অসঞ্জস?!! বারীন ভৌমিকের ব্যারাম।
যদুবাবু একদম।
সত্যিজিতের গল্প গুলো জাস্ট দারুণ। খগম, ভক্ত, অসঞ্জস বাবুর কুকুর, বারীনবাবুর বাতিক(?), অপদার্থ
আগে বালীবাজারে মেলা বসতো। বহুকাল যাই না।
লোকে তো খুব জিলিপি কিনেছে রথে ! ঃ-) রথের মেলা তোমাদের কাছাকাছি কোথায় হয়?
এবারে রথের দিনে এক অদ্ভত দৃশ্য আটোজ; তিনটে দোকানে জিলিপি শেষ . একটা দোকানে ভাজছে আর লোকে লাইন দিয়ে কিনছে :))))
আলাদীনের প্রদীপের ওই দৈত্যটা হলোগ্রাম নয় তো? :-)
খবর কী ব্রতীন? আজ সকালে গরম সিঙারা কিনেছিলে? আচ্ছা, তুমি অমৃতি কেনো না?
বি, সে ব্যাপারে কবি নীরব!!:)))
*এল সি এম।
এসেছে। ধন্যবাদ এল সিম এম ।
আপনি কোথায় থাকেন? আঙটিতে না প্রদীপে?
b,
হ্যাঁ, অ্যাস্ট্রো টার্ফে খেলাটা একটু মেকানিকাল হয়ে গেছে মনে হল।
b,
কোনো লেখার ওপরে টাইটেল সেকশনে লেখকের নামের নীচে, "nnn বার পঠিত" এর ডান দিকে একটা প্রিন্টার আইকন দেওয়া হল, ওটাতে ক্লিক করলে লেখাটার একটা প্রিন্ট ভার্সান পাওয়া যাবে, সেটা পিডিএফে সেভ করতে পারা উচিত (এটা একটু ব্রাউজারের প্রিন্ট সেটিং ওপর ডিপেন্ডেন্ট)। একটু সময় পেলে টেস্ট কোরো প্লিজ, অন্যান্যরাও ...
এদিকে মেক্সিকান গভর্মেন্ট কোল্ট বন্দুক কম্পানিকে স্যু করল, ২ বিলিয়ান ডলার। কোল্ট, আর অন্য বন্দুক কোং রা নাকি কেবল মেহিকান গুন্ডারাজদের জন্যই বন্দুক বানাচ্ছে।
প্রথম যেবার গেলাম, সেই রাতে ডায়না খুন হল। পরের বার আমিই খুন হয়ে যাচ্ছিলাম।
এই সব খুনোখুনির স্মৃতি মুছতে তৃতীয়বার যেতে হল। তাতে আবার খুনের গ্লোবালাইজেশান হয়ে গেল।
ও হ্যাঁ হ্যাঁ। :-)
ওটা ইয়েলোস্টোন বোধয়
আচ্ছা স্মোকিতেই পেন্টুফুটুং না? @হুতো,অভ্যু?
ব্রতীনদা/অরণ্যবাবুঃ স্মোকি আমার-ও দারুণ লাগে। আমিও ঐ বার দুয়েক-তিনেক গেছি। ক্লিংম্যান-স ডোম বিশেষ করে অপূর্ব লাগে। তবে আগে পিক-সিজনে গেলে ঐ চূড়োয় উঠে গুচ্ছে লোকের ক্যালরব্যালর শুনলে আর উদ্যত সেলফি-স্টিক দেখলে মন-খারাপ হয়ে যেতো। এখন নিশ্চয়ই সেসবের উৎপাত একটু কম। বিশালতার সামনে মানুষ যে কী করে চুপ না থেকে অবান্তর বকবক করতে পারে সেটাই একটা আশ্চর্যের জিনিষ।
একবার মনে আছে হুট করে প্ল্যান, একদম শেষ মূহুর্তে বুক করছি, কিচ্ছু খালি নেই, তখন একটা দিদুর ছোট্ট কটেজ টাইপের মোটেলে ছিলাম এক্কেবারে জঙ্গলের মধ্যে। কটেজে ঢুকে আলো জ্বালিয়ে দেখি কাঠের দেওয়াল ভর্তি বুলেটের গর্ত, আর প্রত্যেকটা ঘরে বিছানার মাথার কাছে অত্যন্ত creepy দেখতে একটা করে অ্যানাবেল-মার্কা পুতুল। আর সেইদিন-ই ঐ সত্যজিতের গল্পগুলো পড়তে পড়তে গেছি রাস্তায়।
এল সি এম,
গুরু-র টপিকগুলো একটু প্রিন্ট ভার্শন করে দেওয়া যেতে পারে? ধরুন ডিডির লেখা, বাড়ি গিয়ে পড়াতে চাইছি কাউকে, সেক্ষেত্রে একটা বাটন টিপলে ঐ পেজটা-র প্রিন্টেবল ভার্শন আসবে এরকম?
এটা দেখলাম ফেসবুকে।
নানান রকম আন্ডারপ্রিভিলেজড বর্গের ক্ষেত্রে খেলাধুলোয় সাফল্য আমাদের দেশে এমপাওয়ারমেন্টে কী ভূমিকা নেয় তা নিয়ে কনসাইজ কোন লেখাপত্র পাওয়া যায়?
জাতীয়তাবাদে উদ্দীপনা বা দিল্লীর লোক ত্রিপুরার নাম জানলো - সেরকম না, বা গ্রামের মেয়ে একা সেলিব্রিটি হলো তাও না, বৃহত্তর ক্ষেত্রে কী হয়। মানে ধরুন মীরাবাই চানুর নাম সবাই জানলো, কিন্তু তিনি তো আর ইরম শর্মিলার নাম বলবেন না; কিন্তু দীপা কর্মকার বিএমডাব্লিউ উপহার পাওয়ার পর আরসিসি আগরতলায় কি বরাদ্দ বাড়লো বা মিজোরাম গ্রামের স্কুলে ট্যালেন্ট খোঁজার তাগিদ হলো...
কিছুটা তো হয়ই, যুগের সঙ্গে সচেতনতা বাড়ে - সেসবও হয়। কিন্তু সরাসরি কিছু স্টাডিপত্র আছে?
বিদেশী খেলোয়াড় বা অন্য সেলিব্রিটিরা কখনো কখনো রাষ্ট্রীয় বদামি বা সামাজিক অসাম্যের বিরুদ্ধে বলেন একটা মঞ্চ পেয়ে, আমাদের দেশে সেটা কম নানা কারনে, অনেকে দলীয় রাজনীতিতে ঢোকেন। সেসবের নানান যুক্তিগ্রাহ্য কারন আছে। কিন্তু খেলাধুলো করে যে অপ্রেসড মানুষ সেলিব্রিটি হলেন - তিনি তার নিজের বিরাদরীকে তুলে ধরার জন্যে কী করেছেন - তেমন জিনিস, নিশ্চয়ই অনেক আছে, তবে সেসব নিয়ে পড়তে চাই।
https://www.thedailystar.net/star-literature/news/why-are-you-sad-o-river-2126321
অরণ্য দা, স্মোকি তে নাকি?
টেক্সাসে থাকতে বার দুই গেছি। বোন তখন টেনেসি তে ছিল।
খুব ভালো লেগেছিল।
ব্যাপক লাগছে ।খেলা টা দেখলে আরো ভালো লাগতো কিন্তু শুতে গেছি রাত ৩:৩০ তে ।তাই হল না !!:((
এলসি এম ওই নান্দনিক সৌন্দর্যের হকির জন্যে ঘাসের মাঠ দরকার। সিনথেটিক টার্ফে হবে না।
হ্যাঁ`না। আর প্রাক্তন সোনাজয়ী অলিম্পিক খেলোয়াড় ( ভাগ্যক্রমে বেশি বেঁচে নেই ) দের মুখে একটু সেলাই পড়লে ভালো হয়। হামারা জমানা মে তো হম অস্ট্রেলিয়া কো দস দস গোল মারতে থে ইত্যাদি।
আমার মনে হয় ঐ আটখানা অলিম্পিক সোনার গল্প একচুয়ালি ছেলেদের টিমের ওপরে মানসিক বোঝার মতো চেপে থাকতো। মেয়েদের অত হিস্টরিক্যাল ব্যাগেজ নেই, তাই মনের আনন্দে চুটিয়ে খেললো। এবার ওরাও পদক আনলে সোহাগা পে সোনে।
আমার এক হকিগ্রস্ত বন্ধুর সাথে কথা হচ্ছিলো। ছেলেদের টিমের সাত আটজন জুনিয়র ওয়ার্ল্ড কাপ জয়ী । এই টিমের কোর গ্রুপ ইয়ং, অন্ততঃ আরেকটা অলিম্পিক তো দাপটে খেলতে পারবেই।
উফ্ফ্ফ !! ৪৯ বছর !!
হকি খেলার একটা স্বাভাবিক নান্দনিক সৌন্দর্য আছে... ধ্যানচাঁদ, মহম্মদ শাহিদ, ধনরাজ পিল্লাই - দের জাদু যে দেশে ছিল ...
এটা দূর্দান্ত হয়েছে! মাত্র দু সপ্তাহ আগে একজন বলছিলো তোমরা তো হকিতে জিতবে, আমি বললাম অনেকদিন হকিতে ভাঁটা চলছে।
আশির সোনা ধতর্ব্য নয় | কেউ আসেনি - অস্ট্রেলিয়া জার্মানি পাকিস্তান নেদারল্যান্ড কেউ না | ফাঁকা মাঠের সোনা | প্রায় একই টিম দু বছর পরে দিল্লী এশিয়াডে পাকিস্তানের কাছে ৭-১ হেরেছিল |
৭২ এর মিউনিকের পরে এই প্রথম |
অ্যাস্ট্রো টার্ফে এই প্রথম |
ঐতিহাসিক জয় |
অরণ্য ওই সিনেমাটার নাম করে চোনা ফেলে দিলেন।
এই ব্রোঞ্জ দশটা সোনার সমতুল্য।