং তা তুলে দেওয়ার সুপারিশ করে। সেটি কেন্দ্রীয় সরকারের নিযুক্ত শিক্ষা কমিশন ছিল। ফলত সারা দেশে বাধ্যতামূলক তৃতীয় ভাষাশিক্ষার বিষয়টি বাতিল হয়। জেনে ভালো লাগল, এখানে কেউ কেই কোঠারি কমিশনের থেকেও অধিক জ্ঞানসম্পন্ন!
  • এলেবেলে | ১৪ ডিসেম্বর ২০২১ ২৩:১৬492053
    • Old User | 103.76.82.29 | ১৪ ডিসেম্বর ২০২১ ২১:৩৩492047
    • এই খেউড় সংস্কৃতি ফেসবুকের ফেক নিকের কল্যাণে বর্তমানে ইন থিং। যাবতীয় রাজনৈতিক তরজা-তে এরকম মন্তব্য করা নিকদের দলবেঁধে ঝাঁপিয়ে পড়া খুব স্বাভাবিক ফেবুতে এখন। রাজনীতি করা মানুষেরা এগুলো নিজেদের মতো সামলে নিতে পারেন।
       
      কিন্তু গুরুতে এ জিনিস জাস্ট পাত্তা না দিয়েই এতদিন হ্যান্ডেল করা হয়েছে। নামহীন নিক থেকে আসা লেখা ও মন্তব্য প্রাসঙ্গিক বা গুরুত্বপূর্ণ হলে উত্তর দেওয়া বা আলোচনার অংশ করে নেওয়া হয়েছে। নইলে জাস্ট ইগনোর করা হয়েছে যেন সেটা এখানে লেখাই হয়নি বা সেটা আমাদের চোখেই পড়েনি। 
       
      এই জিনিস প্রথম পাত্তা দেওয়া শুরু করেন এলেবেলেতিনি ভেবে নেন রেসিডেন্ট গুরু করা লোকজন নিক লুকিয়ে তাঁর পিছনে লাগছে। তিনি সর্বত্র এদের উত্তর দেওয়া, পাত্তা দেওয়া, পালটা আক্রমণ করা শুরু করেন। এখনও আমার মনে হয় যত্র তত্র লোকেরা তাদের মনের ইচ্ছে মিটিয়ে নোংরামো টাইপ করে যেতে পারে, কিন্তু সেসবকে একেবারে ইগনোর করে চললে একসময় অন্তত পাবলিক বাথরুমের দেওয়ালে চক দিয়ে নিষিদ্ধতা লেখার মজা কমতে বাধ্য।
       
      হাইড বাটন যেটা দময়ন্তী বহুদিন ধরে চাইছেন সেটা এলেও বাকিরা এই বর্জ্য পাশ কাটিয়েই নিজেদের কথাবার্তা চালিয়ে যেতে পারে।
     
    মান্যবর পুরনো ব্যবহারকারী, সবিনয়ে জানাই এলেবেলে গুরুর সেফেস্ট পাঞ্চিং ব্যাগ। তাকে পরিচিত নিক ব্যবহারকারীরাই বিষয়বস্তু সম্পর্কে বিন্দুমাত্র না জেনেই এত জায়গায় এত অযাচিত আক্রমণ করেছেন যে তার জন্য 'বর্তমানে' শব্দটা খুব খেলো ও পানসে। আপনার জ্ঞাতার্থে আরও জানানো যাক, আমি ২০১৬-র বিধানসভা নির্বাচনের সময় থেকে এই সাইটে নিয়মিত আসি। কিন্তু এহেন ব্যক্তি আক্রমণ খুব একটা হত না। আমিও খুবই আড়ালে-আবডালে থাকতাম। কিন্তু ক্রমশ আক্রমণের তোড় বাড়তে থাকে এবং সেটা নিননিছারা শুরু করেননি। এটা প্রথমে বিদ্যাসাগর নিয়ে লেখাটি প্রকাশিত হওয়ার পর থেকে বাড়তে শুরু করে এবং একটি টইতে ভোট প্রেডিকশন করার পরে তা মারাত্মক আকার নেয়। এরা কেউ বুঝতে বা মানতে চাননি যে প্রেডিকশন মানে একটা সম্ভাব্য ফলাফল, চূড়ান্ত কিছু নয় এবং সেটা সর্বদা মেলে না। 
     
    ইদানীং নিননিছাদের মোটামুটি এড়িয়ে চলি। কিন্তু পরিচিত নিকওয়ালাদের রেয়াত করার কোনও চান্স নেই। কিন্তু এই প্রসেসটায় সব ব্যাটাকে ছেড়ে বেঁড়ে ব্যাটাকে ধরার কারণ কী? নিননিছারাও ভিনগ্রহের প্রাণী নন। তাঁরা গুরুরই বাসিন্দা, কেউ পুরনো। কেউ বা নতুন। কাজেই কাউকে অকারণে অভিযুক্ত করার আগে সবদিক খতিয়ে দেখা ভালো। আর এটা কোনও নতুন সিম্পটমও নয়। এমন অনেক টইয়ের নামোল্লেখ করতে পারি, যেখানে এই জিনিস কোনও নিননিছাও করেননি, এলেবেলেও করেনি।
  • np | 64.113.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ২৩:১৩492052
  • এই জিনিস প্রথম পাত্তা দেওয়া শুরু করেন এলেবেলে।
    এলেবেলে অনেক কিছুতেই প্রথম। নিজের পোস্টকে নিজেই বুদ্ধিদীপ্ত বলে লাফানোর রেকর্ড আগে কারো ছিল না।
  • অর্জুন | 27.13.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ২৩:০০492051
    • দীপ | 2402:3a80:a49:a3a3:50cd:5167:369e:cfed | ১৪ ডিসেম্বর ২০২১ ০১:৩৪491999
    • রবীন্দ্রনাথ, বিধুশেখর শাস্ত্রী, ক্ষিতিমোহন সেন বিশ্বভারতীতে সংস্কৃত ভাষা, ভারতীয় দর্শনের ওপর ক্লাস নিয়েছেন! মুজতবা আলী এই বিদ্যাচর্চার মাধ্যমে সমৃদ্ধ হয়েছেন ও বাংলা গদ্যসাহিত্যকে সমৃদ্ধ করেছেন! 
      ভবতোষ দত্ত কমিশন ও অশোক মিত্র কমিশন সংস্কৃত ভাষাকে তৃতীয় বা ঐচ্ছিক ভাষা রূপে মাধ্যমিক স্তরে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন। তাঁরা জানতেন ভালোভাবে বাংলা জানার জন্য সংস্কৃত ভাষার ওপর কিছুটা অধিকার প্রয়োজন! যদিও এই সুপারিশ মানা হয়নি।
       
      বিমলকৃষ্ণ মতিলাল সংস্কৃত ভাষা ও ভারতীয় দর্শন নিয়ে অক্সফোর্ডে অধ্যাপনা করেছেন।
       
      পাঁঠা সবজায়গায় বিজেপি খুঁজে পায়! 
      সবার পেটে ঘি সহ্য হয়না! সংস্কৃত ভাষা সবার জন্য নয়!
     
    সংস্কৃত ভাষা প্রসারের ক্ষেত্রে আরেকজনের নাম খুব উল্লেখযোগ্য। ডঃ রমা চৌধুরী। প্রখ্যাত শিক্ষাবিদ। সংস্কৃত নাটক মঞ্চস্থ হত ওঁর পরিচালনায়। উনি Brabourne College এ বোধহয় ৩৫ বছর অধ্যক্ষা ছিলেন। এটা রেকর্ড। কিন্তু উনি লেখালেখি করেছেন খুব কম। 
     
    আরেকজনের নামও করতে হয় গৌরীনাথ শাস্ত্রী। উনিও স্কুলে সংস্কৃত compulsory করার অনেক চেষ্টা করেছেন। 
     
    নাম অনেকের করা যায়। বিশ্বভারতীর জন্যে ক্ষিতিমোহন সেনের নাম বেশী শোনা যায়। প্রখ্যাত সংস্কৃতজ্ঞ ছিলেন পণ্ডিত গোপীনাথ কবিরাজ। রাধাগোবিন্দ নাথ (ইনি আমাদের দেশের লোক)। এঁদের অনেক বই আমাদের পারিবারিক সংগ্রহে আছে। 
     
    অমর্ত্য সেন সুদীর্ঘকাল সংস্কৃত চর্চা করেছেন। ওঁর অন্যতম প্রিয় বিষয়। 
     
     বুদ্ধদেব ভট্টাচার্যের অনেক বিখ্যাত উক্তির একটি হল 'সংস্কৃত শিখে কি হবে? পুরুত হবে? ' 
     
    কৃপাপাত্র অতিদীন।  
  • অর্জুন | 27.13.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ২২:৪৪492050
  • গৌরী ধর্মপাল ছিলেন সংস্কৃতের বিখ্যাত অধ্যাপিকা। ব্রেবোর্ণে সুদীর্ঘকাল  অধ্যাপনা করেছেন। উনি নারীর পৌরোহিত্যের অধিকার বিষয়ে আন্দোলন করেছিলেন। সম্ভবত আইনী লড়াইও  লড়েছিলেন। এ নিয়ে প্রচুর আপত্তি ও  প্রতিকূলতা সহ্য করতে হয়েছিল ওঁকে । বাংলায় নারী পৌরহিত্যের সূচনার উনি এক পুরোধা ব্যক্তিত্ব। 
     
     উনি বিবাহের বেশ কিছু পিতৃতান্ত্রিক নিয়ম বদলেছিলেন। কন্যাদান। সিঁদুর দান ইত্যাদি। ডিটেল জানিনা যদিও। বেদের ওপরেও উনি গবেষণা মূলক বেশ কিছু লেখা লিখেছেন। 
    ওঁকে বেদজ্ঞা বলা হত। এছাড়া ওঁর আরেকটি  পরিচয় শিশু সাহিত্যে। 'সন্দেশ' এ প্রচুর লেখা লিখেছেন উনি। ওঁর গল্পের সঙ্গে সত্যজিত রায়ের ছবিও প্রকাশিত হত। 'মালশ্রীর পঞ্চতন্ত্র' অতি জনপ্রিয় একটি বই। আমার অসম্ভব প্রিয়।  
     
    আমি ওঁর দুটো বই পড়েছি। 'বেদ ও রবীন্দ্রনাথ' এবং 'বেদ- আবহমান'। দারুণ 
     
    ওঁর সুযোগ্যা কন্যা ডঃ রোহিণী ধর্মপাল মায়ের মৃত্যুর পরে এই কাজ continue করে যাচ্ছেন। রোহিণী দি'কেও এ বিষয়ে প্রতিকূলতা সহ্য করতে হয়েছে। রোহিণীদি আরেকটি উল্লেখযোগ্য কাজ করছেন। মায়ের সব লেখা সম্পাদনা করে প্রকাশ করছেন। 'লাল মাটি' থেকে। ভূমিকা গুলো খুব সুখপাঠ্য। 
     
    আমি আর @সে-দি প্রায় সাত আট মাস একটা ইউ টিউব চ্যানেল পরিচালনা ও সঞ্চালনা করতাম। ইতিহাস, সামাজিক নানা বিষয় ও স্বাস্থ্য বিষয়ে অনেক গুলো প্রগ্র্যাম করেছিলাম। স্বাস্থ্য বিষয়ক প্রগ্র্যাম গুলোয় @অরিন দা অনেকবার বলেছেন। কিন্তু এটা করতে দুজনের ভয়ংকর পরিশ্রম  হচ্ছিল এবং পরেরদিকে কাজের ব্যস্ততায় সময় বের করা মুশকিলের হয়ে দাঁড়াল। তাই আপাতত এখন বন্ধ। চ্যানেলের নাম Wave Collage। রঞ্জন দাকে নারী দিবসে (৮ মার্চ) ইন্টার্ভিউ করেছিলাম। 
     
    রোহিণী দি'রকেও কিছু পরে । @সে- দি যে লিঙ্ক দিয়েছে ওতে শুনবেন। পৌরোহিত্য, সনাতন ধর্ম, হিন্দু রীতি নীতি, প্রাচীন ভারতে নারীর অবস্থান এবং মনুবাদ ইত্যাদি বিষয়ে খুব প্রাঞ্জল বক্তব্য রেখেছিলেন রোহিণী দি।  
     
    রোহিনীদির আরেকটি  ইন্টারেস্টিং বিষয় হল বাংলার অপরাধ জগত। ওটা সম্ভবত ওঁর পি এইচ ডি থিসিস। বইও বেরিয়েছে এ বিষয়ে। 
     
     
     
     
  • Abhyu | 47.39.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ২২:২৮492049
  • আচ্ছা
  • অর্জুন | 27.13.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ২২:১১492048
  • @Abhyu @জয় 
     
    Lung infection হয়েছে। রক্ত দিতে হয়েছে। এমনি স্থিতিশীল। 
  • Old User | 103.76.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ২১:৩৩492047
  • এই খেউড় সংস্কৃতি ফেসবুকের ফেক নিকের কল্যাণে বর্তমানে ইন থিং। যাবতীয় রাজনৈতিক তরজা-তে এরকম মন্তব্য করা নিকদের দলবেঁধে ঝাঁপিয়ে পড়া খুব স্বাভাবিক ফেবুতে এখন। রাজনীতি করা মানুষেরা এগুলো নিজেদের মতো সামলে নিতে পারেন।
     
    কিন্তু গুরুতে এ জিনিস জাস্ট পাত্তা না দিয়েই এতদিন হ্যান্ডেল করা হয়েছে। নামহীন নিক থেকে আসা লেখা ও মন্তব্য প্রাসঙ্গিক বা গুরুত্বপূর্ণ হলে উত্তর দেওয়া বা আলোচনার অংশ করে নেওয়া হয়েছে। নইলে জাস্ট ইগনোর করা হয়েছে যেন সেটা এখানে লেখাই হয়নি বা সেটা আমাদের চোখেই পড়েনি। 
     
    এই জিনিস প্রথম পাত্তা দেওয়া শুরু করেন এলেবেলে। তিনি ভেবে নেন রেসিডেন্ট গুরু করা লোকজন নিক লুকিয়ে তাঁর পিছনে লাগছে। তিনি সর্বত্র এদের উত্তর দেওয়া, পাত্তা দেওয়া, পালটা আক্রমণ করা শুরু করেন। এখনও আমার মনে হয় যত্র তত্র লোকেরা তাদের মনের ইচ্ছে মিটিয়ে নোংরামো টাইপ করে যেতে পারে, কিন্তু সেসবকে একেবারে ইগনোর করে চললে একসময় অন্তত পাবলিক বাথরুমের দেওয়ালে চক দিয়ে নিষিদ্ধতা লেখার মজা কমতে বাধ্য।
     
    হাইড বাটন যেটা দময়ন্তী বহুদিন ধরে চাইছেন সেটা এলেও বাকিরা এই বর্জ্য পাশ কাটিয়েই নিজেদের কথাবার্তা চালিয়ে যেতে পারে।
     
  • Abhyu | 47.39.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ২০:১৯492046
  • জয়দা, উনি আমার খুব প্রিয় গায়িকা, ডঃ চিত্রলেখা চৌধুরী।
  • Abhyu | 47.39.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ২০:১৬492045
  • পাই, না তো আমি জানতাম না। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

    অমল ধবল পালে? :)
  • dc | 122.164.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ২০:০৫492044
  • একটা অসাধারন শর্ট ফিল্ম দেখলাম, বেসিকালি একটা রেন্ডারিং। কিন্তু খুব সম্ভাবনাময় 
     
  • | 2406:7400:63:b118::***:*** | ১৪ ডিসেম্বর ২০২১ ১৯:৩০492043
  • ওহে সিপিএম শুওরের বাচ্চা , তোদের তোদের প্রত্যেক টার পেছনে ক্যাত ক্যাত করে পাবলিক লাথি মারে তাও তোর লজ্জা হয় না ? ত্রিপুরাতে তো কয়দিন আগে গাদন খেলি আর ন্যাংটো হয়ে দৌড়ে পালালি |
  • জয় | 82.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ১৯:০৯492042
  • আমার একটা অভজার্ভেশন আছে, অবশ্যই অ্যানেকডোটাল এবং সেই সূত্রে যথেষ্টই ডিবেটবলঃ দেশের এবং কলকাতার আইটিইউ একটু ভেন্টিলেটর-হ্যাপী। অধিকাংশ ডিসিশন একটু তাড়াহুড়ো করে নেওয়া(?!)/ অবশ্যই বহু বছরের অভিজ্ঞ এবং বহু ক্ষেত্রই অসম্ভব স্কিলফুল আরএমওরা ডিসিশন নেন। কিছুটা সন্দেহ বেশী রোজগারের জন্যও কি (কি কুটিল চিন্তা!) অভিজ্ঞরা ভালো বলতে পারবেন। আমার অভিজ্ঞতা প্রথম দফা কোভিড ওয়েভের সময় বহু ভেন্টিলেশন আননেসেসরি করা হয়েছিল- ইন্টেন্সিভিস্টরা পরে বুঝেছেন।
     
    চিত্রলেখাদি নিশ্চই খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবেন। উনাকে চিনি না- শুভ কামনা রইল।
     
    ওপরের কমেন্টটা ওনার স্বাস্হ্য আর তার দেখভালের প্রতি কমেন্ট নয়। আমার দৃঢ ধারনা উনি খুব দক্ষ চিকিৎসক এবং টিমের হাতে আছেন,অচিরেই আবার সুস্হ হয়ে উঠবেন।
  • bodhisattvagc dasgupta | ১৪ ডিসেম্বর ২০২১ ১৮:৪১492041
  • শুধুমাত্র সিপিএম সমর্থক হবার কারণে বিংশ শতকের আর এই শতকের বড় বড় নামের বাবা জুটলো এই বয়সে। নামহীন এঁড়েটি আমাদের প্রতি অনুরক্ত। :---))))))))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত