এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ray | 148.72.***.*** | ১৪ নভেম্বর ২০২১ ০০:৩৭490230
  • ৬৫-তে সত্যজিতের সুপারিশেই তাঁর পুণের ফিল্ম ইনস্টিটিউটে কাজ হয়। শোনা যেত, সারা কলকাতা ঘুরে ঋত্বিক লেক রোডে সত্যজিতের বাড়ি দেখিয়ে দিতেন ট্যাক্সিওয়ালাকে। আর বাইরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতেন। ড্রাইভারকে কেবল জিজ্ঞেস করতেন, ‘‘কত?’’

    সত্যজিৎ মিটিয়ে দিতেন বিল!


    https://www.anandabazar.com/patrika/roy-vs-ghatak-their-relationship-1.408020

  • lcm | ১৪ নভেম্বর ২০২১ ০০:৩১490229
  • রে-ঘটক বিতর্ক - এটা একটু প্রাসঙ্গিক -  এ বছর সত্যজিতের জন্মের ১০০ বছর উপলক্ষ্যে ফ্রন্টলাইন ম্যাগাজিন একটা বিশেষ সংখ্যা বের করেছে, সেখানে আদুর গোপালকৃষ্ণন লিখেছেন -
  • ধুর মশাই | 148.72.***.*** | ১৪ নভেম্বর ২০২১ ০০:২৫490228
  • রিত্তিকের পকোটে পয়সা ছিল যে উত্তমকুমারকে হিরো করবে? মদ খেয়েই পয়সা সেশ।
     
    সৌমিত্র কোমল গান্ধার করতে চাননি জানেন তো? কারন রিত্তিক "পারিশ্রমিকটা এমনই হাস্যকরভাবে কম বলেছিলেন সেটা মর্যাদাহানিকর মনে হয়েছিল।" (দশটাকার জায়গায় তিন পয়সা)
     
    ১৩ঃ৪০ থেকে দেখুন।
  • এলেবেলে | ১৪ নভেম্বর ২০২১ ০০:১২490227
  • হে হে, দাদার বড্ড লেগেছে! তো এই মহান ফিল্মার্ণবের জন্য এটা থাকুক। --- আমার নায়করা উত্তমকুমারের মতো ডেবনয়র ম্যাটিনি আইডল রোম্যান্টিক হিরো হয় না। তারা খেটে খায়। জীবন সংগ্রাম করে। তাদের কাহিনী বাস্তব। কাল্পনিক নয়। তাই সেই সব ঘাম আর অশ্রুতে ভেজা চরিত্রে উত্তমকুমার বেমানান।
    আমার ছবিতে অমন ‘বোভাইন লুকের’ অভিনেতাকে নায়ক ঠিক মানাবে না বলেই নিইনি এতদিন। জীবন সংগ্রামের তাপে পোড় খাওয়া চরিত্রে চাই তীব্র জ্বলন্ত দৃষ্টি। গরুর মতো চোখ নিয়ে সেই সব চরিত্রের রূপ দেওয়া সম্ভব নয়। কঠোর কঠিন বাস্তবের প্রতিদ্বন্দ্বী একজন চরিত্রে লালু গালু মাখনের মতো নরম হিরো দিয়ে হবে না বলেই উত্তমকুমারকে কোনোদিন আমার ছবিতে হিরো করিনি।
    [১৯৭৪ সালের মে মাসে গৃহীত এক সাক্ষাৎকার থেকে]
     
    ঋত্বিক ঘটক সিনেমা সম্পর্কে বো-কা ছিলেন!!!
  • আঁতেল সম্পর্কে সত্যজিৎ রায় | 154.16.***.*** | ১৩ নভেম্বর ২০২১ ২৩:৪৯490226
  • "কিন্তু যখন আমি স্টার নিয়ে কাজ করছি, সেটাই হয়ে গেল কমপ্রমাইজ। সত্যজিৎ বাবু পথে এসেছেন, এবার উত্তমকুমারকে নিয়ে ছবি করছেন। সাধারনত এধরনের ধারনাটা প্রচারিত হয় একদল লোকের মধ্যে দিয়ে যারা নিজেদেরকে খুব হাই ব্রো, ইন্টেলেকচুয়াল, বিদগ্ধ, উন্নাসিক বলে মনে করেন। কিন্তু আমি তাদের ভাবি বো-কা।"
     
    (৪ঃ৩০ থেকে দেকুন)
     
    হালতু পার্টি আর ইতিহাসার্নবের জন্যি দিলেম।
  • এলেবেলে | ১৩ নভেম্বর ২০২১ ২৩:৩৪490225
    • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.37.164 | ০৯ নভেম্বর ২০২১ ১৫:১৫490020
    • আমি পাওয়ার পয়েন্ট দিয়া ইতিহাস পড়তে জানি না। আর আপনি তো আবার এই বিষয়ে হয়তো এখানে ছাড়া কোথাও রেফারেন্স দিয়ে দিলেও পড়াশুনো করবেন কিনা জানিনা, আনন্দমেলা বা পরবাসে এগুলি বেরোনোর চান্স ও কম , এমনকি কষ্ট করে আমার আর কেসির মধ্যে আলোচনা এই বিষয়ে যা হয়েছে তা মনেও করতে পারবেন না :-)))))))  তাই আদা খ্যাঁচড়া বক্তব্য দিয়া কি লাভ জানাও নাই। শুধু শুধু লোকে উত্তেজনার চোটে ভারবাল ডায়রিয়া ইত্যাদি বলে গাল দেবে ঃ-))))তো দিলে দেবে, তাতে বাল :-)))))
     
    মান্যবর ছিদ্রান্বেষী, এই হচ্ছে 'স্বকপোলকল্পিত কেচ্ছাকাহিনির' হাতে গরম নমুনা। আরে বাওয়া, ধনেপাতা দিয়ে তিমিকে আর কদ্দিন ঢাকবেন? বিস্তর ছ্যাঁদা বেরিয়ে যাচ্ছে তো! আপনার চারটে ফুটো দিয়েও সেসবের ঠাহর পাচ্ছেন না বুঝি?
  • | ১৩ নভেম্বর ২০২১ ২৩:০৫490224
  • উহ heartbroken heartheart
  • Guruchandali | ১৩ নভেম্বর ২০২১ ২২:৪৮490223
  • দেওয়া হলো।
  • | ১৩ নভেম্বর ২০২১ ২২:১৮490222
  • আচ্ছা এই ছেঁড়াকাঁথা শব্দবন্ধ আমার পছন্দ হইছে। ল্যাদোশ এটাকে 'ধারাবাহিক'এর আন্ডারে ট্যাগ হিসেবে জুড়ে দাও ন। এখন স্মৃতিকথা আছে ধারাবাহিকের আন্ডারে। তো সেই হিসেবেই  ছেঁড়াকাঁথা বেশ অ্যাপ্ট হয় জুড়ে দিলে।  
    দাও না  পিলিজ। 
  • | ১৩ নভেম্বর ২০২১ ২২:১৮490221
  • আচ্ছা এই ছেঁড়াকাঁথা শব্দবন্ধ আমার পছন্দ হইছে। ল্যাদোশ এটাকে 'ধারাবাহিক'এর আন্ডারে ট্যাগ হিসেবে জুড়ে দাও ন। এখন স্মৃতিকথা আছে ধারাবাহিকের আন্ডারে। তো সেই হিসেবেই  ছেঁড়াকাঁথা বেশ অ্যাপ্ট হয় জুড়ে দিলে।  
    দাও না  পিলিজ। 
  • π | ১৩ নভেম্বর ২০২১ ১৬:৩৬490220
  • কিছুই বুঝলাম না। মানে প্যারাগুলো নয়, এগুলো বোঝায় কী সমস্যা, সেটা।
  • :-) | 43.25.***.*** | ১৩ নভেম্বর ২০২১ ১৬:১৫490219
  • What Is Reading Comprehension Disorder?

    Reading comprehension disorder is a reading disability in which a person has trouble understanding the meaning of words and passages of writing. Sometimes, a reading comprehension disorder is diagnosed by specialists as specific reading comprehension deficit (S-RCD).

    Some students with reading comprehension disorder have trouble learning to read and pronouncing words, but grasping meaning from text is their main challenge.1 However, many students with this learning difference are fluent readers who just have trouble understanding what they are reading. If your child is able to read a passage out loud but can't tell you much about it afterward, they might have specific reading comprehension deficit.

     

    Signs

    Reading comprehension disorder is common. About 10% of school-aged kids have specific reading comprehension deficit. For many kids with S-RCD, their reading challenges are first identified around 7 or 8 years old,1 though they can surface later when kids are expected to analyze more complex texts. Your child could have reading comprehension disorder if they show any of the following signs:2

     
    • Challenges with basic reading skills such as word recognition
    • Difficulty understanding the important ideas in reading passages
    • Frequent frustration with reading tasks
    • Little trouble reading aloud but might read with little variance in tone
    • Problems remembering significant details of what they've read

    Students who have trouble understanding what they are reading may struggle for a good part of the school day. Any class that relies on reading, understanding, and explaining written material (such as language arts, science, and history) can pose special challenges for those with reading comprehension problems.

    Identifying Reading Comprehension Issues

    If you believe your child has reading comprehension disorder, you'll want to have them evaluated by an expert. You can start by contacting your child's school principal or guidance counselor for information on how to request an assessment. Parents are legally entitled to have their child assessed for a learning disability that may require special education services.3

    Learning disability diagnostic reading tests can be used to determine what specific types of problems are affecting your child's reading skills. Through observations, analyzing your child's work, cognitive tests, and possibly a language evaluation, a specialist like a school psychologist or a neuropsychologist can assess whether your child has reading comprehension disorder.4

    It is also possible for teenagers and adults to have a reading comprehension learning disability that was not diagnosed in childhood. Older students should ask their school's advising office for resources for a learning disability assessment. For adults, the Learning Disabilities Association of America (LDA) recommends contacting a psychologist, community mental health center, or an LDA chapter to find a professional who can perform an assessment.5

    Causes and Risk Factors

    There are a number of potential factors that can contribute to a reading comprehension problem. There are also certain disorders that put a person at higher risk for this specific type of reading disability.

     
    • Attention-deficit/hyperactivity disorder (ADHD): People with ADHD may also struggle with reading comprehension, which is likely related to challenges with working memory.6
    • Autism: Some children with autism have hyperlexia: They are early readers, able to decode words without difficulty, but have low reading comprehension.
    • Brain differences: Students with specific reading comprehension deficit tend to have less gray matter in the areas of the brain that control language processing and executive functioning, both skills that relate to reading.7
    • Dyslexia: Kids with this learning disability mainly have trouble decoding, or connecting printed text to a spoken word. While some people with dyslexia have no problem with comprehension, others have trouble fully understanding a writing passage because of their slow or disjointed reading pace.
    • Poor early vocabulary skills: Kids who can read competently but have trouble grasping the gist of a writing passage are sometimes lagging behind peers on basic vocabulary skills.1
     

    Kids can have reading comprehension difficulties that relate to challenges they face with other diagnoses such as dyslexia, ADHD, or autism.

    Coping and Support

    Like other learning differences, reading comprehension problems are often a hidden disability. Parents, teachers, and peers may be unaware that someone is struggling with this issue, especially when their reading proficiency seems fine otherwise.

     

    This often means that people with reading comprehension disorder must work harder to get their work done, which can be overwhelming. Children with learning disabilities also often know they are behind their peers in certain academic areas, which can affect their self-esteem and motivation.

     

    That's why reaching out to teachers and specialists when kids have trouble understanding what they are reading is key. If your child is found to have a learning disability like specific reading comprehension deficit (S-RCD), your child's teachers can work with you and local specialists to come up with strategies to get your child the help they need to succeed in school. These strategies should be a part of your child's individualized education plan (IEP).

     

    Some strategies to help a child with reading comprehension disorder include:

     
    • Graphic organizing of written passages
    • One-on-one reading instruction
    • Oral language training (Children who received such training, which includes lessons in vocabulary, figurative language, and listening skills, had an overall improvement in their ability to comprehend written language.)8
    • Pre-reading tasks and exercises
     
     

    A Word From Verywell

    Kids and adults who have reading comprehension disorder are no less smart than their peers. People with comprehension challenges have general learning ability that is as high as, or higher than, those without learning disabilities. They simply have a deficit in this single area.2

     

    By getting help to improve their grasp on what they read, children can become more confident and capable in school and beyond. Reading comprehension skills can influence a student's performance in the classroom and later in the workplace. Offering early interventions and providing support can help those who struggle with comprehension problems succeed—and get more enjoyment out of what they read.

  • কৌশিক ঘোষ | ১৩ নভেম্বর ২০২১ ১৪:৩৪490218
  • যে নার্ভটা লেখালিখি কন্ট্রোল করে, তাতে ব‍্যাপক গোলমাল না থাকলে, এ জাতীয় লেখা সম্ভব না।
  • কৌশিক ঘোষ | ১৩ নভেম্বর ২০২১ ১৪:৩০490217
  • এবং স‍্যাম্পল নং ২ :
     
    কিন্তু কান্দিলেও অন্তরে সে ঐ সাধকপ্রায় আস্ফালনে তৈয়ার; আপনার অঙ্গুলিশীর্ষ বারম্বার নজরে এক বিষমত্ব জানিয়া সে খ্যাপাটে, এতদিন তাহার যে সীমা গ্রাম্য ছিল, সম্প্রতি তাহা ভৌতিক হইয়াছে; এই শহর তাহাকে, নিজেকেই, তাহার স্বীয় গায়ের উপর ঢালিয়া দিয়াছে; এই শহরের উপর সে খঙ্গহস্ত, সে ব্রাহ্মণশ্রেণীর ন্যায় মোহিলিকে অভিশাপ দিয়াছে কারণ মোহিলি বলিয়াছে, ইহা মহিমান্বিত শহর, বহু জ্ঞানী এখানে, এখানে শিব বাস করেন, পঞ্চায়েত বিল্বপত্র হস্তে বিচার করে, এখানে বিস্কুটের কারখানা নাই।
  • কৌশিক ঘোষ | ১৩ নভেম্বর ২০২১ ১৪:২৯490216
  • এই যে স‍্যাম্পল নং ১ :
     
    যে যাহা এই যে, গরুর গাড়ী রিখিয়া হইতে বেশ আসিয়া উত্তরিল বিলাসীর চৌরাহাতে–যে স্থলে পুবে দুমকার রাস্তা, পশ্চিমে জসিডি বরাবর; যেখানে তাহারা সকলেই–যখন, হর হর মহাদেব, জয় বাবা বৈদ্যনাথ ধ্বনি দিতে যাইবে, তৎসহ গললগ্নীকৃতবাস মনিবপত্নী সন্নিহিত বেলবৃক্ষের পত্রোদগম শোভা দর্শনে ‘আহা বলিবেন, যথার্থ লকারী ধ্বনি সেইখানেতেই; অতর্কিতে কূৰ্ম্মপৃষ্ঠ জমির শীর্ষভাগে, দেখা গেল কে একজনা ভূমি ছাড়িয়া অনেকটা লাফ বারম্বার দিয়া উঠে; লম্ফকারী সেইজন আপন বক্ষঃদেশে ঘন ঘন চাপড় মারিতে একটি হস্ত দ্বারা আঘাতিছে, এবং সে বেদনায় চীৎকার পাড়ে, কান্না যেমন, কিন্তু চোখে জল নাই; আর ‘ওহহ সুঁই’ কম্পিত কণ্ঠে বলিয়া উঠে।
  • কৌশিক ঘোষ | ১৩ নভেম্বর ২০২১ ১৪:২৫490215
  • সুঘরাই হারাইয়া যায়-তে একেকটা বাক্য একেকটা প‍্যারাগ্রাফ। এত্তোওও লম্বা। নিজেই নিজের পিঠ চাপড়াবো বলে জেদ ধরে (হুঁ হুঁ বাবাওয়া, আমি কমলকুমার পড়ি, এই জাতীয় চাপড়ানি) পড়ার চেষ্টা করে... উফফ্, শেষে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা।
  • কৌশিক ঘোষ | ১৩ নভেম্বর ২০২১ ১৪:২৪490214
  • আর কমলকুমার মজুমদার কি পড়ার জন্য নাকি ? একবার পড়লে যে কটা বাক‍্য মনে রয়ে যাবে, ঐ কটা বাকি জীবনে ছেলেমেয়েকে রচনা লিখে দিতে, প্রেমিকাকে চিঠি লিখতে কাজে লাগে, ব‍্যস এইটুকুই। বোদ্ধা বলে পরিচয় দিতেও লাগে।
    বিয়ের পরে বৌ রেগে বাপের বাড়ি গেলেও "মায়া কোথাও রহিয়া গেলো" লাইনটা চিঠিতে (পরবর্তীতে sms এবং হোএ্যাপে) বেশ কাজে লাগে দেখেছি।
     
  • কৌশিক ঘোষ | ১৩ নভেম্বর ২০২১ ১৩:৪৭490213
  • আমাদের ছোটবেলার পিনাটস্। হয়তো অন‍্যরাও দীর্ঘশ্বাস চাপতে চাপতে দেখবেন।
  • দর্শক | 172.105.***.*** | ১৩ নভেম্বর ২০২১ ১১:৪৯490212
  • পাকিস্তানি-কানাডিয়ান ফোটোগ্রাফার সাঈদা শাহিন্নুরের সেলফ পোর্ট্রেট কালেকশন, এখানে
  • kc | 182.79.***.*** | ১৩ নভেম্বর ২০২১ ১১:৩৩490211
  • মানে ওই " সুঘরাই ... "অংশটা শুধু?
     
    ন্যাড়াদা, বইয়ের নাম তো 'এথিক্স অফ করোনা ভাইরাস'ই লিখেছেন, লেখকের নামও দেননি।
    প্রবন্ধটা বেশ ভালো লেগেছে।
  • Clarification | 182.76.***.*** | ১৩ নভেম্বর ২০২১ ১১:১০490210
  • না না, অন্তর্জলী না, পিঞ্জরে বসিয়া শুক, প্লিজ। জাস্ট প্রথম ২০ পাতা হলেই হবে, পুরোটাও দরকার নেই।  পুরোটা হলে তো খুবই ভাল। এখন পড়ে তবেই প্রতিক্রিয়া দিতে বলছি, আগের পড়ার ফীডব্যাক নয়।
     
    • dc | 122.183.148.91 | ১৩ নভেম্বর ২০২১ ০৮:৫৬490206
    • হ্যাঁ সেই অন্তর্জলি যাত্রা। সিনেমাটা দেখে গল্পটা পড়েছিলাম। 
    • dc | 122.183.148.91 | ১৩ নভেম্বর ২০২১ ০৮:৩৬490201
    • কমল কুমার মজুমদারের বোধায় একটিই বই পড়েছিলাম, অন্তর্জলি যাত্রা। সেও বহুকাল আগে। পাঠপ্রতিক্রিয়া দিতে গেলে সেটা আবার পড়তে হবে। 
  • r2h | 2405:201:8005:9947:f804:6351:5b79:***:*** | ১৩ নভেম্বর ২০২১ ১০:০৮490209
  • হ্যাঁ, লেখার নিচে জানিয়ে দিলেই তো ভালো। লেখক সচেতন অথবা সতর্ক হতে পারবেন।
     
    • &/ | 151.141.85.8 | ১৩ নভেম্বর ২০২১ ০২:৫৬490163
    • ...
       - তার টইয়ের কমেন্টে ওরিজিনাল লেখার লিংক এসেছে।
      এরকম আরও কয়েক ব্যক্তি আছেন... তাদের লেখাতেও মন্তব্যকারীরা ওরিজিনাল লেখার লিংক দিয়ে দিলে ভালো হয়।
      ...
  • সম্বিৎ | ১৩ নভেম্বর ২০২১ ০৯:৫১490208
  • এথিক্স অফ কোরোনাভাইরাসের লেখক কে? নামটা "এথিক্স ইন টাইম অফ কোরোনাভাইরাস" নয় তো?
  • bodhisattvagc dasgupta | ১৩ নভেম্বর ২০২১ ০৯:১৫490207
  • আর উপন্যাস যদি গোটাটাই ইউরোপীয় বস্তু হয় তাইলে সারা পৃথিবীতে এত উপন্যাস কেন‌লেখা হল , আর অথরেটেরিয়ানিজমের বিরুদ্ধে উপন্যাসকে অল্প ক'দিন আগে অব্দি অস্ত্র হিসেবে ধরা হলেও এখন না ধরাটাই ফ্যাসোন হল‌ কেন ? ইত্যাদি। 
  • dc | 122.183.***.*** | ১৩ নভেম্বর ২০২১ ০৮:৫৬490206
  • হ্যাঁ সেই অন্তর্জলি যাত্রা। সিনেমাটা দেখে গল্পটা পড়েছিলাম। 
  • bodhisattvagc dasgupta | ১৩ নভেম্বর ২০২১ ০৮:৫১490205
  • এত দস্তয়েভস্কি নিয়ে লেখা বেরোচ্ছে , ২০০ বছর বোধহয়, একটা লেখা বাংলা য় পেলাম না যাতে কতগুলো জিনিস আড্রেসড হল ঃ 
    ১. জিওর্জে লুকাচ এর উপন্যাসের থিয়োরিতে ছিল টা কি? সেটা তে কি এমন প্রগতি দুর্গতি ভাগাভাগি ছিল যেটা  রিয়ালিজম ওয়ালা আর মডার্নিজম ওয়ালা দের দুটো আলাদা পথে পরিচালনা করলো
    ২. মিখাইল বাখতিন এর কাজগুলো তে প্রধাণত আছে টা কি? একজন মোটামুটি অবস্কিওর ফিলোলোজিস্ট হঠাৎ পোস্ট মডার্নিস্ট দের মহাগুরু হিসেবে প্রতিপন্ন হতে শুরু করলেন‌ কেন? সরাসরি রাজনৈতিক উপন্যাসে র তত্ত্বায়ন কিভাবে করব।
    ৩. সাধারণ ভাবে আদোর্নো, রেমন্ড উইলিয়ামস, বার্থেজ, স্টুয়ার্ট হল , ফ্রেডেরিক জেমেসন দের কালচার সংক্রান্ত যে থিয়োরি তার থীম্যাটিক ম্যাপ যদি করি, সেখানে বাখতিন ও তাঁর তাত্বিক‌প্রস্তাব কোথায় ,  তাতে উপন্যাসকে সময়ের চিহ্ন হিসেবে আদৌ দেখব না চিরায়ত মানব ভাবনা ইত্যাদি র মধ্যেই থাকব নাকি মধ্যস্থতা সম্ভব।  
    অপেক্ষা য় থেকে তো‌লাভ নেই।
     
    ইত্যাদি
  • &/ | 151.14.***.*** | ১৩ নভেম্বর ২০২১ ০৮:৫০490204
  • অন্তর্জলি যাত্রা থেকে তো সিনেমা হয়ে গেছে। সেই যে একটা চার বাঁশের খুঁটির উপরে কাপড় লাগিয়ে তাঁবুর মতন করে দিয়েছিল অন্তর্জলি-বুড়ো আর তার সদ্যবিবাহিতা স্ত্রীর জন্য?
  • &/ | 151.14.***.*** | ১৩ নভেম্বর ২০২১ ০৮:৪৭490203
  • উনি হরি শেলডন।
  • dc | 122.183.***.*** | ১৩ নভেম্বর ২০২১ ০৮:৩৯490202
  • আর ২০০০৮ সাল মানে ফার্স্ট গ্যালাকটিক এম্পায়ারের সবে পতন হয়েছে। হ্যারি সেলডন সাইকোহিস্টরির গোড়াপত্তন করবেন, দু জায়গায় ফাউন্ডেশান বানাবেন। এসব ইতিহাস এনসাইক্লোপিডিয়াতে লেখা আছে।  
  • dc | 122.183.***.*** | ১৩ নভেম্বর ২০২১ ০৮:৩৬490201
  • কমল কুমার মজুমদারের বোধায় একটিই বই পড়েছিলাম, অন্তর্জলি যাত্রা। সেও বহুকাল আগে। পাঠপ্রতিক্রিয়া দিতে গেলে সেটা আবার পড়তে হবে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত