এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • disgusting | 42.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৯:০৫460909
  • ধীরেন মিশ্র "অবশেষে" এলেবেলের মাসিকে বিয়ে করায় চিত্রলেখা চৌধুরী শুধু "নিজে বেঁচে" যাননি, আপামর বাঙালিকে বাঁচিয়ে তাদের চিরঋণী করেছেন। এবং সে কথা শোনার পরে তিনি কী বলেছেন -- সেসব তো ওপেন ফোরামে করা বিশিষ্ট ব্যক্তিদের পার্সোনাল লাইফ চর্চার ইঙ্গিত নয়, অভিজাত বন্ধু কে ওপেন ফোরামে করা লোকের ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রশ্ন যার উত্তর ফোন করে দেওয়া হবে বলেই নাকি ফোনে না করে গুরুর খোলা পাতায় করা। 

    কতখানি আউটরাইট ডিজঅনেস্ট হলে নিজের প্রতিটা ভুলভাল কাজকে কথার মারপ্যাঁচে ভুল বোঝাবুঝির অবসানের জন্য খোলাখুলি লিখতে বাধ্য হওয়ার মত অজুহাত দিয়ে... 

    জাস্টিফাই জাস্টিফাই জাস্টিফাই... 

    এক লাইনে ভুল স্বীকার করা বা দুঃখপ্রকাশ করার মত ন্যূনতম সততাটুকু নেই।

  • দীপাঞ্জন | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৯:০০460908
  • could not *earn* enough

  • দীপাঞ্জন | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫৯460907
  • "সত্যজিত রায় যদি মিজোরামে জন্মাতেন তাহলে কি আর নিজের ভাষায় সিনেমা তৈরী করে?" - ঠিক, পঞ্চাশ ষাট এর দশকে হলে গিয়ে বাংলা ছবি দেখার একটা বড় ​​​​​​ক্রিটিকাল মাস ​​​​​​​না থাকলে, প্রোডিউসারের অন্তত ব্রেক ইভেন করার আশা ​​​​​​​না থাকলে, ​​​​​​​সত্যজিৎ বছরে একটা  ছবি বানাতে পারতেন ​​​​​​​না | আর বছরে একটা ছবির নিশ্চয়তা না থাকলে  ইউনিট ভেঙে যেত | গুগাবাবা ফিনানসিং (1967) প্রসঙ্গে  সিটন ​​​​​​​থেকে  - "but the intensification of the economic crisis in the Bengal film industry induced R.D. Bansal to decide that in future he would invest his money in Hindi films. Ray's films were not sufficiently profitable an investment in a time of economic uncertainty. For the first time in ten years, Satyajit Ray's production schedule was catapulted from exceptional certainty ro uncertainty. Those who had felt that he should not have made one film immediately after another had not grasped how Ray felt about his unit. As mentioned earlier, the tightness of his working schedule was baded on providing a livelihood for the unit. It was probably the best technical combination in India and it would disintegrate if the members could not enough to live working with Ray." (p 263)

  • | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩৫460906
  • থ্যাংকু পাই। 


    হাইপারলিঙ্কও হচ্ছে দেখলাম। 

  • π | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৭:৫৭460905
  • উইন্ড দমদি।

  • দীপাঞ্জন | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৭:০৯460904
  • "বলিউডের অ্যাকশান সিকুয়েন্সগুলো এতো খাজা কেন?" - ডিমান্ড কম, কম্পিটিশন বেশি  | ভারতের যে মার্কেট সেগমেন্ট একশন এস্থেটিক্স ডিমান্ড করেছে, তার জন্য আন্তর্জাতিক সাপ্লাই সবসময়ই ছিল | এমনকি আশি নব্বইতেও ছিল,  মফস্বলেও, শাওলিন নিনজা ব্রুস লি থেকে রাম্বো ভন দম চাক নরিস, সবই ছিল | ১২:০৫ নুন শোতে | তার সাথে কম্পিট না করে  ভারতের নাট্যশাস্ত্র, বা বোম্বাইয়ের বোম্বেটের ফর্মুলা মেনে, হাসি কান্না, গান বাজনা, প্রেম বাট না সেক্স  পরিবার জমিদার, এসবের শেষে দশ মিনিট ঝাড়পিট দেখালেই  যদি  ১-৩০, ৪, ৭ এর  তিনটে শো হাউস ফুল হয়, কে আর কষ্ট করে গ্রাফিক্স  স্পেশাল এফেকট শিখতে যাবে | ডিস্ট্রিবিউটররা জানে ডিমান্ড ভলিউম কোথায় |

  • | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৭:০২460903
  • আচ্ছা দুটো প্রশ্ন


    1) ব্লগে কি হাইপার্লিঙ্ক করা যাচ্ছে? 


    2) নায়াগ্রা ফলসের উচ্চতা বরাবর সিঁড়ি বেয়ে অনেকটা উঠে যাওয়া যায় যে রাইডটায়, যেটাতে ওরা হলদে রঙের বর্ষাতি দেয় সেইটের নাম কেভ অব দ্য উইন্ড না কেভ অব দ্য মিস্ট? (ভুলে গেছি, গুগলালেও হয় অবশ্য) 

  • দীপাঞ্জন | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৬:৫০460902
  • "অক্ষয়  কুমারের একটা বাজে সিনেমা আছে  সেই খুনের ঘটনা নিয়ে।" - সুনীল দাত আর গুলজার এর ও পুরোনো সিনেমা আছে | আশির দশকে দূরদর্শনে শো টাইম বলে রবিবার সকালে (১১:৩০?) একটা অনুষ্ঠান হতো, যার ঠিক পরেই আর্নল্ড আর উইলিস দুই কৃষ্ণাঙ্গ ভাইদের এর ডিফারেন্ট স্ট্রোকস (১২:০৫ ), তাতে একটা এপিসোডে ওই দুটো সিনেমারই ক্লিপিংস দেখিয়ে বলেছিল যে এর পরেই জুরি ট্রায়াল উঠে যায়, সেসব শুনে আমার প্রথম জুড়িসিয়াল সিস্টেম নিয়ে বেশ আগ্রহ জাগে |

  • এলেবেলে | 202.142.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৬:৪৪460901
  • ভাগ্নে আবার কোষ্ঠাকঠিন্যের ভুল ধরতি পারে! কোষ্ঠকাঠিন্য করে দিই বরং! 

  • এলেবেলে | 202.142.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৬:৪১460900
  • লাস্ট বাট নট দ্য লিস্ট। 


    এলেবেলে খোলা পাতায় আলোচনা করার কায়দা জানে। 


    জানে বলে ---


    ১) ছুঁচোবাজি করে না। যা লেখে নিজে লেখে। নিজের নামে লেখে।


    ২) চুকলিখোরটার নাম বলা দূরে থাকুক, ইঙ্গিত অবধি দেয় না।


    বেচারা কোষ্ঠাকঠিন্যের চোটে মরে যাক, এটা এলেবেলে চায় না

  • এলেবেলে | 202.142.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৬:২৫460899
  • //লোকজনের ব্যক্তিগত লাইফ নিয়ে খোলা পাতায় গাদা গাদা প্রশ্ন করবেন//


    এটাকেও নিকেশ করে ছাড়ি। প্রশ্নটা খোলা পাতায়। অস্বীকারের প্রশ্নই নেই। কিন্তু তার উত্তরটা যে অর্জুন আমাকে খোলা পাতায় দেবে না, সে ব্যাপারে ৫০০ শতাংশ ্নিশ্চিত। এক, আমার ফোন নম্বর ও জানে। ও অ ভি জা ত। ক্লিয়ার?


    এই অভিজাত নিয়ে... হে হে খোরাক! খোরাক!

  • এলেবেলে | 202.142.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৬:১৮460898
  • সমস্ত আলোচকদের আলোচকের

  • S | 2405:8100:8000:5ca1::e6:***:*** | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৬:১৫460897
  • ওটা একটা খেলা আছে না - এফ, ম্যারি, কিল। 


    বলিউডের লোকজন যে কেন এত কুল সাজতে চায়। 

  • এলেবেলে | 202.142.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৬:১৫460896
  • আমার তরফ থেকে আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে গত তিন-চারমাসে ভেতরে জমে থাকা বিষবাষ্প উগরে দেওয়ার সুযোগটা নিজের অজান্তেই করে দিচ্ছেন, তার জন্য।


    কাল পুরোহিতের অ্যালেগরিতে আশা করি নিজের লেখা নিয়ে আমার আশা-নিরাশার 'ধারণা'-র অবসান হয়েছে। আপনার ও বাকি অনেক বিজ্ঞের (আপনাকে বিজ্ঞ বললাম না কিন্তু) যারা রামকেষ্ট ভটচাজ... । বাদ্দিন ছেঁদো প্রসঙ্গ।


    এবারে এটাকেও নিকেশ করি। 


    এই কথাগুলো ঠিক আপনার ভাষাতে না বললেও ইনিয়ে বিনিয়ে অনেকেই বলেছেন। সেই কারণে আমি নিজে কী হারিয়েছি আমি জানি। সে প্রসঙ্গও প্রকাশ্যে বলব না।


    মূল অভিযোগটা হচ্ছে --- //ক'দিন আগে কে আপনার পোস্ট ভাট থেকে টইতে তুলেছে বলে চেঁচামেচি গালমন্দ দোষারোপ  ভিত্তিহীন অভিযোগ করে ভাট অস্থির করে দিলেন, এতজন বোঝানোর পরেও সামান্য জিনিসটা বুঝলেন না যে কেউ সেটা করে থাকলে আপনাকে অপমান কিরতে করেনি, সরায়ওনি।// 


    এর দুটো সম্ভাব্য অপশন - হয় আমি বিশুদ্ধ ন্যাকা ও আতাক্যালানের ডিম। নতুবা এই অভিযোগটা যাঁরা লাগাতার করে যাচ্ছেন (আপনাকে এর আওতার বাইরে রাখছি)।


    আজ্ঞে না, আমার আপত্তিটা আদৌ এটা ছিল নাআমার পোস্ট ভাট থেকে টইতে তুলেছে বলে 'চেঁচামেচি গালমন্দ দোষারোপ  ভিত্তিহীন অভিযোগ করে ভাট অস্থির করে' তুলিনি। আগামাথা বাদে, বাকি সমস্ত আলোচকদের মন্তব্য ছাড়া বিচ্ছিন্নভাবে ওটাকে ডাম্প করার প্রতিবাদ করেছি। সেটা যদি আমার পোস্ট না হয়ে অন্য যে কোনও ব্যক্তির পোস্ট হত, তাহলেও প্রতিবাদটা আমার তরফে একই রকম হত। এবং এ জিনিস গত ১৫ বছরে হয়নি (ডকুমেন্টেড)।  


    এখানে আমি নোবেল লেকচারটা লিখছি না যে, সেসব নিয়ে ব্যাপক পজেসিভনেস থাকবে। কিন্তু কেউ যদি আবারও ওই একই কাজ করেন এবং সেটা যদি আমার চোখে পড়ে তবে আমার গলাটা খাদে নামবে না, বরং আরও উচ্চগ্রামে উঠবে। ক্লিয়ার? 

  • আবেদন | 61.22.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৬:১৩460895
  • কত্তিপক্ষোর নিকট আবেদনঃ ভাটে শূন্য কলসী দাপাদাপি করলেই প্রথম পাতায় একটা লুটিশ দেওয়া হউক "বিস্ফোরক মন্তব্য করলেন ডডনংবাবু।"


    বহু ডলারে ছোঁচানো জনগণের উইকেন্ড রঙীন করে তোলার জন্য ডডনংকে ধন্যবাদ। (ন্যাড়াবাবুর কয়েনেজগুলো পুরো চাক্কু মাইরি)

  • π | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৬:০০460894
  • উফফ!  অসম্ভব বিরক্তিকর! 


    লোকজনের ব্যক্তিগত লাইফ নিয়ে খোলা পাতায় গাদা গাদা প্রশ্ন করবেন,  কৌতূহল দেখাবেন,  কে কাকে বিয়ে করেছেন, করেননি, অদ্ভুত সব ক্রিপ্টিক পোস্ট করবেন,  তাঁঁঁক আবার সেসব কথা জানাতে, জিগেশ করতে বলবেন, তাও নাকি আপনি ব্যক্তিগত ব্যাপার নিয়ে আগ্রহ দেখান না, খোঁচাখুচি করেন না!  


    দু'য়ে দু'য়ে চার করার কোন গল্পই নেই।  খোলা পাতায় নিজেই তো পোস্ট করেছেন।  সেখানে লিখে তো এসব বলতে পারেন  না যে অন্যেরা যেন তা না পড়ে!  


    আপনার খোলা পাতায় লেখালেখি নিয়ে অসম্ভব কিছু ভুলভাল ধারণা আছে। ক'দিন আগে কে আপনার পোস্ট ভাট থেকে টইতে তুলেছে বলে চেঁচামেচি গালমন্দ দোষারোপ  ভিত্তিহীন অভিযোগ করে ভাট অস্থির করে দিলেন, এতজন বোঝানোর পরেও সামান্য জিনিসটা বুঝলেন না যে কেউ সেটা করে থাকলে আপনাকে অপমান কিরতে করেনি, সরায়ওনি। 


    কাল থেকে অভ্যু আর অনেকে ভাট থেকে টইয়ে পোস্ট তুলছে আর কারুর সেনিয়ে আপত্তি নেই দেখেও বুঝলেন কিনা জানিনা। দু'দিন বাদে হয়ত আবার সেই নিয়ে শুরু হবে! 

  • এলেবেলে | 202.142.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৫:৫৫460893
  • রাত ১১টা নাগাদ পর্যন্ত

  • এলেবেলে | 202.142.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৫:৪৬460892
  • ফন্ট পুরো ঘেঁটে ঘ হল কেন কত্তিপক্ষো?

  • এলেবেলে | 202.142.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৫:৪৪460891
  • আজ আর কালকের ভুলটির পুনরাবৃত্তি করিনি। আগে নিজের কাজ, পরে খই ভাজা।


    তো খই ভাজতে গিয়ে প্রথমে এটা চোখে পড়ল।

    ২০ সেপ্টেম্বর ২০২০ ০১:৫২

    কিন্তু দু'ইয়ে দু'ইয়ে চার করতেও ভয় হল কারণ কে সকালে সেটা করেছেন জানিনা 

    আহা, এহেন সারল্য ও ভুলো মন দেখে অভিভূত হয়ে যাচ্ছিলাম প্রায়। প্রায় না, হয়েই গিয়েছিলাম। কিন্তু ওই যে শকুনের নজর! তাই সামান্য ভাগাড় ঘাঁটতেই এটা নজরে পড়ে গেল।

     

    ১৯ সেপ্টেম্বর ২০২০ ১২:২৪

     

    'চিত্রলেখা চৌধুরী শেষ অব্দি বিয়ে করেছিলেন কিনা' বা যাদবপুরের অমুক তমুক ব্যক্তির কথা কী বলেন সে বিষয়ে যাবতীয় 'কৌতূহলে'র নিরসনও নিজেই করে দেবেন হয়তো  খোলা পাতা তো যেকেউ যখন হোক দেখতেই পারেন, দেখেই থাকেন। 


    পুরো ভেবলে গেলাম। সকল লোকের মাঝে ব'সে আমার নিজের মুদ্রাদোষে আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা? 


    কিন্তু, দাদা আমি বাঁচতে চেয়েছিলাম। [আমি] সারল্য ও ভুলো মন বিশ্বাস করতে চেয়েছিলাম।


    এদিকে সিঙ্গল *চি (একটা নেই, কারণ নিজের নাম লিখতে পারার মুরোদের অভাবে ওটা বাই ডিফল্ট নেই আর কি) সেটাকে হেঁইয়ো করে তোলেনি, তুলবেও না কস্মিনকালে। কে হায় হৃদয় খুঁড়ে...


    সত্যিই তো, "গুরুর লিঙ্ক পড়লে , খোলাপাতা তো কতজনেই পড়েন, এই নিয়ে খামোখা চর্চা  অনেকেরই ভাল নাই লাগতে পারে।"   'খামোখা চর্চা' দৈববাণী কি আর দেবদেবীদের জন্য প্রযোজ্য হয়? 


    একটা ২৬ সেপ্টেম্বরের অকারণ উল্লেখও নজর এড়ায়নি। উহার জন্য ২৪ তারিখ রাত ১১টা নাগাদ অপেক্ষা জারি থাকুক। যাহা প্রকাশিত হইবার, তখন প্রকাশিত হইবে।

  • π | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৫:২৬460890
  • সোনম ও আছে, আলিয়াও।  সোনম বলেছিল সুশান্ত আবার কে, এরকম কিছু। আলিয়া বলেছিল, হেট কর‍তে বা মার‍তে হলে সুশান্তকে করবে, এরকম কিছু।  এই ভিডিওগুলো দাবানলের মত ছড়িয়েছে,  তার আরো বড় একটা কারণ,  সুশান্তের ট্যুইটে কাউকে একটা দেওয়া রিপ্লাই, আমার কোন গডফাদার নেই,  ফ্যানরা না দেখলে সারভাইভ করতে পারবেনা, এম্লন কিছু। 


    এসবের মধ্যে চাড্ডি কিছুই ছিল না। ওরা ঝোপ বুঝে কোপটি মেরেছে।


    চাড্ডিদের ক্যাম্পেন স্ট্রাটেজি থেকে শেখার আছে অনেক কিছু।

  • টেস্ট | 2405:8100:8000:5ca1::62:***:*** | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৫:২১460889
  • হুম

  • S | 51.195.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৫:০৮460888
  • বোধিদা, এই হিন্দিসিনেমার প্রসারের ব্যাপারটা আগেই লিখেছি। ওটা হিন্দি ভাষার মার্কেট বড় হওয়ার সুবিধা। যে কারণে ইংরেজী ভাষাও সুবিধা পাচ্ছে। আবার এটাও ভাবুন যে সত্যজিত রায় যদি মিজোরামে জন্মাতেন তাহলে কি আর নিজের ভাষায় সিনেমা তৈরী করে অস্কার পেতেন?

    হ্যাঁ এইবারে এই হিন্দি হার্টল্যান্ড যে ধরে রাখবে, সেই ভারতে রাজত্ব করবে। ঐ হিন্দি হার্টল্যান্ড = ইন্ডিয়া ইকুয়েশানটা ভারতের একটা বিশাল বড় অংশে ভালই চলে। একসময় কঙ্গ করেছে, এখন বিজেপি করছে। বাম চিন্তাভাবনা সেখানে অ্যাকাডেমিক আর ইন্টেলেকচুয়ালদের বাইরে মাসে কোনওদিনও স্প্রেড করতে পারেনি। সেটা অন্য অনেক কিছুর পরেও বামেদের ব্যর্থতা তো বটেই।

    তার পরেও আমি দেশ কি মিট্টি সোনা উঁগলে বা সন্দেশে আতে হ্যায়ের থেকে আর্টিকেল ১৫ হওয়াটাকে বেশি প্রেফার করবো।

  • বোধিসত্ত্ব | 49.37.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৪:৫৯460887
  •  ঋতজার নতুন গান


    <

  • S | 2a0b:f4c2::***:*** | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৪:৫৫460886
  • পাই, ঐ করণ জোহারের শোতে কে সুশান্তের কেসটা সোনমের না?

  • S | 2a0b:f4c2::***:*** | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৪:৫৪460885
  • বোঝো। শেক্সপিয়ার তো দুনিয়ার সব ভাষাতেই হয়েছে। সিনেমায়, স্টেজে। বাংলাতেও। জাপানীতেও। শেক্সপিয়ারের গল্পগুলোর কনসেপ্ট তো বাউন্ডারিলেস অ্যান্ড টাইমলেস। সেই গল্পের নতুন ইন্টারপ্রিটেশান আর কন্টেম্পোরারি টাইম আর স্পেসে দেখানোতেই তো ক্রিয়েটিভিটির সর্বোচ্চ গুণ বলে ধরা হয়।

    সত্যজিত রায়ের গণশত্রু দেখার সময় তো এরকম মনে হয়নি। বা উৎপল দত্তের নাটকগুলো।

  • বোধিসত্ত্ব | 42.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৪:৪৩460884
  • হিন্দি তে শেক্সপিয়ার করাটা কি করে লেজিটিমেট একটা স্বাধীন কালচারাল অবজেক্টিভ হয় মাইরি, মানে ধর জীবনানন্দ যদি বাংলায় ওয়েস্টল্যান্ড লিখতে ভাই বলে শুরু করতেন তাইলে কি আর তিনি জীবনানন্দ হতে পারতেন?

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 42.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৪:৩০460883
  • দেখুন রবীন্দ্রনাথ এর মত আমাকেও আ্ংশিক ভাবে কোট করলে বিভিন্ন লোকেরা বিভিন্ন সুবিধা পাবেন, জাস্ট বলে রাখলাম:--))

  • বোধিসত্ত্ব | 42.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৪:২৬460882
  • **কালচারাল ডিবেট কে

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 42.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৪:২৫460881
  • ডিসি:---)))))


    আচ্ছা আরেকটু সোজা করে বলছি:-))))


    কালচারাল স্ফিয়ারের বিবেক কে শুধু ই তৈরি করা ডিস্ট্র্যাকশন হিসেবে দেখলে আমার মনে হয়না পুরোটা ধরা যাবে। হিন্দি ভাষী  স্মল টাউনের ছেলেমেয়েদের এই যে আসপিরেশন বম্বে যাব সেটা আমার হবে সেটার এপিঠ কঙ্গনা তো ওপিঠ বিশাল, কারণ দুজনেই ভারতীয় ত্ব বলতে নতুন রিজিযয়নালিইজেশন বুঝছে, হিন্দি হেজেমনীর ফায়দা তুলছে, এবং কিমাশ্চরযম ঠিক বাঙালি ন্যাশনালিজমের একটা একটা টেনডেনসির মত ই তার মডেল, তামিল সিনেমার মানি স্পিনার।


    এই পরিস্থিতিতে ভুবন সোমে প্রত্যাবর্তন ছাড়া হিন্দি সিনেমার আর আর্ট কমার্স আথেনটিসিটির আর কোন মুক্তি দেখছিনা:--)))

  • π | ২০ সেপ্টেম্বর ২০২০ ১৪:০৩460880
  • আর লোকজনের খেরোর খাতা পড়তে গেলে কোথায় যাব?  খুঁজে পাচ্ছিনা কেন?  

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত