4z | 184.145.***.*** | ২৯ জুলাই ২০২১ ২৩:২১484663এলেবেলে, চেষ্টা চলছে। হয়ত আজ রাত্রের (খালপাড়ের সময়) মধ্যে জেনে যাব।
বিশ্বজ মনে হয় টইতে এরই ট্রায়াল রান চালাচ্ছে - https://www.anandabazar.com/india/pm-narendra-modi-announces-many-programme-under-nep-dgtl/cid/1295495
dc | 27.62.***.*** | ২৯ জুলাই ২০২১ ২৩:১৩484662ইংরেজী অনুবাদে।
&/ | 151.14.***.*** | ২৯ জুলাই ২০২১ ২৩:০৫484661টইয়ে কিছু কবিতা এসেছে বেশ রাবীন্দ্রিক। ইচ্ছে করে গুগল ট্রানস্লেটে ফেলে দেখি কী আসে। সেই "আলো চালু আছে" র মতন কিছু হয় নাকি। ঃ-)
&/ | 151.14.***.*** | ২৯ জুলাই ২০২১ ২৩:০২484660আচ্ছা ডিসি, পেরেলম্যানের অঙ্কবই গুলো কি ইংরেজী অনুবাদে পড়তেন নাকি বাংলা অনুবাদে?
dc | 122.183.***.*** | ২৯ জুলাই ২০২১ ২২:৫৩484659যাঃ এলোনা।
dc | 122.183.***.*** | ২৯ জুলাই ২০২১ ২২:৫২484658ওফ তোফা ব্যাপক সিনেমা ছিল। জিতেন্দ্র আর শ্রীদেবী! এই সেই তোফা :d
এলেবেলে | ২৯ জুলাই ২০২১ ২২:৪২484657দ-দি কী আর করা যাবে। আপনি যে চেষ্টার কসুর করেননি সেটা বুঝেছি। আপাতত ফোজ্জিই ভরসা।
এ হে, আমার গপ্পো জানেন? পাসে অঙ্ক আর অর্থনীতি ছিল। অঙ্ক পরীক্ষা হয়ে গেছে। অর্থনীতির থার্ড পেপারের চারটে প্রশ্ন লিখে ধারণা হল পাশ করে যাব এ যাত্রায়। পরীক্ষা দেওয়ার ওখানেই ইতি করে সোজা সিনেমা হলে তোফা দেখতে। ১৯৮৫ সালের গপ্পো।
dc | 122.183.***.*** | ২৯ জুলাই ২০২১ ২২:৩৮484656আচ্ছা এই অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিটটা কি ব্যপার? আমাদের সবার প্রিয় প্রধানসেবক আজ ঘোষনা করেছেন।
aranya | 2601:84:4600:5410:e15b:141d:8d39:***:*** | ২৯ জুলাই ২০২১ ২১:৫৯484655'অতনু বাবু,দুবারের অলিম্পিক গোল্ডমেডালিস্ট সাউথ কোরিয়ার প্র্ তিযোগী কে হারিয়েছে'
- দারুণ পারফরম্যান্স । মিক্সড ইভেন্টে দীপিকার সাথে অতনুকে না রাখা ভুল পদক্ষেপ, মনে হয়
aranya | 2601:84:4600:5410:e15b:141d:8d39:***:*** | ২৯ জুলাই ২০২১ ২১:২৪484654বাবা হিসাবে এখন যা মনে হয় - পরীক্ষার আগে প্রস্তুতি টাই সবচেয়ে জরুরী , তার সাথে অল্প স্বল্প বিনোদন
aranya | 2601:84:4600:5410:e15b:141d:8d39:***:*** | ২৯ জুলাই ২০২১ ২০:৪৯484653কেলাস নাইন - টেন অব্দি পরীক্ষার আগের দিনও চুটিয়ে ফুটবল খেলেছি। কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট ইঃ-র আগে খেলার সাহস হয় নি। তবে গপ্পের বই পড়েছি বটেক
হুতো সাহসী ছেলে :-)
Abhyu | 198.137.***.*** | ২৯ জুলাই ২০২১ ২০:১৯484652এ ব্যাটা যদুবাবু আবার GBর ছেলে?
র২হ | 49.37.***.*** | ২৯ জুলাই ২০২১ ২০:০৬484651সংযোজন - এবার যদি আপনারা বলেন, তা বাপু পরীক্ষার আগের দিন এসব না করলে কি তুমি নোবেল পুরস্কার পেতে? তাহলে আমি নত নয়নে অনিমেষে দুদিকে মাথা নাড়তে নাড়তে চলে যাবো। ওসব না করলেও আমার এরকমই হতো।
র২হ | 2405:201:8005:9078:2884:58d4:c3f4:***:*** | ২৯ জুলাই ২০২১ ১৯:৫৬484650আমিও পরীক্ষার আগে/ আগের দিন/ পরীক্ষার দিন নাটক সিনেমা গান লাঠিখেলা কাঠিনাচ সব করেছি।
এবং তাতে সব পরীক্ষায় ভয়াবহ লজ্জাজনক খারাপ খারাপ ফল হয়েছে। সে মানে ভয়ংকর খারাপ, আপনারা কল্পনাও করতে পারবেন না। কোন অভিভাবক পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে পরীক্ষার আগে বিনোদন বন্ধ রাখলে মন্দ কিছু না।
আমার কী একটা গুরুতর পরীক্ষার আগে মা কলকাতা এসেছে, মাকে বললাম চলো তোমাকে একাডেমিতে নাটক দেখিয়ে আনি।
যাওয়ার ঠিক আগে মার খুব অনুশোচনা হল, বললো, ইশ, লোকে দেখলে কী বলবে, পরীক্ষার আগের দিন নাটক দেখতে বাধা দিচ্ছি না। আমার এক বুঝদার বন্ধু সঙ্গে ছিল, সে বললো, না না, এখানে আর কে দেখতে পাবে।
sm | 2402:3a80:ab2:5c43:0:5a:33f8:***:*** | ২৯ জুলাই ২০২১ ১৯:৩৭484649India's top men's archer Atanu Das beats London 2012 Olympic gold medallist Korea's Oh Jinhyek by 6-5 in 1/16 eliminations of men's individual archery at Tokyo Olympics.
b | 14.139.***.*** | ২৯ জুলাই ২০২১ ১৯:১৩484648ইংরিজি টেস্ট পরীক্ষার আগে দিন সুমনের গান শুনতে গেছিলাম। বাড়ির মদতে। তবে একজন পিতৃবন্ধু আমাকে ওখানে দেখতে পেয়ে যারপরনাই মনঃ্ক্ষুণ্ণ হয়েছিলেন।
a | 49.183.***.*** | ২৯ জুলাই ২০২১ ১৮:৫২484647প্রথমত এই তিনজনকেই আবাপ অন্তত বেশ ভালো কভার করেছে।
দ্বিতীয়ত সুতির্থা আর প্রণতি দুজনেই হেরে গেছে। লেখাটা দুয়েকদিন পুরানো বোধহয়। অতনুও টিম ইভেন্টে হেরে গেছে ব্যাক্তিগত বিভাগে জানি না, তবে দিপীকা কুমারি জিতেছে আর পদক পাবার ভালো চান্স আছে।
গুরুতে টিটি নিয়ে বেশি আলোচনা দেখিনি। সেই জয়ন্ত পুশিলালের সময় থেকে টোটিতে পবর জয়জয়কার নিয়ে লেখা হলে সাগ্রহে পড়ব।
মনে পড়লো আমাদের হায়ার সেকেণ্ডারি আর ক্রিকেট ওয়ার্ল্ড কাপ একসাথে হয়েছিলো, বোধহয় ওয়ার্ল্ড কাপ সামান্য আগে। দিব্যি মনে আছে, বাড়ির বাইরের ঘরে বসে পড়ার চেষ্টা করছি, বাবা এসে বললেন ওরে শচীন তাণ্ডবনেত্য করছে এ জিনিষ লাইভে দেখা মিস করিস না।
আর মনে আছে গৌরাঙ্গ ভবনে সারা সপ্তাহে একদিন, শুক্রবার রাত নটা, একটা হিন্দি সিনেমা দেখা বরাদ্দ ছিলো। সে যাই ছাইপাঁশ দেখাতো, হাঁ করে দেখতাম। জয়েন্ট পরীক্ষার হপ্তাখানেক আগে সেই 'হলে' বসে সানি দেওলের "ঘাতক" দেখছি, ওঃ সে কী শিহরণ! হঠাৎ একজন হিতৈষী দাদা এসে বললেন 'তোর কি সব প্রিপারেশন শেষ না একেবারেই আশা ছেড়ে দিয়েছিস?'
এলেবেলে,
সরি, বইটা পাই নি। যাদের বলেছিলাম কেউই খুঁজে পায় নি।
সে | 2001:171b:c9a7:d3d1:7d0b:76fa:4300:***:*** | ২৯ জুলাই ২০২১ ১৫:৪১484643টিভি দেখতে না দিলে রেজাল্ট ভাল হবে?
dc | 122.183.***.*** | ২৯ জুলাই ২০২১ ১১:৫৩484642এবারের মাধ্যমিক (মানে ২০২২ এর) দুটো ভাগ করে দিয়েছে, ৫০ নম্বর নভেম্বরে আর ৫০ নম্বর মার্চে। তাছাড়া প্রায় প্রতি হপ্তায় পরীক্ষা চলছে, সেগুলো নাকি ইনটার্নাল অ্যাসেসমেন্টে ধরা হবে।
b | 14.139.***.*** | ২৯ জুলাই ২০২১ ১১:৩৯484641মাধ্যমিক তো পরের বছর। তার জন্যে এখন থেকে টিভি দেখা বারণ? ডিসি তো দেখছি একেবারে ১৯৮০ ।
dc | 122.183.***.*** | ২৯ জুলাই ২০২১ ১০:৫৭484640আমি অলিম্পিক দেখতে পাচ্ছিনা। এবার আমার মেয়ে মাধ্যমিক দেবে, তাই বাড়িতে টিভির তার খুলে রাখা আছে। য়ুটুবে এদিক ওদিক থেকে লুকিয়ে লুকিয়ে কিছুটা দেখছি, মেয়ের হাতে ধরা পড়লেই ঝাড় খাবো :-(
এহ গল্ফ দেখি না কখনো। কি বোরিং একটা ব্যপার। ওচ্চেয়ে মাটি কোপানো ভাল।
র২হ | 2405:201:8005:9947:6c79:e1fd:4a0b:***:*** | ২৯ জুলাই ২০২১ ১০:২৪484638র২হ বোধহয় এইটা দেখেননি।
ওহ আচ্ছা, হ্যাঁ, জানতাম না এটা। কিন্তু নাম নিয়ে বলতে কী অসুবিধে? :)
অন্য পত্রিকা আর লেখক যদি অ্যাকনলেজ করে ছাপেন তাহলে আর কার কী।
কিন্তু | 2605:6400:30:f9e9:f91e:92a9:9cb1:***:*** | ২৯ জুলাই ২০২১ ১০:২০484637ওটা ত অফলাইন ছাপা ম্যাগ বোধহয়। কথা হল কোন পত্রিকা যদি ইতোমধ্যে প্রকাশিত কোন লেখা তাদের ম্যাগে আবার ছাপতে চায় তাতে খিস্তিট্যানের কোথায় চুলকায়?
ঐ | 2402:e280:3d05:62a:802b:11ff:7551:***:*** | ২৯ জুলাই ২০২১ ০৯:৫৭484636র২হ বোধহয় এইটা দেখেননি।
https://www.facebook.com/100005431962676/posts/1687179728139743/?app=fbl
4z | 184.145.***.*** | ২৯ জুলাই ২০২১ ০৯:৫৪484635আরেক প্রবাসী বাঙালিও কিন্তু অলিম্পিক্সে আছে। অনির্বান লাহিড়ী - গল্ফ।
4z | 184.145.***.*** | ২৯ জুলাই ২০২১ ০৯:৪৯484634দেশ ক্রিকেট আর ক্রিকেটারদের ছাড়া আর কাউকে নিয়েই কি কোন হৈচৈ হয়?