খবরের কাগজে বাইট দেওয়া প্রতিবাদ আর চীটফান্ড ও কাটমানির অংশ নিয়ে প্রতিবাদ করার মধ্যে পার্থক্য তো থাকবেই। পিটিদা যে এসব কেন বোঝেন না।
কিন্তু গাড়ির কারখানা বিশেষজ্ঞ তো সমালোচনা করলেন না। আমি এই ঘটনা জানিনা বলে পাইলে গেলেন।
এই ছবি ছাবা ওয়ালা মন্তব্যগুলো সম্পর্কে জানাইঃ
১) শঙ্খ ঘোষ কোনকালেই আমার বা অথবা ধা বুজির তালিকায় ছিলেন না। তিনি জরুরী অবস্থা থেকে অনুব্রত কাউকেই ছেড়ে কথা বলএননি। তিনিই বোধহয় একমাত্র প্রদীপের আলো।
২) নবনিতা দেব সেন ও ছিলেন না সেই তালিকায়। আর তিনি বিশেষ আট-ভাট মন্তব্য কখন করেননি।
৩) সুনন্দ সান্যাল সম্পর্কে আগেই লিখেছি। উনি দীর্ঘদিন The Statesman-এ অসত্যের চাষ করেছিলেন। ক্ষমতায় এসেই দিদি ওঁকে গলা ধাক্কা দেন। তার পরে তিনি পাল্টি খান।
৪) রুদ্রপ্রসাদ ইনিয়ে বিনিয়ে প্রায় কিছুই বলেন নি সরকারের বিপক্ষে বা অম্বিকেশের সমর্থনে। " If anyone ....." . If?? তিনি বোঝেননি কি অন্যায় করা হয়েছিল? তারপরে তিনি করুণ ও কাতরঃ "They will be needing time and till then innocents will suffer"!!! মানে? এখন দেখছি অম্বিকেশ (আরো অনেকে) প্রায় এক দশক ধরে 'suffer" করছেন!! এরকম নাট্যকারই বোধহয় "পাঞ্চজন্য"-র মত vague রাজনৈতিক নাট্ক নামাতে পারে।
৫) মহাশ্বেতা বয়সকালে কখন কি বলেছেন সে নিয়ে আমি কিছু বলব না কেননা তিনি আমার অত্যন্ত প্রিয় লেখক।
৬) সুচিত্রা কোন একটি TV বিতর্কে বুদ্ধবাবুকে ১০-এ ১ আর মমতাকে ক্ষমতায়নের আগেই ১০-এ ৯ দিয়েছিলেন। তার পরে আর তাঁর পর্যবেক্ষণ নিয়ে বিশেষ কিছু ভাবার অবকাশ নেই। তিনি অবিশ্যি অম্বিকেশকে নিয়ে বিশেষ চিন্তিত নন। নিজে জেলে যাবেন কিনা তাই নিয়ে চিন্তিত।
৭) জাতীয় গ্রন্থাগারের মাথা স্বপন চক্কোত্তি তখন প্রেসিডেন্সির কোন কমিটিতে বসে কলকাতায় অক্সফোর্ড পত্তনের স্বপন দেখতেন। তিনি শুধু ধৈর্য ধরতে বলেছেন। আদৌ কি বলেছেন গা বাঁচিয়ে কে জানে!! জাতীয় গ্রন্থাগারের মাথা রাজ্যের একটি দেশনন্দিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের হেনস্থা সম্পর্কে কিছু জানতেন না অবিশ্যি।
৮) দিদি নম্বর ১-এর জন্য বুজিদি নম্বর ১ হচ্ছেন শাঁওলী!! যিনি ১৭ খন্ড রবীন্দ্ররচনাবলী সম্পাদনার দায়িত্ব পেয়েছিলেন নতুন জমানায় তিনি ঘটনাটি সম্পর্কে কিস্যু জানতেন না!! অথচ ইনি গাড়ীর কারখানা কি ভাবে তিনতলা বাড়িতে চালু করতে হয় সে বিষয়ে বিশেষভাবে জানতেন।
৯) দিদি নম্বর ১-এর জন্য বুজিদা নম্বর ১ আপাং, ঝাপাং কিছু বলে অবিশ্যি জানিয়েছেন তিনি ঘটনাটিকে probe করে তারপরে বাণী দেবেন। দিয়েছিলেন কি তিনি কোন গভীর বাণী? কেউ শুনেছেন?
১০) কৌশিক বোধহয় প্রতিবাদ করেছেন যদিও এখন তিনি দিদিকে ভোট দেওয়ার পক্ষে বলেন। আমার বিচারে কৌশিক পূজো-প্যান্ডেলে হৈ-চৈ করবে যারা-র দলে। বছর দুয়েক আগে অম্বিকেশের পাশে বসে JU তে কৌশিকের বাচালতা শুনে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। অম্বিকেশের বিভাগের অনুষ্ঠানে এসে তিনি বোধহয় ভুলেই গিয়েছিলেন যে এরকম কিছু ঘটেছিল।
কমরেডগণ, এইসব টিনের তলোয়ার নিয়ে যুদ্ধ করতে নেমেছেন?
বিড়াল দেবী বাস্টেট
বিড়াল আর কুকুর এর মধ্যে চিন্তাভাবনার তফাৎ, জীবনদর্শনের তফাৎ সবাই জানে, তবু এ প্রসঙ্গে আর একবার -
A dog thinks: The human beings I live with feed me, love me, provide me with a nice warm, dry house, pet me, and take good care of me... they must be God!
A cat thinks: The human beings I live with feed me, love me, provide me with a nice warm, dry house, pet me, and take good care of me... I must be a God.
দেখো, বিড়ালের হলো আসক্তিহীন ভালোবাসা। আজ তোমাকে নিয়ে আহ্লাদীপনা করবে, কাল আরেকজন আরেকটু ভালো করে কান চুলকে দিলে তার কাছে চলে যাবে। তারপর ইচ্ছে হলে হয়তো তোমাকে নিয়ে কাব্য সাহিত্য শিল্প রচনা করলেও করতে পারে, তবে, ঐ আরকি।
দিনগত পাপক্ষয়ের পর গরম গরম আলুসেদ্ধ ডিমসেদ্ধ এক খাবলা ঘি আর ডাল ভাত খেয়ে বাড়তেই থাকা বাড়তেই থাকা, ভুঁড়ির দিকে তাকিয়ে তাকিয়ে বিড়ালের মত নিস্পৃহ হওয়ার কথা ভাবছি।
আমার মামা ছোটবেলায় মাঝে মাঝে একা প্লেনে চেপে শিলচর আগরতলা যাতায়াত করতো। সেখানে তৎকালীন অতিভদ্র ফর্ম্যাল লোকজন নাকি কাউন্টারে গেলে বলতো, বলুন, আপনার জন্যে কী করতে পারি। মামা সেই নিয়ে খুব বিরক্ত ছিল, তাঁর নাকি মনে হতো "কই, আমার মাথাটা একটু চুলকাইয়া দিতে পারেন"। বিড়ালের কান প্রসঙ্গে মনে পড়লো।
উত্তরপূর্বের বিমানযাত্রা নিয়ে অনেক মজার গল্প আছে। হস্তিমূর্খের বিমানযাত্রা লেখাটা আমি মাঝে মাঝেই পড়ি।
চট করে পড়ে নিন -
উনি এখানেও লিখেছেন।
নিঃসন্দেহে বেড়ালগুলি দর্শনের শেষ চ্যাপ্টারও পড়ে ফেলেচে। ডিডিদা অবদি ভয় পেয়ে গিয়েছিলেন এঁদের পাণ্ডিত্য দেখে।
'কুকুরের প্রভুভক্তি' - শুধু ভক্তি নয় , ভালবাসাও
গত কয়েক বছরে অবিশ্যি আমি এক ক্যালিকো বিড়ালের বেশ প্রেমে পড়েছি, নাম ড্যাফনি।
ড্যাফনি-র আচরণ মানুষেরই মত, বড়ই ভাল বিড়াল
বেড়ালও খুব উচ্চস্তরের জীব। পড়েই দেখুন https://gutenberg.ca/ebooks/eliotts-practicalcats/eliotts-practicalcats-01-h.html
নৈতিকতাবোধ জানি না (খুব একটা সুবিধের নাও হতে পারে), কিন্তু বিড়াল খুবই উচ্চস্তরের জীব।
আমি বরং কুকুরের থেকে একটু ওপরেও রাখতে পারি, কুকুর খুবই ভালোবাসি, তবে এত প্রভুভক্তি ঠিক ব্যক্তিত্বসূচক নয়।
সিপিএম প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখবেন এমএল নেতা দীপঙ্কর ভট্টাচার্য
হ্যা। আজ পি এস জি আর বায়ার্ণ।
হুম, অনেকেই তাহলে প্রতিবাদ করেছিলেন তখন, দেখা যাচ্ছে।
বিড়ালের কথা জানি না, তবে কুকুর খুবি উচ্চস্তরের জীব, এ কথাও বলতে হয়
I am really astonished to observe how a person can speak so much lies without a little hesitation!
ইউরো?
ধুত্তোর! সব খেলাগুলো রাত সাড়ে বারোটা থেকে। ফোঁৎ।
আচ্ছা, বেড়ালের নৈতিকতাবোধ কী করে মাপছে?
অঙ্গার শতধৌতেন।
মন্তব্য নিষ্প্রয়োজন!
অঙ্গার শতধৌতেন।
যাকগে।
রাস্তার কুকুর-বেড়ালের নৈতিকতাবোধ এর চেয়ে উচ্চস্তরের! তারা এইভাবে নির্লজ্জ মিথ্যাচার করতে পারেনা!
সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করাকে নাকি গলাধাক্কা বলে!
নিজে কোনো প্রতিবাদ করবনা, খালি অপরের সমালোচনা করব! একটি আদ্যন্ত মনুষ্যেতর প্রাণী!
আবার ঋত্বিকের কথাই বলব, "অনাদ্যন্ত শুয়োরের বাচ্চা!"
যাক প্রতিবাদীদের নাম পাওয়া গেছেঃ
"critical..... on various issues. :-)))
"some intellectuals" .....number of issues. :-)))
Sunanda Sanyal resigned... অর্থাৎ কিনা গলা ধাক্কা খাওয়ার পরে!!
"Mahasweta Devi had called the Trinamool government 'fascist' for the police denying permission....(to) APDR." (অম্বিকেশ?)
Kabir Suman, ......but she wants 'yes men' surrounding her." (পদধূলির লোভে আবার ফেরৎ গেছেন অবিশ্যি)
"Shuvaprasanna, ......I support her."
এই হল পোতিবাদের কিস্সা!!
সৌমিত্র এবং মৃণাল প্রতিবাদ না করে ঘোর অন্যায় করেছিলেন।
একজন অধ্যাপককে তিনোর পোষা গুনডারা চড়-থাপ্পর মারতে মারতে জেলে পুরেছে। আর তার পরে বছর দশেক ধরে আইনের প্যাঁচে ফেলে হেনস্থা করছে। সেই নিয়ে কিছু উচ্চ শিক্ষিত মানুষ খিল্লির তুবড়ি ছোটাচ্ছে?
নিজেকে বাঙালী বলতে লজ্জা করে আজকাল।
selective victim blaming or defending - as it suits one's opinion
পিটিদা বাল বকা বন্ধ করবে? তাহলেই হয়েছে :d
গ্রেফতার যে করেছিল দোষ তার। ভিকটিম ব্লেমিং না করলেই ভাল।
কার্টুন শেয়ারকে মতলববাজি বললে অন্যকে মমতাপন্থী বলে মার্ক করতে সুবিধে হয়? তাই এক্কেরে সামারসল্ট দিয়ে কার্টুন শেয়ারকে মতলববাজি বলে টানার চেষ্টা? কার্টুন শেয়ার ত শতরুপ পুরন্দর ভাট হাজারে বিজারে করে। সবাই করে। গ্রেপ্তার দেখিয়ে ভিক্টিম সেজে বিধায়ক হবার মতলববাজি।
@hehe আপনিও সাতদিন লকাপে থেকে লপসি খেতে পারেন, সাাথে ম্যাসাজ ও দেবে। তারপর নয় পঞ্চাশ হাজার দেবে খন। পেতে গিয়ে শুকতলা ক্ষয়ে গেলে আলাদা কথা।