"ঠহ্যাঁ, এটা অত্যন্ত বড় ভুল হয়ে গেছে। এবং আপনি ছাড়া চট করে এই বাজে ভুলটার দিকে আমার নজর পড়ত না। একটা ভুল অসংখ্য ঠিককে খেলো করে দিতে পারে। এবং দিচ্ছেও! যেমন আপনি কিছুতেই শিশুশিক্ষার কপিরাইট হজম করার প্রসঙ্গটা আনছেন না"!!---- আমার ১১ কিস্তি বিদ্যেসাগরের লোকে তিতিবিরক্ত হয়ে আছে। এরপর এখানে শুরু করলে ভাটুরেরা মুড়ো ঝাঁটা নিয়ে তাড়া করবে। এবার বলে দৌড়ে পালাচ্ছি। এনিয়ে আর কথা বলতে হলে মূল লেখার পিঠে গিয়ে বোলব, এখানে নয়।
.১ এরমানে এতবড় ভুলটা আর যারা রিভিউ করেছেন তাঁদের কারও চোখে পড়েনি?
২ শিশুশিক্ষার কপিরাইট চুরির অভিযোগ নিয়ে আপনার শুধু কনজেকচার আছে, অভিযোগ আছে। স্পষ্ট তথ্য নেই, তাই এড়িয়ে গেছি।
যেমন শিশুশিক্ষার কপিরাইট বিদ্যাসাগর কিনেছিলেন আপনি বলেছেন । প্রেসের ২/৩ মালিকানা পরে বেচে দিয়েছিলেন। তাতে আগের কেনা কপিরাইটগুলোর ২/৩ বেচেছেন কিনা স্পষ্ট নয়। ব্যাপারটা এত সরল নয়। বিক্রির টার্মস দেখে তবেঁ বলা যায়। আর তাঁর উইলে শিশুশিক্ষার কপিরাইটের কথা লিখলেন অথচ কেউ প্রতিবাদ করেনি? শত্রুর তো অভাব ছিলনা। আপনি কারও প্রতিবাদের তথ্য দিন , ভুল মেনে নেব।
৩ আরও তথ্যগত ভুল রয়েছে, যেগুলো পরের সংস্করণে শোধরানো উচিত।
যেমন,
৩.১ বিধবাবিবাহ আইনে বিধবার স্ত্রীধনের ব্যাপারটা কেড়ে নেওয়া হয়েছে।
--ভুল, ধারা ৫ এ আলাদা করে স্পষ্ট করে বলা আছে।
৩.২ শ্রীশচন্দ্র বহুবিবাহ করেছেন। বিধবা বিবাহের স্ত্রী মারা গেলে আরেকজন কুমারীকে।
--- ভুল; বহুবিবাহ মানে এক স্ত্রী জীবিত থাকতে একাধিক স্ত্রী গ্রহণ। মারা গেলে আরেকজনকে বিয়ে বা ডিভোর্স হলে আবার বিয়ে--আদৌ বহুবিবাহ নয়।
৩.৩ দায়ভাগে বিধবার সম্পত্তির অধিকার ছিল।
--ভুল; মিতাক্ষরা ও দায়ভাগ দুটোতেই বিধবার সম্পত্তির অধিকার কেবল মাত্র মৃত স্বামীর পুত্র বা পৌত্র না থাকলে স্বীকৃত ছিল, তাও "নৈতিক" জীবন যাপন করলে। তফাত শুধু মিতাক্ষরায় যৌথ পরিবারে থাকলে এই অধিকার টুকুও ছিলনা।
৩.৪ মনু এবং স্মৃতিশাস্ত্রে কেবল পাপ ও প্রায়শ্চিত্তের এবং রীতিনীতির কথা ছিল, আইন ছিলনা।
--ভুল; ওসব ছাড়াও দুটো আলাদা অধ্যায়ে রীতিমত ফৌজদারী আইন বা দণ্ডনীতি ছিল। যে নীতিতে রাজা (রাষ্ট্র)কে স্পেসিসিফিক শারীরিক দণ্ডের বিধান দেয় সেটা আইন ছাড়া কী? যেমন মৃত্যুদন্ড, নির্বাসন, হাত পা পাছা কেটে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সম্পত্তি জব্দ করা ইত্যাদি।
--এবার কাটছি। ভাটের পাতায় যদি বিদ্যাসাগর নিয়ে আর একটাও কথা বলেছি তবে আপনারা আমার নামে কুকুর পুষবেন।