ডিসি, ওকে।
আমার তো তক্ক করার কোন ইচ্ছেই নেই। আমার কাছ একটা ইস্যুকে ইস্যু মনে হচ্ছে, আপনার হচ্ছে না। এই তো কথা।
কেন্দ্রের হিন্দি চিঠি ঐ হিন্দি অফিসার অনুবাদ করে দেবেন, মিটে গেল।
আমিও বুঝলাম না পিটিদার আপত্তির জায়গাটা কী ?
হিন্দি আমারও পোষায় না। সাকুল্যে দুটি ভাষা জানি, ইংরেজী আর বাংলা। ভারতে আমার বোধহয় তামিলনাড়ুতে বা কেরালায় ছাড়া আর কোথাও গতি হবে না (যদি পশ্চিমবাংলার বা ত্রিপুরার বাইরে ভারতের অন্যত্র একটা কোনো গতি করতে চাই )।
বেশীরভাগ খিস্তি যৌনগন্ধী মানছি, তাও এই বিশেষ খিস্তিটা ব্যবহার না করতে আমিও অনুরোধ করছি।
কেন্দ্রের চিঠির উত্তর কেন হিন্দিতে দিতে হবে সেই সহজ প্রশ্নটা আগে মাথায় আসেনা কীকরে,এ এক কঠিন প্রশ্ন।
"হিন্দি কেন জানতে হবে?"
না জানলে officer or clerk কেন্দ্রের চিঠির উত্তর দিতে পারবেন না।
scientist দের হিন্দি শেখার প্রয়োজন আছে এমন কথা কেউ বলেছে বলে আমি গত তিন দশকে শুনি।
তক্কটা কি নিয়ে হচ্ছে?
ধুর,এটা।
Rendezvous with Tagore ep.1 | Aaji bijon ghore | Lagnajita Chakraborty | Nilanjan Ghosh - YouTube
আমার এটাও ভাল লাগেনি। নতুন গানই করুক বরং।
মরেচে, রেপথ্রেট বা সেকশ্যুয়াল ভায়োলেন্সকে আবার ছোট দেখানোর চেষ্টা করব ক্যানো। কী মুশকিল। আমি তো বললাম এক্ষেত্রে স্ল্যাং তার যা নিজের আক্ষরিক অর্থ তা মিন করিনি। ভিকিদার মতন অ্যাত প্রতিভাও নেই।
বনফুল আমারও একেবারে ভালো লাগেনি।
সরকার আকাশ থেকে পড়েনি, ও আমাদেরই ব্যাপার, আমাদের জন্যেই সরকার নামক সাদা হাতিটি পোষা।
আবারও, আপনার কাছে অসুবিধেজনক মনে হয় না, অন্য অনেকের কাছেই হতে পারে। আমি আমার স্থানীয় বা নিজের ভাষা জানি, ইংরেজি জানি। হিন্দি কেন জানতে হবে?
আর আপনি তো সেইসবসময় একটাই স্টাইল চালিয়ে যাচ্ছেন দেখি। সবাইকে সর্বক্ষণ কটূক্তি। এটা কি কুস্তির কোন স্টাইল ?
সিপিএমের চৌতিরিশ বছরের শিল্পোদ্যোগের একমাত্র উদাহরণ সিঙুরে না হওয়া কারখানার ফাটা রেকর্ড বাজানো।
তোরা ভিকিদার মত নতুন খিস্তি বানাতে পারিস না নন সেক্সিস্ট খিস্তি?
রেপথ্রেট বা সেকশ্যুয়াল ভায়োলেন্সকে যতবার ও কিছু না বলে ছোট করে দেখাবার চেষ্টা করবি ততবার রেপ রেটরিক নর্মালাইজ হবে।
ওহ, আমি গুরুর এডিটরেই শুনছিলাম। ইউটিউবে গিয়ে দেখিনি। খুবই দুর্ভাগ্যজনক। ইন ফ্যাক্ট তোমাকে ধন্যবাদ দেব ভাবছিলাম, অরবিন্দ বিশ্বাস শোনাবার জন্য।
লগ্নজিতার এই গানটা খারাপ লাগেনি কিন্তু এই গান শুনে ইস্তক অপছন্দ করতে শুরু করেছি। ভাল কথা,এই গানেই বোধহয় সবচে বেশি ভিউ। ১১ লাখ !
মজা হচ্ছে,ব্যাপারটা সাইক্লিক। ভিউ বাড়লে কিছুদিন পরে সেটাই প্রথমে আসবে এবং ভিউ আরো বাড়বে !
"আপনার কাছে যেটা নন ইস্যু অন্যদের কছে সেটা ইস্যু হতেই পারে।"
এটাতে আমি বা আপনি matter করিনা। এটা কেন্দ্রীয় সরকার আর কেন্দ্রীয় সংস্থার মধ্যের ব্যাপার।
ঠিকাছে দ দি। অসুবিদে নেই। পরিবর্তে আরো অন্যান্য খিস্তি উজাড় করে দেওয়া হবেখন।
সেই সিঙ্গুরের সময়কার স্টাইল ফিরে এসেছে আবার। উত্তর নেই যখন তখন কটুক্তি সার। সিঙ্গুরের নন্দীগ্রাম মানুষের উপকার করতে গিয়ে তাদের যা হাল করেছিলেন তা তো দেখলাম। এখন বাংলা নিয়ে আর নাই বা ঘাঁটাঘাঁটি করলেন।
IISER এর ২০১৮-র ad এ এই বাক্যটি ছিল "“To apply for any post of Officers/Non-teaching Staff, the candidate also should have basic knowledge of Hindi,” এতে অস্বাভাবিক কি আছে? গর্গ সেখানেও নাক গলিয়েছিল।
দুনিয়ায় কে কবে প্রোগ্রেসিভ খিস্তি মেরেচে জানা নেই। বাংলার সব খিস্তিই যৌনগন্ধী। এই ভদ্রলোকের সঙ্গে কোনো কনভারশেসনে যাব না, শুদু এইটুকুই জানানোর যে 'স্যাটা ভাঙা' বা 'স্যাটা ভাঙা ক্যাল' এখন সব দলের সমর্থকদের চলতি রাজনৈতিক খেউড়। এর অন্য মানে থাকতেই পারে, কিন্তু বর্তমান প্রেক্ষিতে এর মানে হুলিয়ে ক্যাল ইত্যাদি। কেউ মানে অ্যাতটাও পাগল নয় অন্য অর্থে ব্যবহার করবে। 'বাঁড়া' বা 'মার গেঁড়েচে' যেমন নানান রকম ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিচিত্র সময় কিনা। এইবার বাংলা ভাষার নিকানো উঠোনে এইসব স্ল্যাং এর চামড়া গুটিয়ে দেওয়া হবে কিনা সে চুলচেরা বিশ্লেষণ পন্ডিতেরা করুন।
তাহলে শুভেন্দুকে মেরে স্যাটা ভেঙে দেবার মানে শুভেনদুকে রেপথ্রেট। এবার ভারতীয় আইন মেলরেপকে স্বীকৃতি না দিলেও বাংলা স্ল্যাং দিচ্ছে দেখছি। পাঞ্জাবী স্ল্যাং অবশ্য ইহজগতের যাবতীয় প্রাণীকে রেপ করার ইচ্ছে প্রকাশ করে থাকে।
রেপ একটি ভয়ানক আগ্রাসন। যে কোন মানুষের জন্যই ভয়ানক। এটার ব্যবহার আর না দেখলেই খুশী হব। @সিবি, টি।
ও পাই, অরবিন্দ বিশ্বাসের কপালে চুয়ান্ন হাজার যোটে নি, সাকুল্যে ৫৪ জুটেছে।
ডিসি, এ কী ভিডিও দেখালেন? এ যে ওয়ার্মহোলের মধ্য দিয়ে ঘূর্ণীপাকে পড়ে অসংখ্য কারা যেন বেরিয়ে আসছেন! কী সাংঘাতিক!!!!!
আপনি এরকম ব্যাঙ্কে নিয়মিত গিয়ে এত অসুবিধা দেখেও সেই নিয়ে কিছু করে উঠতে পারলেন না ? যাঃ। খালি এখানে এসে সবাইকে বকাঝকা দিয়ে গেলে হবে ? করুননা এই নিয়ে আন্দোলন বা যাহোক করে বদলান না সিস্টেমটা ,আপনার জয়ধ্বনি দেব। জয় পিটিদা,জয় বাংলা।
আমার আবার মনে হয় খুবই ভালো ভালো গান হচ্ছে আজকাল। সব কী আর ভালো, কিন্তু অনেক নতুন ভালো গানই হচ্ছে।
ইদানীং এই গানটা খুব শুনছি
বাংলাভাষার জন্য ভালো ভালো লেখা চাই। যেমন সেই যে ছিল, "এপাং ওপাং ঝপাং"? এখন হয়তো খপাং । ঃ-)
(ওসবের ভিডিও পাওয়া যায়? কথাঞ্জলির? )
আপনার কাছে যেটা নন ইস্যু অন্যদের কছে সেটা ইস্যু হতেই পারে।
এ তো সামান্য ব্যাপার। অনেকের কাছেই এটা ইস্যু। আপনার কাছে নয়, বেশ তো।
প্রথমটা তো বিশাল তারকাদের ঃ) অনুপম শুভমিতা ! এমন ভিউ না হলেই অবাক হতাম ! তবে এরকম বিকট ফিউশন বানিয়েছে শুনিইনি! ফিউশনও বা কেন ? এটা তো রবীন্দ্রসংগীতই নয়,এক লাইন বাদে ! নাকি অনুপম রবীন্দ্রসঙ্গীত লিখতে কম্পোজ চেয়েছিল ?
অনুপম সৃজিতের যেকোন ভিডিও সার্চ করে দেখ ! লোকে নাম দিয়েই সার্চ করে আর শোনে মনে হয়। ৫৪০০০ তো সঃে তুলনায় ভালই ভিউ বলব।
ব্যাস পিটিদা চান্স পেয়েই কাদায় নেমে মনের আনন্দে ঘোঁত ঘোঁত করতে শুরু করে দিয়েছে।
বিশির গ্রাম ছাড়া শুনেছি, চমৎকার ব্যাপার। গুরুতেই বছর দশেক আগে কেউ দিয়েছিল।