হ্যাঁ একাধিক টই খুললেও সবকটাতেই লিখতে হয় - মোচাকাটা, মোচাবাটা ইত্যাদি
ধন্যবাদ রঞ্জনদা | সেদিন আপনি ছোট পোস্টে ১৯৬৮ মেলাৰ সময়টা সুন্দর ধরেছিলেন, আর তার পরেই ফেসবুকে কে যেন অরণ্যের দিনরাত্রির মেমোরি গেম পোস্ট করেছিল | "কেনেডি, হুইচ কেনেডি? ববি!" দেখে মনে হচ্ছিলো বিট কবিদের ব্যাপারটা বাদ দিলে ষাটের দশকের আমেরিকাতে এম এল কে, সিভিল রাইটস, ফেমিনিজম, কেনেডি দের ঘিরে লিবারেলদের প্রত্যাশা, ভারতীয় অভিবাসন শুরু, আর খুনগুলো এমনকি আবাপ ঘেঁষা লেখকদের ষাট সত্তরের লেখাতেও, মানে আমি সামান্য যা পড়েছিলাম ছোটবেলায়, খুব একটা আসেনি | আমেরিকা মানেই শিয়া আর ভিয়েতনামে আগ্রাসন | উল্টোদিকের ছবিটা সেরকম ছিল না | ইনফর্মেশন সহজলভ্য ছিল না অবশ্য |
কেকে , বাকি দুটো টৈ ও তাই। টইলেখক একাধিক টই খুলে অন্যটায় লিখেছেন, এরকম কিছু।
গুরুর এত সব নতুন ফিচার দেখে দাড়িদাদু বলে পাঠালেন
কেকে, চোরাগোপ্তা স্ল্যাং নামে প্রথমে টই খোলা হয়েছিল, কেবল নাম দিয়ে খোলাই, পোস্ট আসেনি। তারপরে লেখিকা ব্লগে দিতে পারেন। তাই টইতে ব্ল্যাঙ্ক দেখেছ।
এখানে বন্দু পাতাপাতি হবে না মনে হয়। ফলো আনফলো হবে।
ব্লক/আনব্লক আর দ্রুতগতিতে স্ক্রিনশট ফিচার এলে অ্যানাউন্স দেবেন। আর বন্ধু পাতাপাতি।
@অরিন-দা, থ্যাংক ইউ। :-)
@রঞ্জন-দা, আমার তরফ থেকে 'কর্মদক্ষ'র সকলকে অভিনন্দন। :-)
@এলেবেলে, চিত্রা পিসির সঙ্গে দেখা হত ওঁরই দুই কাজিন ডঃ সুবীর (আই আই এম'র প্রাক্তন ডিরেক্টর) ও ডঃ মিহির চৌধুরী (প্রখ্যাত বিজ্ঞানী)র বালিগঞ্জের বাড়িতে সরস্বতী পুজোর সময়ে। সেখানে আমাদের সগুষ্ঠি সব হাজির হত একটা সময়ে। ওঁর মা চিত্রনিভা চৌধুরীর শতবর্ষ উপলক্ষে একাডেমীতে ২০১২- '১৪ মায়ের সব পেন্টিং ও হাতের কাজ নিয়ে তিন বছর খুব বড় মাপের প্রদর্শনীর আয়োজন করেছিলেন উনি। শেষেরবার দেখা হয়েছিল আমার সঙ্গে। সত্যিই অনেককাল যোগাযোগ হয়নি। যোগাযোগ হলে জিজ্ঞেস করব। তবে আজকাল যোগাযোগের সহজতর উপায় ফেসবুক ও লিঙ্কডিন।
অরিনদা, তোমায় ফলো করছি বলে তোমায় ট্যাগ করতে পারলাম। একবার দেখো তো নোটি পেলে কিনা।
ট্যাগ আ গয়া। বহোৎ খুব।
অ্যাডমিন, একটু আপনাদের কয়েকটা কথা বলতে চাইছি। হয়তো অলরেডি জানেন, তাও আর কি। টইপত্তরে কয়েকটা থ্রেড -- 'আপনি কি জিরাফেও আছেন', 'মেয়েদের চোরাগোপ্তা স্ল্যাং', 'নখদর্পন', এগুলো খুললএ ব্ল্যাংক দেখছি। নখদর্পন অবশ্য দুটোর মধ্যে একটা থ্রেডে আসছে। তো এটা একটু দেখবেন নাকি?
আর, ভাটিয়ালিতে লিখতে গেলে 'পুরোনো গুরু' আসছে, কিন্তু টইতে মতামত দিতে গেলে 'পুরোনো গুরু' বাটনে ক্লিক করলেও কিছু খুলছে না। আমি গুগুল ক্রোম ইউজ করছি সেটাও জানিয়ে রাখি। 'পুরোনো গুরু' তে না লিখলে আমার কিছু সমস্যা হচ্ছে। যেমন লেখার মাঝে কোন একটা অক্ষর বা পাংচুয়েশন মার্ক জাম্প করে পরে চলে যাচ্ছে। সেটা জাস্ট ব্যাক্স্পেস দিয়ে ফিরে এসে ঠিক করতে চাইলে সে শব্দটা ইংলিশই থেকে যাচ্ছে, বাংলা আর হচ্ছে না। তখন পুরো শব্দটা মুছে আবার নতুন করে লিখতে হচ্ছে।
নতুন কল খুবই অ্যাপ্রিশিয়েট করছি। তবে এই অসুবিধেগুলো একটু ঠিক হলে ভালো লাগবে।
@অরিন দা
এলেবেলেকে ধন্যবাদ।
একটি প্রবাসী গ্রুপে একজন বামপন্থী এইটা পোস্ট করে দক্ষিণপন্থীদের বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা করেন। কিন্তু গুজব নয় ফ্যাক্ট বড় হাতিয়ার। কারণ ওরা গুজবকেই ভরসা করে।
আমার কম্পু থেকে আনন্দবাজারে প্রকাশিত চিঠিটি খুবই বাজে দেখাচ্ছে। টেক টিম নজর দিন।
আজ স্যারের দেওয়া গানটা অসংখ্যবার শুনেছি। ফলে লোভ বাড়ল সংগ্রহটি সম্পূর্ণ করার। চাহিদা--
সুবিনয় ১. হৃদয় শশী হৃদিগগনে (একই রেকর্ডে ছিল) ও ২. তিমির বিভাবরী
দেবব্রত অন্ধকারের পার হতে
কণিকা আমার কণ্ঠ হতে গান কে নিল
যে কেউ দিতে পারেন।
বাদ পড়েনি
গত পক্ষ কাল ধরে ফেসবুক প্রভৃতি সমাজমাধ্যমে একটি গুজব চলছে এই মর্মে যে, আন্দামানের সেলুলার জেলের সেন্ট্রাল টাওয়ারে খোদিত ফলকগুলি থেকে নাকি পাঁচ শতাধিক স্বাধীনতা সংগ্রামীর (অধিকাংশই বাঙালি এবং বামপন্থী!) নাম বাদ দেওয়া হয়েছে। এই গুজবে চিন্তিত হয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের উত্তরসূরিদের দু’-এক জন এ ব্যাপারে খোঁজখবরও নিয়েছেন।
গত ৪ সেপ্টেম্বর এই ব্যাপারে সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হয়েছিল এই তথ্যগুলি জানতে চেয়ে— ১) সেলুলার জেলের সেন্ট্রাল টাওয়ার থেকে স্বাধীনতা সংগ্রামীদের নাম-খোদিত কোনও ফলক সম্প্রতি সরানো হয়েছে কি না, ২) ১৯০৯-১৯৩৮ সালের মধ্যে সেলুলার জেলে বন্দি থাকা কোনও স্বাধীনতা সংগ্রামীর নাম সম্প্রতি মুছে দেওয়া হয়েছে কি না।
তথ্যের অধিকার আইন, ২০০৫-এর আওতায় ওই আবেদনের উত্তরে সেলুলার জেলের ভারপ্রাপ্ত আধিকারিক, যিনি পদাধিকার বলে জন-তথ্য আধিকারিকও, ১৪ সেপ্টেম্বর একটি চিঠি মারফত এক শব্দে উত্তর দিয়েছেন ‘না’। অতএব, যাঁরা স্বাধীনতা সংগ্রামীদের উত্তরসূরি এবং অনুরাগী, তাঁদের এই গুজবে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই।
অনাদিরঞ্জন বিশ্বাস
পোর্ট ব্লেয়ার, দক্ষিণ আন্দামান
@অর্জুন
"কর্মদক্ষ" নিয়ে মন্তব্যের জন্যে ধন্যবাদ। একটু আগে চোখে পড়ল। অন্য ডায়রেক্টরদের টেক্সট করে জানিয়ে দিলাম। সবাই খুশি আপনাকে থেংক্যু বলেছে।ঃ))
@দীপাঞ্জন
আপনি বোধহয় ১৯৬৮ এর গড়ের মাঠে আবাপ আয়োজিত মুক্তমেলার সন্দর্ভে পোস্ট করে তখন কেনেডি ও মার্টিন লুথার কিং হত্যার ব্যাপারে কী ভাবা হত জানতে চেয়েছিলেন। সরি এখন দেখেছি।
আরে তখন ওই উচ্চিংড়ে বয়সে আমরা সব ব্ল্যাক পাওয়ারের স্টোকলি কারমাইকেল এবং ব্ল্যাক প্যান্থারের নেতার (নামটা কোন বীভার কি?)ভক্ত। উৎপল দত্তের "মানুষের অধিকার" নাটকে বা সেটা নিয়ে বিতর্কে একটা ডায়লগ ছিল -- "মার্টিন লুথার কিং এর অহিংসার মিথ্যা নীতি ওঁর মৃত্যুর সঙ্গেই শেষ হয়ে গেছে।"
আজ অন্যরকম ভাবি। সেইসময়ের রঞ্জনকে কেমন 'বাম-চাড্ডি' মনে হয়।
ঘটনাচক্রে এখনএকটা ফিল্ম দেখছি-- ব্ল্যাককুক্লুসক্ল্যান"।
দীপাঞ্জন,
স্পয়লার নয় ? বাঁচালেন মশাই। থ্যাঙ্কু ।
কিনে এনেছি। পড়ে ফেলব এবারে।
অমিতবাবুর ৪.৫১র পোস্টে বড় হাতের ক।
ভিলাইয়ের একটি কন্ডোতে সবাই যে ভক্ত তা নয় কিন্তু বেশিরভাগ ওই টাইট দেওয়ার আনন্দে আছে। খেয়ালও করছে না সুপ্রীম কোর্ট সুদর্শন টিভিকে কী বলছে বা ন'টি আদালত তবলিগি জামাত নিয়ে কী বলছে।
সবেধন নীলমণি সিপিএম একজন আরও ছড়াচ্ছেন। ইস্যুভিত্তিক ফ্যাক্ট নিয়ে ওদের মুখোমুখি না হয়ে শতরূপ দাস ইত্যাদি একগাদা ইয়ং ব্রিগ্রেডের ছেলেমেয়েদের নাম করে ওদের উপর ভরসা রাখতে বলছেন। বা কমঃ সেলিমের স্ত্রী একজন ডাক্তার কভিডে ডিউটি করছেন। ওদের মধ্যে কার স্ত্রী এমন আছেন? এইসব। করুণ অবস্থা।
আমি ফেক নিউজ এক্সপোজ এবং যে কোন তথ্য দিলে সূত্র দিতে হবে আবদার করে কিছুটা স্পেস বের করেছি। এখন ফলস পোস্ট/ভিডিও ফরওয়ার্ড কিঞ্চিত কমেছে। অধিকাংশ মধ্যবিত্ত ভদ্রলোক। শান্তিপ্রিয়।
কিন্তু আমি নিশ্চিত এঁরাই (আমার বন্ধু ও আত্মীয়দের বাদ দিচ্ছি না) কোন দলিত বা মুসলিম লিঞ্চ হলে মুখ বুজে থাকবেন বা আক্রান্তের দোষ খুঁজতে ব্যস্ত হবেন। যাতে নিজের বিবেককে চোখ মারা যায় ।
বড় অসহায় লাগে। আবার চ্যালেঞ্জও । ' টু রাইজ এগেইন এট এ ডিসেন্ট আওয়ার' বাই জোশুয়া ফেরিস -পড়ছি। আশা জাগছে।
ইউনিভার্সিটি অব জর্জিয়া তো খুবই গন্ডগোলের স্কুল। কোভিডের দোহাই দিয়ে আর্লি পোলিং বন্ধ করে দিয়েছে। কিন্তু ফুটবল গেম চলবে। দিদি কি ওখান থেকেই ডিগ্রী পেয়েছিলেন, হতেই পারে।
আজ ট্যুইটারে #১ ট্রেন্ডিং যাচ্ছে
#NationalUnemploymentDay
#রাষ্ট্রীয়বেরোজগারিদিবস
আরে দীপাঞ্জন যেটা লিখেছেন ওটা নিয়ে কিছু ফোরামে আগেই আলোচনা হয়ে গেছে। বই বেরোনর আগেই।
@i, b এর দোষ :) তবে এটুকু বলতে পারি, স্পয়লার না | আর কিছু বলবো না | পড়ে ফেলুন |
হঠাত এই মোদিভক্ত ট্রাম্পের হয়ে প্রচার করছে কেন? দেশে কি গোবর কম পরেছে?
https://twitter.com/saffronwitreen/status/1306341979685486592
ম ধন্যযোগ।
কমা দেওয়া যাচ্ছে না।
লেখার কল ভাল হয়েছে।
ট্রাবলড ব্লাডের অপরাধী কে বলে দিলেন কেন ? খুবই খারাপ হল ব্যাপারটা।
অর্জুন, আরিব্বাস! চিত্রলেখা আপনার পিসি? জাস্ট একটু খোঁজ নেবেন? ধীরেন মিশ্র। যাদবপুর। ফিজিক্স। অধ্যাপক। ১৯৭৩-৭৪ নাগাদ যাদবপুর ছেড়ে আমেরিকার পিটসবার্গ ইউনি। চেনেন কি না? মানে চেনেন তো একশোবার, সন্দেহ নেই, কিন্তু সেটা বলেন কি না? স্রেফ কৌতূহল বলতে পারেন।
আজকে বেশ আনন্দ হচ্ছে।গতকাল আমাদের পাড়ায় কালী মন্দিরে,প্যান্ডেল তৈরী হয়েছে।রাত্রে আলোকসজ্জার নমুনা দেখলাম।সকালে মাইকে মহালয়ার স্তোত্র পাঠ শুরু হয়েছে।মন্দিরে পুজো চলছে।এখানে মহালয়ার দিন পুজো হয়। বড় রাস্তার ওপর বিশ্বকর্মা পুজো চলছে।আকাশে প্রচুর ঘুড়ি উড়ছে।যদিও অন্যান্য বারের চেয়ে কিছু কম। আলমারি থেকে মাঞ্জা- লাটাই বার করলাম।চার খানা বড় দেখে ঘুড়ি কিনেছিলাম। ছাতে গিয়ে বেশ খানিকক্ষণ ঘুড়ি ওড়ালাম।একটা ঘুড়ি গোত্তা খেয়ে ছিঁড়লো।আরেকটা ঘুড়ি ,খামোকা একজন প্যাঁচ কষে,কেটে দিলো!
আরো দুটো ঘুড়ি বিকেলে ওড়াবো।--))
"আহা অরিন যে ডাম্বলডোর বা হার্মিওনি তৈরী করতে পারে তাকে জন্য আমার বেশ লাগত"
অতি অবশ্যই, গল্প আর ক্যারেক্টার তৈরিতে তো সত্যি ওনার তুলনা হয় না ।
কিন্তু তার মধ্যেও দেখুন না, কতগুলো ব্যাপার লুকিয়ে থাকে, চীনা মেয়ের নাম রাখা চো চ্যাং (চিং চং?), wiccan দের হগওয়ার্টসে নিষিদ্ধ করে দেয়া, তারপর নাগিনী, :-) ....