এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Aa | 2409:4060:20f:e980:8c6f:d642:d9c1:***:*** | ১৮ এপ্রিল ২০২১ ২১:৪১478197
  • ডানপন্থীরা আইডেন্টিটি কে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করেই থাকে। বামপন্থীরা আইডেন্টিটি কে ব্যবহার করে মানুষকে ঐক্য বদ্ধ করার চেষ্টা করে (শেষ কুড়ি ত্রিশ বছর করছে, আগে করেনি বলেই বাম রা তিনটে রাজ্যে আটকে)। এবার যে পক্ষের কথা মানুষ বিশ্বাস করবে। 

  • দু | 47.184.***.*** | ১৮ এপ্রিল ২০২১ ২১:১২478196
  • এবারও মিথ‍্যে ভিডিও বানিয়ে ফুটকি তত্ত্ব প্রচার হচ্ছে। সব প্রমাণ তথ্য দিয়ে তার কাউন্টার  করা হচ্ছে । কিিন্তু ছড়ানো মিথ্যের    লক্ষ মুখ। বিজেপি নিজে ভোট টানার জন্য বানাচ্ছে আর জেঠতুতো ভায়েরা দোষ দেবার জন্যে ছড়াচ্ছে।


    তাছাড়া হিন্দু এলাকায় তৃণমূল বলছে বামেরা মোল্লার সঙ্গে জোট করল আর মুসলিম দের বলছে দেখ আব্বাস নাস্তিক দের সাথে গেছে ওকে ভোট দেওয়া হারাম।  এই হল অবস্থা।

  • | ১৮ এপ্রিল ২০২১ ২০:০১478194
  • ঐ লেখাটা তো অভিজিৎ মজুমদার লিখেছিলেন, তাঁকে জিগাব গিয়ে? 

  • Abhyu | 47.39.***.*** | ১৮ এপ্রিল ২০২১ ১৯:২৫478193
    • | ১৮ এপ্রিল ২০২১ ১৯:১৯104885
    • হিন্দীগুলো কেউ বংলা করে দেবে?

    শিখাদিকে বলুন, আর নইলে আমি তো আছিই। ওনার চেয়ে ভালোও হতে পারে।

  • Abhyu | 47.39.***.*** | ১৮ এপ্রিল ২০২১ ১৯:২২478192
  • কাতারে আটলান্টা থেকে দেশে সস্তায় টিকিট দিচ্ছে। স্টুডেন্টরা খুশি হয়ে টিকিট কাটছে।

  • Abhyu | 47.39.***.*** | ১৮ এপ্রিল ২০২১ ১৯:১৯478191
  • হই হই করে যাচ্ছে।

  • r2h | 49.206.***.*** | ১৮ এপ্রিল ২০২১ ১৯:১৮478189
  • হ্যাঁ, সে তো যাচ্ছে। ঐ ভয়েই আছি, কবে আবার বন্ধ করে দেয়।

  • π | ১৮ এপ্রিল ২০২১ ১৯:১০478188
  • আমেরিকায় ইন্ডিয়ার ফ্লাইট যাচ্ছে এখন? 


    নিউজিল্যান্ড বোধহয় ব্যান করেছিল।  অরিনদা?  

  • র২হ | 49.206.***.*** | ১৮ এপ্রিল ২০২১ ১৭:৫৯478187
  • দমদি, সেরকম ইচ্ছে, কিন্তু কবে যে আবার দুম করে ট্র্যাভেল ব্যান করে দেয়, টিকিট কাটাও চাপ। ওদিকে প্রতি পদে টেস্ট করে প্লেনে চাপা, তার ওপর মাঝে কলকাতা হয়ে গেলে সেখানে আবার কোথায় আটকে যাবো, মহা ঝঞ্ঝাট।


    একটা ভালো জিনিস পেলাম, বাড়ি এসে স্যাম্পল নিয়ে গিয়ে আরটিপিসিআর রিপোর্ট দেবে। লুরুতে তো বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিনও দিচ্ছে নাকি। আমাদের এখানেও এসেছিল কিন্তু আমি ছিলাম না।

  • দু | 47.184.***.*** | ১৮ এপ্রিল ২০২১ ১৭:৪২478186
  • Pm অপূ কিন্তু তৃণ নয় কংগ্রেসী। সে ভোট তৃণকে ল‍্যাদ কাটিয়ে দিলেও সমালোচনা ও করেছে।

  • π | ১৮ এপ্রিল ২০২১ ১৭:২৯478185
  • লোকজন ট্যুইটারে অক্সিজেন চাইতে চাইতে মারা যাচ্ছেন।  পব র ও এই অবস্থা দূরে নয় মনে হচ্ছে। এর মধ্যে কত লোক বীরদর্পে লিখছেন, মাস্ক পরেননি,  পরবেননা।কোভিড হোক্স। বিগফার্মার চক্রান্ত ইত্যাদি।


    সুরমিতার লেখায় পড়লাম 


    লক্ষ্ণৌয়ের সাংবাদিক বিনয় শ্রীবাস্তব অক্সিজেনের অভাবে মারা গেলেন। মৃত্যুর আগে টুইটারে জানান   অক্সিজেনের অভাবের কথা, সাহায্যও চান। ব্যর্থ হন ও শেষে মৃত্যু। দেশের স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে৷ গুজরাট, দিল্লি, উত্তরপ্রদেশ- রোগ ও মৃত্যু ছাড়া এই মুহূর্তে আর কোনো খবর নেই। পশ্চিমবঙ্গের অবস্থাও ক্রমশ নিম্নগামী। অক্সিজেন ও রক্তের অভাব ইতিমধ্যেই নানা জায়গায় দেখা দিয়েছে। সবথেকে বড়ো ব্যাপার,  কোভিড ধরা পড়ছে না। উপসর্গ মিলে গেলেও টেস্টরিপোর্ট নেগেটিভ আসছে। এটার ফলাফলও মারাত্মক হতে পারে। 


    শুধুমাত্র লোভের রাজনীতি করে, ধর্মজিগির তুলে, মিথ্যার চাষ করে যে দেশ চালানো যায় না--- আমাদের দেশের শাসকেরা সেটা প্রমাণ করছেন। আগেও করেছেন। মুসকিল আমাদের নিয়ে। অন্ধতার প্রতি মোহ আজও আমাদের ঘোচেনি। আজও বুঝেই উঠতে পারলাম না,  হিন্দু-মুসলমান ডিবেট ও মিমের মসলামুড়ি আমাদের কোথায় নিয়ে গেল। নিজেদের পরিজন হারানোর পরেও এ সত্য আমরা উপলব্ধি করলাম না।


    (পুনশ্চঃ একটু ডাক্তারদের অবস্থাটা ভাববেন। দিনের পর দিন টানা ২৪ থেকে ৪৮ ঘণ্টা ডিউটি করছেন। আপনারও ডিউটি ছিল কিছু। পালন করুন।)

  • | ১৮ এপ্রিল ২০২১ ১৫:৪৪478184
  • সিধে আটলান্টা চলে যাও

  • র২হ | 49.206.***.*** | ১৮ এপ্রিল ২০২১ ১৫:২৩478183
  • বাজে ঝামেলা উফ। ১/২ তারিখের মধ্যে লুরু থেকে কাটতে হবে। কোথায় যাই সেটাই ঠিক করতে পারছি না। 

  • π | ১৮ এপ্রিল ২০২১ ১৪:৪৪478182
  • আমি তামিলনাড়ু রাজ্যের সিদ্ধান্তের কথা জিগেশ করছিলাম।

  • | 2402:3a80:1348:e0f3:48ec:4a14:aec0:***:*** | ১৮ এপ্রিল ২০২১ ১৪:৩৯478181
  • সুনার গুজরাট


  • | 2402:3a80:1348:e0f3:48ec:4a14:aec0:***:*** | ১৮ এপ্রিল ২০২১ ১৪:২৭478180
  • ২ তে ফল বেরুলে সব লক করে এমএলএ কেনাবেচা করবে আবার কি! 

  • π | ১৮ এপ্রিল ২০২১ ১৩:৪২478179
  • অবস্থা তো খুব খুব খুবই খারাপ। যা দেখা যাচ্ছে, ফিগারে যা আসছে, তার থেকেও অনেক অনেক বেশি খারাপ। 

  • dc | 72.52.***.*** | ১৮ এপ্রিল ২০২১ ১৩:৩৯478178
  • ২ তারিখের পর কেন আমিও জানিনা। আমার এক বন্ধু তামিল নাড়ুর কোভিড টাস্ক ফোর্সে আছে, সে কাল রাতে ফোন করে বললো ২ তারিখের পর থেকে নাকি লকডাউন। তাকে জিগ্যেস করলাম সেকেন্ড ওয়েভ কি বুঝছো, বললো খুব খারাপ অবস্থা। 

  • π | ১৮ এপ্রিল ২০২১ ১৩:৩৬478177
  • ২৭ এর পরেও করে দিতে পারে!  কিন্তু যাদের ভোট হয়ে গেছে,  তাদের তো করার হলে এখনি করত, না?  মানে, ২ এর পর কেন? 

  • π | ১৮ এপ্রিল ২০২১ ১৩:৩১478176
  • টিকার ডোজের স্কেডিউলের অমন কড়া কিছু নিয়ম দেখলাম না, আমার অভিজ্ঞতায়।  আমার তো সেই ফেব্রুয়ারী থেকে রেজিস্ট্রেশন হয়ে ছিল, ইন্সটিটিউট থেকে করিয়েছিল। তা আসামের সেন্টার থেকে অসমিয়াতেই মেসেজ এসেছিল, টিকা নেওয়ার দিনক্ষণও মেসেযে এল। ততদিনে আমি ত্রিপুরায়। আমার আর আমার প্রোজেক্টের ত্রিপুরার লোকজনের রেজিস্ট্রেশন সব আসামেই এসেছিল আর ওখানকার হেলথ সেন্টারে আপোয়ন্টমেন্ট দেখাচ্ছিল। ত্রিপুরায় স্বাস্থ্য দপ্তরে বলাতে ওরা বলল ওই রেজিস্ট্রেশন নং দিয়েই হবে। সবাই নিয়েও নিল। আমি নিতে পারলাম না,  ফিল্ডের ঘোরাঘুরি ছিল একগাদা,  তারপর ফেরা। ভ্যাকসিন নিলে শরীরের কী হবে গ্রান্টি নাই।  তো অনেকদিন বাদে এই নিলাম, কোলকাতায়।  অ্যাপ এ ওই রেজিস্ট্রেশন নং দিতেই এসে গেল।  আমার তারিখ তো অনেকবার ফেল করেছে, অসুবিধে হয়নি। ইচ্ছেমত তারিখে আপো পেয়ে গেছিলাম, শ্বশুরবাড়ির সবার সঙ্গে এক তারিখে নিলাম। বেসরকারি হাস্পাতাল ছিল। সরকারি জায়গার জন্য জানিনা।


    এম্নকি গিয়ে দেখলাম, অন দ্য স্পট রেজিস্ট্রেশন করেও দিচ্ছে৷  যিনি যেমন আসছেন। তাতে সময় বেশি যাচ্ছে, এই যা। খালি ক্যাঁচাল একটাই হয়েছিল। সূঁচ যখন মধ্যমাসলপথে,  হঠাত এক সিস্টার চেঁচিয়ে উঠলেন,  আরে আরে একে তো দেওয়া যাবেনা, ৪৫ নয়, এর নাম কীকরে এল এইসব। এবার অন্য সিস্টার বলেন আরে আমি তো সূঁচ ঢুকিয়ে ফেলেছি, এবার কি বের করে নেব নাকি। অন্য দু'জন বলাবলি করছেন, এবার কী হবে, আমারটা শো করালে ওঁদের কী অসুবিধা হবে, আরেকজন বলছেন কিন্তু এঁ্র সব নামধামই তো পোর্টাল নিয়েছে,  তাহলে আমাদের আর কী দায়। তখন ওই সূচীবিদ্ধদশায় বাধ্য হয়ে কাঁিমাই করে বোঝাতে হল,  হেলথ ওয়ার্কার, ফ্রন্টলাইন ওয়ার্কার ইঃ, আই কার্ড দেখিয়ে, আমাদের রেজিস্টাাা করিয়ে দেওয়ার মেল দেখিয়ে।  


    এইসব।


    তবে বাবা কোভিশিল্ড তো সরকারি কেন্দ্রে নিল, একমাস পরে ডেট দিয়ে চলে আসতে বলেছিল। তার পরে ৬-৮ হপ্তার নিয়মটা এল। তো তখন আর মেসেজ আসেনি। পরে চলে গেলেই হবে শুনলাম। কিন্তু কথা হল, এই হপ্তায় ৬ হপ্তা হবে কিন্তু সেই সরকারি সেন্টারে ভ্যাকসিন সাপ্লাই নেই, দুইদিন হল বন্ধ। দাদা বেসরকারি হাস্পাতালে তারিখ নিয়ে রেখেছে। বাবা,  বৌদি দুজনেরই প্রথম ডোজ অন্য জায়গায় নেওয়া, অসুবিধে হয়নি তাতে। এবার এখানে ওই তারিখে পাওয়া যাবে কিনা, সে আরেক প্রশ্ন। বহু জায়গাতেই সাপ্লাই নেই বলছিল।  আর কোভিডের যা দশা,  হাস্পাতালে ভ্যাকসিন নিতে যাওয়াই এক আলাদা রিস্ক। আমি তো দেখলাম বেশ ভিড়। লাইন করে বসালেও দু ফুট দূরত্বের গল্প নেই, সে সুযোগও নেই। ছোট জায়গা। সরকারি জায়গায় আরোই ভিড় শুনছিলাম। 


    তারমধ্যে ভ্যাকসিন দেওয়ার ঘরটি আরো ছোট, সব বন্ধ, কনকনে এসি চলছে!   বড় বেসরকারি হাস্পাতালগুলো তো সেন্ট্রাল এসি।  এই এসি আর কোভিড নিয়ে পেপারগুলো দেখার  পরে এই নিয়ে খুব খচখচ করে। 


    অফিসে ফিরেই আবার আগের বছরের মত যুদ্ধ করতে হবে, এসি বন্ধ করানোর জন্য।

  • dc | 122.174.***.*** | ১৮ এপ্রিল ২০২১ ১৩:২৮478175
  • তামিল নাড়ুতে ২ তারিখের পর লকডাউন হবে শুনছি।  

  • PM | 120.5.***.*** | ১৮ এপ্রিল ২০২১ ১২:৩৪478174
  • ভাই অপু অপবাদ দিলে হবে ? মে মাসে মাঝামাঝি কলকাতায় থাকবো --- আগে থেকে নেমন্ত করে রাখলাম। না এলে গালি খাবে কিন্তু  বেজায়। করোনার প্রকোপ তদ্দিনে কমলে তিনোর বিজয় সেলিব্রেশন i না হয়   করা যাবে আড্ডায় :)

  • π | ১৮ এপ্রিল ২০২১ ১২:৩২478173
  • দমদি৷ সেই।


    সুকির এই জিনিসটা দিব্ব তো!  এ কি পাওয়া যায় অনলাইনে আর কী নামে? 

  • PT | 116.193.***.*** | ১৮ এপ্রিল ২০২১ ১০:৩৭478172
  • @বাহ
    "পিটিবাবুর মিথ্যাচার দেখলে গোয়েবলসও লজ্জা পেত।"
    যে মন্তব্যের প্রেক্ষিতে এই বিশেষণ চর্চা করেছেছেন সেটা আমার নয়। আমার দেওয়া লিংটা পড়্লে জানতে পারতেন যে লেখাটি ISI -এর অর্থনীতি বিভাগের ইন্দ্রনীল দাশগুপ্তর।

    এই লেখাটির দুটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত এইরকমঃ
    "কন্যাশ্রী প্রকল্পের উপস্থিতি সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে মেয়েদের বিয়ের গড় বয়স দ্রুততর হারে বাড়েনি। ......রাজ্যে ২০-২৪ বছর বয়স্ক মহিলাদের মধ্যে যত জনের বিয়ে ১৮ বছর বয়সের আগে হয়ে গিয়েছিল, সেই অনুপাত অপরিবর্তিত— ৪১.৬%। তবে, কন্যাশ্রী-র দৌলতে সম্ভবত ১৫-১৭ বছরের মেয়েদের মধ্যে স্কুলে নাম লেখানোর অনুপাত বৃদ্ধি পেয়েছে।....

    ....৬-১৪ বছর বয়সি .....মোট শিশুর ৯৭ শতাংশ— স্কুলে যায়। কিন্তু, ১৫-১৭ বছরের বয়ঃসীমায় এই হারটি কমে দাঁড়াচ্ছে ৭২ শতাংশে। ......হারটি বাড়ল না কেন, সেই প্রশ্নের উত্তর খুঁজলে দেখা যাবে, গত কয়েক বছরে এই বয়ঃসীমার ছেলেদের অনেকেই লেখাপড়া ছেড়ে দিচ্ছে। ......এই বয়ঃসীমার ৭৭ শতাংশ মেয়ে স্কুলে যায়, কিন্তু ছেলেদের মধ্যে স্কুলে যায় মাত্র ৬৭ শতাংশ।"

  • | ১৮ এপ্রিল ২০২১ ০৯:৫২478171
  • কি ভয়ংকর অবস্থা! বেনারসে SRL ডঃলাল'স ল্যাব এদের কোভিড টেস্ট করতেই মানা করে দিয়েছে বিষ্ঠার গম্মেন্ট। লোক বেঘোরে মরছে। গুজরাটে  প২৪ ঘন্টা চলতে চলতে নাকি ইলেকট্রিক চুললির দেওয়াল নষ্ট হয়ে যাচ্ছে আর প্রধানমন্ত্রী আর সরাষ্ট্রমন্ত্রী তখন পশ্চিমবাংলার কোণাকাঞ্চিতে সভা করে বেড়াচ্ছে!  সেই সভায় লোক আনার জন্য মানুষকে ভয় দেখাচ্ছে, টাকা দিচ্ছে। আসলে মরামানুষ ত ভোট দেবে না আর মানুষ মরলে প্রধানমন্ত্রীর কিছু যায় আসে না সে বহুবারই দেখেছি আমরা। 


    খুব চান্স আছে ৩০শে এপ্রিল কি ২রা মে থেকে দেশজোড়া লক ডাউন ডেকে বিধায়ক কেনাবেচায় মন দেবে।

  • সুকি | 49.207.***.*** | ১৮ এপ্রিল ২০২১ ০৯:৪১478170
  • আমাদের অফিস তো এটা দেওয়া হয়েছিল গত বছর দরজা ঠ্যালার জন্য! 


  • | ১৮ এপ্রিল ২০২১ ০৯:২৯478168
  • *আমাদের

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত