হা হা হা হা ...ঃ)))
রমিত,
অত খারাপ অবস্থা হয়নি যে ভাবব কোন সমস্যা নেই বা দুর্নীতি নেই। ওসব হাম্বাগরা সিপিএম সম্বন্ধে ভাবত। আমার ধারণা, থাকলেও, সেটা অতখানি ছিল না যা ভাজপা প্রচার করেছে। সেটা তারা বিরোধী দল হিসেবে করবেই কিন্তু তাদের সব প্রচারের মতই এর মধ্যে অনেক ঢপ ছিল যা সিপিএম আর কিছু না পেয়ে প্রচার করে গেছে। আর বোঝাই যাচ্ছে, লোকের কাছে ঐ দুর্নীতির থেকে বিজেপিকে বেশী খারাপ মনে করেছে।
মমতা হেরেছে ?
ভাজপাকে আনার জন্য দলটাকেই হাম্বাগরা তুলে দিল।
মগজে গোবর আর নোংরা না থাকলে এ জিনিস করা যায় না।
আচ্ছা, পাঁচ বছরের জন্য কি বিধান সভায় কোন সিপিএম ,এম এল এ থাকবে না! এরকম করা তো ছাগল জনগণের উচিত হয় নাই!! টিভি তে প্রবচন দিতে সুজন, তন্ময় , এনারা আসবেন তো!!
খুব খারাপ লাগে!
৩৭% ভাজপা ভোটের মধ্যে তো ২০% এককালের সিপিএমের ক্যাডারদের ভোট। তাদের দিয়েই ভাজপা সংগঠন করেছে আর বুথে বসার লোক পেয়েছে। সীটের ব্যবস্থা এরা আর হাম্বাগরাই করে দিয়েছে।
"কেরলের সিপিএম ইউনিটের হাতে বাংলাকে ছেড়ে দিলে বিজেপির ভোট এই ৩৮% ( শেষমেশ কত?) হতে হত না।"
কেরলে বিজেপিকে পেলে-পুষে বড় করার জন্য তিনোমুল নেই তো!
চক্ষু মুইদ্যা থাইকেন না। ক্ষমতায় আসতে পারেনি বটে, কিন্তু বিজেপি পব-তে শক্তিশালী হয়ে ঘর- বসত পেয়েছে। তাতে আনন্দিত হওয়ার কিছু নেই।
সি এস কি বলতে চাইছেন, বাংলায় কোনো সমস্যা নেই তাহলে ?
ঠিক।
আইটি সেল আর ভাজপা থেকে হাম্বাগরা আর দলটা সব শিখেছে।
তোষণ - চুরি - ভিক্ষান্ন সব। নিজেদের কিছু বলার ছিল না, বিজেপি বলে গেছে, এরা আরো বড় করে করে প্যারটিং করেছে।
ওহরি তার মানে বিজেপিটিদা এইসব ভিক্ষান্ন টিক্ষান্ন টাইপের কথাগুলো আইটিসেল থেকে শিখেছে! তাই ভাবি, এরকম অমানুষের মতো ভাষা কোত্থেকে আমদানি করলো।
ওঃ, চারিদিকে ন্যারেটিভ নেমে গেছে বাংলার মত অশিক্ষিত দেশে সিপিএর মত গুণীদের কোন কদর নেই। বাংা লি এঁদের ডিজার্ভ করেনা।
বাংলার এক বাম সমর্থক কেরলে দুবার বাম দলের জয়ের খবরের অভিনন্দন জানাচ্ছে আর আমার কেরলের বন্ধুরা বাংলার ভোটের ফলাফলের অভিনন্দন জানাচ্ছে।
যারা বলেছিল ২১ শে রাম, ২৬ শে বাম তাদের চিনে নেওয়ার সময় হয়েছ।
এদের ধরে ধরে এক্সপোজ করা উচিত।
কী বোধোদয়! এই আটিচুড ছিল বলেই হেরেছে।
কেরলের সিপিএম ইউনিটের হাতে বাংলাকে ছেড়ে দিলে বিজেপির ভোট এই ৩৮% ( শেষমেশ কত?) হতে হত না। এটা বা আরো বেশি নিজেদের হত।
সিপিএম সিপিআই এর নানা নেতানেত্রী সর্বভারতীয় চ্যানেলগুলোতে বললেন বাংলার ফলে খুব খুশি, বিজেপি হেরেছে বলে। এঁদেরকে চালচোর, দালাল, আইপ্যাকের পেরোল বা হলদি নদীর কুমীর বলা হবে না? নিদেনপক্ষে লিবারবাল, ৯বেড়াল?
বাঁচা গেছে এইসব সবজান্তা সুজন-্সেলিম-্তন্ময় সবকটা হেরেছে।
এরা বিদায় হয়ে যদি নতুনরা কিছু করতে পারে তাহলে দলটা থাকবে।
সেরকম না হলে বুঝতে হবে মমতাকে হারানো ছাড়া আর কোন উদ্দেশ্য ছিল না।
এও আগে লিখেছিলাম মোর্চাটা ভোটের আগের একটা অ্যারেঞ্জমেন্ট। সেটা ভেঙে গেলে ভাল, সিপিএমের ওপর নির্ভর না করে বাংলার রাজনীতিতে হয়ত আব্বাস সিদ্দিকির কিছু দেওয়ার আছে। যদি, বিভিন্ন সভায় যা বলেছে সেগুলো সত্যি বিশ্বাস করে।
মাতাফাতা আউলে গেছে নাকি? ছিপিয়েমের ভোটে একনম্বর হবার ক্ষমতা নেই। বিজেপিকে আটকাতে গেলে তিনোমুলকে জিততে হবে। তিনোমুল জিতেছে। দুনম্বর পজিশন কে দখল করবে? বিজেপিকে সরাতে গেলে জোট অর্থাৎ ছিপিয়েমকে ভোট টানতে হবে। ছিপিয়েম ফেল্মেরেছে। এটা না বোঝার কি আছে?
কে কাকে পেলে-পুষে বড় করেছে সে ত ফুটকিদের পদ্মফুলে ছাপ দেওয়া থেকেই বোঝা গেছে।
বিজেপিকে যারা ধোবিপাছাড় দিলেন সবাইকেই অভিনন্দন।
সবচেয়ে আগে কেরালায় রেকর্ড জয়ের জন্য বিজয়ন ও সিপিএম কে অভিনন্দন। তামিলনাড়ুর ধমাকেদার জয় এবং সঠিক গঠবন্ধনের জন্য ডিএমকে। বিজেপির বিশাল রিসোর্স এবং শক্তির বিরুদ্ধে একা অসম লড়াইয়ে লড়ে বিজয়ের জন্য মমতাকে।
সংযুক্ত মোর্চার থেকে একমাত্র বিধায়ক হলে নৌশাদ সিদ্দিকি!!
"আরে মশাই মূল বিরোধী দল হওয়ার কথা ত ছিপিয়েমের।"
কথা ছিল মানে? কোন মহাভারতে লেখা আছে? এতো ডন কিহোতোর তরোয়াল চালানো!!
"এবার দিদি তাদের বলবেন হেরো বাংলা থেকে বেরো।"
একেই বলে রাজনৈতিক বালখিল্যতা।
দিদি কখনই বলবেন না সে কথা। ২০১১ থেকে পেলে-পুষে বড় করেছেন কি অমনি অমনি! এরা গেলে বাকি ৫১% ভোট কারা পাবে?
"কোন কোর্টে বিজেপির হাতে রক্তের দাগ বলেছে?"
ওটা আমার নিজস্ব এস্টিমেট। আপনি যদি মনে করেন যে তাদের হাতে তুলসী পাতা সেটা লিখতে পারেন। কোন অসুবিধে নেই। অবিশ্যি ঃ "Supreme Court also lambasted the Gujarat government as "modern day Neros" who looked elsewhere when innocent women and children were burning and then interfered with prosecution" বাক্যটি বোধহয় বিজেপির দিকেই নিক্ষেপিত হয়েছিল।
খুবই খুশী হয়েছি আজ। মহিলার ধক আছে। জ্জিও।
২০২৪ নিয়ে এদের কিছু প্ল্যান আছে মনে হয়।
পিকের বিহারে কিছু প্ল্যান আছে মনে হয়।
হ্যাঁ ভোন্দু এত কম ভোটে হারল কেন? অবশ্য এটা বোঝা যাচ্ছে যে অন্য কেউ দাঁড়ালে জিততে পারত না ত বটেই ভোন্দু হেলায় হারাত।
এত্তগুলো গরু বিধানসভায় মানে সেই বাইনারি চলতেই থাকবে। এটা প্রচন্ড বাজে হল।
অফিসিয়াল। মমতা 1200 ভোটে জিতেছেন। শুভেন্দু কি আগের কথামত রাজনীতি থেকে সন্ন্যাস নেবে?
ভোন্দু এত কম ভোটে হারল!
'ছাগল'রা নিজেরাই ঠিক করে নিয়েছিল যে বিজেপিকে হারাতে হবে।
ক্লোজেট বিজেপি আর জাল পন্ডিতদের সেটা পছন্দ হচ্ছে না।
পিকে মনে হয় এবার সরাসরি রাজনীতিতে নামবে। বেশ কিছু আগে কোন সাক্ষাতকারে পড়েছিলাম বা শুনেছিলাম মনে হচ্ছে।
অধিকারী ব্রাদার্স অমর রহে। হা হা হা হা...