বরখা এই সাক্ষাৎকারে এন. ডি. টিভি সম্পর্কে বিস্ফোরক সব মন্তব্য করলেন । এন ডি টিভি খুব গদবাঁধা হয়ে গেছে এটা বহুদিন লক্ষ্য করেছি। এই একটি চ্যানেলকেই যা ভরসা করছিলাম।
এবার লখনৌ গেলে দিনদয়াল পরোটা খাবেন।
ট্রাম্পের ক্যাম্পেইন আর অ্যাডমিনিস্ট্রেশানের কাজকর্মের থেকে কলেজের ছাত্ররাও বেটার করে। আয়ারল্যান্ডের প্রাইম মিনিস্টারকে একটা কবিতা শুনিয়েছিল ট্রাম্প, বলেছিল একজন মহান আইরিশ কবি নাকি সেটা লিখেছেন। পরে দেখা গেল যে নাইজেরিয়ান কবির লেখা সেই লাইনগুলো। কেউ একজন চট করে নেট সার্চ করে টুকে দিয়েছে। মেলানিয়া ট্রাম্পের বক্তব্যের মাঝে মিশেল ওবামার বক্তব্যের বলা লাইন টুকে দেয়। এইসব কাজকর্ম এদের। এখানেও চেক করেনি, নেট থেকে স্টক ফটো ব্যবহার করে দিয়েছে। অবশ্য ট্রাম্প যাদেরকে রিপ্রেজেন্ট করে, তাদের নিয়ে আর কি বলবো।
ফঁ৩৫ টা হেবি দিয়েছে ঃ)
লাদাখে কিন্তু ভালোই গন্ডগোল চলছে মনে হয়. বাইরে কোনো খবর আসতে দিচ্ছে না .
মিডিয়া এমবেড তো সুন্দর হচ্ছে।
এই তো,
ধরুন একটা ওয়েব অ্যাপ লিখেছি। ওটাকে এমবেড করা যায় কিভাবে? লিঙ্ক শেয়ার করা যায় অবশ্য, তবে তাহলে সাইটের বাইরে যেতে হয়।
ফঁ৩৫ থাকতে মিগ্ শেষে . এ রাশিয়া র কন্সপিরেসি না হয়ে যায়না.
@S রাভিশ কুমার তো ম্যাগসেসে'র অসম্ভব যোগ্য ক্যান্ডিডেট। সে তো এ পেলে ও, ও পেলে সে হাউ মাউ জুড়ে দেওয়ার পাব্লিক সব সময় ছিল, আছে, থাকবে।
তবে উমর খালিদ still has a long way to go.
আমেরিকার সৈন্যদের লুজার্স অ্যান্ড সাকার্স বলার পর, ট্রাম্পের ক্যাম্পেইন "সাপোর্ট আওয়ার ট্রুপস" লিখে একটা পোস্টার ছেড়েছিল। সেই পোস্টারে ব্যবহৃত ছবিতে সৈন্যরা একে-৪৭ হাতে নিয়ে রয়েছে আর পিছনে মিগ উড়ে যাচ্ছে।
একক জনক, একক জননী। নিবেদিতার কি 'ব্রাদার' র প্রয়োজন নয় না টেরিজা'র 'ফাদার'?
মহারাষ্ট্রে উনিশ শতকের সামাজিক ইতিহাস এনরিচিং এবং ইন্টারেস্টিং।
ভারতের মেইনস্ট্রিম আধুনিক ইতিহাস শুধু 'বেঙ্গল' রেনেসাঁ' এবং কংগ্রেসিদের রাজনীতি নিয়ে হেজিয়ে গেছে।
অরিন,
iframe কি করে এমবেড করে জানি না। এই এডিটরে মিডিয়া এমবেড করা যায় বোধহয়।
সেরকম করা যায় নিশ্চয় । সব লেখা মিলিয়ে বঙ্কিমের হিন্দুগরিমা, ইংরেজপ্রীতি, মুসলমানবিদ্বেষ, নিজের ধর্ম প্রচারক এসব প্রমাণ করা। সহজ হবে না যদিও সেটা, নানা রকমের কন্ট্রাডিক্শন এসে পড়তে পারে ওনারই লেখা থেকে। এই লেখাটাই আবার অন্য লেখার ভিত্তি কিনা সেটা দেখতে গেলেও সন - তারিখ ইত্যাদি মেলাতে হবে । তবে এইটূকু অনুচ্ছেদ দিয়ে কিছু প্রমাণ করা যায় না , আগে পরে থেকে অন্য কথা তুলে দেওয়া যায় । কিন্তু এগুলোই মূলতঃ এখানে সেখানে ঘোরে , কাজের সুবিধে হয় আর কী !
কি মুশকিল!
আমি পাটালি তেমন পছন্দ করি না। নিতান্তই দিলে পয়রা গুড়।
@এলেবেলে : "অরিনবাবু, আমি টেক স্যাভি নই। এটা এই নিয়ে গুরুতে ১৮৭৯ বার বললাম! অত কিছু আমার মুরোদে কুলোবে না। তাছাড়া তাতে লেখা ও আড্ডা মারা - দুটোরই ফ্লো কমে যায়। বাংলা টাইপ করার সময় আমি স্ক্রিনে চোখ অবধি রাখি না, মানে এতটাই কনফিডেন্স। "
তাতে অসুবিধে নেই | আপনি সেক্ষেত্রে "গুরু পদ্ধতি " রেডিও বাটন টায় ক্লিক করে লিখতে পারেন, তাহলেও সরাসরি দেখতে পাবেন কি লিখছেন । শুধু লেখার পর স্পেস বার টি প্রেস করলেই হবে | আপনার তাহলে "দেখে নিন " বোতামটি চেপার প্রয়োজন পড়বে না একেবারেই | এডিটরটি সত্যি খুব ভাল হয়েছে!
@lcm কে প্রশ্ন, <iframe> embed করার কি উপায়?
এরকম কিছু? (এটা একটা হাবিজাবি লিংক )
<iframe src="https://www.my_domain.com/my_app" width: 100%; height: 500px;">
দ-দি, আপনার সঙ্গে জীবনে মুখোমুখি না হয়ে দিদি বলেছি। যদি মনে করেন সেটা বলার অধিকার আমার নেই, কিংবা আমার সম্বোধনটা নেহাতই কৃত্রিম, লোকদেখানো - তাহলে আমাকে 'আপনি' বলাটা চালিয়ে যেতে পারেন। আমার ধারণা, আপনি সেটা মনে করেন না। ফলে ভবিষ্যতে আমাকে আর 'আপনি' বলবেন না। দোহাই আলি।
বেশ, দ্বাদশ রুদ্র সম্পর্কিত উইকি পাতাটা দেখলাম। আপনারা জানাতে থাকুন। কারা কারা পাটালি পেলেন - সে বিষয়টা আজ রাত বারোটার পরে ঘোষিত হবে।
এই যে যেমন এটা একটা।
http://14.139.116.20:8080/jspui/bitstream/10603/164266/12/12_chapter%206.pdf
কেন? আমার হাতের তালু কি হাতির সাইজের? যে ফুল না দিয়ে লেবু দোবো?
এছাড়া বেশ কিছু পিডিএফ লিঙ্ক দিচ্ছে।
নো স্যার। বঙ্কিমের একটি প্রবন্ধ দিয়ে তো আর তাঁর সাম্প্রদায়িক মনোভাবকে বিশ্লেষন করা যাবে না, খামচানোও যাবে না। তাহলে খাল খিঁচে নেওয়া হবে। এই প্রবন্ধটি বঙ্কিমের অসংখ্য পোবোন্দের ভিত্তি যার ভিত্তিতে হিন্দু পুনরুত্থানপর্বের গুরু হিসেবে মেনে নেওয়া হবে তাঁকে। বন্দে মাতরম অসম্ভব মর্যাদা পাবে 'হিন্দু' বিপ্লবীদের কাছে। এটা তার ধারাবাহিক চিন্তার সামান্য নমুনা মাত্র।
রোমান হরফ লেখার জন্য পদ্ধতি সুইচ কেন ঃঃ(
আমি ভাবতাম যে আমিই বোধয় আমেরিকাতে সবথেকে বেশি টিভি দেখি। এখন জানলাম যে আরেকজন আমার থেকেও বেশি টিভি দেখে।
@এলেবেলে, আমি জানি না। তবে খুঁজতে গিয়ে এইটে পেলাম। আগেই দেখেছেন হয়ত
১০টা ৩১: লেবু না ফুল?
১০টা ৩১-এরTA লেবু না ful?
ও আচ্ছা lcm .....
হ্যাঁ পড়েছি তো।
ইংরেজের থেকে হিন্দু জাতিপ্রতিষ্ঠা বা শিখছে যা সে আগে জানত না, শেষ লাইনটা এরকমই, প্রবন্ধটিতে।
সেই জন্য লিখলাম, বিভিন্ন পক্ষ অস্ত্র হিসেবে লেখাটিকে ব্যবহার করতে পারে। হিন্দুপক্ষ, ইংরেজপক্ষ , প্রগতিবাদীরা , ন্যাশনালিস্টরা , বঙ্কিমপক্ষ, বঙ্কিমসমালোচক সবাই।
"যেমন খুশি" ক্লিক করে ইংরেজি লেটার (ডট বা অন্য ইংরেজি অক্ষর টাইপ করে), আবার "গুরু পদ্ধতি" ক্লিক করে বাংলা ফিরে আসুন
গুরু পদ্ধতিতে ফুটকি দেব কী করে ? আগে তো ব্র্যাকেটের মধ্যে দিতাম, এখন সেটা দিলে তো দাঁড়ি পড়ে যাচ্ছে।
প্রবন্ধটি বরং আগাপাশতলা পড়ে ফেলুন। বিশেষত উপসংহারটা। এলেবেলে পিক অ্যান্ড চুজ-এ ডক্টরেট, জানেনই তো।
ভাই অর্জুন, আম্বেদকরকে এক হাত নেওয়ার কোনও ইচ্ছেই নেই। বরং লোকটিকে কিঞ্চিৎ শ্রদ্ধাই করে থাকি। একই ভাবে সিঙ্গল ফাদার কনসেপ্ট নিয়েও কোনও আপত্তি নেই। কিন্তু জননীহীন 'জনক' নামক আদ্যন্ত পুরুষতান্ত্রিক কনসেপ্টকে এনডোর্স করলে জীবনের শেষ দিন পর্যন্ত আপত্তি জানাব।
"পুরোনো গুরু" বাটনে ক্লিক করে, পপ-আপ বাক্সে লিখে ফেলুন, তারপর "কপি" বাটন প্রেস করুন, তাহলে কনটেন্ট মেইন বাক্সে চলে আসবে, তারপর একবার পারলে "দেখে নিন", সব ঠিকঠাক থাকলে "জমা দিন"